নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
সুখি হতে চান?-ক্ষমা করতে শিখুন। Want to be happy, Learn to forgive.
➡ ধনী হতে চান? - পরিশ্রমী হোন। Want to be rich, Be industrious.
➡ ক্ষমা পেতে চান?- বিনয়ী হোন। Want to have forgiveness, Be humble.
➡ ব্যক্তিত্ববান হতে চান?- ঠাট্টা ছাড়ুন। Want to have personality, Leave fun, jokes.
➡ জ্ঞানী হতে চান ?- কম কথা বলুন। Want to be wise, Speak little.
➡প্রিয়পাত্র হতে চান?- হাসতে শিখুন। Want to be favorite person, Learn to laugh.
➡ সম্পদশালী হতে চান?-বেশীবেশী দানকরুন। Want to be rich, Donate more and more.
➡ মহৎ হতে চান?-নিজের ভুল খুজুঁন। Want to be honest, Find your own flaws.
➡ সফলতা চান?- ধৈর্য্যধারন করুন। Want to be successful, Be patient.
➡ হীনমন্যতা এড়াতে চান?-প্রত্যাশা বর্জন করুন। Want to avoid inferiority complex, Avoid much expectations.
➡ পাপ থেকে বাঁচতে চান? -লোভ ত্যাগ করুন। Want safe from sins, Avoid greediness.
➡ স্রষ্টার কৃপা চান?-সুসময়ে শোকরিয়া করুন। Want to have mercy of Almighty, Be thankful to right time.
➡ অন্তরে শান্তি চান?-আপনজনদের সাথে ভাল ব্যহার করুন
উপরের উপদেশ আর নীতিবাক্য গুলো সংগ্রহিত। মাঝে মাঝে এগুলো পড়তে বেশ ভালোই লাগে।
একদিন বৃষ্টির দিনে ছবিটা আমার'ই তোলা। পরিকল্পনা সুরভি'র।
২| ০৫ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:১৫
মাজুবিবি বলেছেন: চমৎকার! হয়ত জানা কথগুলো। তবুও মাঝে মাঝে এভাবে এক সাথে পড়তে ভাল লাগে।
প্রিয়তে রাখলাম।
৩| ০৫ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:০৪
ধ্রুবক আলো বলেছেন: পড়তে বেশ ভালোই লাগলো
৪| ২৭ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৫২
এস,এম,মনিরুজ্জামান মিন্টু বলেছেন: ভালো লাগলো। প্রিয়তে নিলাম।
©somewhere in net ltd.
১| ০৫ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:২৩
মোস্তফা সোহেল বলেছেন: আপনার তোলা ছবিটি দারুন।আর উপদেশ বাণী পড়ে ভাল লাগল। শেয়ারের জন্য ধন্যবাদ।