নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। ছাত্র : স্যার একটি কথা বলবো?
স্যার : কি বলবে বলো?
ছাত্র : আমার খুব লজ্জা লাগছে।
স্যার : লজ্জার কি আছে বল?
ছাত্র : আস্তে বলব না জোরে বলব স্যার?
স্যার : আরে বেটা যা বলবি জোরে বল ক্লাশের সবাই শুনুক।
ছাত্র : চিত্কার করে বলে- স্যার আপনার পেন্টের চেইন খোলা।
২। বাংলাদেশে আর থাকব না। বিদেশ চলে যাবো। খুব শ্রীঘই। এই দেশের মানুষ অতি দুষ্ট। এই দেশে কেউ আপনাকে সহজ সরল ভাবে জীবন-যাপন করতে দিবে না। নো, নেভার।
৩। মনে হয় নির্মলেন্দু গুণ এই কবিতাটি আমার জন্যই লিখেছেন-
আমি হয়তো মানুষ নই, মানুষগুলো অন্যরকম,
সারাটা দিন দাঁড়িয়ে থাকি,
গাছের মতো দাঁড়িয়ে থাকি।
সাপে কাটলে টের পাই না, সিনেমা দেখে গান গাই না,
অনেকদিন বরফমাখা জল খাই না।
সকালবেলা, দুপুরবেলা অবাক করে
সারাটা দিন বেঁচেই আছি...
©somewhere in net ltd.
১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:১১
রাজীব নুর বলেছেন: এই পোষ্টে কেউ মন্তব্য করেনি।