নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

এক কাপ চা ...

১২ ই জুলাই, ২০১৭ সকাল ১১:২১



১। এক লোক পানিতে ডুবে যাচ্ছিল। সে অনেক্ষন চিৎকার করল কিন্তু আশেপাশে কেউ ছিল না তাকে বাঁচানোর মত। পানিতে খাবি খেতে খেতে তার হাতে একটা মাছ ধরা পড়ল। সে মাছটাকে জোরে ডাঙ্গার দিয়ে ছুঁড়ে মেরে বলল, "আমি তো সাঁতার জানি না, তাই নিজের জীবন বাঁচাতে পারলাম না। কিন্তু তোকে মরতে দিব না, তুই অন্তত নিজের জীবনটা বাঁচা!"

২। সমস্ত পৃথিবী আজ স্বার্থের বেড়াজালে বন্দি। সমাজ ভাববাদের অন্ধকারে নিমর্জ্জিত। আলোর একান্ত অভাব। শুধু নক্ষত্রের আলোয় পৃথিবী আলোকিত হয় না,জ্ঞানের আলোরও প্রয়োজন আছে

৩। "তোমাকে নিয়ে যে ছোট খাটো তামাশা করেছি ক্ষমা করো,হে বিধাতা,
আমাকে নিয়ে যে তোমার বিরাট ঠাট্রা ক্ষমা করে দেবো আমিও তা"।

৪। # আমি চাই, আমার ড্রইংরুমে এক সেট রবীন্দ্রনাথ থাকুক, কেউ হয়তো চায়, উনার ড্রইংরুমে একটা হরিণের কাটামুণ্ডু শিং উঁচিয়ে ভয় দেখাক।
# সব ভাল লেখকই কি নোবেল পেয়েছেন? টলস্টয় নোবেল পাননি। আমার তো মনে হয়, উনাকে ধারণ করার ক্ষমতাই নোবেল পুরস্কারের নেই।
#একটা বই ভাল লাগল, আর না কিনেই বইয়ের দোকান থেকে বাসায় ফিরে এলাম। এটার কষ্ট অনেক! রাতে ঘুম হয় না, ছটফট লাগে।

৫। আমার খুব শখ সকালে অফিসে আসার সময় দুই মেয়রকে সাথে নিয়ে যাই। তারা দেখুক কি সীমাহীন কষ্ট করতে হয়। আর ওবায়দুল কাদের সাহেব একটি সারাদিন আমার সাথে থাকুক। দেখুক বাসে উঠতে কি কষ্ট।

৬। ঘুমাতে যাওয়ার আগে পানি খেলে তা হার্ট এটাক এর ঝুঁকি অনেকাংশে কমিয়ে দেয় এবং আপনার হজমে সাহায্য করবে।

( বিঃদ্রঃ ছোট খাট কথা গুলো অবহেলা করবেন না। )

মন্তব্য ১১ টি রেটিং +৩/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১২ ই জুলাই, ২০১৭ সকাল ১১:২৬

শায়মা বলেছেন: ১। এক লোক পানিতে ডুবে যাচ্ছিল। সে অনেক্ষন চিৎকার করল কিন্তু আশেপাশে কেউ ছিল না তাকে বাঁচানোর মত। পানিতে খাবি খেতে খেতে তার হাতে একটা মাছ ধরা পড়ল। সে মাছটাকে জোরে ডাঙ্গার দিয়ে ছুঁড়ে মেরে বলল, "আমি তো সাঁতার জানি না, তাই নিজের জীবন বাঁচাতে পারলাম না। কিন্তু তোকে মরতে দিব না, তুই অন্তত নিজের জীবনটা বাঁচা!"



হা হা হা এটা খুবই মজার ছিলো!!!!

এই জন্যও বলে বোকা বন্ধুর চেয়ে চালাক শত্রুও ভালো ! হা হা হা

২| ১২ ই জুলাই, ২০১৭ সকাল ১১:৩৮

বারিধারা বলেছেন: ৩। "তোমাকে নিয়ে যে ছোট খাটো তামাশা করেছি ক্ষমা করো,হে বিধাতা,
আমাকে নিয়ে যে তোমার বিরাট ঠাট্রা ক্ষমা করে দেবো আমিও তা"।

বিধাতা কারো ক্ষমার ধার ধারেনা, কাউকে নিয়ে ঠাট্টাও করেনা।
বিধাতার কাজ ক্ষমা করা, ক্ষমা পাওয়া নয়।

৩| ১২ ই জুলাই, ২০১৭ সকাল ১১:৩৮

ভব ঘুরে ঝড় বলেছেন: হুম খুব ভালো বোলেছেন

৪| ১২ ই জুলাই, ২০১৭ সকাল ১১:৪৪

মোস্তফা সোহেল বলেছেন: বিধাতাকে নিয়ে ছোটখাটো কোন ঠাট্ট করা যাবেনা। আর বিধাতা আপনাকে নিয়ে কি ঠাট্টা করল ভাই?
নাকি আপনি আপনাকে নিয়েই ঠাট্টা করছেন?

৫| ১২ ই জুলাই, ২০১৭ সকাল ১১:৪৭

রুরু বলেছেন: অবহেলা করলাম না।

৬| ১২ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:০২

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: বিপদে পড়লে যে কারও মাথা ঠিক থাকে না, এক নাম্বার অংশটা তার প্রমাণ! পোস্ট ভালো লেগেছে!

৭| ১২ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:১৫

মোঃ নুরুজ্জামান (জামান) বলেছেন: দুই মেয়র আপনার সাথে গেলে তো প্রটোকল নিয়ে যাবে। আরেকজনের ক্ষেত্রেও তাই।

৮| ১৩ ই জুলাই, ২০১৭ রাত ১২:৪৪

ভ্রমরের ডানা বলেছেন:


আপনি দার্শনিক হয়ে যাচ্ছেন!

১৩ ই জুলাই, ২০১৭ রাত ১২:৫২

রাজীব নুর বলেছেন: আমি পাগল হয়ে যাচ্ছি।

৯| ১৪ ই জুলাই, ২০১৭ ভোর ৫:১৪

চাঁদগাজী বলেছেন:



১ নংটা টপ, লোকটা আমাদের দেশের রাজনীতিবিদ ছিলেন মনে হয়!

১০| ১৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:১২

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: ১ - দারুন, ৩- মজার, ৬-ইনফরমেটিভ।

আপনার সেন্সিটিভিটি একটু কমানোর চেষ্ট করুন, নচেৎ তা আপনার মানষিক শান্তি নষ্ট করবে..........

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.