নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। হুমায়ূন স্যার আর দুইটা বছর বেঁচে থাকলেই সাহিত্যে নোবেল প্রাইজ পেতেন। স্যার আপনার জন্য আমার কলিজা ছিঁড়ে যাচ্ছে। আপনার সমতুল্য আর কেউ নেই।
২। একটা সময় ছিল হিমু সেজে দিন-রাত রাস্তায় রাস্তায় ঘুরতাম।
৩। বাংলাদেশ গর্ব করতে পারে এমন একজন লেখক হচ্ছেন হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদ এর এমন কোনো বই নেই, যা আমি পড়ি নাই। বরং প্রতিটা বই ৫০/৬০ বার করে পড়েছি। এখনও পড়ে যাচ্ছি। তৃপ্তিটা যেন বেড়েই চলেছে। আমার ধারনা, যারা স্যারের সব বই পড়েছে তারা কখনও স্যারকে নিয়ে কটূক্তি করতে পারবে না। বরং যারা কটূক্তি করে তারা স্যারের সব বই পড়েনি।
আজ এই মহান সাহিত্যিকের জন্মদিন। আমি জানি- একমাত্র পাঠক হৃদয়েই তিনি বেঁচে থাকবেন সারা জীবন। ১৩ নভেম্বর ও ১৯ জুলাই আসলেই মন ব্যাকুল হয়ে ওঠে কি যেন এক হারানোর বেদনায়। মনের মাঝের এক জমাট বাধা কষ্ট এই দুইটি দিনে, অশ্রু হয়ে চোখের কোন দিয়ে বেয়ে পড়তে চায়।
৪। ১৩ নভেম্বর ও ১৯ জুলাই আসলেই মন ব্যাকুল হয়ে ওঠে কি যেন এক হারানোর বেদনায়। মনের মাঝের এক জমাট বাধা কষ্ট এই দুইটি দিনে, অশ্রু হয়ে চোখের কোন দিয়ে বেয়ে পড়তে চায়।
৫।
বসের জন্মদিন উপলক্ষে এই হলুদ শার্ট টা বানালাম।
২| ১৩ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:১৩
শুকনো পাতার চুলকানী বলেছেন: স্যারকে কাছ থেকে দেখার সুজুগটা পেলাম না আমি
৩| ১৮ ই নভেম্বর, ২০১৬ রাত ১:১৭
প্রামানিক বলেছেন: শুভ জন্মদিন
©somewhere in net ltd.
১| ১৩ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:০৫
শাহরিয়ার কবীর বলেছেন: শান্তিতে ঘুমাও হে গল্পের যাদুকর।
শুভ জন্মদিন স্যর।