নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

পড়ুন, মন্তব্য করুন, তা না হলে উৎসাহ পাইনা

২১ শে মে, ২০১৭ রাত ১০:৩৭



প্রচন্ড গরমে জীবন যায় যায়...
সারাদিন ঝরছে ঘাম, টপ টপ টপ...
লোডশেডিং এর রাতে ঘুম নেই...
প্রভু দমকা বাতাস সহ একটু বৃষ্টি দাও...
গনগনে রোদে পুড়ে যায় জ্বলে যায় শরীর...
একটু স্বস্থির জন্য কিনে খেতে পারি না-
ডাব, তরমুজ, লিচু অথবা জুস... প্রচন্ড দাম
প্রচন্ড তাপদাহে আকাশের দিকে তাকিয়ে রই-
কখন ঝুম বৃষ্টি নামবে বলে।


(ছবিটার ছোট্র একটা ইতিহাস আছে। এক ছুটির দিনে হুট করে ঝুম বৃষ্টি নামলো। সুরভি এসে আবদার করলো- 'বৃষ্টিতে আমার ছবি তুলে দাও।' সেই দিনের অনেক গুলো ছবির মধ্যে এটা একটা।)

মন্তব্য ৪৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ২১ শে মে, ২০১৭ রাত ১০:৪৫

জেন রসি বলেছেন: পড়লাম, মন্তব্য করলাম এবং লাইক দিলাম! :P

ঠিক বলেছেন, তাল মিলিয়ে বাজারও গরম হয়ে আছে।

২১ শে মে, ২০১৭ রাত ১০:৪৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

২| ২১ শে মে, ২০১৭ রাত ১১:০৯

ওমেরা বলেছেন: পড়ুন, মন্তব্য করুন, তা না হলে উৎসাহ পাইনা । তাই নাকি !!

এটা যদি চান তাহলে আপনি একটু অন্যদের পোষ্টে যেয়েন । তাহলে চাইতে হবে না এমনি এমনি পাবেন ।



২১ শে মে, ২০১৭ রাত ১১:২৫

রাজীব নুর বলেছেন: অন্যদের পোষ্ট খুব মন দিয়ে পড়ি এবং মন্তব্যও করি।

৩| ২১ শে মে, ২০১৭ রাত ১১:২১

ধ্রুবক আলো বলেছেন: শিরোনাম দেখে মূল মন্তব্য ভুলে গেছি !

২১ শে মে, ২০১৭ রাত ১১:২৬

রাজীব নুর বলেছেন: সহজ সরল সত্য কথা হলো- এই গরমে মাথা ঠিক নাই।

৪| ২১ শে মে, ২০১৭ রাত ১১:৪৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো গরমে বৃষ্টির অপেক্ষা।

২১ শে মে, ২০১৭ রাত ১১:৪৭

রাজীব নুর বলেছেন: মন্তব্য করার জন্য ধন্যবাদ।

৫| ২২ শে মে, ২০১৭ রাত ১২:০৩

সালমান মাহফুজ বলেছেন: ছবি এবং ছবির পিছনের গল্পটা ভাল্লাগছে !

২২ শে মে, ২০১৭ রাত ১২:১২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ সালমান।

৬| ২২ শে মে, ২০১৭ রাত ২:৪১

উম্মে সায়মা বলেছেন: পড়লাম এবং মন্তব্য করলাম :) গরমে সবার মাথা গরম। বৃষ্টি নামুক.....

২২ শে মে, ২০১৭ সকাল ৯:৩৯

রাজীব নুর বলেছেন: বোন সায়মা। আমি থাকি ৬ তলায়। রাত দুটা বাজে দেওয়ালে হাত রাখলে গরম লাগে। আমার ঘরে নাই এসি। এর মধ্যে চলে যায় কারেন্ট। কি যে কষ্ট।

৭| ২২ শে মে, ২০১৭ ভোর ৪:৪৭

জগতারন বলেছেন:
আপনার ছবি দেখতে দেখতে মাঝে মাঝে আমার ক্লান্তি এসে যায়। তাই বেশির ভাগ সময়ই মন্তব্য না করেই চলে যাই।

২২ শে মে, ২০১৭ সকাল ৯:৪০

রাজীব নুর বলেছেন: ক্যান আমি দেখতে কি কুৎসিত?

