নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
মানুষ জন্মগতভাবে কখনই খারাপ থাকে না। জন্মের পর পরিবেশগত কারণে বা অন্য কোনো বাস্তব কারণে খারাপের পথে অগ্রসর হয়। তবু সব মানুষের ভেতরেই একটি পবিত্র সত্ত্বা রয়েছে। আপনার মন কতটা উদার তা নির্ভর করবে অসহায়দের পাশে আপনি কতটা থাকতে পারছেন। শুধু একা একা ভালো থেকে ভালো মানুষ হয়ে ওঠা যায় না। সবাইকে নিয়ে ভালো থাকতে হয়। ভালো মানুষ মন্দ হয়ে যেতে পারে আবার মন্দ মানুষ ভালো হয়ে যেতে পারে। এই সমাজে ভালো মানুষ হবার অপরাধে অন্যের কাছে ঠকতে হয় বারবার, ষড়যন্ত্রের শিকার হয়ে ভুগতে হয় অশান্তিতে, ব্যর্থতাকে বরণ করে নিয়ে ধুঁকতে হয় হতাশায়।
জ্ঞানী মানুষরা সহজে বুঝতে পারেন সততা, কৃতজ্ঞতাবোধ কোনো সস্তা জিনিস নয়। কাজেই কোনো সস্তা মানুষের কাছে থেকে এগুলো আসা করা যায় না। মানুষের পিছু পিছু দৌড়োয় মন্দের ছায়া। কবি বলেছেন, ‘মানুষ যখন মানুষ ছিল মানুষ ছিল ভালো’। আধুনিক জগৎটাই বড়ো তাজ্জবের জায়গা। যারা এখানে মন্দের জাল বুনে তারাই কিন্তু ভালোর সবচে বড়ো নির্মাতা। সাদা মনের মানুষ তারা খুঁজে বের করে, পদক দেয়। যারা দেয়, তাদের পরিচয়টাও বড় অদ্ভূত- উহারা হইতেছে বহুজাতিক কোম্পানী।
আসলে আজ আমার মনটা ভালো নেই।
গত শুক্র বার আমি একটা লেখা লিখেছিলাম- 'আমার স্ত্রী যেভাবে খুন হলো'। আজ দেখি লেখাটি নেই। মুছে দেয়া হয়েছে। আমাকে কোনো নোটিশ দেয়া হয়নি। একটি গল্প লিখেছি। সহজ সরল ভাষায়। অশালীন কোনো শব্দ ব্যবহার করিনি। কাউকে কটাক্ষ করেও কিছু লিখিনি। কপি পেষ্টও করিনি। একদম মৌলিক লেখা। তাহলে আমার লেখাটি কেন মুখে দেয়া হলো? প্রায় ৮৫০ বার পঠিত ছিল লেখাটি এবং বিশটির উপরে মন্তব্য ছিল। সবচেয়ে বড় কথা কোনো ব্লগার এই লেখা পড়ে আহত হননি। সবাইই ভালো পজেটিভ মন্তব্য করেছে।
এখন কি আমি রাগ করে ব্লগ ছেড়ে চলে যাব? অন্য কোনো ব্লগে জয়েন করবো? আপনারা আমাকে বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা করুন।
২৭ শে মার্চ, ২০১৭ রাত ৯:২৭
রাজীব নুর বলেছেন: আপনার সুচিন্তিত মতামতের জন্য ধন্যবাদ ওস্তাদ।
২| ২৭ শে মার্চ, ২০১৭ রাত ৯:২১
অপ্সরা বলেছেন: হা হা ভাইয়া!!!
সবাই কত করে বললো আমাদের নিস্পাপ ভাবীজীর ছবি দিয়ে এমন লেখা দিওনা তুমি তো কানও দিলে না সে কথায়! লেখাটা সত্যিই ভালো হয়েছিলো কিন্তু একে লেখার থিম ছিলো খুন খারাবীর উপরে তার পরে আবার নিস্পাপ হাস্যামুখি ভাবীর ছবি যেখানে তুমি তার দিকে কোন দূরাভিুসন্ধিতে যে তাকিয়ে আছো বুঝাই যাচ্ছিলো না!
কি আর করা মডুরভাইয়ার ওয়ার্নিং এর পরেও তো শুনলে না!!!!
