নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

এক মিনিটের ব্লগ পোষ্ট

০২ রা মে, ২০১৭ দুপুর ২:৪৪


ছবিটা পাঁচ বছর আগের।

১। সুরভিকে বললাম- চা করো।
সুরভি বলল- চা পাতা নেই, চিনিও নেই।
মাস শেষ হলে ঘরের সব খাদ্য-দ্রব্যও শেষ হয়ে যায়। আজিব !!
চা খেতে বের হয়ে বৃষ্টিতে আটকা পড়লাম। দেড় ঘন্টা হয়ে গেল বৃষ্টি কমছে না। চার কাপ চা খেয়ে ফেলেছি। মোবাইল বাসায় রেখে আসছি। সুরভির সাথে আলাপ করতে পারছি না। বেচারি বাসায় একা। একটু পর পর বাজ পড়ছে, বিজলি চমকাচ্ছে। বিদ্যুৎ চলে গেলে সে খুব ভয় পায়।
দুই ঘন্টা পর বৃষ্টি কিছুটা কমেছে। ততক্ষনে রাত ১১ টা বেজে গেছে। বাসায় ফিরছি। বেলী ফুলের ঘ্রান পাচ্ছি। গলির মধ্যে পানি জমে গেছে। হঠাত দেখি গলির মধ্যে কে যেন দাঁড়িয়ে আছে। একটুও নড়ছে না। সামনে গেলাম, কালো কাপড় দিয়ে মুখ ঢাকা- শুধু চোখ দু'টা দেখা যাচ্ছে। সহজ সরল সুন্দর শান্ত চোখ।
আমি বললাম আপনি কে? কোন বাসায় থাকেন? লোকটি আঙ্গুল উঁচু করে আকাশের দিকে দেখালো। আমি আকাশের দিকে তাকালাম। তারপর দেখি আমার পাশে কেউ নেই।
ঘটনাটা কিছুই বুঝতে পারলাম না। কোনো ব্যাখ্যাও খুঁজে পাচ্ছি না।

২। এক বাসায় গিয়েছি। তারা আমাকে দেখে খুব খুশি।
সাথে সাথে ফ্রিজ থেকে ইলিশ মাছ বের করলো। কাটলো। কাটার পর হুলুদ-টলুদ মেখে ভাজতে শুরু করলো।
আমি বললাম, মাছ ধুয়ে নিলেন না?
তিনি বললেন- ইলিশ মাছ ধুলে গন্ধ চলে যায়। ইলিশ মাছের গন্ধটাই আসল।
আধোয়া ইলিশ মাছ ভাজা খেতে মন্দ নয়।

মন্তব্য ১৩ টি রেটিং +২/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০২ রা মে, ২০১৭ দুপুর ২:৫৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: পেত্নি ছিল নাকি হাহাহা
আধোয়া ইলিশ আয় হায় বলেন কি?

লেখা সুন্দর


অট: নিজের ছবি না দিয়ে নেটের দৃশ্য টৃশ্য দেয়া যায় না ?

০২ রা মে, ২০১৭ বিকাল ৩:০৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

২| ০২ রা মে, ২০১৭ দুপুর ২:৫৬

মোস্তফা সোহেল বলেছেন: এক মিনিটের ব্লগ পোষ্ট পড়তে আড়াই মিনিট লাগল। এই পোষ্টে আপনার একমিনিট বয়সের ছবি দিলে বেশ হত। হা হা হা।

০২ রা মে, ২০১৭ বিকাল ৩:১০

রাজীব নুর বলেছেন: এক মিনিট বয়সের ছবি নেই। চার বছর বয়সের ছবি আছে। দেখবেন?

৩| ০২ রা মে, ২০১৭ বিকাল ৩:০২

তারেক ফাহিম বলেছেন: ১। পেত্নিকে বাসা জিজ্ঞাস করায় আধোয়া ইলিশ খেতে হল। হা হা

৪| ০২ রা মে, ২০১৭ বিকাল ৩:০৫

অপ্‌সরা বলেছেন: হা হা উপরের কমেন্টগুলো দেখে হাাসছি তবে ভাইয়া তুমি দিন দিন ইন্টারেস্টিং হয়ে উঠছো মানে তোমার লেখাগুলি আর সবচেয়ে অবাক করা ব্যাপার তোমাকর না রেগে যাবার ক্ষমতা!!!!!!

১ নং গল্পের কালো কাপড়ের ঢাকা মানুষটাই ২ নং গল্পে আধোয়া ইলিশ খেতে দেওয়া ভুত ছিলো বুঝেছি বুঝেছি !:) :) :)

০২ রা মে, ২০১৭ বিকাল ৩:১১

রাজীব নুর বলেছেন: আমারও কাকতালিয় ভাবে তাই মনে হচ্ছে।

৫| ০২ রা মে, ২০১৭ বিকাল ৩:১০

আমি চির-দুরন্ত বলেছেন: গ্রামে থাকতে যখন বাজার থেকে রাতে ইলিশ কিনে আনতাম ,বাসায় আসলেই মা ইলিশের লেজ একটু পুরিয়ে নিতেন আগে। লেজের সাথে নাকি পেত্নি ঝুলে ঝুলে আসে।তাই আগুন দিয়ে তারিয়ে দেওয়া আরকি। আপনার লেখা দেখে সেই পুরাতন স্মৃতি মনে পরে গেল। ধন্যবাদ আপনাকে।

৬| ০২ রা মে, ২০১৭ বিকাল ৩:১৪

হাতুড়ে লেখক বলেছেন: ছবিটা সুন্দর হয়েছে। B-)

৭| ০২ রা মে, ২০১৭ বিকাল ৩:১৫

রাজীব নুর বলেছেন:

একদম ছোট বেলার ছবি।

৮| ০২ রা মে, ২০১৭ বিকাল ৩:২১

মোস্তফা সোহেল বলেছেন: এইটাই বুঝি চার বছরের রাজীব ভাই ! কিউটের ডিব্বা।

৯| ০২ রা মে, ২০১৭ বিকাল ৩:৪১

আফা আমি-ই দেশপ্রেমিক বলেছেন: ভাই, আধোয়া ইলিশ কি হাত ধুয়ে খাইছেন নাকি
না ধুয়েই....????? :-P :-P

১০| ০২ রা মে, ২০১৭ রাত ১১:৩৫

ধ্রুবক আলো বলেছেন: ইলিশ মাছ ধুলে গন্ধ চলে যায়। ইলিশ মাছের গন্ধটাই আসল।
কথা সত্য

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.