নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

যদি এমন হতো-

২৪ শে মে, ২০১৭ বিকাল ৪:২৩



১। বাংলা মটরে বাস থেকে নামবো- সাথে সাথে একজন এসে হাসি মুখে বলবে, স্যার- ঠান্ডা পানি খান। ভালো লাগবে। আমি বলবো- পানি না, আমি খাবো লেবুর শরবত। সাথে সাথে লোকটা বলবে, স্যার লেবুর শরবতেরও ব্যবস্থা আছে, এই নিন। এক মগ লেবুর শরবত। কয়েকটা বরফের টুকরো ভাসবে।
আবার বনানী'তে বাস থেকে নামবো- সাথে সাথে এক লোক বলবে- স্যার আজ যা গরম পড়েছে, এই নিন এক গ্লাস লেবুর শরবত। প্রচন্ড এই গরমে শহরের মানূষের অবস্থা কাহিল। সরকার মানুষের এই কষ্ট কিছুটা লাঘব করার জন্য একটু শরবতের ব্যবস্থা করতে পারে।
ঢাকা সিটি করপোরেশন এই দায়িত্ব নিতে পারে। দেশের মানূষ এতে নতুনত্ব পাবে। এবং তারা দুই মেয়রকে আজীবন মনে রাখবে। ভোটের সময়ও সুবিধা পাওয়া যাবে। লেবুর শরবতে খুব বেশি খরচ হওয়ার কথা না। প্রচন্ড গরমে এক গ্লাস ঠান্ডা পানিতে কলিজা জুড়িয়ে যায়।
হজের সময় অনেক লোক কিন্তু ফ্রি পানির ব্যবস্থা করে দেয়। আমাদের দেশে ইজতেমা'র সময় অনেক লোক ফ্রি পানির ব্যবস্থা করে দেয়।আবার অনেক বড় বড় কোম্পানী ইফতারের সময় ফ্রি ইফতারও দেয়।

২। বিশ্বস্ত থাকতে হবে-
নিজের কাছে, জীবনের কাছে, সত্যের কাছে, শিল্পের কাছে, মাতৃভূমির কাছে এবং সর্বোপরি মানুষের কাছে।

৩। জামাই- এমন থাপ্পড় খাবি...
কমলা- এইটা কেমন কথা? নিজের স্ত্রী'রে কেউ বলে থাপ্পড় খাবি।
জামাই- আমি বলি, আমি প্রেসিডেন্ট বুশ। আমি কারো ধারধারি না। সাইকেলে নাই পাম। আমার মেজাজ এখন অত্যাধিক খারাপ। এখন নিজের বাপেরেও তুই করে বলে ফেলতে পারি।
এই জায়গার সিনারি অত্যাধিক সুন্দর। কমলা একখান ছবি তোল।
কমলা- তুই তুকারি কইরেন না। আপনার পাও ধরি।
জামাই- চৈত্র মাসে তুই-আপনি সব সমান।
---হুমায়ূন আহমেদের নাটক- 'চৈত্র দিনের গান'।

৪। গভীর রাতে ঘুম ভেঙে গেল। অন্ধকারে মনে হলো, কে যেন আমার পায়ে সুড়সুড়ি দিচ্ছে। কে দিতে পারে বলুন তো?

৫। শুক্রবার হলো ছুটির দিন। আরাম আয়েশের দিন। ঘুম থেকে উঠবো ১১ টায়। তারপর আবার আরও কিছুক্ষন শুয়ে থাকব। বই পড়বো, গান শুনবো, গেমস খেলব, লিখব। তা না ঘুম থেকে উঠতে হয় ভোর বেলায়।
বাজারে যাও। ফ্যান মুছো। লাইটের হোল্ডারে ময়লা জমেছে- পরিস্কার করো। ফ্রীজ পরিস্কার করো। ব্যাগের জিপার নষ্ট হয়ে গেছে- ঠিক করে আনো। কাপড় আয়রন করো। গ্যাসের চুলার চাবি নষ্ট হয়ে গেছে- ঠিক করো। রান্না ঘরের কলে সমস্যা- ঠিক করো। ড্রয়ারটা গুছাও। ফুলের টবটা রঙ করে দাও। ইলেকট্রিক মিস্ত্রী নিয়ে আসো- লাইট এর সুইচটা ঠিকভাবে কাজ করছে না। ফিল্টারে পানি ঠিকভাবে পড়ছে না, ফিল্টারটা ঠিক করো। তোষক আর বালিশ গুলো রোদে দাও। জুতোটা কালি করে রাখো। ইত্যাদি ইত্যাদি...
এই রকম জীবন তো আমি কখনও চাইনি।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৪ শে মে, ২০১৭ বিকাল ৪:২৭

মোঃ খুরশীদ আলম বলেছেন: স্বপ্নতো ভালই দেখলেন। যদিও সেটা পূরণ হওয়ার আশা নাই। হ্যা, তবে যদি আমি আপনি ব্যাক্তিগত উদ্যোগে শুরু করতে পারি তবে হয়তো সম্ভব হবে। তাহলে, শুরু করা যাক। শুরুটা না হয় আপনি করলেন।

২৪ শে মে, ২০১৭ বিকাল ৫:৩৫

রাজীব নুর বলেছেন: ভাই আমি তো দরিদ্র মানুষ। আমার তো সেই ক্ষমতা নেই।

২| ২৪ শে মে, ২০১৭ বিকাল ৪:৪৩

গেম চেঞ্জার বলেছেন: ২ বার পোস্ট করে ফেলেছেন!

৩| ২৪ শে মে, ২০১৭ বিকাল ৪:৫৪

চাঁদগাজী বলেছেন:


৫ নং বলছে যে, আপনি এখন আর বেকার নন, পরিবারে আপনার অবদান থাকছে।

২৪ শে মে, ২০১৭ বিকাল ৫:৩৭

রাজীব নুর বলেছেন: এই অবদানের কোনো মূল্য নেই। আসল অবদান হলো- টাকা। সেই টাকা তো দিতে পারি না সংসারে।

৪| ২৪ শে মে, ২০১৭ বিকাল ৪:৫৬

শাহরিয়ার কবীর বলেছেন:
রাজীব ভাই আপনার এতো সুন্দর ছবি তুলে দেয় কে ? খুব সুন্দর ছবি ।

২৪ শে মে, ২০১৭ বিকাল ৫:৩৭

রাজীব নুর বলেছেন: নিজের ছবি নিজেই তুলি। ট্রাইপড এর সাহায্যে।

৫| ২৫ শে মে, ২০১৭ বিকাল ৩:০৪

অরুদ্ধ সকাল বলেছেন: ভ্লা লাগ্ল

৬| ২৫ শে মে, ২০১৭ রাত ৯:১৩

চাঁদগাজী বলেছেন:

লেখক বলেছেন, " এই অবদানের কোনো মূল্য নেই। আসল অবদান হলো- টাকা। সেই টাকা তো দিতে পারি না সংসারে। "

- ৬০% বাংগালী পরিশ্রম করেও পারিবার চালাতে পারছেন না ইচ্ছা মতো; কারণ, ২০ ভাগ বাংগালী কাজ না করেও বেশী সম্পদ দখলে রেখেছে।

২৫ শে মে, ২০১৭ রাত ১০:০৮

রাজীব নুর বলেছেন: একদম সত্য কথা লিখেছেন। আপনার এই চরম সত্য কথা গুলো বাঙ্গালীর প্রতিটা ঘরে ঘরে পৌঁছানো দরকার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.