নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আমি কবি নই- কিন্তু আমার কবিতার মধ্যেই বসবাস

১৪ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:১২

১।
আমরা আগামী সপ্তাহে কক্সবাজার যাচ্ছি। যে হোটেলে থাকব- বেলকনিতে গেলেই সমুস্র দেখা যাবে। সারারাত মনে হয় সমুদ্রের গর্জনে ঘুমাতে পারব না।

২। আমি দুটি জগতে বাস করি। এর একটি হলো বইয়ের জগত। তাই কক্সবাজার গিয়ে শেষ করবো- সুনীলের উপন্যাস 'বিশাখার জন্মদিন' আর শীরষেন্দুর 'চকোলেট' বই দু'টি।

৩। গত চার বছর ধরে মালিবাগ থেকে মগবাজার পর্যন্ত রাস্তার খুব খারাপ অবস্থা। ফুটপাতের অবস্থা আরও ভয়াবহ খারাপ। প্রতিদিন এ রাস্তা দিয়ে লক্ষ লক্ষ লোকের যাতায়াত।
বাসে করে মালিবাগ থেকে মগবাজার যেতে সময় লাগে দেড় থেকে দুই ঘন্টা। কখনও কখনও দুই ঘন্টারও বেশি। মানুষের এই যে সীমাহীন কষ্ট আর ভোগান্তি- এর কি কোনো শেষ নেই?

৪।
বইমেলাতে অনুপ্রানন প্রকাশন এ পাওয়া যাবে- আমার এই বইটি ''টুকরো টুকরো সাদা মিথ্যা''। গত ৬/৭ বছরে সামু ব্লগে লেখা গল্প গুলো থেকে অনেক যাচাই-বাছাই করে বইটি প্রকাশ করা হয়েছে। আমি জানি আমার বই এক কপিও বিক্রি হবে না। কে কিনবে? যেমন- এর আগে রোদেলা প্রকাশনী থেকে আমার রবীন্দ্রনাথের উপর লেখা ''বিকল্পহীন রবীন্দ্রনাথ' বইটি কেউ কিনেনি। প্রকাশক হয়তো আমাকে মনে মনে গালি দেয়।

মন্তব্য ৩৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:১৯

সামিউল ইসলাম বাবু বলেছেন: কঠিন হয়ছে

১৪ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:০৫

রাজীব নুর বলেছেন: কঠিন অবস্থার মধ্যেই আছি।

২| ১৪ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:৩২

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: বই কেউ না কিনলে সমস্যা নেই। আপনার উদ্দেশ্য যদি হয় পাঠ করা তাহলে বই গুলি ঝাল মুড়ি বিকেতা কে দিতে পারেন। সে এই বই দিয়ে ঝাল মুড়ি বিক্রি করবে। মানুষ মুড়ি খাওয়ার সময় একবার হলেও কাগজের দিকে তাকায়!

বাসায় নিয়ে যেতে পারেন। ভাবি রান্না করার সময় চুলাতে আগুন ধরাতে পারবেন।

চাইলে টিস্যু হিসেবেও ব্যবহার করতে পারবেন! বিয়ে বাড়িতে উপহার হিসেবে দিতে পারবেন।

অনেকে রাস্তায় কাগজ কুড়িয়ে বিক্রি করে, তাদের কে দান করে আথিক হেল্প করতে পারেন।

আর যদি তাও না করেন আমার বরাবর কুরিয়ার করে পাঠিয়ে দিয়েন। আমি বারিক্কা ওবামাকে ফ র ও য়া র ড করে দিব। নে বাবা, এখন ত' আর কাজ কাম নেই বসে বসে পড় আর আতেলের খাতায় নাম লিখাও।

১৪ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:০৬

রাজীব নুর বলেছেন: রসিকতা করছেন!!! করেন। আমার দুঃখ কষ্টটা বুঝতে চেষ্টা করলেন না।

৩| ১৪ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:৪৮

কালীদাস বলেছেন: বইয়ের সেল বাড়ানোর জন্য কিছু পুশআপ টেকনিক আছে। নেটে ঘাটিয়ে কাজে লাগান।
মালিবাগ থেকে মগবাজার X((

