নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। বিরাট জমিদারের বাড়ির পাশে একটা কুড়ে ঘরে একজন গরীব লোক থাকত। সে বলত, জমিদার বাবুর বিরাট বাড়ি, এত বড় বাগান, ঘাট, বাধানো দিঘি, সিংহের মূর্তি বসানো দরজা। আমিও এর মালিক। জমিদা বাবু কাগজ পত্রে এসবের মালিক বটে। কিন্তু এই বাগান, দিঘি, সিংহদ্বার, এসব কিছু মিলিয়ে যে দৃশ্যের শোভা, আমিও তার সমান অংশিদার। আমিও তা উপভোগ করি। আমার কাছ থেকে এই অধিকার কেউ কেড়ে নিতে পারবে না।
২। যে কোনো জায়গায় যে কোনো পরিবেশে বেশীর ভাগ পুলিশের আচরণ খুব ভয়াবহ এবং হিংস্র।পুলিশ যেকোন ব্যক্তি কে কোন চার্জশিট ছাড়াই ধরে।আবার ধৃত ব্যক্তি নিরপরাধ হওয়ার পর ও তাকে টাকা ছাড়া ছাড়ে না।
৩। বিশ্বখ্যাত গ্রীক দার্শনিক সক্রেটিস বলেন, 'Woman is the greates source of chaose and disruption in the world' ‘নারী জগতে বিশৃংখল ও ভাঙ্গনের সর্বশ্রেষ্ঠ উৎস’ ।
চীন দেশের নারীদের অবস্থার বিবরণ দিতে গিয়ে জনৈকা চীনা নারী বলেন, ‘মানব সমাজে নারীদের স্থান সর্বনিম্নে । অদৃষ্টের কি নির্মম পরিহাস! নারী সর্বাপেক্ষা হতভাগ্য প্রাণী। জগতে নারীর মত নিকৃষ্ট আর কিছু নেই’ ।
খৃষ্টধর্ম মতে নারীরাই নরকের প্রবেশ দ্বার। সপ্তদশ শতাব্দীতে ‘কাউন্সিল অব দ্যা ওয়াইজ’-এর অধিবেশনে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয় 'Woman has no soul' ‘নারীর কোন আত্মা নেই’ ।
ইহুদী ধর্মে : এ ধর্মে নারীর প্রকৃতি সম্পর্কে বলা হয়েছে, ‘সতী নারীর চেয়ে পাপিষ্ট পুরুষও শতগুণে ভাল’। তারা নারীকে যাবতীয় পাপ ও মন্দের মূল কারণ হিসাবে গণ্য করেছে ।
বৌদ্ধ ধর্মে নারীকে সকল পাপের জন্য দায়ী করা হ’ত।
হিন্দু ধর্মে : নারীদেরকে বলী দেওয়া হ’ত এবং এ ধর্মে সতীদাহ প্রথা প্রচলিত ছিল । এছাড়াও এ ধর্মে নারীরা পিতার সম্পত্তি থেকে বঞ্চিত। হিন্দু ধর্মে নারীদের অতীব হীন ও নীচু স্তরের প্রাণী মনে করা হ’ত ।
১২ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৩৯
রাজীব নুর বলেছেন: ঝারি সবাই দিতে পারে। ভালোবাসতে খুব কম মানূষই পারে।
২| ১২ ই মার্চ, ২০১৮ সকাল ৯:৫৭
নীলপরি বলেছেন: এগুলো কী আপনার ব্যক্তিগত ধারণা ? ধর্মগুলো সম্পর্কে ইনফরমেশনের সোর্সগুলো কী ?
