নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। আব্বা আমাদের চার ভাইকে নিয়ে গেছেন মার্কেটে। আমরা চার ভাই চারদিকে ছুটাছুটি করছি। আব্বা আমাদের সাথে দৌড়ে ক্লান্ত। সে একটা দোকানে বসে পড়ে বলল, তোমাদের যার যেটা ভালো লাগে নিয়ে নাও। আমরা দুইহাত ভরতি করে শপিং শেষ করে বাসায় ফিরতাম এক আকাশ আনন্দ নিয়ে।
একবার ঈদের তিন দিন আগে হঠাত মা আব্বার সাথে কঠিন ঝগড়া করলো। আব্বা রাগ করে কোথায় যেন চলে গেল। তার আর কোনো খোঁজ খবর নেই। ঈদের দিন আমাদের বাসায় কোনো রান্না হলো না। আমরা দুই ভাই মন খারাপ করে বসে আছি ( তখন আমরা দুই ভাই ছিলাম)। দুপুর দুইটায় হঠাত আব্বা এসে উপস্থিত দুই হাত ভরতি বাজার আর নতুন জামা নিয়ে, মার জন্য দুইটা শাড়িও এনেছিল। তারপর আনন্দ আর আনন্দ।
খুব সকালে ঘুম থেকে উঠেই গোসল করে সাদা পাঞ্জাবি পড়ে নামাজ পড়তাম। নামাজ পড়ে বাসায় এসে সেমাই খেয়ে টাকা সংগ্রহে লেগে পড়তাম। দুপুরের মধ্যে মোটামোটি টাকায় পকেট ভরে যেত। খুব হিসাব করে বুঝে-বুঝে সেই টাকা খরচ করতাম।
২। মানব সভ্যতার ইতিহাস আসলে দ্বন্দ্বের ইতিহাস। এ দ্বন্দ্ব যেমন চলে সমাজের মধ্যে, তেমনই ব্যক্তি মানুষের নিজের ভিতরেও। সে স্বপ্ন দেখে, স্বপ্নভঙ্গ হয়, তবু আবার স্বপ্ন দেখে। এভাবেই এগোতে থাকে সমাজ, পৃথিবী। অগ্রগতি সরলরেখায় হয় না, থাকে নানা বাঁক, উত্থান, পতন, বিপ্লব, প্রতিবিপ্লব।
৩। মানুষ আপনার সম্পর্কে কথা বলেই যাবে। আপনি সোজা পথে হাঁটলেও কথা শোনাবে আবার বাঁকা পথে হাঁটলেও কথা শোনাবে। তাই মানুষের সকল কথায় কান দিয়ে নিজের সুখ নষ্ট করার কাজটি বুদ্ধিমান মানুষেরা একেবারেই করেন না।
৪। পৃথিবীতে সবচেয়ে কঠিন হলো ক্ষমতাবানদের মুখোমুখি দাঁড়িয়ে সত্য কথা বলা।
৫। আচ্ছা, ঢাকা শহরে তেতুল গাছ কোথায় আছে?
ঘুম থেকে উঠার পর খুব বড় একটা তেতুল গাছ দেখতে ইচ্ছা করছে।
৬। ছবিটা তুলেছিলাম চার বছর আগে বৃক্ষমেলাতে। হাতটা সুরভি'র।
২| ০৬ ই জুলাই, ২০১৭ সকাল ৯:৫৮
ব্লগ মাস্টার বলেছেন: ভালো লিখেছেন ।
৩| ০৬ ই জুলাই, ২০১৭ সকাল ১০:১৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: বিড়াল গুলো সুন্দর খুউব
৪| ০৬ ই জুলাই, ২০১৭ সকাল ১০:২৩
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ঢাকা শহরে তেঁতুল গাছের বড় আকাল! তবে তেঁতুলের কাজ সুন্দরি ললনারা করছে। আপনি চাইলে লেহান দিয়ে জিবে জল আনতে পারেন (ফান) ।
ভিন্ন প্রসঙ্গে আসি, এবারের ঈদ কেমন কাটালেনন?
৫| ০৬ ই জুলাই, ২০১৭ সকাল ১০:৩২
আজীব ০০৭ বলেছেন: আহা সেই দিনগুলি..........।
৬| ০৬ ই জুলাই, ২০১৭ সকাল ১০:৫৭
শাহরিয়ার কবীর বলেছেন:
পৃথিবীতে সবচেয়ে কঠিন হলো ক্ষমতাবানদের মুখোমুখি দাঁড়িয়ে সত্য কথা বলা। হুমম, ঠিক তাই !!
৭| ০৬ ই জুলাই, ২০১৭ সকাল ১১:২৫
আহমেদ জী এস বলেছেন: রাজীব নুর ,
আপনার পোস্ট প্রায়ই চোখে পড়ে । খুব সহজ করে অনেক তত্ত্ব কথা লেখেন আপনি ।
এবারেও তাই করলেন --
মানুষ আপনার সম্পর্কে কথা বলেই যাবে। আপনি সোজা পথে হাঁটলেও কথা শোনাবে আবার বাঁকা পথে হাঁটলেও কথা শোনাবে। তাই মানুষের সকল কথায় কান দিয়ে নিজের সুখ নষ্ট করার কাজটি বুদ্ধিমান মানুষেরা একেবারেই করেন না।
৮| ০৬ ই জুলাই, ২০১৭ সকাল ১১:৫৭
বিএম বরকতউল্লাহ বলেছেন: সত্যের মতো!!
৯| ০৬ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:১০
সামিয়া বলেছেন: একজন প্রকৃত যোদ্ধার গল্প।।
১০| ০৭ ই জুলাই, ২০১৭ রাত ১২:১১
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: বিল্লুর ছবিটা বহুত সুন্দর হইছে
১১| ০৮ ই জুলাই, ২০১৭ রাত ১২:১৯
করুণাধারা বলেছেন: ঈদের গল্প মন ছুঁয়ে গেল।
তেঁতুলগাছ কোথায় পাওয়া যাবে জানতে চেয়েছেন। আমি দুটো তেঁতুলগাছ দেখেছি। বলাকা সিনেমা থেকে নীলক্ষেতের বইয়ের দোকান গুলোর দিকে যেতে যেতে যেখানে ফুটপাত বাঁয়ে মোড় নিয়েছে সেখানে মস্ত তেঁতুল গাছ। এছাড়া বুয়েটের খেলার মাঠের কোনে ডিএস ডাব্লিউর অফিসের সামনে তেঁতুলগাছ আছে।
১২| ১২ ই জুলাই, ২০১৭ ভোর ৬:২৭
মোশাররফ হোসেন সৈকত বলেছেন: আমিও কি তাহলে মিথ্যা বলার ট্রেনিং নেব?
©somewhere in net ltd.
১| ০৬ ই জুলাই, ২০১৭ সকাল ৯:৪৯
মোস্তফা সোহেল বলেছেন: শুভ সকাল। বিড়াল গুলো কি কিউট! আমাকে একটি দিবেন ভাইয়া?
আমিও আজকাল খুব সুন্দর করে মিথ্যা কথা বলতে পারি।