নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আকাশ ভরা মেঘ

০৫ ই জুন, ২০১৭ দুপুর ২:৫৩



১। পৃথিবীতে যত সুস্বাদু ফল আছে তাদের মধ্যে যদি আপনাকে সেইসব ফলের র‌্যাংকিং করতে বলা হয় তবে আপনি প্রথমেই যে ফলের নাম বলবেন তা হল আম। আম এতটাই জনপ্রিয় যে সরকার আম গাছ কে আমাদের জাতীয় গাছ হিসেবে উপাধি দিতে বাধ্য হয়েছে।
রাজধানীর ৯৬ শতাংশ আমে'ই এখন প্রাণনাশকারী রাসায়নিক উপাদান কার্বাইড।

২। বন্দুকের গুলি যদি কারো শরীরে বা হৃদয়ে আঘাত করে সেই গুলি সার্জারি করে বের করা যায়। এন্টিবায়োটিক দিয়ে ঘা শুকানো যায়, পেনকিলার দিয়ে কষ্ট দূর করা যায়, কিন্তু কথার গুলি যদি কারো মনে বা হৃদয়ে আঘাত করে তবে তা কোনো সার্জারি করে বা এন্টিবায়েটিক দিয়ে বা পেনকিলার দিয়ে ব্যথা দূর করা যায় না। কথার গুলির ব্যথা সারাজীবনই থাকে। বন্দুকের গুলি লক্ষ্যভ্রষ্ট হয় কিন্তু কথার গুলি হৃদয়ে লাগবেই।

৩। মানুষ সব চাইতে বেশি খুশি হয় যখন সে তার মনের কথা অন্যের কাছে খুলে বলতে পারে এবং মানুষ তার প্রতি খুশি হয় যে তার কথা শোনে। পৃথিবীর অনেক বড় বড় সমস্যার সমাধান হয়েছে শুধুমাত্র পরস্পরকে শ্রদ্ধা, সম্মান এবং গুরুত্ব প্রদানের মাধ্যমে এবং এর মূলসূত্র হলো অন্যের কথা মনোযোগ দিয়ে শোনা।

৪। A man can change his face, his home, his family, his wife or girlfriend, his religion, his GOD. But can’t chnge one thing….his PASSION.

৫। কেকা ফেরদৌসী বিচিত্র সব জিনিস বানাচ্ছেন, এটা কেকার সমস্যা নয়। যাঁরা এই নতুনত্ব গ্রহণ করতে পারছেন না, সমস্যাটা তাঁদের। তিনি দেশীয় রান্নাকে বিদেশের বড় বড় শহরে নিয়ে গেছেন। আবার বিদেশের রান্না এনে দেশের মানুষের কাছে উপস্থাপন করেছেন। একজন মানুষ রান্নার শো করছ। আপনার পছন্দ না হলে সেই শো দেখবেন না বা সেই খাবার বানাবেন না।

৬। শুধু খেয়ে পড়ে বেঁচে থাকার স্ট্রাগলই একমাত্র স্ট্রাগল না। একজন মানুষ প্রাচুর্যে বেঁচে আছে, তার অর্থ কখনোই এই না যে সে সুখে আছে, ভালো আছে।

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুন, ২০১৭ বিকাল ৩:৩৮

ওমেরা বলেছেন: Mango আমার ও অনেক প্রিয় ।অন্য কথা গুলো ও ভাল লাগছে ধন্যবাদ ভাইয়া ।

২| ০৫ ই জুন, ২০১৭ বিকাল ৩:৫২

এস,এম,মনিরুজ্জামান মিন্টু বলেছেন: সাজিয়ে গুছিয়ে বেশ সুন্দর করে অনেক ভালো ভালো কথা উপস্থাপন করেছেন।
পোস্টে ভালো লাগা রেখে গেলাম।

৩| ০৫ ই জুন, ২০১৭ বিকাল ৪:১৬

নতুন নকিব বলেছেন:



আগের মতই সুন্দর।

৪| ০৫ ই জুন, ২০১৭ বিকাল ৪:৩২

চাঁদগাজী বলেছেন:


দেখে মনে হলো না যে, এটা আপনার পোস্ট

০৫ ই জুন, ২০১৭ রাত ৯:৫৪

রাজীব নুর বলেছেন: আসলে, আজ সারাদিন মন মেজাজ খুব বিক্ষিপ্ত ছিল। রাগ করে বৃষ্টিতে ভিজে অফিসের কাজ করেছি।

৫| ০৫ ই জুন, ২০১৭ বিকাল ৪:৩৭

দ্যা ফয়েজ ভাই বলেছেন: লেখাগুলো ভালো লেগেছে।
তবে প্রথমটায় আম সবার প্রিয় ফল এটার ব্যাতিক্রম হওয়াটা খুবই স্বাভাবিক নয় কি???
৫নম্বরটা বেশিই ভালো লেগেছে।শুধু একটাই কথা নুডুলস ছাড়া অন্য কিছু কি দুনিয়াতে নাই। =p~

৬| ০৫ ই জুন, ২০১৭ রাত ৯:৫১

সত্যের ছায়া বলেছেন: আজকে কি বৃষ্টিতে ভিজেছেন?

৭| ০৫ ই জুন, ২০১৭ রাত ৯:৫৩

রাজীব নুর বলেছেন: অফিসের কাজে বাইরে গিয়ে পুরো ভিজে গেছি। গুলশান ১ থেকে শুটিং ক্লাব পর্যন্ত এই বৃষ্টির মধ্যে হেঁটে গেছি।

৮| ০৫ ই জুন, ২০১৭ রাত ১১:০৫

আখেনাটেন বলেছেন: আপনার রাগ বেশি মনে হচ্ছে। ক্ষণে ক্ষণে রাগের কথা বলেন। ;)

৯| ০৫ ই জুন, ২০১৭ রাত ১১:০৯

ধ্রুবক আলো বলেছেন: আকাশ ভরা মেঘ!

১০| ০৬ ই জুন, ২০১৭ রাত ১:৫৬

চাঁদগাজী বলেছেন:



স্যরি, পোস্ট ভালো হয়েছে; আমি জোক করার চেস্টা করেছিলাম!

১১| ০৬ ই জুন, ২০১৭ রাত ৮:১৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমাদের জাতীয় ফল কাঁঠাল। আম খুব সুস্বাদু ও জনপ্রিয় হবার কারণে আমের বদলে আমগাছকে জাতীয় গাছ বলা কতখানি যুক্তিযুক্ত?


কথাগুলো ভালো লেগেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.