নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
বেশ রাবীন্দ্রিক হয়ে পড়েছি আজকাল, কিন্তু আমি বরাবর'ই বিদ্রোহী হতে চেয়েছিলাম
মধ্যে দুপুরে প্রখর রোদে শাহবাগে মাঝ রাস্তায় দাঁড়িয়ে ভুলে যাই বিশ্ব-সংসার
কেউ নেয় না আমার খবর, দেশ-বিদেশের সব তাজা খবর সকল'ই আমার জানা,
রোজ রাত দুইটায় আমার ঘুম ভেঙ্গে যায় তখন একটা কুকুর ঘেউ ঘেউ করে ওঠে।
( রাস্তায় জ্যামে পড়েছি। তখন এই কবিতার জন্ম। আমি কবি নই। কবিতা লেখার সামান্য যোগ্যতাও আমার নেই। তবুও কিছু দিন পর-পর কবিতার মতোন কিছু একটা না লিখলে ভালো লাগে না। আমার এই দোষ ক্ষমা সুন্দর চোখে দেখবেন। আপনারা ভালো থাকুন। সুস্থ থাকুন। জয় বাংলা।)
২০ শে মে, ২০১৭ রাত ৯:৪১
রাজীব নুর বলেছেন: হুট করে যদি মরে যাই তাই একটা সহজ সরল সত্য কথা বলে রাখি- সামুতে আপনি এবং চাঁদগাজী এই দুইজন আমার খুব প্রিয়।
২| ২০ শে মে, ২০১৭ রাত ৯:৫৩
উর্বি বলেছেন: দারুন।
৩| ২০ শে মে, ২০১৭ রাত ৯:৫৩
সত্যের ছায়া বলেছেন: আপ্নাকে খুবই আত্মবিশ্বাসী দেখাচ্ছে। মনে হয় না জ্যামে বিরুক্তিতে ছিলেন।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:১৯
রাজীব নুর বলেছেন: হা হা হা---
৪| ২০ শে মে, ২০১৭ রাত ৯:৫৮
চাঁদগাজী বলেছেন:
আপনি ৪ লাইনকে কবিতা বলায়, আবার পড়লাম; আমি ধরে নিয়েছিলেম যে, আপনি ছোট পোস্ট দিয়েছেন।
দেশের চলমান অবস্হায় ১৭ কোটীর সবাই একাকিত্বে ভুগছে; কারো প্রতি কারো সহানুভুতি নেই!
২০ শে মে, ২০১৭ রাত ১১:১৬
রাজীব নুর বলেছেন: একদম ঠিক কথা।
©somewhere in net ltd.
১| ২০ শে মে, ২০১৭ রাত ৯:৩৯
ধ্রুবক আলো বলেছেন: জ্যাম ঢাকার মানুষদের মহৎ বানিয়ে ছেড়েছে।
কবিতা বেশ ভালো লেগেছে। +