নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
অফিসের কাজে চিটাগং গিয়েছিলাম, চার দিনের কাজ একদিনেই শেষ
ভাবলাম হাতে সময় যখন আছে, তো কক্সবাজার থেকে ঘুরে আসি।
সমুদ্রে তখন বিকেলের শেষ আলো পুরোনো প্রচীন এই পৃথিবীতে
বিস্ময়ে আমি চুপ করে দাঁড়িয়ে আছি। চারিদিকে বেশ কোলাহল
একটি পুরুষ ও একটি রমনীকে দেখলাম- সমুদ্রের দিকে এগিয়ে যেতে
বাতাসে উড়ছে মেয়েটির শাড়ির আঁচল, ছেলেটির হাতে সিগারেট
অতি মন্থর যেন তাদের চলার গতি।
হঠাৎ আমার বুকে ধাক্কা লাগল, মনে হলো মেয়েটিকে আমি চিনি
খুব মন দিয়ে আরেকবার তাকিয়ে আমি নিশ্চিত হলাম, হুম নীলা।
আমি এক মুহূর্ত সময় নষ্ট না করে ঢাকা ফিরে এলাম,
নীলা যেন আমার ছায়াটাকেও আর দেখতে না পায়।
জন্ম থেকেই আমার অভিমান খুব বেশি তীব্র।
নীলা তার স্বামীর হাত ধরে সমুদ্রের পাড়ে
হেঁটে বেড়াক।
নীলাকে দ্বিতীয়বার দেখলাম- বইমেলায়
দেখা মানে একপক্ষের দেখা, আমিই শুধু
সাদার মধ্যে সাদা সাদা ফুল আঁকা শাড়িতে
হাতে বইয়ের প্যাকেট। বিয়ের পর বেশ স্বাস্থ্য হয়েছে
নীলার বুকের তিলটার কথা খুব মনে পড়লো!
বইমেলা থেকে বের হয়ে সিগারেট ধরিয়ে হাঁটা শুরু করলাম
আমার জীবনে নীলা নামে কেউ নেই, নেই ,নেই।
আমার কি মন খারাপ? একা একা হাঁটছি কেন?
তিন বছর আগে নীলার বিয়ে হয়ে গেছে।
অথচ নীলাকে দেখলেই বুকের মধ্যে
যুক্তিহীন দুরন্ত অভিমানবোধ জেগে ওঠে।
নীলাকে বলেছিলাম, বিয়ে করো না
আরও কিছু দিন অপেক্ষা করো
এতটুকু দয়া আমাকে করো।
নীলা আমার জন্য অপেক্ষা করেনি
আমিতো নিজেই জানি, ওর অনেক অসুবিধা আছে।
ঢাকা শহরটা খুব ছোট, তাই কিছুদিন পর আবার দেখা হলো
কমলাপুর রেলস্টেশনে একেবারে চোখাচোখি হয়ে গেল
একটা সিগারেট ধরালাম, এমনভাব করলাম, আমি দেখিনি-
এরপর সত্যি সত্যি তিন বছর পার হয়ে গেল, আর দেখিনি।
( আমি কবি নই। কবিতা লেখার সামান্য যোগ্যতা আমার নেই। তারপরও কবিতার মতোন কিছু একটা লিখেছি, বা বলা যায় লিখতে চেষ্টা করেছি। এজন্য আমি ক্ষমাপ্রার্থী। গতকাল রাতে ঘুম আসছিল। তখন এই কবিতার জন্ম।
সবাই ভালো থাকুন। সুস্থ থাকুন।
ছবিটা আমারই তোলা সাত বছর আগে- বোটানিকেল গার্ডেনে)
০১ লা মার্চ, ২০১৮ বিকাল ৫:২০
রাজীব নুর বলেছেন: কবিতা হোক বা গল্প, সবই তো নরনারীর আখ্যান।
২| ০১ লা মার্চ, ২০১৮ বিকাল ৫:২৩
তারেক ফাহিম বলেছেন: হুঁম বুঝেছি, রাতে গল্পও কবিতারমত দেখায়
০১ লা মার্চ, ২০১৮ বিকাল ৫:৪০
রাজীব নুর বলেছেন: হে হে হে ---
৩| ০১ লা মার্চ, ২০১৮ বিকাল ৫:২৮
সামিউল ইসলাম বাবু বলেছেন: লাইক
০১ লা মার্চ, ২০১৮ বিকাল ৫:৪০
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৪| ০১ লা মার্চ, ২০১৮ বিকাল ৫:৩৩
আরাফআহনাফ বলেছেন: আপনার মনের কথায় ++++
গদ্য আর পদ্য - যাই হোক, পরাজিত ভালোবাসার জন্য আপনার ভালোবাসা প্রকাশ পেলো !
