নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

একজন আধুনিক কবি

১২ ই জুন, ২০১৭ দুপুর ১:৩৯



সব সময় যারা বই পড়ে আর থিয়োরি কপচায়, তারা দেশের কোনো কাজে লাগে না-
ঠিক এই কথা ভাবতে-ভাবতে, একজন কবি শাহবাগের ব্যস্ত রাস্তা পার হচ্ছেন।
কবির বয়স এখন পঞ্চাশ, এই বয়সে ভালোবাসা রুপান্তরিত হয়- স্নেহ মমতায়
কবির ধারনা, ভালোবাসার চেয়ে স্নেহ ও মমতার শক্তি অনেক বেশি।

উদ্দেশ্যবিহীন হাঁটতে হাঁটতে কবি নিউ মার্কেট এলাকার দিকে চলে আসছেন-
একা একা তার রাস্তায় হাঁটতে মন্দ লাগে না, অনেক রকম 'মানুষ' দেখা যায়
দুঃখজনক ব্যাপার হলো- নদী কখনও থামে না, মানুষের জীবন হঠাৎ থেমে যায়।

কবির চায়ের পিপাসা পেয়েছে, রাস্তার পাশের দোকান থেকে এক কাপ চা হাতে নিলেন
চায়ের কাপে চুমুক দিয়ে তার মেজাজ বিগড়ে গেল, চা না গরুর মুত খাওয়াচ্ছে?
কবি সহ্য করে গেলেন। কবিদের সহ্য করার ক্ষমতা অসীম।
চা ফেলে দিয়ে একটা পান চাইলেন- খয়ার ছাড়া, জর্দা ছাড়া
বিয়ে বাড়িতে তিনি অনেককে দেখেছেন- খাওয়ার পর কেউ কেউ একসাথে তিনটা পান
মুখে দিয়ে জন্তুদের মতো চিবোয় সেই অবস্থায় আবার কথা বলেতে আসে। ছিঃ
পান মুখে দিয়ে কবির মেজাজ আবারও বিগড়ে গেল- পান দোকানদার বিরাট বদ
না করা সর্তেও জর্দা ও খয়ার দু'টোই দিয়েছে।
এই দেশের এই জন্যই কোনো উন্নতি হচ্ছে না- কবি মনে মনে বললেন।
তার ইচ্ছা করছে পানওয়ালার শার্টের কলার ধরে, কানের নিচে একটা দিতে।
ঠিক এই মুহূর্তে কবির মাথায় একটা কবিতার লাইন চলে এলো-
'নগরে যারা থাকে, তারা সবাই নাগরিক চেতনাসম্পন্ন হয় না।'

( আমি কবি নই। কবিতা লেখার সামান্য যোগ্যতা আমার নেই। তারপরও কিছু দিন পর-পর কবিতার মতো কিছু একটা না লিখলে ভালো লাগে। এটা আমার দীর্ঘ দিনের অভ্যাস। সম্মানিত ব্লগারগন যদি আমার কবিতা টা সাদরে গ্রহন করেন তাহলে খুব খুশি হবো।)

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১২ ই জুন, ২০১৭ দুপুর ২:০২

মোস্তফা সোহেল বলেছেন: মন্দ হয়নি কবিতা খানি। কবিতা আমিও কম বুঝি।
কবি বলেছেন,নদী কখনও থামে না, মানুষের জীবন হঠাৎ থেমে যায়।
এই লাইনটা মানতে পারলাম না। মানুষের জীবনের মত এদেশে নদীর জীবনও একদিন থেমে যায়।
দেশে কত নদী মরে গেল।

২| ১২ ই জুন, ২০১৭ বিকাল ৩:৫১

প্রতিভাবান অলস বলেছেন: লেখা ভাল লেগেছে

৩| ১২ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:১২

চাঁদগাজী বলেছেন:



আপনার নিয়মিত পোস্টি হিসেবে পড়লাম; নীচে, এটাকে কবিতা বলায় আবার পড়লাম, এবার কবিতার মতো করে পড়লাম

৪| ১২ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:২৬

সত্যের ছায়া বলেছেন: এদেশে যারা কবি তাদের মাথা তার ছিঁড়া থাকে এবং স্ক্রু থাকে লুজ।

৫| ১৩ ই জুন, ২০১৭ রাত ১:০০

স্বতু সাঁই বলেছেন: চোর চোট্টা বাটপারের দল
বলে, চল রে ভাই নগরে চল।

৬| ১৩ ই জুন, ২০১৭ দুপুর ২:৩১

ধ্রুবক আলো বলেছেন: আপনার নিয়মিত পোস্টি হিসেবে পড়লাম; নীচে, এটাকে কবিতা বলায় আবার পড়লাম, এবার কবিতার মতো করে পড়লাম

৭| ১৩ ই জুন, ২০১৭ দুপুর ২:৫২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দারুণ লেখেন ভাই,
আপনে রেগুলার একটা করে কবিতা উপহার দেন ভাই, আমি আপনার একজন নিম্নমানের রেগুলার পাঠক হবো।

হ ভাই, নগরে যারা থাকেন, তারা সকলেই নাগরিক চেতনা সম্পন্ন হয় না। - অসাধারণ সত্য কথা বলেছেন ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.