নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
প্রথমেই বলে নিচ্ছি, দুর্বল হার্টের কেউ এই লেখাটা পড়বেন না।
বাগেরহাট যাচ্ছি। সুন্দরবনের পাশে একটি গ্রাম। গ্রামের নাম রসুল পুর। সকাল ১০ টায় বাসে উঠলাম। রাস্তায় তিন বার বাস নষ্ট হলো। বিকেলে পৌঁছানোর কথা ছিল রায়েন্দা। আমি পৌছালাম রাত ৩ টায়। পনের বছর আগের কথা। তখন রাস্তা ঘাট খুব উন্নত ছিল না। প্রচন্ড শীত। বাস থেকে নেমে আমি কাঁপছি। চারপাশে ঘুট ঘুট অন্ধকার। আমার সাথে যে ক'জন মাস থেকে নেমেছিল তারা কে কোথায় চলে গেল। ঈদের ছুটিতে বন্ধুর গ্রামের বাড়ি যাচ্ছি। তখন মোবাইল ছিল না। গত পাঁচ বছর ধরে যাব যাব করছিলাম, যাওয়া আর হয়নি।
বাজারের মতো একটা জায়গায় বাস নামিয়ে দিয়েছে। চারপাঁচটা কুকুর একটা ভাঙ্গা চায়ের দোকানের সামনে জট পাকিয়ে আছে। আমি ভীতু টাইপ ছেলে না। আমার আছে লজিক। কত কঠিন কঠিন ভূতের বই পড়ে আর মুভি দেখে ভয় পাইনি। যাই হোক, আমার বন্ধু বাবলু বলেছিল- তুই বাস থেকে নেমে দেখবি আমি তোর জন্য হোন্ডা নিয়ে অপেক্ষা করছি। হয়তো বাবলু হোন্ডা নিয়ে বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করে চলে গেছে। বাবলু ছেলে হিসেবে খুব ভালো। যথেষ্ট আন্তরিক। বন্ধু বাবলু বলেছিল- রায়েন্দা থেকে ভ্যানে করে রসুলপুর গ্রামে যেতে আধা ঘন্টা লাগে। এত রাতে একটা ভ্যানও নেই। আমি সকাল হওয়ার জন্য অপেক্ষা না করে হাঁটা শুরু করলাম।
মাটির রাস্তা দিয়ে হাঁটছি। ভয়াবহ অন্ধকার। প্রচন্ড কুয়াশা। নাক দিয়ে ক্রমাগত পানি ঝরছে। বাতাসে গাছের পাতার শন শন শব্দ। বাবলু বলেছিল- মাটির রাস্তাটা যেখানে শেষ হয়েছে, সেখানেই আমাদের গ্রাম। বাবলুর বাবা গ্রামের ডাক্তার। খুব নাম ডাক আছে। সুন্দরবন থেকে নানাবিদ জিনিস পত্র নিয়ে যারা জীবিকা নির্বাহ করে তারা বনের পশু দ্বারা আক্রান্ত হলে বাবলুর বাবার ফার্মেসীতে আশে চিকিৎসা নিতে। কেউ মধু সংগ্রহ করতে গিয়ে গাছ থেকে পড়ে গেছে, কেউ বাঘের থাবা খেয়েছে, কেউ সাপের কামড় খেয়েছে। গ্রামের লোকদের ভয়-ডর খুব কম থাকে।
এই প্রচন্ড শীতেও আমি ঘেমে গেছি। অনেকক্ষন ধরে হাঁটছি। পথ আর শেষ হয় না। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। খুব ক্ষুধাও পেয়েছে। বিকেলের পর আর কিছুই খাইনি। ক্ষুধার সময় আমার মাথা কাজ করে না। ইচ্ছে করছে আশে পাশের কোনো বাড়িতে গিয়ে বলি- আমি অমুক,অমুক জায়গা থেকে আসছি। আমার খুব ক্ষুধা লাগছে আমাকে খাবার দিন। যদি কিছু না থাকে- তাহলে গুড় মুড়ি দেন। আর চাপকল থেকে ঠান্ডা এক মগ পানি। সমস্যা হলো আশে পাশে কোনো বাড়ি দেখতে পাচ্ছি না। মনে হয় জংলের মধ্য দিয়ে হাঁটছি। ঠিক সময় একটা ভ্যান গাড়ি দেখতে পেলাম। ভ্যানগাড়ির নিচে একটা হারিকেন মিট মিট করে জ্বলছে। আমি দৌড়ে ভ্যানগাড়ির সামনে গেলাম। এবং অন্ধকার আকাশের দিকে তাকিয়ে ঈশ্বরকে ধন্যবাদ দিলাম।