না এখন রাগ করে ব্লগ ছেড়ে না গিয়ে আবার গল্প লেখো সেখানে ছবি দেবে এ্যাবস্ট্রাক্ট যা দেখে কারো বুঝারই অবকাশ থাকবেনা ছবির মাঝে কি দুরাভিসন্ধি এটেছো তুমি হা হা হা !!!!!!!!
তবে একই মানুষের ছবি নানা রকম ড্রেসে আর ভঙ্গিতে দেখতে দেখতে ফেসবুকেই বিরক্ত হই আমরা আর তুমি সেটা আবার ব্লগেও নিয়ে এসেছো যা ব্লগের স্বভাব বিরুদ্ধ আর তাই তো তোমাকে এত কথা শুনতে হয় ভাইয়া!
২৭ শে মার্চ, ২০১৭ রাত ৯:২৮
রাজীব নুর বলেছেন: হুম। ঠিক আছে। ধন্যবাদ।
৩| ২৭ শে মার্চ, ২০১৭ রাত ৯:২৪
জুন বলেছেন: গল্পটা ইন্টারেস্টিং এবং তাতে বেশ সাসপেন্সও ছিল । আপনি ছবিটা বদলে দিলেই পারতেন ।
এখানেই লিখেন। আবার কই যাবেন !
২৭ শে মার্চ, ২০১৭ রাত ৯:২৯
রাজীব নুর বলেছেন: আমি নিজে সারাদিন ছবি তুলি। নিজের লেখাতে অন্যের ছবি ব্যবহার করতে ভালো লাগে না। যাই হোক আরও সাবধান হবো।
ধন্যবাদ।
৪| ২৭ শে মার্চ, ২০১৭ রাত ১০:৫৬
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আরে আপনে যাবেন কোথায়! একটি লিখা মুছে ফেলেছে তাতে কি! মনে রাখবেন যেখানে খুচট খাবেন সে খান থেকে দাঁড়াবেন। কারণ এখানে বুঝে গেছেন আপনি কি ছিল আপনার ভুল। ছোট খাট ভুল ও মানুষের জীবনের অনেক টপিক বদলে দেয়। বদলে যান আবার লিখেন। পুরস্কার আপনারি হবে।
২৭ শে মার্চ, ২০১৭ রাত ১১:০৬
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ, ভরসা পেলাম।
৫| ২৭ শে মার্চ, ২০১৭ রাত ১১:০৪
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ভাইয়া কোথাও যাবেন না । সামু টিম আপনার ভালোর জন্যই করেছে। এই অস্থির দুঃসময়ে আল্লাহ্ না করুক কোন অপ্রত্যাশিত ঘটনা যদি ঘটে যায় তাহলে আপনার সুন্দর জীবনের গল্পটাও পাল্টে যেতে পারে । লেখকের কল্পনা নামে আয়ারল্যান্ডের একটা অনেকটাই এমন একটা গল্প পড়েছিলাম । রাত না ফুরাতেই লেখক গল্পের সেই ভয়াবহ নায়ক হয়ে যায় ।
আমার মনে হয়েছে আপনি একটি শিশু সুলভ সাদা মাটা মন ধারন করেন । কিন্তু অনেক সহজ সরল বিষয় জটিল সমাজের জটিল চিন্তার কারনে জটিল হতে সময় নেয় না ।
সামুতেই মান অভিমান ঝগড়া ঝাঁটি আর আনন্দ বিনোদন নিয়ে থাকুন । খুব ভাল থাকুন।
২৭ শে মার্চ, ২০১৭ রাত ১১:০৮
রাজীব নুর বলেছেন: আমি থাকব বোন। সাত বছর ধরে আছি মায়া পড়ে গেছে।
৬| ২৭ শে মার্চ, ২০১৭ রাত ১১:৩৩
ইউনিয়ন বলেছেন: বেহুদা কান্নাকাটি করে কোন লাভ আছে?
