নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

টুকরো টুকরো সাদা মিথ্যা- ৪৩

২৪ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:২৪



১। মধ্যবিত্ত পারিবারের ছেলেদের কখনো ইগো থাকে না। আর ভাব তো দূরের কথা। তাদের মনে মধ্যে একটা আতঙ্ক কাজ করে। নিজেকে বেশি অবহেলিত মনে হয়। মনে হয় তাদের যোগ্যতা কম। জগতের সকল আনন্দগুলো যেন তাদের জন্য নয়। তাদের মনে ভয় হয় হারানো ভয়। নিজেকে বেশি প্রকাশ করতে পারে না। একটু বেশি চাপা স্বভাবের। নিজের কষ্টগুলো একান্ত নিজের করে রাখতে চায়। কেউ যদি তার কথায় কষ্ট পায়। কেউ যদি তার আচরনে কষ্ট পায়। তাই খুব সচেতন ভাবে চলতে চায়। নিজে স্বপ্ন দেখে একদিন অনেক বড় হবে। নিজের স্বপ্নগুলো নিজে পূরন করবে। কিন্তু বেশির ভাগ ক্ষেত্রে তারা ব্যর্থ হয়। কোন এক অদৃশ্য মরীচিকা তাদের আটকে ফেলে।

২। গ্রামের স্কুল। পঞ্চম শ্রেনীর এক ছাত্র তার শিক্ষককে জিজ্ঞেস করলো – স্যার, পিলার বানান কি? শিক্ষক উত্তর দিলেন- Pilar
ছেলেটি একটু চুপ থেকে বললো – স্যার আমার বড় ভাই কলেজে পড়ে, সে বললো পিলার বানান নাকি - Pillar! শিক্ষক মহাদয় একটু চিন্তা করে বললেন – পিলার বানানে এক ‘এল’ দিলেও হয় তবে দুই ‘এল’ দিলে Pillarটা একটু পোক্ত হয়।

৩। রবীন্দ্রনাথের 'বিসর্জন' নাটকে একটি সংলাপ আছে যে, এইবার ফসল খুব বেশি হয়েছে। না জানি কৃষকের ভাগ্যে কি দুর্গতি আছে। আমার মনে হয়, ১০০ টি বাক্যে যা বলা যেত না, তিনি একটি মাত্র বাক্যে বা সংলাপে তা বলে দিয়েছেন।

৪। ধর্মপ্রান পুরুষরা যুগে যুগে মেয়েদের নানা রকম করে দাবিয়ে রাখতে চেষ্টা করেছে , কিন্তু পারেনি । হেরে গেছে ।

৫। মানুষ হিসেবে আপনি তখনই ভালো- যখন পরিবারের কাছে আপনি ভালো ।

৬। যে সমস্ত ছেলে-মেয়েরা বাবা-মা'র সম্মতি ছাড়া বিয়ে করে- তাদের জীবন সুখের হয় না ।

৭। পৃথিবীতে মাত্র দুইটি দেশ সীমান্তে গুলি করে মানুষ হত্যা করে।১. ভারত, ২. ইসরায়ীল। পৃথিবীর আর কোন দেশ সীমান্তে অনুপ্রবেশ করার অজুহাতে পার্শ্ববর্তী দেশের সাধারন মানুষ হত্যা করেনা।

মন্তব্য ১৭ টি রেটিং +২/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ২৪ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:০৭

আটলান্টিক বলেছেন: রাজিব ভাই গাছের পেছনে কি করছেন ;) ;) ?

২৪ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:২৪

রাজীব নুর বলেছেন: লুকিয়ে সবাইকে দেখতে চেষ্টা করছি।

২| ২৪ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৫৪

করুণাধারা বলেছেন: ৫ আর ৭ নং সবচেয়ে ভাল লেগেছে।

২৫ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৩| ২৪ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩৯

মনির হোসেন মমি বলেছেন: প্রথম যে কথা গুলো বললেন তা যেন প্রতিটি মধ্যবিত্তের মনে লুকায়িত কথাগুলকে প্রকাশ করলেন।শুভ কামনা ভাইই।

২৫ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ- মমি।

৪| ২৪ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫৬

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: পিছনে টিনের বেড়া সাথে আছে গাছের আড়াল। ভাব সাব বেশি সুবিধার না।

২৫ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০০

রাজীব নুর বলেছেন: না না সেরকম কিছু না।
জাস্ট ফান করেই তোলা।

৫| ২৪ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:৪৬

ফ্রিটক বলেছেন: ভাই আপনার পিছনে ভাবি কই? দেখছিনা যে!

২৫ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০১

রাজীব নুর বলেছেন: অফিসের কাজে কুমিল্লা গিয়েছিলাম।
সুরভি সাথে ছিল না।

৬| ২৫ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:১৫

ধ্রুবক আলো বলেছেন: ভালো লাগলো।

২৫ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৭| ২৫ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৫

জাহিদ হাসান বলেছেন: this picture , it's you?

২৫ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০২

রাজীব নুর বলেছেন: ইয়েস।

৮| ২৫ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:১২

শামচুল হক বলেছেন: সবগুলো কথাই উপদেশমূলক। ধন্যবাদ

২৫ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০২

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।

৯| ২৫ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮

কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: দারুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.