ভ্যানগাড়িতে সতের আঠারো বছরের একটা রুপসী মেয়ে বসে আছে। কিন্তু সে কাঁদছে। খুব কাঁদছে। একটা লোক শুয়ে আছে। তার সমস্ত শরীর ডাকা। আর বুড়ো মতো একলোক ভ্যান চালাচ্ছে। আমি ভ্যান চালককে বললাম- রসুলপুর গ্রামে যাব। ডা. শাহজাহান তালুকদারের বাড়িতে। মনে হয় আমি পথ হারিয়ে ফেলেছি। দয়া করে কি আমাকে সেখানে নিয়ে যাবেন? প্লীজ। বুড়ো ভ্যান চালক- মেয়েটিকে দেখিয়ে বলল শেফালি বুবুকে জিজ্ঞেস করেন। আমি শেফালি'র দিকে তাকাতেই, তিনি ভ্যানে উঠে বসতে ইশারা করলেন। এতটুকু করুনা করার জন্য আমার ইচ্ছা করলো মেয়েটিকে জড়িয়ে ধরি।
অন্ধকার রাস্তা আর প্রচন্ড বাতাস ভেঙ্গে ধীরে ধীরে ভ্যান চলছে। বেশ ভালো লাগছে। মানুষের মনে এখনও মায়া মমতা আছে। এই মধ্যরাত্রে সাহায্য চাইতেই পেয়ে গেলাম। শেফালি এখনও কেঁদে চলেছে। আমার পাশে একটি লোক শুয়ে আছে। তার চোখ মুখ ঢাকা। এই মেয়েটি এইলোকটির কি হয়? আমি বেশিক্ষন চুপ করে থাকতে পারি না। শেফালিকে জিজ্ঞেস করলাম বোন আপনি কাদছেন কেন? কি হয়েছে? শেফালি কান্না থামিয়ে বলল- যে লোকটি শুয়ে আশে, সে আমার স্বামী। সাপের কামড়ে সে আজ সন্ধ্যায় মারা গেছে। তাকে নিয়ে উত্তর পাড়ার শ্মশানে যাচ্ছি। হঠাত করে আমি প্রচন্ড ভয় পেলাম। আমার হাত পা কাঁপছে। আমি এতক্ষন একটা লাশের পাশে বসে আছি! ইচ্ছা করছে- একটা লাফ দিয়ে বাবাগো মাগো বলে ধানক্ষেতের মাঝখান দিয়ে দৌড় দেই।
আমি গল্পের একদম শেষ প্রান্তে চলে এসেছি।
এরপর যা ঘটল, আমি তার জন্য প্রস্তুত ছিলাম না। ধুম করে লাশটি দাঁড়িয়ে গেল! তার হাতে ইয়া লম্বা একটা রাম দা। এই রাম দা দিয়ে সাত ফিট দূর থেকেও আমার গলা কেটে নিতে কোনো সমস্যা হওয়ার কথা নয়। শেফালি বুবু'র হাতে একটা চাইনিজ কুড়াল। মিথ্যা বলব না, চাইনিজ কুড়াল হাতে মেয়েটিকে খুব সুন্দর লাগছিল। বুড়ো ভ্যান চালক আমার পেছন দিয়ে এসে আমাকে জাপটে ধরল। বুড়োর এত শক্তি আমি বুঝতেই পারিনি। তাকে দেখে তো মনে হচ্ছিল তার ভ্যান চালাতেই খুব কষ্ট হচ্ছে।
মুহূর্তের মধ্যে আমার সব কিছু নিয়ে নিল। গলার চেন, হাতের আঙটি। ম্যানিব্যাগ। দুই ব্যাগ ভরতি জামা কাপড়। শেফালি বুবু বলল- ওর শার্ট প্যান্ট খুলে, ওকে ন্যাংটা করে ধানক্ষেতে ফেলে রাখলে কেমন হয়? ভ্যান চালক আর রাম দা হাতে লোকটি শেফালির কথায় শায় দিল। আমি মেয়েটির নিষ্ঠুরতায় প্রচন্ড মর্মাহত হলাম। দুঃখ,কষ্ট আর অপমানে আমি জ্ঞান হারালাম।
ভোরবেলা গ্রামের কিছু মুরব্বী মসজিদে ফযরের নামাজ পড়তে গিয়ে আমাকে ধানক্ষেত থেকে উলঙ্গ অবস্থায় উদ্দার করে। এরপর আমি টানা সাত দিন জ্বরে ভুগলাম। অনেক থানা পুলিশ হলো। সমস্ত গ্রামের মানুষ আমাকে দেখতে এলো। স্থানীয় সংবাদ কর্মী আমার উপর এই বিরাট প্রতিবেদন লিখল।
২| ২৭ শে জুন, ২০১৭ বিকাল ৩:০৩
সুমন কর বলেছেন: গল্প ভালো লাগল।
৩| ২৭ শে জুন, ২০১৭ বিকাল ৩:৪৪
বিজন রয় বলেছেন: +++++
৪| ২৭ শে জুন, ২০১৭ বিকাল ৪:১০
চাঁদগাজী বলেছেন:
সুন্দরবনের এলাকায় অন্ধকারে অসুন্দর কাজ; শেখ হাসিনা আপনার কাহিনী শোনার পর, বিদ্যুৎ কেন্দ্র করার সিদ্ধান্ত নিয়েছে। রামপালের বিপক্ষের লোকেরা আপনার উপর অসন্তুষ্ট হওয়ার সম্ভাবনা
৫| ২৭ শে জুন, ২০১৭ বিকাল ৪:২০
রূপক বিধৌত সাধু বলেছেন: অগ্নিবেশ বলেছেন: উলঙ্গ অবস্থার ছবি কোথায়?" এ রকম একটা রগরগে ভূতের গল্প ভিডিও ছাড়া? কিছু হলো?