১৪ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:০৭

রাজীব নুর বলেছেন: জীবনে টেকনিকটা শিখতে পারলাম না বলেই তো আজ আমার এই দশা।

৪| ১৪ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:৫৬

চাঁদগাজী বলেছেন:



"যেমন- এর আগে রোদেলা প্রকাশনী থেকে আমার রবীন্দ্রনাথের উপর লেখা ''বিকল্পহীন রবীন্দ্রনাথ' বইটি কেউ কিনেনি। প্রকাশক হয়তো আমাকে মনে মনে গালি দেয়। "

-আপনার পোস্ট দেখলে সব সময় মনে পড়ে ''বিকল্পহীন রবীন্দ্রনাথ' পোস্ট সিরিজের কথা; এ ধরণের লেখার পাঠক পাওয়া মুশকিল; সেই সিরিজের পোস্টগুলোতে আমার কিছু কমেন্ট ছিলো; অবশ্য তখন আমার এই নিক ছিলো না।

১৪ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:১০

রাজীব নুর বলেছেন: রবীন্দ্রনাথ টা লিখতে আমার লম্বা সময় লেগেছে, প্রায় পাঁচ বছর। জ্বী, আপনি মন্তব্য করেছেন কিন্তু অনেকে বাজে মন্তব্যও করেছেন। সব কিছু তো আর ভুলে যেতে পারি না, কিছু কিছু মনে থালে।

৫| ১৪ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:১৩

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: :| হাল্কা একটু রসিকতা করলাম।
আবার দরকারী টিপস ও বলতে পারেন।

আপার জন্য শুভ কামনা রইল।

১৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:০২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৬| ১৪ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:৫০

চাঁদগাজী বলেছেন:


"জ্বী, আপনি মন্তব্য করেছেন কিন্তু অনেকে বাজে মন্তব্যও করেছেন। সব কিছু তো আর ভুলে যেতে পারি না, কিছু কিছু মনে থালে। "

-ব্লগে প্রকাশের পর, আমি যদি বাজে মন্তব্য করে থাকি, সেই বইয়ের বাজার সম্পর্কে কি আমি আপনাকে কি অগ্রিম ধারণা দিইনি?

১৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:০০

রাজীব নুর বলেছেন: ওস্তাদ বাজে মন্তব্য আপনি করেন নি। আমি আপনার কথা বলিনি। অনেকের কথা বলেছি। সামু ব্লগে আমি যদি কাউকে পছন্দ করে থাকি- সে হলো- আপনি।

৭| ১৪ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:৫৩

লর্ড অফ দ্য ফ্লাইস বলেছেন: এখন বইয়ের দাম বেশি। পাঠক খুব যাচাই বাছাই করে বই কিনে। আর বেশিরভাগ পাঠকই স্টুডেন্ট, তারা ঝুকি নিয়ে এই বই কেন কিনবে? পাঠক তৈরি করতে চাইলে অনলাইনে পিডিএফ ছাড়েন। বাঙালি ফ্রি পেলে আলকাতরাও খায়।

১৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:০১

রাজীব নুর বলেছেন: আপনার পরামর্শ টা পছন্দ হয়েছে।

৮| ১৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:১৫

রায়হানুল এফ রাজ বলেছেন: বইয়ের জন্য শুভকামনা রইল।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০১

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।

৯| ১৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ২:২৬

জাহিদ অনিক বলেছেন: মার্কেটিং এ যুগে তারাই বেশি সংখ্যক কপি বিক্রি করতে পারে যাদের মার্কেটিং পলিসি ভাল বা যাদের মার্কেটিং দক্ষতা বা প্রচারণা বেশি ।
পিডিএফ আইডিয়াটা ভাল যদি বই থেকে কোন ইনকামের চিন্তা না থাকে ।

বই এর জন্য শুভ কামনা রাজীব ভাই ।

১৫ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:১০

রাজীব নুর বলেছেন: আমাদের দেশে খুব বেশি লোক তো আর বই লিখে টাকা পায় না। হাতে গোনা কয়েকজন।

