নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

টুকরো টুকরো সাদা মিথ্যা- ৩৩

১৭ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:৪৯



১। কেহ কি আমাকে ১০০ গজ নিরাপদ রাস্তা দেখাবেন যেখানে একটি মেয়ে হেটে বেড়াবে, কোন পুরুষ তার দিকে কুৎসিত ভাবে তাকাবে না।

২। একটা কোম্পানিতে ৫ জন কর্মচারী এবং ১ জন মালিক ছাড়া আর কেউ নাই, একদিন মালিক কে খুন করা হল ,পুলিস সন্দেহ করলো ৫ জন কর্মচারীকে ,তাদের নাম হল
১.আমজাদ
২.পিংকি
৩.আকাশ
৪.মামুন
৫.রাসেল
পুলিশ তালাশ করে মালিকের ঘর থেকে একটা ক্যালেন্ডার পেল ,যাতে কত গুলো তারিখ লিখা,তারিখ গুলো হল ৪,৫,৭,৮,১২, বলতে হবে খুনি কে ......?

৩। অন্ধকার কখনো অন্ধকারকে দূর করতে পারে না। অন্ধকারকে দূর করতে পারে শুধুমাত্র আলো। ঠিক তেমনি ঘৃনা কখনো ঘৃনাকে দূর করতে পারে না, শুধুমাত্র ভালবাসাই পারে ঘৃনাকে দূর করতে। কাউকে ঘৃ্না করা অনেকটা 'ইদুরের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য নিজের পুরো বাড়িটিই আগুনে পুড়িয়ে দেওয়ার মত' একটা কাজ। এখানে যাকে ঘৃনা করা হয় তার চেয়ে ঘৃণাকারীরই বেশি ক্ষতি হয়, ঘৃণাকারীই বেশি কষ্ট পায়। তাই আসুন, আজ থেকে ঘৃণাকে ঘৃণা নয়, ভালবাসা দিয়ে জয় করি।

৪। জ্বর এর প্রতিশব্দ কি?

৫। চোখ রাখুন আমার আগামী ব্লগে। অধ্যাপক আবদুর রাজ্জাক স্যার কে নিয়ে একটা প্রবন্ধ লিখব।

বি দ্রঃ প্রায় তিন বছর পর আবার নতুন করে শুরু করলাম 'টুকরো টুকরো সাদা মিথ্যা' নামে লেখাটি। কেন এত দিন কিছু লিখি নাই, আজ আমি নিজেও তা জানি না। আবার শুরু করলাম। আপনাদের সহযোগিতা কাম্য।

মন্তব্য ১৭ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ১৭ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:৫৬

সিনবাদ জাহাজি বলেছেন: ২।আমজাদ

১৭ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:০৮

রাজীব নুর বলেছেন: ব্যাখ্যা করতে পারবেন?

২| ১৭ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:৫৬

অগ্নি সারথি বলেছেন: কেহ কি আমাকে ১০০ গজ নিরাপদ রাস্তা দেখাবেন যেখানে একটি মেয়ে হেটে বেড়াবে, কোন পুরুষ তার দিকে কুৎসিত ভাবে তাকাবে না - এমন ৫০ গজ রাস্তাও বোধ করি অন্তত বাংলাদেশে পাওয়া যাবেনা।

৩| ১৭ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:৫৯

জুন বলেছেন: কাউকে ঘৃ্না করা অনেকটা 'ইদুরের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য নিজের পুরো বাড়িটিই আগুনে পুড়িয়ে দেওয়ার মত' একটা কাজ।
+

৪| ১৭ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:০৩

মোস্তফা সোহেল বলেছেন: ভাল লিখেছেন।

৫| ১৭ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:০৮

বিলিয়ার রহমান বলেছেন: ২ নম্বর পাজল সলভ করার পর্যাপ্ত ক্লু কি দেয়া আছে?????

৬| ১৭ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:১৩

সিনবাদ জাহাজি বলেছেন: 4- April = A
5- May= M
7-July = J
8-August =A
12- December = D

AMJAD
:)

১৭ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:১৬

রাজীব নুর বলেছেন: শাবাস।

৭| ১৭ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:৫২

বর্ষন হোমস বলেছেন:
ইসস!সিনবাদ জাহাজি আমার আগেই কমেন্ট করে দিছে।আমিও পারতাম ২ নম্বর টা।

৮| ১৭ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:০৩

হাসান রাজু বলেছেন: কষ্ট কইরা ৪,৫,৭,৮,১২ লেখার মানে কি ? এরচেয়ে সহজেই AMJAD লেখা যেত । যতক্ষণে ৪,৫,৭,৮,১২=আমজাদ আবিষ্কার করা হয়েছে ততক্ষণে পুলিশকে ফোন দিয়ে দিতে পারতো । মরার আগেও ফাইজলামি । যতসব ।

হা হা হা ...... এমনই মজা লইলাম । অনেকক্ষণ মাথা আমিও খাটাইছি । পারি নাই । বিলিয়ার রহমান ভাই এর মত ভাবলাম হয়ত অসম্পূর্ণ ধাঁধাঁ ।
অবশ্যই সুন্দর পোস্ট ।

১৭ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:২৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

৯| ১৭ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:৫৩

অতঃপর হৃদয় বলেছেন: ছবিটা অনেক সুন্দর, লেখা নিয়ে কিছু নাই বা বলি। :)

১৭ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:০১

রাজীব নুর বলেছেন: এই বৈশাখে সুরভি তুলে দিল।

১০| ১৭ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:১৩

ধ্রুবক আলো বলেছেন: বেশ ভালো লাগলো পোষ্ট, পাজল টা খুব দারুন ছিল, সিনবাদ জাহাজি ভাই অনেক বুদ্ধিসম্পন্ন লোক তাকে রক্ত স্যালুট।

১১| ১৭ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:০১

চাঁদগাজী বলেছেন:


মেয়েদের নিরপত্তায় বাংলাদেশের এই অবস্হা?

১৮ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:৫০

রাজীব নুর বলেছেন: ওস্তাদ সহজ সরল সত্য কথা হলো- মেয়েদের নিরাপত্তায় বাংলাদেশের অবস্থ ভয়াবহ খারাপ।
একটা উদাহরন দেই- একটা অনার্স- মাস্টার্স করা মেয়ে কোথাও চাকরির ইন্টারভিউ দিতে গেলে একা সাহস পায় না। সাথে তার বাবা অথবা মা যায়।

১২| ১৮ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:৫৬

বিলিয়ার রহমান বলেছেন: ক্যালেন্ডারের তারিখ বলতে কি মাসের নাম বোঝায়!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.