নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

টুকরো টুকরো সাদা মিথ্যা- ৪১

২১ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:২৯



১। এক জীবনে আপনার দশটি বাড়ি, দশটি গাড়ি, দশটি নারী থাকলে ও অর্থনীতির সূত্র হিসেবে আপনি সুখী হতে পারবেন না!
আর আপনি সুখ খুঁজে হয়রান হয়েও সুখ পাবেন না, সুখ পেতে হলে আপনাকে আপনার নিচের জনের দিকে তাকাতে হবে!

২। ‘হে খোদা, সে না বুঝতে পারে আমাকে, না বুঝতে পারে আমার কথা
তাকে দাও ভিন্ন হৃদয়, অথবা আমাকে দাও ভিন্ন বাচনভঙ্গি।’

৩। একই টাকা হাজারো মানুষের হাতে চক্রাকারে ঘোরে শেষ পযর্ন্ত ছিড়ে যায় যা আর কখনও কাজে লাগানো সম্ভব হয় না। কিন্তু একই জ্ঞান হাজারো মানুষের কাছে গেলে আরও বৃদ্ধি পায়। একে না যায় ধরা, না যায় ছোয়া, না যায় ছেড়া, না যায় ফিরিয়ে নেয়া। তাই টাকার পিছনে না ছুটে জ্ঞানের পিছনেই ছুটো পাবে হাজারো সম্ভাবনার পথ।

৪। শিক্ষক : সোহেল ষোল শতকের বিজ্ঞানীদের সম্পর্কে তুমি কী জান?
সোহেল : তারা সবাই মারা গেছেন।

৫। ৭১ এর মুক্তিযুদ্ধে যাওয়া একজন যোদ্ধার কথা বলি- যুদ্ধ চলছে, তাকে এখন দেশ মাতৃকার সেবায় না গেলেই নয়। সে তার স্ত্রীকে শেষ বারের মত বিদায় জানায়, স্ত্রী কাঁদতে কাঁদতে তাকে না যাওয়ার অনুরোধ করে। স্ত্রীর চোখের দিকে গভীরভাবে তাকিয়ে সে জানায় যে, “আমি তোমাকে ভালোবাসি। কিন্তু তুমি জানো যে আমাকে যেতেই হবে,” স্ত্রী মাথা নাড়ায় আর মুক্তিযোদ্ধাটি পিছন ফিরে চলতে শুরু করে। তার স্ত্রী তার দিকে তাকিয়ে থাকে তাকে যতক্ষণ পর্যন্ত দেখা যায়, একই সাথে কষ্ট, অভিমান আর অহংকারের এক মিশ্র অনুভূতি নিয়ে।

৬। কাউকে ভালবাসার চেয়ে তাকে বিস্বাস করাটা বড় জিনিস। কারণ আপনি যদি কাউকে বিশ্বাস না করতে পারেন তাহলে কাউকে ভালবাসবেন কিভাবে? আর যাকে বিশ্বাস করবেন তাকে আপনি সবসময় ভালবাসতে পারবেন। তাই ভালবাসার চেয়ে বিশ্বাসটা হচ্ছে বড় জিনিস।

৭। মৃত্যুর পরে যার জন্য মানুষ মানুষের হৃদয়ে অম্লান হয়ে থাকে, সে হচ্ছে তার ব্যবহার।

৮। মানুষের সভ্যতা ধ্বংস করার জন্য যে বিজ্ঞানীরা এটোম বোমা বানায়, তাদের কি তুমি বুদ্ধিমান বলতে পারো ?

মন্তব্য ১৭ টি রেটিং +১/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ২১ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৩৬

ওমেরা বলেছেন: ভাল লিখেছেন ধন্যবাদ ।

২| ২১ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৪১

তাশমিন নূর বলেছেন: ভালো লাগল।

২১ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৪৫

রাজীব নুর বলেছেন: আমার নামেও 'নূর' আছে।

৩| ২১ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৫৫

সেয়ানা পাগল বলেছেন: রাজীব ভাই এটম বোমা থাকার কারণেই তৃতীয় বিশ্বযুদ্ধ এখনো লাগে নাই। তা নাহলে কবেই দুনিয়া মারামারি করে জনসংখ্যা অর্ধেক করে ফেলতো ( অবশ্য হলে পৃথিবীর ভার কিছু লাঘব হতো)। আর বিজ্ঞান র দোষ টা কোথায়? ছুরি দিয়ে আপনি আপেল কাটবেন নাকি মানুষের গলা কাটবেন সেটা আপনার উপর ।

২১ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:০৫

রাজীব নুর বলেছেন: আপনার কথায় লজিক আছে।

৪| ২১ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:০২

তাশমিন নূর বলেছেন: @রাজীব নূর

কিন্তু আপনি 'নূর খান', আমি খাই না। :P

২১ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:০৬

রাজীব নুর বলেছেন: হা হা হা.।।

৫| ২১ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:২৫

মোস্তফা সোহেল বলেছেন: সব মিলিয়ে ভাল লেগেছে ।

৬| ২১ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৪০

চাঁদগাজী বলেছেন:


"৫। ৭১ এর মুক্তিযুদ্ধে যাওয়া একজন যোদ্ধার কথা বলি- যুদ্ধ চলছে, তাকে এখন দেশ মাতৃকার সেবায় না গেলেই নয়। "

-মুক্তি যুদ্ধে যাওয়া ছিল বাংগালীর জীবনে সবচেয়ে বড় ঘটনা।

(** পোস্টে আপনার ছবি সমস্যার সৃস্টি করেছিল একবার ! *****)

২১ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:১৪

রাজীব নুর বলেছেন: মুছে দিব?

৭| ২১ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৫৪

নতুন বলেছেন: ৮। মানুষের সভ্যতা ধ্বংস করার জন্য যে বিজ্ঞানীরা এটোম বোমা বানায়, তাদের কি তুমি বুদ্ধিমান বলতে পারো ?

যে বিজ্ঞানীদের বুদ্ধি নিয়ে প্রশ্ন তোলে তাকে কিভাবে বিদ্ধিমান বলি আমরা???????

পারমানবিক শক্তি থেকে বিদুৎ তৌরি ছিলো আসল উদ্দেশ্য..... কিন্তু সেটা দিয়ে মানুষ মারার বুদ্ধি কিছুৃ দুস্ট মানুষের মাথা থেকে বের হয়েছে। তাই বিজ্ঞানীদের বুদ্ধি নিয়ে প্রশ্ন করাটাই বোকামী..

২১ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:১৫

রাজীব নুর বলেছেন: মানুষ হয়ে জন্মেছি বলেই মাঝে মাঝে বোকামি করে ফেলি।

৮| ২১ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:১৪

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: :(






ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।

৯| ২১ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৫১

নিয়াজ সুমন বলেছেন: সুন্দর পোস্ট, সুন্দর অনুভব।

২১ শে আগস্ট, ২০১৭ রাত ১১:২৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ ভাই।

১০| ২২ শে আগস্ট, ২০১৭ রাত ১১:৫০

কাইয়ুম বাঙালি বলেছেন: মেলা থেকে আপনার বইটা সংগ্রহ করেছিলাম, ভালই।

২৩ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:০২

রাজীব নুর বলেছেন: শাবাস ।
যেদিন আপনার সাথে দেখা হবে, সেদিনই আপনাকে এক কাপ চা খাওয়াবো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.