৮| ২২ শে মে, ২০১৭ ভোর ৫:১২

ডঃ এম এ আলী বলেছেন:
একটু স্বস্থির জন্য কিনে খেতে পারি না-
ডাব, তরমুজ, লিচু অথবা জুস... প্রচন্ড দাম

প্রচন্ড দাম দিয়ে কিনে খাওয়ার দরকার কি?
চাষ করলে তো নীজে খাওয়া যায়
অন্যকেও খাওয়ানো যায় :)
নীজের চাষের চাষের জায়গা না থাকলে
বিবিধভাবে অর্গানাইজ করা যায় :)
যাহোক, প্রচন্ড গরমে ভাল থাকুন,
কামনা করি অাপনার কাংখীত
দমকা বাতাস সহ একটু বৃষ্টি
নামুক ধরার বুকে ।

শুভেচ্ছা রইল

২২ শে মে, ২০১৭ সকাল ৯:৪২

রাজীব নুর বলেছেন: আমার মনের কথাটা বলেছেন। কিন্তু আমার কোনো জমি-জমা নাই। তবে খুব ইচ্ছা আছে- টাকা পয়সা জমিয়ে অল্প কিছু জমি রাখব। তারপর চাষ-বাস করবো।

৯| ২২ শে মে, ২০১৭ ভোর ৫:৪৬

নাদিম আহসান তুহিন বলেছেন: উফফ গরম রে,,

১০| ২২ শে মে, ২০১৭ ভোর ৬:০৩

নাদিম আহসান তুহিন বলেছেন: ব্লগের পরিসংখ্যান দেখলেই বুঝা যায় কে অন্যের পোস্টে মন্তব্য করেন আর কে করেন না। ব্লগে আপাতত তিন টাইপের মানুষ দেখতে পাচ্ছি। যেমন ধরুন-

খুব সিম্পল একটা ব্যপার হলো আপনি যতগুলো মন্তব্য পেয়েছেন তার অর্ধেকও মন্তব্য করেননি। যা মন্তব্য করেছেন তার অধিকাংশই আবার নিজের পোস্টে অন্যদের মন্তব্যের উত্তর দিয়েছেন শুধু।

আবার এমন অনেক আছে যাদের পরিসংখ্যান বলছে মন্তব্য যতটা না পেয়েছেন তার থেকে আরো অনেক বেশি মন্তব্য করেছেন।

আর একশ্রেণীরর আছেন এরা কখনো অন্যের পোস্টে মন্তব্য করেননি। মাঝে মাঝে নিজেদের পোস্টে দুয়েকটা মন্তব্য পেয়েছেন কিংবা করেছেন।


এই হলো অবস্থা ভাই। কে কারে উৎসাহ দিবে?????

২২ শে মে, ২০১৭ সকাল ৯:৪৪

রাজীব নুর বলেছেন: ভাই শুভ সকাল।
আমার পোষ্টে যারা মন্তব্য করেন- তাদের মন্তব্যে যদি প্রশ্ন থাকে তাহলে আমি উত্তর দেই। আর বেশির ভাগ মন্তব্য'ই আমি অন্যের পোষ্ট পড়ে সুচিন্তিত মন্তব্য দিয়েছি।

১১| ২২ শে মে, ২০১৭ সকাল ৯:০০

muhammed yasin arfat বলেছেন: ভালো লিখছেন

২২ শে মে, ২০১৭ সকাল ৯:৪৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১২| ২২ শে মে, ২০১৭ সকাল ৯:০০

মোস্তফা সোহেল বলেছেন: এই গরমের চেয়ে বাজার গরম বেশি।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:১৭

রাজীব নুর বলেছেন: ঠিক।

১৩| ২২ শে মে, ২০১৭ সকাল ৯:৩৫

শাহরিয়ার কবীর বলেছেন: মন্তব্য নিয়ে ভাবনা আর না, আর না!!! আমি আপনার ব্লগে হাজির!! =p~

২২ শে মে, ২০১৭ সকাল ৯:৪৬

রাজীব নুর বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

১৪| ২২ শে মে, ২০১৭ সকাল ৯:৪৮

নাদিম আহসান তুহিন বলেছেন: শুভ সকাল রাজীব ভাই। আমি জাস্ট তিন শ্রেণীর লোকের উদাহরণ দিয়েছি।

আপনার জন্য শুভকামনা রইলো। হ্যাপি ব্লগিং

২২ শে মে, ২০১৭ সকাল ১০:০৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১৫| ২২ শে মে, ২০১৭ সকাল ১০:৪১

কাজী ফাতেমা ছবি বলেছেন: লেখা আর ছবিটা ভাল লাগল

হ্যাপী ব্লগিং

২২ শে মে, ২০১৭ দুপুর ২:৪৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ কাজী ফাতেমা।

১৬| ২২ শে মে, ২০১৭ সকাল ১১:১৫

নতুন নকিব বলেছেন:



রাজীব নূর ভাই,
আমার মনের কথাটা বলেছেন। কিন্তু আমার কোনো জমি-জমা নাই। তবে খুব ইচ্ছা আছে- টাকা পয়সা জমিয়ে অল্প কিছু জমি রাখব। তারপর চাষ-বাস করবো।

-আপনার দলে আমিও থাকতে চাই। রাখবেন?

