নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আজ একটি বৃষ্টির দিন

১১ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:৪৬

১। লেখকরা অনেক সময় বিপদে পড়েন। লেখালেখির জন্য অনেক কে হত্যা পর্যন্ত করা হয়েছে। দেশ থেকে বের করে দেয়ার ঘটনাতো আমাদের'ই আছে।
একটা বইতে পড়লাম 'দস্যু মোহনকে পদ্মার বুকে লঞ্চের ডেকে ধরা হলো। তাকে বস্তায় ভরে, বস্তার মুখ সেলাই করে পদ্মায় ফেলে লঞ্চ চলে গেল।
এর পরেই লেখক লিখলেন, 'তাহার পরে কিভাবে কী ঘটিল কে জানে, দস্যু মোহনকে দেখা গেল পদ্মার পাড়ে বসিয়া হাসি মুখে চুরুট টানিতেছে।'
লেখক সম্ভবত দস্যু মোহনকে বস্তার ভেতর থেকে উদ্বারের কোনো উপায় খুঁজে না পেয়ে ' কীভাবে কী ঘটিল কে জানে'র আশ্রয় নিয়েছেন।

২। তালের তাড়ি খেয়ে মানুষ নেশাগ্রস্থ হয়ে পড়তো তাই সম্রাট আকবর তাল গাছ'ই কেটে ফেলার নির্দেশ দিয়েছিলেন.... এখন কথা হচ্ছে দোষ কি তাল গাছের না তাড়ি খাওয়া মানুষের?

৩। আমরা যে যার কাজে ব্যস্ত।
এখনকার ছেলেমেয়েদের সময় কাটে ইন্টারনেটে। সেখানে তারা কি দেখছে, কার দ্বারা প্রভাবিত হচ্ছে ট্যাক করা খুবই মুশকিল। তাই, পিতা-মাতার সতর্ক থাকতে হবে।

৪। ‘ঘরে বাইরে’ উপন্যাসের জন্য রবীন্দ্রনাথের প্রশংসা ও সমালোচনা দুই-ই প্রাপ্য। প্রশংসা একারণে যে বাঙালী বর্ণহিন্দু শ্রেণী নিয়ন্ত্রিত স্বদেশী আন্দোলনের সাথে সমাজের দরিদ্র চাষী ও বিশেষত: মুসলমান কৃষক শ্রেণীর বিচ্ছিন্নতা গভীর অন্তর্দৃষ্টির সাথে তিনি বিশ্লেষণ করেছেন।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১১ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:৫১

আলভী রহমান শোভন বলেছেন: পড়লাম। :)

২| ১১ ই জুলাই, ২০১৭ দুপুর ২:০৮

মোস্তফা সোহেল বলেছেন: পড়ে ভাল লাগল ভাইয়া।

৩| ১১ ই জুলাই, ২০১৭ দুপুর ২:৩৪

ভ্রমরের ডানা বলেছেন:




ভাইয়া, জেমস বন্ড, মাসুদ রানা, তিন গোয়েন্দা পড়লে সমস্যা হবে নাতো.....

১৩ ই জুলাই, ২০১৭ রাত ১২:৫৩

রাজীব নুর বলেছেন: কোনো সমস্যা হবে না। না। না।

১৩ ই জুলাই, ২০১৭ রাত ১২:৫৩

রাজীব নুর বলেছেন: কোনো সমস্যা হবে না। না। না।

৪| ১১ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৪০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: দেশে যে মাদকের নৈরাজ্য চলছে- দোষটা কার, মাদকের? নাকি মাদকসেবীদের?

উৎপত্তিস্থলটা ধ্বংস করা প্রয়োজন। এজন্য সম্রাট তালগাছ কেটে ফেলার নির্দেশ দিয়েছিলেন; মানুষকে নিয়ন্ত্রণ করা সম্ভব না। আমাদের মাদক কোথা থেকে কে আনে? তাদের ঘাড় মটকানো গেলে এ অরাজকতা বন্ধ হতো।

৫| ১৩ ই জুলাই, ২০১৭ রাত ১২:৩৮

ভ্রমরের ডানা বলেছেন:

ভাই, প্রতিউত্তর দিবেন না?

৬| ১৩ ই জুলাই, ২০১৭ রাত ১২:৫৭

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: মারাত্মক পোস্ট!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.