নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। জমিতে চাষ করবো । দুপুরবেলা বউ ভাত নিয়ে আসবে । খাওয়া শেষে কোমড়ে জড়ানো গামছা খুলে মুখ মুছতেই বউ তার শাড়ির আঁচল বাড়িয়ে দিবে । বউ বলবে বিড়ি টিড়ি খাইয়া একটু জিরাইয়া লও । সূর্য পশ্চিমে হেলে পড়বে । সবজি মাথায় করে নিয়ে আমি হাটে যাবো । বিক্রি করবো । টাকা গুনবো বউ এর জন্য শাড়ি কিনব । বউ মাটির চু্লায় রান্না করবে । আমি তার পাশে গিয়ে বসে থাকব । গল্প করবো । সুখের গল্প, দুঃখের গল্প ।
২। অন্ধকারে আমরা হাতড়ে বেড়াই, যাদের ভালোবাসি তাদের না জেনে ক্ষতি করি । না বুঝে কষ্ট দেই । কিন্তু সেইটেই তো শেষ কথা নয়, সেই সমস্ত ভুল-চুক দুঃখ কষ্টের মধ্যে বড়ো কথাটা এই যে, আমরা ভালোবেসেছি ।
৩। নিষিদ্ধ জিনিষের প্রতি মানুষের বরাবরই আগ্রহ একটু বেশি । ধরা যাক, "সিগারেট খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী ।" সিগারেটের নিকোটিন হাড় মজবুত, ক্ষয় পূরণ, ও ব্রেনেরপরিপূর্ণ বিকাশে সহায়তা করে, তাহলে দেখা যেত, আমাদের মা বাবারা সিগারেট ধরিয়ে তাদের সন্তানের পিছনে পিছনে দৌড়াচ্ছে, আর বলছে,
"লক্ষী সোনা মানিক আমার একটা টান দিয়ে যা" ।
৪। আমি চাই প্রতিটা গ্রামে গ্রামে হোক, একটি করে স্কুল এবং হাসপাতাল।
২| ২৮ শে নভেম্বর, ২০১৬ দুপুর ২:২১
সিফটিপিন বলেছেন: "লক্ষী সোনা মানিক আমার একটা টান দিয়ে যা" ।
নিষিদ্ধ জিনিষের প্রতি মানুষের বরাবরই আগ্রহ একটু বেশি ।
ভাল বলেছেন।
৩| ২৮ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:৪০
ঢাকাবাসী বলেছেন: বিক্ষিপ্ত চিন্তা মনে হল। ভালই লাগল।
©somewhere in net ltd.
১| ২৮ শে নভেম্বর, ২০১৬ দুপুর ২:১৩
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ৩ নম্বরটায় বেশ মজা পেয়েছি।