অনেক ভাল লাগলো। ধন্যবাদ।

২২ শে মে, ২০১৭ দুপুর ২:৪৯

রাজীব নুর বলেছেন: অবশ্যই রাখব। আর যদি জমি না কিনতে পারি তাহলে সরকারের কাছ থেকে লিজ নিবো।

১৭| ২২ শে মে, ২০১৭ দুপুর ১২:৪৩

নতুন বলেছেন: জেন রসি বলেছেন: পড়লাম, মন্তব্য করলাম এবং লাইক দিলাম! :P

১৮| ২২ শে মে, ২০১৭ দুপুর ২:৪৮

এরশাদ বাদশা বলেছেন: ছবিটাতে লাইক দিলাম। :P

১৯| ২২ শে মে, ২০১৭ দুপুর ২:৫১

আনোয়ার কামাল বলেছেন: ভালো লাগলো।

২০| ২২ শে মে, ২০১৭ বিকাল ৩:২১

নতুন নকিব বলেছেন:



যে দেশের কোন কোন ব্যক্তি তাদের ছেলে মেয়েদের প্রতিজনকে প্রতি দিনের হাত খরচের জন্য দেন দুই লক্ষ টাকা। সে দেশেরই কোন কোন লোক সারা জীবন চাকরি বাকরি করেও দু'লাখ টাকা তো দূরের কথা, এক টুকরো জমি, একটু মাথা গোঁজার ঠাঁই কোন দিনই হয়তো খুঁজে পায় না। বিচিত্র প্রিয় মাতৃভূমি আমার!

রাজীব নুর ভাই, এটাকে কি বৈষম্য বলা যায়?

২২ শে মে, ২০১৭ রাত ৯:৪৪

রাজীব নুর বলেছেন: সুন্দর মন্তব্য করেছেন নকিব ভাই।
অবশ্যই বৈষম্য। রাজনীতিবিদিদের ছত্রছায়ায় থাকা কিছু লোক রাতারাতি বিশাল টাকার মালিক বনে যায়। অতি ধনীরা যেভাবে টাকা অপচয় করে- আর অন্যদিকে মানুষ না খেয়ে থাকে। টাকার অভাবে চিকিৎসা করাতে পারে না।

২১| ২২ শে মে, ২০১৭ বিকাল ৩:২৩

মোঃ কাওছার ইসলাম বলেছেন: একেবারে বাস্তবটা তুলে ধরেছেন। ভাল লাগল।

২২ শে মে, ২০১৭ রাত ৯:৪৭

রাজীব নুর বলেছেন: অফিসের কাজে আমাকে সারাদিন বাইরে বাইরে থাকতে। খুব কষ্ট হয় কাওসার ভাই। সীমাহীন কষ্ট করে মাস শেষে অল্প কিছু টাকা পাই। বাপ-দাদার টাকা-পয়সা বা জমি-জমা থাকলে চাষবাস করতাম। এই কষ্টের চাকরি কখনও করতাম না।

২২| ২২ শে মে, ২০১৭ বিকাল ৩:২৫

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: দূর্গতির শেষ নেই। মনের কথাটাই কইলেন।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:১৭

রাজীব নুর বলেছেন: পুরান পোষ্টের মন্তব্যের উত্তর দিতে এলাম।

২৩| ২২ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:৪১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কবিতা ভাল হয়েছে। ছবিতে ফটোগ্রাফারের মুনশিয়ানার ছাপ পাওয়া যায় ।

২২ শে মে, ২০১৭ রাত ১০:০৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

২৪| ২২ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৫৯

সাওরন বলেছেন: ডালাল

২৫| ২২ শে মে, ২০১৭ রাত ৮:৩৭

চাঁদগাজী বলেছেন:


ব্লগারেরা আপনার কথা শুনেছেন; হতাশ হওয়ার মতো গরম; কিন্তু ব্লগারের আপনাকে হতাশ করেনি, আপনি "লাকি ম্যান", আপনার ব্লগার বন্ধুরা পাশে আছেন।

২২ শে মে, ২০১৭ রাত ১০:১২

রাজীব নুর বলেছেন: এক সময় আমার অ-নে-ক বন্ধু ছিল। সারাদিন বন্ধু-বান্ধব নিয়ে থাকতাম। আমি ছিলাম বন্ধুঅন্ত প্রান। তারপর সবাই চাকরি-ব্যবসা শুরু করলো। আমি পড়ে রইলাম একা। বন্ধুদের কাছে গেলে তারা সময় দেয় না। এদিকে আমি বেকার। কি ভয়াবহ সময় পার করেছি একা একা। এক কাপ চা খাওয়ার টাকাও ছিল না পকেটে। নিজের নিঃসঙ্গতা কাটাতে আশ্রয় নিলাম ব্লগে আর বই পড়তে শুরু করলাম। প্রায় দশ বছর ধরে ব্লগে আছি।

২৬| ২২ শে মে, ২০১৭ রাত ১০:২৩

খালিদ১২২ বলেছেন: মজা পেলাম

২৭| ২৪ শে মে, ২০১৭ রাত ১:৩৬

উম্মে সায়মা বলেছেন: আহারে কী কষ্ট। এবার রোজায় দেশের মানুষের খুব কষ্ট হবে :|

২৪ শে মে, ২০১৭ বিকাল ৪:১৭

রাজীব নুর বলেছেন: প্রথম রোজা থেকেই তাপমাত্রা কমতে থাকবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.