নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
স্বীকার করে নিচ্ছি- আমি নামাজ পড়ি না, এমনকি ঈদের দিনেও না
মিথ্যা তো বলি প্রতিদিন- সকাল সন্ধ্যা, এমনকি মাধ্যরাতেও
অফিসের সহকর্মীদের মনে হয়- এক একটা কুত্তার বাচ্চা
আমার নিখুঁত অভিনয়ের কারনে তারা বুঝতে পারে না
তাদের আমি কতটা ঘৃণা করি।
স্বীকার করে নিচ্ছি- আমি কর্ম জীবনে শুধু পুলিশ অফিসার হতে চেয়েছিলাম-
ঘুষ খাওয়ার জন্য। তবে দুষ্টলোকদের কান ধরে লকাপে ভরে রাখতাম।
পাইলট, ইঞ্জিনিয়ার, ডাক্তার, আইনজীবী, অথবা ভার্সিটির লেকচারার
কত কিছুই না জীবনে হতে চেয়েছিলাম। অবাধ্য মন বুঝে না-
এক জীবনে অনেক কিছু হওয়া যায় না।
স্বীকার করে নিচ্ছি- নানান দুঃখ কষ্ট, হতাশা আর বুক ভরা হাহাকারে
রাতের পর রাত নির্ঘুম কাটিয়ে, হয়রান হয়েছি, পাগল হয়েছি অবশেষে
বুঝতে শিখেছি- বেঁচে থাকা মানেই- প্রতি মুহূর্তে লড়াই।
গ্রীষ্মের ভর দুপুরবেলা যখন প্রচন্ড ক্ষুধা লাগে, ঘামে থাকে শার্ট ভেজা
আমি খুঁজি, তারকা খচিত হোটেলের পাশে ছাপড়া হোটেল আছে কিনা।
স্বীকার করে নিচ্ছি- বাসের জন্য দাঁড়িয়ে থাকি, অফিসের দেরী হয়ে যায়
বিচ্ছিরি হাসি দিয়ে, হলুদ দাঁত বের করে হেল্পার বলে- সিটিং সার্ভিস।
চোখের সমস্যা- ভোরবেলা গিয়ে সরকারি হাসপাতালে লাইনে দাঁড়াই
ডাক্তারের সহকারি'রা ধমক দিয়ে রোগের বিবরন জানতে চায়।
সরকারি ওষধের জন্য ঘন্টাখানেক লম্বা লাইনে দাঁড়িয়ে যখন
কাউন্টারের কাছে যাই- সেখানে বলে ওষুধ শেষ।
( কবি নই। কবি হওয়ার সামান্য যোগ্যতাও আমার নেই। তারপরও কিছু দিন পর-পর কবিতার মতোন কিছু একটা না লিখলে ভালো লাগে না। দীর্ঘ দিনের অভ্যাস। সবার কাছে আমার অনুরোধ, দেশকে ভালোবাসুন। দেশের মানুষকে ভালোবাসুন। যে আপনার মাত্র পালিশ করা জুতোটা মাড়িয়ে দেয় তাকেও ভালোবাসুন। যে আপনাকে নিয়ে উপহাস করে, অপমান করে, তুচ্ছ তাচ্ছিল করে তাকে ভালোবাসুন। আসলে মানুষের জীবনে সবচেয়ে বড় অস্ত্র'ই হচ্ছে- ভালোবাসা। ভালোবাসার কাছে এক সময় সবাই পরাজয় স্বীকার করে।)
১৩ ই জুন, ২০১৯ সকাল ৯:২৩
রাজীব নুর বলেছেন: মন্তব্য করার জন্য ধন্যবাদ।
২| ০১ লা এপ্রিল, ২০১৭ সকাল ৯:৩৯
ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর একটা কথা বলেছেন, দেশকে ভালোবাসুন।
১৩ ই জুন, ২০১৯ সকাল ৯:২৩
রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।
৩| ০১ লা এপ্রিল, ২০১৭ সকাল ১১:২৭
ক্লে ডল বলেছেন: যে আপনার মাত্র পালিশ করা জুতোটা মাড়িয়ে দেয় তাকেও ভালোবাসুন। দারুন বলেছেন!
১৩ ই জুন, ২০১৯ সকাল ৯:২৪
রাজীব নুর বলেছেন: ওবশ্যই।
৪| ০১ লা এপ্রিল, ২০১৭ রাত ৮:৩৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আপনি কী-বোর্ড-এর অপব্যবহার করছেন...
১৩ ই জুন, ২০১৯ সকাল ৯:২৪
রাজীব নুর বলেছেন: হায় হায়---
৫| ০১ লা এপ্রিল, ২০১৭ রাত ৮:৫৯
নতুন নকিব বলেছেন:
স্বীকার করে নিচ্ছি- আমি নামাজ পড়ি না, এমনকি ঈদের দিনেও না
মিথ্যা তো বলি প্রতিদিন- সকাল সন্ধ্যা, এমনকি মাধ্যরাতেও
অফিসের সহকর্মীদের মনে হয়- এক একটা কুত্তার বাচ্চা
আমার নিখুঁত অভিনয়ের কারনে তারা বুঝতে পারে না
তাদের আমি কতটা ঘৃণা করি।
-রাজীব নুর,
কবিতা মনের ভাব। আপনার মূল ভাব, যা আপনি এই লেখাটিতে ফুটিয়ে তুলতে চেয়েছেন, সে ব্যাপারে আমি ভিন্নমত পোষন করছি না। আপনার বাস্তবতার সাথে ভাবকেও মেলাচ্ছি না। তবুও এই কথাগুলো এভাবে বলাটা কেমন, বলুন তো! বিশেষ করে 'আমি নামাজ পড়ি না, এমনকি ঈদের দিনেও না'। এ্যাজ এ মুসলিম, কিছু কথা বলার মাধ্যমে আমরা যেমন ঈমান গ্রহন করতে পারি, এমন কিছু কথা রয়েছে যার মাধ্যমে সেই অতি মূল্যবান ঈমান ক্ষতিগ্রস্ত কিংবা বিনষ্টও হতে পারে।
সবার কাছে আমার অনুরোধ, দেশকে ভালোবাসুন। দেশের মানুষকে ভালোবাসুন। যে আপনার মাত্র পালিশ করা জুতোটা মাড়িয়ে দেয় তাকেও ভালোবাসুন। যে আপনাকে নিয়ে উপহাস করে, অপমান করে, তুচ্ছ তাচ্ছিল করে তাকে ভালোবাসুন। আসলে মানুষের জীবনে সবচেয়ে বড় অস্ত্র'ই হচ্ছে- ভালোবাসা। ভালোবাসার কাছে এক সময় সবাই পরাজয় স্বীকার করে।
-অনেক মূল্যবান কথা বলেছেন। আন্তরিক ধন্যবাদ।
ভাল থাকবেন।
১৩ ই জুন, ২০১৯ সকাল ৯:২৫
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো কথা বলেছেন।
©somewhere in net ltd.
১| ৩১ শে মার্চ, ২০১৭ রাত ৮:১৫
চাঁদগাজী বলেছেন:
নিজের স্ত্রী, ছেলেমেয়ে, মাতাপিতা, নিকটবর্তী পরিবারকে মানুষ বিনা-শর্তে ভালোবাসেন; বাকি ভালোবাসাগুলো পারস্পরিক সম্পর্ক; অন্যদের বিনা-শর্তে যাঁরা ভালোবাসেন তাঁদের সংখ্যা খুবই কম।