আপনার পোষ্টটি সম্ভবত কয়েক টি কারণে সরিয়ে দেয়া হয়েছিল-
১। শিরোনামে আপত্তি।
২। ছবিতে আপত্তি।
৩। বর্তমানে মানুষ নিজ ঘরেও নিরাপদ নয়। ঈশ্বর না করুক কোন অনাকাংখিত ঘটনা ঘটলে আপনি আপনার লেখার কারণে সন্দেহের এক নম্বর তালিকায় থাকবেন আপনি।
৪। এই পোষ্ট দ্বারা আপনি হিট কামাতে চেয়েছেন যা হিটখোরদের কাজ।
৫। আপনার দেখাদেখি আরেকজন হয়ত পোষ্ট দিতে পারে "আমার প্রেমিকার কপালে যেভাবে ঠ্যাটা পড়ছে"।
৬। মডু ঘরের মহিলার সাথে রাগ করে এসে আপনার পোষ্টটা চোখে পড়তেই মনে নতুন চিন্তা উ দ য় হয়েছিল। সেই চিন্তা দূর করার জন্য পোষ্টা ডিলিট করেছে।
৭। অথবা শুরুভী ভাবিকে জিঙ্গেস করুন, মডু কে চা-পানি খাইয়ে খুশি করে তারপর আবদার করেছিল, এই পোষ্ট যেন ডিলিট করে দেয়। ভাবির আবদার রক্ষা করতে গিয়ে ভাইয়ের বারোটা বাজিয়েছে।
আরো অনেক কারণ থাকতে পারে।
১৩ ই জুন, ২০১৯ সকাল ৯:২৭
রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।
৭| ২৭ শে মার্চ, ২০১৭ রাত ১১:৩৮
ইউনিয়ন বলেছেন: আমার দিকে তাকান। আমার তিন দিন যেন শেষ হচ্ছে না। তারপরও মন্তব্য করে আপনাদের সাথে মিশতে পারছি। এটা কম কিসের!
১৩ ই জুন, ২০১৯ সকাল ৯:২৮
রাজীব নুর বলেছেন: হুম।
৮| ২৮ শে মার্চ, ২০১৭ রাত ১২:১৯
ইউনিয়ন বলেছেন: জয় বাংলা
৯| ২৮ শে মার্চ, ২০১৭ রাত ২:৪৪
আরণ্যক রাখাল বলেছেন: ছবিটিই গন্ডোগোল পাকিয়েছে।
ওটা ছাড়া সুন্দর ছিল পুরোটা। নিজের তোলা ছবিই দিতেন, তাই বলে সেই লেখায়!
যাক গে, ব্যাপার না
১৩ ই জুন, ২০১৯ সকাল ৯:২৯
রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।
১০| ২৮ শে মার্চ, ২০১৭ রাত ২:৫৩
সৌমিক আহমেদ খান বলেছেন: আপনি দেখতে রুপসি
১৩ ই জুন, ২০১৯ সকাল ৯:২৯
রাজীব নুর বলেছেন: হে হে।
১১| ২৮ শে মার্চ, ২০১৭ রাত ৩:৩৩
রিফাত হোসেন বলেছেন: গল্পটা পড়েছিলাম, মন্তব্যও করেছিলাম। আপনার সার্থকতা,২০টি মন্তব্যের মধ্যে সবাই যদি চমক পেয়ে থাকেন তাহলেই তো আপনি সার্থক।
আর সাহেব সময় পেলে আপনার লেখা গুলোার ব্যকআপ করে নিবেন। সামুর ভরসা নাই, নাই সরকারের ভরসা কখন কোন হুকুম জারি হয়!
আমার সময় হয় না। যতটুকু হয় পড়েই শেষ করে ফেলি।
মন খারাপ যদি করে থাকেন তাহলে ঝেড়ে ফেলে দিন। আর কারও মনের ভিতর দাগ কাটতে না পারলেও ঐ দিন আমি আসলেই চিন্তিত হয়ে গিয়েছিলাম। বারবার প্রআলু পত্রিকা ঘাটছিলাম, কিছু ঘটে গেল কিনা!