১২ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৪০
রাজীব নুর বলেছেন: সোর্স হলো বই।
৩| ১২ ই মার্চ, ২০১৮ সকাল ১০:১৮
তারেক_মাহমুদ বলেছেন: তিনটি তিন ধরনের বিষয় কোনটার সাথে কোনটার মিল নেই, এক নং ভাবনাটা ভাল।
১২ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৪০
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৪| ১২ ই মার্চ, ২০১৮ সকাল ১০:১৯
নয়ন বিন বাহার বলেছেন: কথা সত্য।
১২ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৪০
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৫| ১২ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৩২
বারিধারা ২ বলেছেন: ইসলাম ধর্মে নারী সম্পর্কে কি কি বলা আছে কিছুই তো বললেন না। ঠিক আছে আমিই বলছিঃ
"তোমাদের স্ত্রীদের গর্ভে কন্যা সন্তান হলে তাকে অবিলম্বে কুয়ায় ফেলে দাও, শীঘ্রই তমার পুত্র সন্তান জন্মাবে"
"একজন স্ত্রীতে সন্তুষ্ট না হলে চারটি বিয়ে কর, যদিও নবীজি ১১ টি করেছেন"
"বউকে পছন্দ না হলে তিন তালাক দিয়ে দাও এবং তাকে ঘর থেকে বের করে দাও"
"স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশ্ত, কাজেই স্বামী যেন কোন অবস্থায়ই রেগে না যায়"
"তোমাদেরকে বেহেশ্তে যত চাও হুর পরী দেয়া হবে, তাই দান সদকার মাধ্যমে হুরের মাহরানা আদায় কর"
১২ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৪১
রাজীব নুর বলেছেন: সহমত।
৬| ১২ ই মার্চ, ২০১৮ সকাল ১১:০৬
ডাঃ সাইফুল বলেছেন: ভাই, কি আর বলব। আমার অফিসে যেকজন নারী আছে , উনারা এত ভাল চিকিৎসা দেয় আর ছেলে ডাঃ গুলোকে ম্যানেজ করা দুনিয়ার কঠিন কাজ । সবারই কিছু না কিছু সমস্যা আছে । সেটা ছেলে হোক আর মেয়ে হোক ।
১২ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:২১
রাজীব নুর বলেছেন: আপনি কিসের চিকিৎসা করেন? মানে কোণ বিষয়ে স্পেশালিষ্ট?
৭| ১২ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৩৭
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ছবির ব্যাকগ্রাউন্ড জঘন্য।
১২ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:২২
রাজীব নুর বলেছেন: ওই ছবিটা গত বছর বোয়ালমারিতে তুলেছিলাম। এটা একটা বাজারের গলি।
৮| ১২ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৩৪
সালাহ উদ্দিন শুভ বলেছেন: রাজীব ভাই, আমি মন্তব্য করার জন্যে আপনার তিনটি বক্তব্যই তিনবার পড়লাম। এবং এরপরেও বুঝতে পারছিনা কি মন্তব্য করব।
১২ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:২৪
রাজীব নুর বলেছেন: মন্তব্য করলে আপনি ওবশ্যই ভালো কোনো মন্তব্য করতেন এব্যাপারে আমি নিশ্চিত।
৯| ১২ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৫১
ব্লগার_প্রান্ত বলেছেন: রাজিব ভাই, কিছু মনে করবেন না। ৫ নং মন্তব্যে যে আপনি সহমত দিলেন।আপনি কি তথ্যগুলো যাচাই করে দেখেছেন।ইসলাম সম্পর্কে যাদের নূন্যতম ধারণা আছে তারাও জানে বারিধারা ২ ভূল লিখেছেন ।আমার মনে হয় ইসলামে নারীদের মর্যাদা নিয়ে আপনি জানেন বলেই পোষ্টে কিছু লিখেন নাই। যা হোক সবার শুভবুদ্ধির উদয় হোক।
১২ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:২৬
রাজীব নুর বলেছেন: আল্লাহ আমার শুভ বুদ্ধির উদয় করুক।
১০| ১২ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৫৪
নতুন নকিব বলেছেন:
উল্লেখযোগ্য ধর্মগুলোতে নারীদের অবস্থান তুলে ধরলেন, এ ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গিটাও একটু ক্লিয়ার করলে আরও ভাল হত না!