ভালো থাকুন সবসময়।
০১ লা মার্চ, ২০১৮ বিকাল ৫:৪১
রাজীব নুর বলেছেন: আপনিও ভালো থাকবেন।
৫| ০১ লা মার্চ, ২০১৮ বিকাল ৫:৩৫
তারেক_মাহমুদ বলেছেন: নীলার বুকের তিলটার কথা খুব মনে পড়লো! এই লাইনটা সুরভি ভাবীকে দেখাতে হবে।
০১ লা মার্চ, ২০১৮ বিকাল ৫:৪২
রাজীব নুর বলেছেন: খাইছে আমারে।
সুরভি আমাকে মেরেই ফেলবে।
৬| ০১ লা মার্চ, ২০১৮ বিকাল ৫:৫৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনার লেখার হাত ভালো।
০১ লা মার্চ, ২০১৮ রাত ১১:১০
রাজীব নুর বলেছেন: এই তো---
এই রকম মন্তব্য পেলে মনটা খুশিতে ভরে যায়।
আরও বেশি লিখতে ইচ্ছা করে।
৭| ০১ লা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:০৪
মুচি বলেছেন: কবিতার মত গল্প, গল্পের মত কবিতা।
০১ লা মার্চ, ২০১৮ রাত ১১:১০
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৮| ০১ লা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:০৮
খাঁজা বাবা বলেছেন: গল্পই জীবন
০১ লা মার্চ, ২০১৮ রাত ১১:১১
রাজীব নুর বলেছেন: জীবনই গল্প।
৯| ০১ লা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:১৯
আকিব হাসান জাভেদ বলেছেন: কবিতা না হলে গল্পটা সুন্দর আর গল্পটা না হলে কবিতাটা সুন্দর। সুন্দর লাগলো রচনা বাক্য । ভালো থাকবেন লেখক।
০১ লা মার্চ, ২০১৮ রাত ১১:১১
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ হাসান ভাই।
১০| ০১ লা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:১৯
বাঁচার মতো বাঁচতে চাই বলেছেন: গল্প হিসাবে বেশ ভালই লাগল।
০১ লা মার্চ, ২০১৮ রাত ১১:১২
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
১১| ০১ লা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:২০
চাঁদগাজী বলেছেন:
আমি মনে করেছিলাম যে, সেলফোন থেকে লিখেছেন, সেজন্য লেখার ফরমেট এই রকম; নীচে এসে দেখলাম, ইহা আসলে কবিতা; কি আর করা, আবার পড়তে হলো, ভালোই হয়েছে।
ঢাকা শহর ছোট, পকেটে সিগারেট রাখবেন!
০১ লা মার্চ, ২০১৮ রাত ১১:১৩
রাজীব নুর বলেছেন: আসলে আজ দুপুরে উত্তরা যাচ্ছিলাম। বাসে বসে মোবাইলে লিখে রেখেছিলাম। পরে অফিসে এসে ব্লগে পোষ্ট করি।
১২| ০১ লা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:২৯
অর্ক বলেছেন: নাম যে নীলা, সহ্য হবে কি করে!
০১ লা মার্চ, ২০১৮ রাত ১১:১৪
রাজীব নুর বলেছেন: নাম নীলা বা সুবর্না অথবা রুমা হলেও কিছু যায় আসে না।
১৩| ০১ লা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৩১
অর্ক বলেছেন: মানে নীলা সবার সয় না আর কি। ভাববেন আপনি সেই না সওয়াদের দলে! দেখবেন শান্তি আর শান্তি।
০১ লা মার্চ, ২০১৮ রাত ১১:১৫
রাজীব নুর বলেছেন: ভালো পরামর্শ দিয়েছেন।
১৪| ০১ লা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৩৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: কখনো নীলা। আবার কখনোবা সুরভি। রোমান্টিক জীবন।
০১ লা মার্চ, ২০১৮ রাত ১১:১৫
রাজীব নুর বলেছেন: নীলা অতীত। সুরভি বাস্তব এই রকম ভাবতে আমার ভালো লাগে।
১৫| ০১ লা মার্চ, ২০১৮ রাত ৮:৩৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লিখেছেন ভাই। সুন্দর ভ্রমণকাহিনী।
০১ লা মার্চ, ২০১৮ রাত ১১:১৬
রাজীব নুর বলেছেন: ৈয়দ মজতুবা আলী কি আপনার প্রিয় রম্য লেখক?