সাধারনত সামুর লেখাতে এতটুকু চেতনা কাজ করে না, যা ল্যাপটপ বন্ধের পরেও মাথায় ঘুরে। কিন্তু ঐদিন ঘুরেছিল।
মোদ্দ কথা আপনি সার্থক।
১৩ ই জুন, ২০১৯ সকাল ৯:৩০
রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।
১২| ২৮ শে মার্চ, ২০১৭ সকাল ৯:২৭
নতুন বিচারক বলেছেন: গল্পটি নিঃসন্দেহে ভালো ছিল।
১৩ ই জুন, ২০১৯ সকাল ৯:৩০
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
১৩| ২৮ শে মার্চ, ২০১৭ সকাল ৯:৪৩
হাতুড়ে লেখক বলেছেন: মিস করলুম!
১৩ ই জুন, ২০১৯ সকাল ৯:৩১
রাজীব নুর বলেছেন: হুম।
১৪| ২৮ শে মার্চ, ২০১৭ সকাল ৯:৪৬
নতুন নকিব বলেছেন:
রাজীব নুর,
সামুকে ধন্যবাদ জানাচ্ছি। খুন খারাবির গল্পটি সরিয়ে দেয়ায়। আর আপনার জন্য মনে হয়, এটা অনেক বড় খুশি হওয়ার বিষয় যে, 'উদোর পিন্ডি বুদোর ঘাড়ে'র মত আরেকজনের ভ্যাজালের দায় আপনার কাঁধে এসে চড়বার আগেই সামুর সতর্কতায় আপনিও নিরাপত্তার ভেতরে থাকলেন।
তাছাড়া, আপনার পক্ষে অয়েলিং করে যারা ঐ পোস্টটিতে কমেন্ট দিয়েছিলেন, তাদের দেখেছি আপনি সুন্দর রিপ্লাই দিয়েছিলেন। আমার কমেন্টটি আপনাকে খুশি করতে পারে নি, তাই হয়তো সেটার রিপ্লাই পাই নি। আর আপনি তো সিনিয়রদের সিনিয়র। কারও কথারই তেমন কোন গুরুত্ব দেয়ার হয়তো প্রয়োজন মনেও করেন না। না হলে, এত জনের রিকোয়েস্ট রক্ষায় আপনি কি সেই পোস্টে যুক্ত আপনাদের যুগল ছবিটি সরিয়ে দিতে পারতেন না!
যাই হোক, ক্ষমা করবেন। আপনার প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। কন্টিনিউ করুন। অনাবিল স্বাচ্ছন্দ্যে ভরে উঠুক রঙিন আগামী।
২৮ শে মার্চ, ২০১৭ দুপুর ২:৫৫
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন। সুস্থ থাকুন।
১৫| ২৮ শে মার্চ, ২০১৭ সকাল ১১:৩৪
মোস্তফা সোহেল বলেছেন: কোথাও কি শান্তি আছে?আমাদের সাথেই থাকুন।
১৩ ই জুন, ২০১৯ সকাল ৯:৩২
রাজীব নুর বলেছেন: আছি।
১৬| ২৮ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:১২
ধ্রুবক আলো বলেছেন: ব্লগে ইদানি হরহামেশাই এমন হয় । হতাশ জনক!!
আপনার লেখা ফিরিয়ে দেয়া হোক।
১৩ ই জুন, ২০১৯ সকাল ৯:৩৩
রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।
১৭| ২৮ শে মার্চ, ২০১৭ দুপুর ২:২৫
সিফটিপিন বলেছেন: গল্পটা পড়েছিলাম, মন্তব্যও করেছিলাম। ডিলিট করার জন্যই এই পোস্টটা দিতে পারলেন।
আপনার দিকে তাকাবো আপনিত অন্য দিকে মুখ ঘুরিয়ে রেখেছেন। এই ছবিটা আপনার অন্য কোন পোষ্টেও দেখেছিলাম মনে হয়।
সামু ছেড়ে যাওয়ার দরকার নেই, অন্য ব্লগে পাঠক কম।
২৮ শে মার্চ, ২০১৭ দুপুর ২:৫৪
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
১৮| ২৮ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:১৮
গ্রামের ছোট্র ব্লগার খায়রুল বলেছেন: বুঝিনা সামু এডমিন ভাইয়েরা এমন কেন করে। আমার বেলায়ও একমটা হয়েছে।
