নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

একজন ছোট পুলিশের বড় কীর্তি!

০৮ ই জুলাই, ২০১৭ রাত ১২:৫৫



ঘটনাটি আজ শুক্রবার সকাল ১১ টার।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দির গৌরীপুরে অর্ধশত যাত্রী নিয়ে একটি বাস ডোবায় পড়ে যায়। দাউদকান্দি হাইওয়ে থানার কনস্টেবল পারভেজ মিয়া তখন রাস্তায় ট্রাফিক সামলাতে ব্যস্ত।

অবস্থার ভয়াবহতা ভেবে নিজের জীবনের কথা চিন্তা না করেই পুলিশের এই ভারী ভারী পোশাক নিয়েই পচা ও গন্ধযুক্ত ময়লা ডোবার পানিতে লাফিয়ে পড়েন পারভেজ।

একে একে গাড়ির জানালার গ্লাস গুলো ভেঙ্গে দেন যেন সহজে গাড়ির যাত্রীরা বেরিয়ে আসতে পারে। এরপর নিজেই চলে যান গাড়ির ভেতর। ডুব দিয়ে বের করে আনেন ৭ মাসের এক শিশুকে। গাড়ির ভেতর আটকে পড়া ৫ নারীসহ ১০/১২ জন যাত্রীকে উদ্ধার করেন।

স্থানীয় জনগণও তাঁকে উদ্ধার কাজে সহযোগিতা করে। দূর্ঘটনায় অনেকে আহত হলেও কেউ মারা যায়নি।

কনস্টেবল পারভেজ মিয়ার সাহসিকতায় কুমিল্লা রিজিয়ন হাইওয়ে পুলিশ সুপার পরিতোষ ঘোষ ১০ হাজার টাকা, স্থানীয় পেন্নাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ৫ হাজার টাকা পুরষ্কার ঘোষনা করেন।



এই ১৫ হাজার টাকা দিয়ে পারভেজ কি করবেন জানিনা। বাড়িতে পাঠালে বড় জোড় একমাসের বাজার খরচ হতে পারে। কিন্তু যে ঝুকিটা নিলেন তাতে জীবনটা হারালে ওই পরিবারটা হয়তো ১৫ বছরেও ঘুরে দাঁড়াতে পারত না।

পুলিশের চাকরিতে কনস্টেবল পোস্টটা অনেক ছোট্ট। কিন্তু ছোট্ট চাকরির ছোট্ট সুবিধায় আটকে থাকেননি তিনি। প্রমাণ করেছেন অনেক পুলিশ আসলেই জনগণের বন্ধু।

অনটপিকঃ কুমিল্লা জেলার পুলিশভাগ্য সত্যি অনেক ভালো। ব্যাক্তিগতভাবে কুমিল্লার পুলিশ সুপার শাহ আবিদ হোসেন, সহকারী পুলিশ সুপার তানভীর সালেহীন ইমন সহ কয়েকজন পুলিশকে খুব কাছ থেকে দেখার সুযোগ কয়েছে আমার। নিজ চোখকেতো আর অবিশ্বাস করতে না। এমন সৎ এবং দায়িত্বশীল পুলিশ কুমিল্লা আর কখনো পেয়েছে কিনা জানিনা।

(ফেসবুক থেকে)

মন্তব্য ১৩ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুলাই, ২০১৭ রাত ১:০৪

মিঃ আতিক বলেছেন: অসাধারণ, পারভেজ মিয়া কে শ্রদ্ধা জানাই।

২| ০৮ ই জুলাই, ২০১৭ রাত ১:০৬

ধীবর চন্দন বলেছেন: যে যা-ই মনে করুক না কেন, আসলে 'ছোট পুলিশ' বলতে কোন পুলিশ নেই। পুলিশের বদনাম আছে, কিন্তু শেষ পর্যন্ত পুলিশই আমাদের ভরসা।

৩| ০৮ ই জুলাই, ২০১৭ রাত ১:০৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক ভালো লাগা রইল ভাই, সুন্দর কথা বলেছেন। পোষ্টে কৃতজ্ঞতা।
সমগ্র জাতিকে গর্বিত করলেন এই ভাইটি, আল্লাহ্ তার মঙ্গল করুক।

আপনার জন্য শুভকামনা।

৪| ০৮ ই জুলাই, ২০১৭ রাত ১:০৯

সচেতনহ্যাপী বলেছেন: ছোটবড় না কথা হচ্ছে ভালমন্দয়!!
েশয়ারের জন্য ধন্যবাদ।।

৫| ০৮ ই জুলাই, ২০১৭ রাত ১:১২

ওমেরা বলেছেন: তাহল্ ভাল পুলিশ ও আছে ।

৬| ০৮ ই জুলাই, ২০১৭ রাত ১:১৩

ভ্রমরের ডানা বলেছেন:


এই বীরের জন্য স্যালুট! সাহসিকতার পদক তাকে দেওয়া ভুল হবে না!

৭| ০৮ ই জুলাই, ২০১৭ রাত ১:৩৬

ভানুসিংহ তথত বলেছেন: স্বাগত জনায়

৮| ০৮ ই জুলাই, ২০১৭ রাত ২:১৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: পদক বা টাকার আশায় এনারা এসব করেন না। উনাদের পুরস্কার আল্লাহই দিবেন...

৯| ০৮ ই জুলাই, ২০১৭ সকাল ৯:৫৫

ধ্রুবক আলো বলেছেন: ফেসবুকে লেখাটা পড়েছি গতকাল।
কনস্টেবল পারভেজ মিয়া একজন রিয়েল সুপার হিরো।

১০| ০৮ ই জুলাই, ২০১৭ রাত ৯:১৪

ভ্রমরের ডানা বলেছেন:

আমাদের বিখ্যাত "চাঁদ গাজী সাহেব" এসব পজেটিভ নিউজ দেখেন না। উনি শুধু নেগেটিভ খোঁজেন!

১১| ০৮ ই জুলাই, ২০১৭ রাত ১০:৫৯

সুমন কর বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।

১২| ০৮ ই জুলাই, ২০১৭ রাত ১১:২৭

টারজান০০০০৭ বলেছেন: পুলিশের অনেক বদনাম ! তারপরও বলিতে হয় , সবচেয়ে কম টাকায় সবচেয়ে বেশি সার্ভিস দেয় পুলিশই। খারাপ পুলিশ না থাকিলে সবচেয়ে সম্মানের যোগ্য তাহারাই হইতো !

বহু খারাপ লোককে কাছ থেকে দেখিয়াছি , দেখিয়াছি তাহাদের মধ্যকার কোমল মানুষটাকে ! আমাদের ব্যার্থতা , মানুষের মধ্যে থেকে ভালো মানুষটাকে বের করতে পারিনা !

কনস্টেবলকে অভিনন্দন !

১৩| ০৯ ই জুলাই, ২০১৭ সকাল ১১:৩৬

তানুন ইসলাম বলেছেন: আমি মনে করি,এমন একটা সাহসী কাজের জন্য তাকে পদোন্নতি করা উচিত ,এতে করে অন্যরা তাকে দেখে উৎসাহিত হবে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.