নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
বাসে করে মিরপুর যাচ্ছি।
আমার পেছনের সিটে বসা একলোক হঠাৎ দাঁড়িয়ে আমার মাথার উপর একগাদা বমি করে দিল। গাল বেয়ে, চুল বেয়ে চুইয়ে চুইয়ে বমি পড়ছে। কি গরম বমি। কিছু সম্ভবত মুখের ভেতরও গেল। টক-টক নুনতা স্বাদ।
পরের দিন আবার মিরপুর যাচ্ছি।
এবার বাসে নয় রিকশা করে। শ্যাওড়া পাড়া জ্যামে পড়েছি। আমার রিকশার পাশে একটা বাস থেমে আছে। সেই বাস থেকে এক লোক মাথা বের করে হরবর করে বমি করে দিল।
০৪ ঠা মে, ২০১৭ রাত ৮:২২
রাজীব নুর বলেছেন: বুদ্ধিমান।
২| ০৪ ঠা মে, ২০১৭ রাত ৮:১৯
ধ্রুবক আলো বলেছেন: বমি আপনাকে অনুসরণ করতেছে
০৪ ঠা মে, ২০১৭ রাত ৮:২২
রাজীব নুর বলেছেন: অনুসরন করে লাভটা কি?
৩| ০৪ ঠা মে, ২০১৭ রাত ৮:২০
কবি হাফেজ আহমেদ বলেছেন: আল্লাহ যা করে ভালোর জন্যই করে।
০৪ ঠা মে, ২০১৭ রাত ৮:২২
রাজীব নুর বলেছেন: এইখানে ভালোটা কি আমাকে বলুন দয়া করে।
৪| ০৪ ঠা মে, ২০১৭ রাত ৮:২৮
চাঁদগাজী বলেছেন:
আপনাকে দেখতে কি গার্বেজ ক্যানের মতো দেখায়?
০৪ ঠা মে, ২০১৭ রাত ১০:০৯
রাজীব নুর বলেছেন: সামুতে তো আমার অনেক ছবি পোষ্ট দিয়েছি।
৫| ০৪ ঠা মে, ২০১৭ রাত ৮:৩৮
মাহমুদুর রহমান সুজন বলেছেন: রাজিব ভাই যে করেছে সে হয়তো দেখে করেনি। এমনটা হয়ে থাকে কারণ এই সমস্যাটা প্রাকৃতিক। যাই হোক ওদের ক্ষমা করবেন।
০৪ ঠা মে, ২০১৭ রাত ১০:১১
রাজীব নুর বলেছেন: হুম আমি ক্ষমা করে দিয়েছি। আমি সবাইকেই ক্ষমা করে দেই। বাসে যে আমার কালি করা জুতো পাড়িয়ে দেয়। অফিসে যে আমার ক্ষতি করে। বাজারে যে আমাকে মাছ মাংসে ইত্যাদিতে ঠকায়--- এদের সবাইকেই আমি ক্ষমা করে দেই।
৬| ০৪ ঠা মে, ২০১৭ রাত ৯:১১
ওমেরা বলেছেন: ছিছি ছিআমার তো শুনেই বমি আসছে।
০৪ ঠা মে, ২০১৭ রাত ১০:১১
রাজীব নুর বলেছেন: তাহলে সেই সময় আমার অবস্থা টা বুঝেন।
৭| ০৪ ঠা মে, ২০১৭ রাত ৯:২৬
নাগরিক কবি বলেছেন: খুব আনন্দময় অভিজ্ঞতা
০৪ ঠা মে, ২০১৭ রাত ১০:১১
রাজীব নুর বলেছেন: একটুও নয়।
৮| ০৪ ঠা মে, ২০১৭ রাত ৯:৪৫
ধ্রুবক আলো বলেছেন: আপনার সাথে ঘটে যাওয়া এই অপকাণ্ডের জন্যে ভর্ৎসনা জানাইলাম।
আর মানুষ পাইলনা!!
০৪ ঠা মে, ২০১৭ রাত ১০:১২
রাজীব নুর বলেছেন: পোড়া কপাল আমার।
৯| ০৪ ঠা মে, ২০১৭ রাত ১০:৩০
চাঁদগাজী বলেছেন:
আপনার উপর পরীক্ষা নীরিক্ষা চলছে!
০৪ ঠা মে, ২০১৭ রাত ১০:৩৪
রাজীব নুর বলেছেন: পরীক্ষার রেজাল্ট কি হবে তা আমি'ই বলে দেই।
আমি একজন সহজ সরল ভালো মানুষ।
অন্যের ক্ষতির চিন্তা করি না। লোভ করি না। একটা দুষ্টলোককেও ভালোবাসতে চেষ্টা করি। সবচেয়ে বড় কথা- আমি আমার দেশকে অনেক ভালোবাসি। দেশের মানুষকে ভালোবাসি। দেখেন না এত দুঃখদুর্দশা, অভাব-- তারপরও বিদেশ যাই না- ভাগ্য পরিবর্তন করার জন্য।
১০| ০৪ ঠা মে, ২০১৭ রাত ১০:৫০
টারজান০০০০৭ বলেছেন: রাজীব ভাইকে দুই দুই বার হত্যা করার জন্য মৃত্যুদণ্ডের দাবি জানাইতেছি !
চাঁদগাজী বলেছেন: আপনাকে দেখতে কি গার্বেজ ক্যানের মতো দেখায়?
১১| ০৪ ঠা মে, ২০১৭ রাত ১০:৫৯
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন:
এইমাত্র ভাত খেয়ে এলাম। এসেই, পড়লাম আপনার পোস্ট! কি যে অবস্থা আমার!
০৪ ঠা মে, ২০১৭ রাত ১১:০৫
রাজীব নুর বলেছেন: দুঃখ প্রকাশ করছি।
১২| ০৪ ঠা মে, ২০১৭ রাত ১১:২১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: karma
১৩| ০৮ ই মে, ২০১৭ সকাল ৯:৩৯
তাতিয়ানা পোর্ট বলেছেন: বিচার মানি তালগাছ আমার বলেছেন: karma
hahahahaha!
©somewhere in net ltd.
১| ০৪ ঠা মে, ২০১৭ রাত ৮:১২
হাতুড়ে লেখক বলেছেন: আগেই বুঝছিলাম।