১৩ ই জুন, ২০১৯ সকাল ৯:৩৪
রাজীব নুর বলেছেন: দুঃখজনক।
১৯| ২৮ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:১১
হাসান রাজু বলেছেন: গত শুক্র বার আমি একটা লেখা লিখেছিলাম- 'আমার স্ত্রী যেভাবে খুন হলো'। আজ দেখি লেখাটি নেই। মুছে দেয়া হয়েছে। আমাকে কোনো নোটিশ দেয়া হয়নি। একটি গল্প লিখেছি। সহজ সরল ভাষায়। অশালীন কোনো শব্দ ব্যবহার করিনি। কাউকে কটাক্ষ করেও কিছু লিখিনি। কপি পেষ্টও করিনি। একদম মৌলিক লেখা। তাহলে আমার লেখাটি কেন মুখে দেয়া হলো? প্রায় ৮৫০ বার পঠিত ছিল লেখাটি এবং বিশটির উপরে মন্তব্য ছিল। সবচেয়ে বড় কথা কোনো ব্লগার এই লেখা পড়ে আহত হননি। সবাইই ভালো পজেটিভ মন্তব্য করেছে।
কিন্তু প্রথম কয়টা মন্তব্য পড়ে মনে হচ্ছে । আপনাকে নোটিশ করা হয়েছে । আপনি একদম কিছুই বুঝতে পারছেন না । কিন্তু সবাই কেমন জানি বুঝে ফেলছে, ছবিতেই সমস্যা ।
যাক গা, আমাদের সাথেই থাকেন । গল্পতো অনেকেই পড়ে ফেলেছে । ডিলিটের উছিলায় আরেকটা হিট পোস্ট আসলো । সবাই পিঠ ছাপড়ে সান্ত্বনা দিচ্ছে সেটাও তো কম না ।
১৩ ই জুন, ২০১৯ সকাল ৯:৩৫
রাজীব নুর বলেছেন: মে বি আমারই কোথায় ভুল হয়েছে।
২০| ২৮ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৩৮
প্রামানিক বলেছেন: আপনার জ্যান্ত বউয়ের ছবি দিয়ে "আমার বউ যেভাবে খুন হলো" বাস্তব ঘটনার মত গল্প দেয়া ঠিক হয় নাই। তবে আপনার বউ জ্যান্ত না মৃত এটা আমার অজানা, তারপরেও খুনোখুনির গল্পে মানুষের বাস্তব ছবি দেয়া উচিৎ নয়। অনেকেই দ্বিধা দ্বন্দে পড়েছিল। এই কারণেই হয়তো মডারেটররা পোষ্ট ডিলিট করেছে।
১৩ ই জুন, ২০১৯ সকাল ৯:৩৬
রাজীব নুর বলেছেন: লেখার সাথে কোনো ছবি খুঁজে পাইনি। হাতের কাছে যে ছবি পেয়েছি সেটাই ব্যবহার করেছি। এত কিছু চিন্তা ভাবনা করার সময় পাইনি।
২১| ২৮ শে মার্চ, ২০১৭ রাত ১০:২২
সিনবাদ জাহাজি বলেছেন: ইসসসস মিস করছি আমি লিখাটা
১৩ ই জুন, ২০১৯ সকাল ৯:৩৬
রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।
২২| ২৮ শে মার্চ, ২০১৭ রাত ১১:৪০
রিফাত হোসেন বলেছেন: @সিনবাদ সাহেব ভাগ্য ভাল মিস করেছেন।
পড়লে নিশ্চয়ই বিচলিত হতেন, ভয় ভয় করত
১৩ ই জুন, ২০১৯ সকাল ৯:৩৭
রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।
©somewhere in net ltd.
১| ২৭ শে মার্চ, ২০১৭ রাত ৯:১৬
চাঁদগাজী বলেছেন:
"এখন কি আমি রাগ করে ব্লগ ছেড়ে চলে যাব? অন্য কোনো ব্লগে জয়েন করবো? আপনারা আমাকে বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা করুন। "
-আপনি লিখুন, সামুতেই লিখুন; অন্য ব্লগে সবাই বিশাল বিশাল লেখক, পাঠক নেই; গেলে শেষে আবারো ফেরত আসতে হবে।
আপনার গত পোস্টে অনেকেই ছবি ও লেখা দেখে সহসা বুঝতে পারেননি, উহা গল্ল, নাকি সংবাদ; বেশ বিভ্রান্তিকর ছিলো।