নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

ব্লগ পড়ুন, নিজেকে সমৃদ্ধ করুন

১৩ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:২০


পরী আজ সাতদিন পর ইন্দোনেশিয়া থেকে ফিরেছে।

আজ ব্লগ পড়ে কি কি জানলাম/শিখলাম তাই'ই আপনাদের সাথে শেয়ার করছি-

১। বসে থাকলে, আপনার ক্যারিয়ারও বসে থাকবে। দৌড়ান, আপনার ক্যারিয়ারও দৌড়াবে। দৌড়টা দিতে হবে, তবে ভেড়ার পালের মতো উদ্দেশ্যহীন নয়, মানুষের মতো।

# পাশের বাড়ির ছেলেটা ফটোগ্রাফি করে মাসে দুই লাখ টাকা আয় করে, ওয়াও! ফটোগ্রাফি করে এতো টাকা! তাহলে তো আমাকেও ভর্তি হতে হয়। খালি শাটার টিপ দিয়েই এতো টাকা! দে দৌড় ...!
# বেইলি রোডের পিঁয়াজু মামা খালি পিঁয়াজু বিক্রি কইরা ঢাকায় ৪টা বাড়ি করছে!
# লিটন দাস, জাবি থেকে পাশ করে মাসে ১০ লাখ টাকা কামায়। কীসব ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করে!
# পাশের বাসার মামুন ভাই, বুয়েট থেকে পাশ করে ঢাকায় ১৩টা ফ্লাট কিনছে! পোলারে জাবিতে পড়াইতে হইবো।
# ভাই শুনছেন, ডা. শায়লা ২৩ লাখ টাকা বেতনে আপেল হাসপাতালে জয়েন করেছে! এরকম হাসপাতাল দেশে আরও হইতেছে। মাইয়ারে ডাক্তার বানাইতেই হইবো!
# রাজউকের দাড়োয়ান কোটি টাকার মালিক। কাস্টমস/রাজস্ব বিভাগের পিয়ন সিলেটে কোটি কোটি টাকার রাজপ্রাসাদ বানাইছে! ওমুক থানার ওসি, ১৩টা গার্মেন্টস দিছে, জমি কিনছে শত শত বিঘা!
# বিদ্যুৎ বা পানির মিটার রিডার কোটি টাকার মালিক, শিক্ষাভবনের দাড়োয়ানের ইনকামও বেসুমার!

২। একদিন দেখা যাবে ইলিশ কেনার জন্য ব্যাংক গুলো সহজ কিস্তিতে লোন দিচ্ছে।
ইলিশ না পুঁটিমাছ দিয়ে পান্তা খাওয়া হোক।
১লা বৈশাখের সপ্তাহে ইলিশ বিক্রয় বন্ধ রাখার জন্য সরকারের পদক্ষেপ নেয়ার দরকার।
এইসব বৈশাখ ফৈশাখ আমাদের বর্জন করা উচিত।
ইলিশ আমার প্রিয় মাছ। কিন্তু এত দামের কারণে খেতে পারি না।

৩।
চায়ের দোকানে দুইজন বয়স্ক লোকের আলাপঃ
১ম জন- তার পছন্দ করা না করা নিয়ে আমাদের রাষ্ট্র চলবে না, রাষ্ট্র পরিচালনার জন্য রাষ্ট্রের চালিকা শক্তি সংবিধান রয়েছে। কিন্তু বাংলাদেশ সংবিধানের অবস্থা এখন পাবলিক টয়লেটের মতই। যখন যার যেভাবে ইচ্ছা হয়ে, ব্যবহার করে চলে যায়।
২য় জয়- প্রকৃত সত্য কথা হলো, সত্য ও সততাই হচ্ছে শ্রেষ্ঠ সংস্কৃতি। হেফাজত আজকে যেভাবে বলছে, তাতে মনে হচ্ছে এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নয়, মনে হচ্ছে এটি ইসলামী প্রজাতন্ত্র।

প্রধানমন্ত্রী হয়ত নব্বই ভাগ মুসলিমদের কথা চিন্তা করেই সিদ্ধান্ত নিয়েছেন, কারন প্রধান মন্ত্রী নিজেও একজন মুসলমান।
বাবু নগরী ৫ই মে শাপলা চত্তরের জনসভায় বলেছিলেন "ক্ষমতায় যেতে হলে এবং ক্ষমতায় থাকতে হলে হেফাজতের দাবী মেনে নিয়েই থাকতে হবে।
এই প্রথম কারো বক্তব্যের শতভাগ বাস্তবায়ন দেখতে পেলাম। শেখ হাসিনা নিজের কলিজাটা বের করে রেঁধে খাওয়ালেও হেফাজতীরা নৌকায় ভোট দেবে সেটা আমি বিশ্বাস করি না।

৪। কওমী মাদ্রাসার সর্বোচ্চ সনদকে সাধারণ শিক্ষার স্নাতকোত্তর ডিগ্রীর স্বীকৃতি দেয়ার ঘোষণা দেয়া হয়েছে।
শিক্ষার ব্যাপারে বর্তমান সরকার যে, কতটা আন্তরিক এসব কার্যক্রমে বোঝা যায়। কাওমি মাদ্রাসার স্বীকৃতি দিয়ে সরকার একটি ভাল কাজ করেছে ।
বাসে একলোক বলল, এই পড়ালেখা জাতির কোন কাজে লাগবে না, তেমনি হয়তো ক্ষতিও করতে পারে।
তবে যে ছাত্ররা জাতীয় সংগীত গায় না তাদেরকে কেমন করে সম্মাননা পত্র তুলে দেয়া যাবে সেটাও দেখার বিষয়।

৫। ভাস্কর্য নির্মাণ অত্যন্ত কঠিন কবীরা গুনাহ।
আর কোনো কোনো ক্ষেত্রে তা কুফরীর পর্যায়েও পৌঁছে যায়।

৬। শেষ কবে আপনি বাংলাদেশের মানচিত্রের দিকে তাকিয়েছেন?
ভারত প্রীতি বা ভারত বিদ্বেষ এই দুটোই কিন্তু মানচিত্রের মাঝে আছে। সমস্যা একদিনের না। এটি রবীন্দ্রনাথের আমল থেকে শুরু।

৭। 'যদ্যপি আমার গুরু' আহমদ ছফার উদ্দেশ্য কি ছিল এই বইটি লেখার পিছনে, নিজের গুরুর মহত্ব তুলে ধরা নাকি আবদুর রাজ্জাক স্যারের নানান বক্তব্যের ব্যাখ্যা প্রদান?



মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৩ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:২৯

সচেতনহ্যাপী বলেছেন: পোষ্টটি পড়ে সবই মনে হচ্ছে পড়েছি।। আনন্দ পাই তখনই যখন পক্ষে-বিপক্ষে তুমুল যুক্তিতর্ক চলে।। জানারও থাকে অনেককিছু।।

২| ১৩ ই এপ্রিল, ২০১৭ রাত ১:৫৯

চাঁদগাজী বলেছেন:



ভালো, ব্লগ সারমর্ম।

কবিদের কোন বাণী কি ইহাতে আসনি?

৩| ১৩ ই এপ্রিল, ২০১৭ রাত ২:০৪

রিফাত হোসেন বলেছেন: ইলিশ আমার প্রিয় মাছ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.