নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
এই বৈশাখে আমরা দু'জন। উল্লেখ্য, ছবিটা আমিই তুলেছি সেলফ টাইমার দিয়ে।
১। এই পৃথিবীর প্রতিটি দিনই সম্ভাবনার।
সম্ভাবনাময়ী এখানে আসলে আমাদের প্রতিটি মুহুর্তই।
২। হে প্রিয়তমা !
যুক্তি বলছে তোমাকে পাওয়া আকাশের চন্দ্রকে হাতে
পাওয়ার মতোই দুঃসাধ্য।মন বলছে তোমাকে পেয়েছি।মনের কথাই সত্য।তুমি আমার।
৩। 'মুকছুদোল মো'মেনিন'- নামে একটি বই আছে,বইটি আমাদের অশিক্ষিত,মুর্খ ও বর্বর মুসলমানদের অতি প্রিয় একটি বই।
৪। লিংকে আমার তোলা কিছু ছবি আছে। প্লীজ আপনারা দেখুন। দেখুন
৫। ব্লগাররা সবাই বড় লেখা পড়তে চায় না। সস্তা লেখায় মন্তব্যের হিড়িক পড়ে যায়। এটা খুব দুঃখজনক।
২| ১৮ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:৩৯
ক্লে ডল বলেছেন: হ্যাঁ। একজন মানুষের জন্য প্রতিটি দিনই সম্ভবনার যদি সে অলস বসে না থাকে।
'মুকছুদোল মো'মেনিন' আমাদের মসজিদের ইমাম পানিতে ফেলে দিতে বলেছেন।
লিংকে আপনার তোলা ছবি দেখে এলাম। কিছু ছবি খুব ভাল লেগেছে।
ছোট লেখা সস্তা একথায় দ্বিমত আছে আমার। অনেক ভাল বড় লেখা পড়তে আগে ভয় পেতাম। এখন যেকোন সাইজের লেখা পড়তে আমি আগ্রহী।
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি, কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা আমিও আপনাকে ভাল মানুষ মনে করি। তবে পারিবারিক অনেক ছবি পোষ্টে যুক্ত করেন বলে আগে বিরক্ত হতাম এখন আর হই না।
ভাল থাকবেন। শুভকামনা রইল।
৩| ১৮ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:২০
শেখ জামাল ১২ বলেছেন:
ভাবি অার অাপনি চা খান।
অাপনার সাথে অামার মতের অমিল অাছে। যে নিজেকে ভালোমানুষ দাবি করে, তারা খুব কমই ভালোমানুষ হয়ে থাকে।
৪| ১৮ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:৩৪
বিজন রয় বলেছেন: আপনি খুব ভাল।
তবে নিজেকে নিজেই প্রচার করতে ভালবাসেন। আপনার পোস্টগুলো তার প্রমাণ।
এটা ভালর মধ্যে পড়ে কিনা ভেবে দেখুন।
উপরের মন্তব্যে শেখ জামাল বলেছেন...........যে নিজেকে ভালোমানুষ দাবি করে, তারা খুব কমই ভালোমানুষ হয়ে থাকে।
কথায় নয়, কাজের মাধ্যমে নিজেকে তুলে ধরুন, ফল পাবেন।
যাহোক, আপনাদের দুজনকে শুভেচ্ছা ও শুভকামনা রইল।
৫| ১৮ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:৪৫
অতঃপর হৃদয় বলেছেন: দারুণ ছবি তুলেছেন ভাইয়া।
৬| ১৮ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:৫৮
ওমেরা বলেছেন: ভাইয়া আপনি ভাল মানুষ সেটা তো আপনি বল্লে হবে না । ভাবীকে বল্লে না হয় কিছুটা বিশ্বাস করব ।
৭| ১৮ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৫৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক ভালো লাগলো ভাবির প্রতি আপনার ভালোবাসা আর বিশ্বাস দেখে।
ফ্লিকারে রাখা আপনার ছবিগুলো অনেক সুন্দর, অনেক সুন্দর সুন্দর মুহুর্ত ধারণ করেছেন। প্রকৃতি প্রেমী মনে শ্রদ্ধা রইল ভাই।
শুভকামনা জানবেন।
লেগে থাকুক ভালোবাসা ভাবির প্রতি হাজার বছরেরও পর অনন্তকাল ধরে এভাবেই।
৮| ১৮ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:৫৭
ধ্রুবক আলো বলেছেন: ৩ ও ৫ নং কথাটা দারুন ++
৯| ১৯ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:১১
অগ্নি সারথি বলেছেন: 'মুকছুদোল মো'মেনিন'- নামে একটি বই আছে,বইটি আমাদের অশিক্ষিত,মুর্খ ও বর্বর মুসলমানদের অতি প্রিয় একটি বই। - সহমত!
১০| ১৯ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:১২
সামিউল ইসলাম বাবু বলেছেন: ওমেরা বলেছেন: ভাইয়া আপনি ভাল মানুষ সেটা তো আপনি বল্লে হবে না । ভাবীকে বল্লে না হয় কিছুটা বিশ্বাস করব ।
©somewhere in net ltd.
১| ১৮ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:৩০
হাতুড়ে লেখক বলেছেন:
আপনার তোলা ছবিগুলো দেখলাম। ভাল লাগলো।