১০| ১৫ ই জানুয়ারি, ২০১৭ ভোর ৬:১০

চাঁদগাজী বলেছেন:




পার্সোনেল পরিচিতদের জানান যে, আপনি বই প্রকাশ করতে যাচ্ছেন; তাদেরকে পড়ে দেখার অনুরোধ করেন।
আর আমরা তো আছি

১৫ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:০৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১১| ১৫ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৪৩

অগ্নি সারথি বলেছেন: ''টুকরো টুকরো সাদা মিথ্যা'' - র জন্য শুভকামনা।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১২| ১৫ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৫১

মোস্তফা সোহেল বলেছেন: আপনার জন্য শুভ কামনা রইল

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০৩

রাজীব নুর বলেছেন: ভালো থাকবেন।

১৩| ১৫ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:২৩

ক্লে ডল বলেছেন: বইটি নিয়ে আপনি আলাদা একটি পোষ্ট দিতে পারেন। প্রকাশের পূর্ব ইতিহাস, কারো পরামর্শে নাকি নিজ ইচ্ছাতেই বই প্রকাশ করছেন, তাতে কতগুলো গল্প আছে ইত্যাদি সেই পোষ্টে অন্তর্ভুক্ত করতে পারেন।
বই এর জন্য শুভকামনা রইল।

১৫ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:০৭

রাজীব নুর বলেছেন: খুব খুশি হলাম। ধন্যবাদ।

১৪| ১৫ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৩৬

জাহিদ অনিক বলেছেন: এটা ঠিকই বলেছেন, বই কিনে কেউ দেউলিয়া না হলেও , বই পাবলিশ করতে গিয়ে দেউলিয়া হয়ে যাওয়ার কাছাকাছি চলে আসা লাগতে পারে B-)

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০৩

রাজীব নুর বলেছেন: দরিদ্র দেশ গুলোতে এমনই হয়।

১৫| ১৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:৪৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আরে ভাই কক্সবাজার যে যাচ্ছেন টিকেট কাটছেন , কাটলে বাসের না বিমানের? তবে মনে রাখবেন ফটো পোষ্ট দিয়েন কিন্তু।
আর বই বিক্রি নিয়ে লেখকদের মাথা গামালে সেরা লেখক হওয়া যায়না। বই পাঠকের ইচ্ছা হলে কিনবে না হলে ফ্রি পড়বে আর একেবারেই যদি পড়তে না চায় তা না পড়বে । বলুনতো দেশের কতজনই বা বই পড়ে!
নতুন বই বাজারে এলে কিনে পড়া দরকার তাতে লেখকের খরচ পাতি কিছু মিলে। তবে লেখক যদি বড়লোক হয় তার বই বেচার কি দরকার বলুন। অনলাইনে পাইরটেট কপি ছাড়লেই মক্ত পড়ার পাঠক পর্যন্ত পৌছে যাবে।

১৬| ১৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:৫৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১৭| ১৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ১:০১

প্রবাসী দেশী বলেছেন: বই এর বিক্রি নিয়ে ভাবলে কবি হওয়া যায় না। ... আপনার কাজ লেখা সেটাই মন দিয়ে করুন। দেখবেন একদিন আপনার অটোগ্রাফ নিতে কক্সবাজার থেকে লাইন লাগবে। বই এর জন্য শুভকামনা রইল।

১৬ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:১৭

রাজীব নুর বলেছেন: সুন্দর কথা বলেছেন।

১৮| ১৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:৩৭

মুহাম্মাদ তরিক বলেছেন: আপনার লেখা আমার অনেক ভাল লাগে। যখন হতাশায় ভুগি তখন আপনার ব্লগে চলে আসি। আপনার উপস্থিতিতে আপনার বই কেনার খুব ইচ্ছে। আপনি কোন দিন বই মেলায় উপস্থিত থাকবেন। জানতে পারলে খুশী হতাম।

১৮ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ২:২৮

রাজীব নুর বলেছেন: আপনার মন্তব্য পড়ে মনটা খূশিতে ভরে গেল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.