ইসলাম ধর্মের আগমনকালীন সময়ে গোটা পৃথিবীতে নারীকে নিছক ভোগ্যপন্য, অচ্ছুত, নিকৃষ্ট, নিচু, হীন, অভিশাপ, ক্ষতিকর, অকল্যানের প্রতিক বৈ অন্য কিছু জ্ঞান করা হত না। আরব্য সমাজে কন্যা সন্তানের জীবন্ত কবরদান, ভারতীয় উপমহাদেশে সতীদাহ প্রথা, কন্যা বলিদানসহ বিশ্বজুড়ে সেকালে নারীর প্রতি অমানবিক দৃষ্টিভঙ্গি পোষনের এরকম অসংখ্য জঘন্য দৃষ্টান্ত ইতিহাসে বিদ্যমান- যেগুলো থেকে নারীর সে সময়কার দুরবস্থা সম্যক উপলব্ধি করা যায়।
ইসলাম ধর্মের অভ্যুদয়ের পরে ইসলামই বিশ্ববাসীকে প্রথম নারী মুক্তির শ্লোগান শুনিয়েছে। অচ্ছুত, অকল্যানের প্রতীক নারীকে কল্যানের মাধ্যম ঘোষনা করেছে। অতিতের মতবাদগুলো যেখানে নারীকে 'শয়তানের যন্ত্র' বিবেচনা করতো, পবিত্র কুরআন সেখানে নারীকে 'মুহসানা' তথা 'শয়তান থেকে সুরক্ষিত' আখ্যা দিয়েছে। ইসলাম নারীকে মানুষের কাতারে টেনে এনেছে। শুধু তাই নয়, একজন নারীকে, একজন মা'কে পুরুষের, অর্থাৎ পিতার উপরে মর্যাদা ইসলাম দিয়েছে।
অনেক শুভকামনা।
১২ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:৩৪
রাজীব নুর বলেছেন:
১২ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:৩৪
রাজীব নুর বলেছেন:
১২ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:৩৫
রাজীব নুর বলেছেন:
১১| ১২ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৫৮
আখেনাটেন বলেছেন: চমৎকার ছবিব্লগ। ভাষায় অপ্রকাশিতব্য। দুর্দান্ত মনজুড়ানো ছবি।
এরকম আরো ছবিপোস্ট চাই প্রিয় ব্লগার রাজীব নূর।
শুভেচ্ছা নিবেন প্রিয়।
ভালোলাগা নিরন্তর।
১২ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:৩৫
রাজীব নুর বলেছেন: কি বলছেন !!!!!!!!!!!!
১২| ১২ ই মার্চ, ২০১৮ দুপুর ১:১৭
ব্লগ সার্চম্যান বলেছেন: কি বলবো মাথায় কিছু আসছে না দেখি পরে যদি কিছু বলার থাকে বলমুনি ।
১২ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:৩৬
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
১৩| ১২ ই মার্চ, ২০১৮ দুপুর ২:১৩
অগ্নিবেশ বলেছেন: আমি তো এতদিন জানতাম যে, ফল দেখেই গাছ চেনা যায়।
১২ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:৩৬
রাজীব নুর বলেছেন: অনেক ফল আছে, দেখে গাছ আপনি চিনতে পারবেন না।
১৪| ১২ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:৩৭
চাঁদগাজী বলেছেন:
ধর্মগ্রন্হগুলো আগেরদিনের ডোডো পুরুষেরা লিখেছেন
১২ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:৫৮
রাজীব নুর বলেছেন: ওস্তাদ মনের কথা বলেছেন।
১৫| ১৩ ই মার্চ, ২০১৮ রাত ১২:২৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: বড় চিন্তার বিষয়।
১৩ ই মার্চ, ২০১৮ সকাল ৯:৫৯
রাজীব নুর বলেছেন: চিন্তা করে লাভ নাই। ফলাফল শূন্য।
১৬| ১৩ ই মার্চ, ২০১৮ সকাল ৯:১৯
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: দাদাভাই আমেরিকা কবে যাবেন?
১৩ ই মার্চ, ২০১৮ সকাল ১০:০০
রাজীব নুর বলেছেন: এখনও ব্যবস্থা হয় নাই।
১৭| ১৩ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৪৭
সেলিম আনোয়ার বলেছেন: হ্যা নারীরা নদীর মতো ভাঙে আবার গড়ে.....পরিণত করে.....নারীরা অতুলনীয় । গডের মতো ।
১৩ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:২৪
রাজীব নুর বলেছেন: তবে কিছু নারী অতি দুষ্ট।
১৮| ১৩ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৫৫
তারেক ফাহিম বলেছেন: কয়েকবার পড়েছি কী মন্তব্য করব বুঝে উঠছি না
১৩ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:২৫
রাজীব নুর বলেছেন: পড়েছেন তাতেই আমি খুশি।
©somewhere in net ltd.
১| ১২ ই মার্চ, ২০১৮ সকাল ৯:৪০
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: পারসোনালি কমেন্ট করার অপসান থাকলে আপনাকে সেরাম ঝাড়ি দিতাম।।