নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

মনের এলোমেলো ভাবনা\'ই তো কবিতা

২২ শে মার্চ, ২০১৭ দুপুর ২:৩৭




আজ আকাশ কি বিষন্ন-
হাজার খানিক কবিতা লিখে তুমি কবি হতে পারোনি
মশা কানের কাছে ভোঁভোঁ করবে আর কামড়াবে তোমাকে
এক টাকা দামের সিগারেট'ই আজীবন খেতে হবে ভায়া
আহ কি কষ্ট তোমার!

বাসে সিট না পেয়ে, হেন্ডেল ধরে ঝুলে থাকো তুমি
কেউ এসে অকারনে'ই মাত্র পালিশ করা জুতো মাড়িয়ে দেয়
ফুটপাতের খাবার'ই প্রিয় কেন তোমার?
হেলিকাপ্টারে করে কোনোদিনও তুমি যেতে পারবে না-
ঢাকা থেকে রাজশাহী, আহ কি কষ্ট তোমার!

আজ তো তুমি, স্বচ্ছ নদীর জলকে ঘোলা ভাবতে শিখে গেছো
মধ্যদুপুরে তুমি দূরে চলে যাও-
আর মধ্যরাত্রিরে তুমি আয়নায় নিজেকে খোঁজো
অসামর্থতার জন্যই হিসেব করে চলতে হয় প্রতিটাক্ষন
আহ কি কষ্ট তোমার!

হলি আর্টিজান হামলাতে তুমি কেন মরলে না-
আমি তা ভাবি।
দক্ষ অভিনেতা না হতে পারলে- জীবনে তুমি সাফল্য পাবে না
তোমার লেখা পূরনো কবিতা পড়ে তুমি কেন বিরক্ত হও-
অল্প বয়সের আবেগের কি দাম নেই?

পদ্মাসেতু হলে তোমার লাভ কি?
তুমি কি পারবে নিজের গাড়ি দিয়ে পদ্মা সেতু পার হতে?
যে মেয়েটিকে ভালোবাসতাম- আজ সে বিধবা কিন্তু
তার আছে একটা সেলাই মেশিন।
যদিও তোমাদের শ্রমে, ঘামে, চিন্তায়, মেধা, মননে দেশ এগিয়ে যাচ্ছে।


(আমি কবি নই। কবি হওয়ার সামান্য যোগ্যতাও আমার নেই। আমাদের বংশেও কেউ কবি নয়। আমি যা লিখি তা সামান্যো কবিতা হয় না। কোনো দিন হবেও না। তারপরও কিছু দিন পর-পর কবিতার মতোন করে কিছু একটা না লিখলে আমার ভালো লাগে না। দীর্ঘদিনের অভ্যাস।
যাই হোক, আপনারা ভালো থাকুন। সুস্থ থাকুন। দেশ এবং দেশের মানুষকে ভালোবাসুন। জয় বাংলা।)

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২২ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:০৫

মোস্তফা সোহেল বলেছেন: কবিতা তো কবিতাই।
তার রুপ রং নিয়ে এত ভাবলে কি হবে?
পদ্মা সেতু হলে নিজের গাড়ি নিয়ে যেতে পারব না তবে আমার খুব শখ হচ্ছে সেতু তৈরী হলে এক দিন হেটে হেটে পদ্মা সেতু পার হব।

১৩ ই জুন, ২০১৯ সকাল ৯:৪০

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।

২| ২২ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:৪৪

রিকতা মুখাজীর্র্ বলেছেন: ভালো লাগল,কবিতা লিখতে কবি ই যে হতে হবে এমন কোনো কথা নেই,কবিটা মানে তো মনের সব জ্বালা কে ধুয়ে ফেলা।

১৩ ই জুন, ২০১৯ সকাল ৯:৪০

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

৩| ২২ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:৪৯

করুণাধারা বলেছেন:
ভাল ছবি। ভাল লাগল।

১৩ ই জুন, ২০১৯ সকাল ৯:৪০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৪| ২২ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:৩৩

চাঁদগাজী বলেছেন:


আপনি গীটার বাজাতে পারেন? পারলে, এই কবিতা একদিন গান হয়ে যাবে!

১৩ ই জুন, ২০১৯ সকাল ৯:৪১

রাজীব নুর বলেছেন: না পারি না।

৫| ২২ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাল লাগল আমার

১৩ ই জুন, ২০১৯ সকাল ৯:৪১

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

৬| ২৩ শে মার্চ, ২০১৭ রাত ৯:২২

চাঁদগাজী বলেছেন:



আপনি নিজের পোস্ট পড়তে ভুলে যাচ্ছেন?

১৩ ই জুন, ২০১৯ সকাল ৯:৪২

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।

৭| ২৬ শে মার্চ, ২০১৭ দুপুর ২:২৩

বিলিয়ার রহমান বলেছেন: কবিতা লেখকদের দলে আপনাকে স্বাগতম!:)

১৩ ই জুন, ২০১৯ সকাল ৯:৪২

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.