নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

সারারাত মারি সাপ সকালে উঠে দেখি দঁড়ি

১৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:০৮



১। শোনো, ওহে চৈনিক
চা খাবে দৈনিক,
গায়ে বল হলে পরে
তবে হবে সৈনিক ।

--------প্রশ্ন; কি রবীন্দ্রনাথের লেখা ?

২। অল্প ক'দিন আমরা বাঁচি তবু এই সময়ে কত সুখ দুঃখ আমাদের আচ্ছন্ন করে রাখে, কত গ্লানি, কত আনন্দ আমাদের চারপাশে নেচে বেড়ায় । কত শূন্যতা বুকের ভেতরে হা হা করে ।

৩। রাতের অন্ধকারে এক অতিধার্মিক বাড়িঘর ছেড়ে পথে নেমেছেন । তাঁকে একজন জিজ্ঞেস করল, আপনি কোথায় যাচ্ছেন ? তিনি বললেন, ঈশ্বরের সন্ধানে । সেই লোক অবাক হয়ে বলল, সে কি ! ঈশ্বর কি হারিয়ে গেছেন যে তার সন্ধানে বের হতে হচ্ছে ?

৪। মৃত মানূষ'রা সব দেখতে পারে । সব জায়গায় যখন তখন যেতে পারে । হয়তো এখন আপনার পাশেও কোনো মৃত মানুষ বসে আছে ।

৫। শুধু নিজে কেমন সেটা জানলে তো হবে না- চারপাশের মানুষগুলি কেমন সেটাও জানতে হবে ।

৬। মাঝে মাঝে একটা গল্পের বই হাতে নিয়ে বইয়ের নাম, লেখকের নাম না পড়েই মনে হয়- বইটা ভালো, হয়ও তাই !

৭। আধুনিক সমাজে বাস করার এই অসুবিধা, মনের কথা খোলাখুলি কখনো বলা যায় না । একটি মেয়েকে ভালো লাগলেও তাকে সরাসরি সেই কথা বলা যাবে না । নানান ভনিতা করতে হবে ।

৮। লোকে আমারে মন্দ বলেরে
আমি কোথায় যাবো কি করিব
দুঃখের কথা কাহারে কবো রে
মন্দ বলে মন্দ বলেরে ...

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:১৪

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: না আপনারে কেউ মন্দ বলে না, আপনার ছবি আপ্লোডের জন্য সামুতে আপনার সু-নাম আছে। ;)

১৬ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:১২

রাজীব নুর বলেছেন: বাহ বাহ !!!!

২| ১৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:২২

মোস্তফা সোহেল বলেছেন: শীরোনামটি দারুন হইছে।লেখাটাও দারুন

১৬ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:১২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৩| ১৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৩১

চাঁদগাজী বলেছেন:



৪ নম্বটা পছন্দ হয়েছে; মরার আগে কাজকর্মে ব্যস্ত থাকে মানুষ, সব যায়গায় যাবার সময় ও সুযোগ থাকে না; তদুপরি যান বাহনের টিকেট ফিকেট লাগে!

১৬ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:১৪

রাজীব নুর বলেছেন: হুম -------------- ধন্যবাদ।

৪| ১৬ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:১০

অগ্নিবেশ বলেছেন: ৯ নং টা সুন্দর হয়েছে, কেউ কেউ নিজের ছবি আপলোড দিয়ে মজা পায়, আর কেউ কেউ তাই দেখে হাউ কাউ করে।

১৬ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:১৪

রাজীব নুর বলেছেন: যার যেটা ভালো লাগে সেটাই তো করা উচিত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.