৬| ২৭ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৩১
বাকরখানি বলেছেন: স্থানীয় সংবাদ কর্মী আমার উপর এই বিরাট প্রতিবেদন লিখল।
আপনার উলঙ্গ ছবি সহ?
৭| ২৭ শে জুন, ২০১৭ রাত ৮:২৯
কানিজ রিনা বলেছেন: মাননীয় শেখহাসীনা প্রতিবেদনটি পড়েই হয়ত
রামপাল বিদ্যুত কেন্দ্র করার সিদ্ধান্ত নেন।
তবে আমি যখন প্রথম চট্টগ্রাম আসি তার
বছর দুয়েক পর এরম একটি ঘটনা ঘটেছিল
দুইটা বড়লোকের ছেলে কাস্টম অফিস পার
হয়ে একটা ব্রীজ আছে সেখানে আসতেই
রাত তিনটায় ওদের দামী প্যান্ট শাট যা ছিল
সব খুলে নিয়ে ন্যাংটা করে ছেরে দেয়।
এনিয়ে এলাকায় বেশ হাসি রহশ্য হয়েছিল।
আর ন্যাংটা লোক দুইটা বলেছিল ওরা ছিল
পুলিশ।
একবার আমাদের এলাকায় বন্যা হয়েছিল
তো সবা বাড়ি ডুবে যায় কিছু বড় বড় ছেলে
এসে আমাদের বিল্ডিংএর বারান্দায় ঘুমিয়ে
ছিল ভোর সকালে ওরা উঠে দেখে ওদের
কারো পরনে লুঙ্গি নাই। এনিয়ে এলাকায়
হাসির রোল বেশ কিছুদিন ছিল।
ধন্যবাদ।
৮| ২৭ শে জুন, ২০১৭ রাত ১০:৩৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: রূপক বিধৌত সাধু বলেছেন: অগ্নিবেশ বলেছেন: উলঙ্গ অবস্থার ছবি কোথায়?" এ রকম একটা রগরগে ভূতের গল্প ভিডিও ছাড়া? কিছু হলো?
৯| ২৮ শে জুন, ২০১৭ রাত ১২:৫০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমি তো ভেবেছিলাম এটা সেই গল্পটা, পথের শেষে এক গাছ, আপনি তার নীচে বসে পড়লেন। সেটি মনে হয় আরেকটু খাটো ছিল। নাকি এটা তার বর্ধিত সংস্করণ?
গল্পে উত্তেজনা ও ভৌতিকতা ছিল। পরাবাস্তবতা। কিন্তু শেষ হলো চরম নাটকীয়তায়। বাস্তবে যে কোনো ভূত নেই তা প্রমাণিত।
তবে কোরান হাদিসে শয়তান ও জিনের কথা বলা আছে। তাদের প্রকাশ্য অস্তিত্ব থাকা সম্ভব।
অনেক ভালো লিখেন আপনি। হুমায়ূন আহমেদের মতো তীব্র টেনে নিয়ে যায় আপনার গল্প। অবশ্য আর্টিকেলও আপ্নি ভালো লেখেন। আপনি একজন সুলেখক।
২৮ শে জুন, ২০১৭ রাত ১২:৫৮
রাজীব নুর বলেছেন: আপনার মন্তব্য পরে চোখ ভিজে উঠেছে।
ইচ্ছা করছে আপনাকে বুকে জড়িয়ে ধরি।
১০| ২৮ শে জুন, ২০১৭ রাত ৮:৩৭
কলিমুদ্দি দফাদার বলেছেন:
©somewhere in net ltd.
১| ২৭ শে জুন, ২০১৭ দুপুর ২:২৭
অগ্নিবেশ বলেছেন: উলঙ্গ অবস্থার ছবি কোথায়? সরি, মজা করলাম।