১৬| ০১ লা মার্চ, ২০১৮ রাত ৯:২৬
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনি কি লিখেছেন আপনি ভালো করে জানেন। ভাল লিখক আপনি আপনার সে বোধটুকু আছে বলে পাঠক আমরা আপনার পোস্টে উকি দেই। আপনার জীবনে ঘটে যাওয়া হলে দু:খীত রাতের ঘুম কারা স্মৃতি বড়ই বেদনা দেয়।
০১ লা মার্চ, ২০১৮ রাত ১১:১৭
রাজীব নুর বলেছেন: আমি কি লিখি মাঝে মাঝে আমি নিজেই জানি না। একরকম লিখতে গিয়ে দেখি অন্যরকম হয়ে যায়।
১৭| ০২ রা মার্চ, ২০১৮ সকাল ৮:৪৯
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।
বেদনাময়
জীবনটা কি তবে এমনই হয়।
০২ রা মার্চ, ২০১৮ বিকাল ৩:৪৫
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই।
১৮| ০২ রা মার্চ, ২০১৮ সকাল ১০:৫৭
নীলপরি বলেছেন: আমার কবিতার গল্প পড়তে ভালো লেগেছে ।
০২ রা মার্চ, ২০১৮ বিকাল ৩:৪৬
রাজীব নুর বলেছেন: ওনেক খুশি হলাম।
১৯| ০২ রা মার্চ, ২০১৮ সকাল ১১:০৭
এম এম করিম বলেছেন: আমার ভালই লাগল।
০২ রা মার্চ, ২০১৮ বিকাল ৩:৪৬
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
২০| ০২ রা মার্চ, ২০১৮ দুপুর ১২:০৩
জুনায়েদ বি রাহমান বলেছেন: দারুণ লিখেছেন। এমন টানে গল্প লিখলে একটাসময় অনেক পাঠক পাবেন।
০২ রা মার্চ, ২০১৮ বিকাল ৩:৪৬
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
ভালো পরামর্শ দিয়েছেন।
২১| ০২ রা মার্চ, ২০১৮ দুপুর ১:৪৩
শামচুল হক বলেছেন: আরে ভাই নীলার খবর আপনার সুরভি জানে নাকি?
০২ রা মার্চ, ২০১৮ বিকাল ৩:৪৭
রাজীব নুর বলেছেন: হা হা হা ----
২২| ০২ রা মার্চ, ২০১৮ দুপুর ২:৪৫
স্বার্থহীন বলেছেন: “নীলা ” নামটাকে আপনি অনেক ভালোবাসেন মনে হয়।
০২ রা মার্চ, ২০১৮ বিকাল ৩:৪৮
রাজীব নুর বলেছেন: ঠিক তাই।
২৩| ০২ রা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:১২
সুদীপ কুমার বলেছেন: খুব চমৎকার লাগলো।
০২ রা মার্চ, ২০১৮ রাত ৯:৩৫
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
২৪| ০২ রা মার্চ, ২০১৮ রাত ৮:১৯
আলোর_পথিক বলেছেন: নুর ভাই আপনার জন্য শুভ কামনা রইলো, সাথে আপনার লেখা গুলোর জন্যও!
০২ রা মার্চ, ২০১৮ রাত ৯:৩৬
রাজীব নুর বলেছেন: আপনার মন্তব্যে আলোর ইশারা পেলাম।
ধন্যবাদ।
২৫| ০২ রা মার্চ, ২০১৮ রাত ৮:৪২
রূপক বিধৌত সাধু বলেছেন: কবিতা ধরে নিচ্ছি, যদিও কাব্য খুঁজে পাচ্ছি না। গল্প হিসেবে কিছুটা মানানসই।
০২ রা মার্চ, ২০১৮ রাত ৯:৩৭
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
সহজ সরল সত্য মন্তব্য করেছেন।
২৬| ০৩ রা মার্চ, ২০১৮ রাত ১:১৭
জাহিদ অনিক বলেছেন:
কবিতা লিখতে চেয়েছেন, কবিতা হয়েছে তো !
নীলাকে ভুলে যেতে চাইলে সে আরও বেশি করে সামনে আসে।
প্রেম শুধু বিয়ের মধ্যেই সীমাবদ্ধ না ।
২৭| ০৩ রা মার্চ, ২০১৮ সকাল ১০:৩৭
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
২৮| ০৩ রা মার্চ, ২০১৮ রাত ১০:৫৭
ফজল বলেছেন: ভাই আপনার কবিতা খুব ভালো লেগেছে - এতটাই যে, অনুপ্রাণিত হয়ে অনধিকার চর্চা করে এটা লিখলাম - ভুল হলে ক্ষমা করবেন।
কাজের অবসরে ভালোই ছিলো দিন
সমুদ্রবিহারে মনের ঘুড়ি ওড়া রঙীন ।
বাসন্তী সুরুজের দোলে ঢেউয়ের আঁচল
সহসা অবাক দেখি নীলার কপোল।
ছুটে পালাই অতীত ছুঁড়ে হাওয়ায় ।
তবু ফিরে ফিরে আসে শহুরে পথে
অবিরাম পালাই কিংকর্তব্যবিমুঢ়তায়।
তবু চকিতে কেন যে নয়নে ভাসে, আসে।
ফাঁক গলে অবিরাম স্মৃতির হাপর
পোড়ায় আমার একা অলস আসর।
সেই যে কালো তিল বুকে ছুঁয়েছিলে
হারিয়ে গেলে দুরে অকুল পাথারে ।
০৩ রা মার্চ, ২০১৮ রাত ১১:৪৯
রাজীব নুর বলেছেন: চমৎকার হয়েছে।
অতি মনোরম।
©somewhere in net ltd.
১| ০১ লা মার্চ, ২০১৮ বিকাল ৫:১৮
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আমিতো কবিতাই ভাবছিলাম পরে দেখি দুরছাই গল্প।