নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। মুক্তিযোদ্ধাদের ছেলেমেয়েকে কোটায় চাকুরী দেয়ার দরকার নেই। 'মেধাবীরা' চাকুরী পাক, আমাদের দরকার মেধাবীদের, মেধাবীরা দেশকে সামনের দিকে নিয়ে যেতে পারবে।
মেধার জয় হোক, কোটা নিপাত যাক।
কোটা সংস্কার আসলেই খুব জরুরী।
শুধু ছাত্র ছাত্রীরা আন্দোলন না করে তথাকথিত বুদ্ধিজীবিদেরও সময় হয়েছে কোটা সংস্কারের ব্যপারে বলার। অবশ্য যদি তাদের 'বিবেক' থাকে...
২। বিশ্বে কোনকালে পুটিনের মতো এমন ভয়ংকর ক্ষমতাশালী মানব বা দানব, কিছুই ছিলো না। সে যদি মানব সভ্যতাকে ধাুলার সাথে মিশায়ে দিতে চায়, কারো কিছু করার নেই। আগামী ৬ বছর মানব জাতির জন্য খুবই ক্রিটিক্যাল সময়। পুতিন তুখোড় রাজনীতিবিদ। সে বুশ পরিবারকে ছাড়িয়ে যাবে। আগে জানতাম অ্যামেরিকার প্রেসিডেন্টই হল সব থেকে শক্তিশালী কিন্তু পুতিন সব কিছু ওলট পালট করে দিয়েছেন।
পুতিন দুর্নীতিবাজ এটা সবাই জানে। কিন্তু জনগন তাকেই চায়। তার মত লৌহমানব রাশিয়াতে বর্তমানে নেই। মানব জাতীর ক্রিটিক্যাল সময় অনেক আগেই শুরু হয়েছে। পাগলা ট্রাম্প, কসাই আসাদ, কট্টর মোদি...
কসাই আসাদ থেকে মিসাইল ম্যান কিম জং উন, সবাই ক্ষমতা চায়। তার জন্য যদি দেশকে বিকিয়ে দিতে হয়, তবুও।
পুতিন ঠান্ডা মাথার খুনি। বোকা ট্রাম্প রাজনীতি বোঝে না। তাই আগামির বিশ্বকে পরিচালিত করবে রাশিয়া ও চীন। এটা ভবিষ্যৎ পৃথিবীর জন্য খুব একটা সুখবর নয়। কারণ এদের হঠকারী সিদ্ধান্ত বিশ্বকে বিপর্যয়ের মুখে ফেলতে পারে।
৩। একটা অনায়াসে জিতে যাওয়া ম্যাচ হেরে গেল বাংলাদেশ। সাকিব খেলোয়ার হিসেবে যতটা সফল, অধিনায়ক হিসেবে ততটাই ব্যর্থ নয়? সৌম্যর মত একজন ব্যটসম্যান কেন শেষ ওভার বোলিং করবে? একজন মাশরাফির অভাব বোধহয় পুরন হবার নয়। রুবেল মনযোগ দিয়ে প্ল্যানিং করেনি। রুবেল একটু সময় নিয়ে ঠাণ্ডা মাথায় বলগুলো করতে পারতো।
তবে লড়াইটা হয়েছে হাড্ডা হাড্ডি।
বাঘের ইমেজ থেকে নাগিনের স্ট্যাটাসে নেমে আসা কোনো ভাবেই গ্রহণ যোগ্য নয়।
তবে সময়ের সাথে সাথে যেভাবে বাংলাদেশ ক্রিকেট উন্নতি করছে চ্যাম্পিয়ন হওয়া আর বেশি দূরে নয়। শুধুমাত্র একটিমাত্র অনুরোধ আমার প্রিয় বাংলাদেশ ক্রিকেট টিম এবং সমর্থকদের কাছে - প্লিজ এই জঘন্য কুৎসিত নাগিন ড্যান্স থেকে বিরত থাকুন।
ভাইরাল হওয়া গাভাস্কারের ভিডিও চিত্রটি দেখলাম। অন্ততঃ তার মুখে এসব কথা মানায় না।
প্রথম আলোর আবেগ আর উচ্ছ্বাসটা একটু বেশি। এতে দোষের কিছু নেই।
শ্রীলংকায় এখম মুসলিম বিদ্বেষ চলছে। আর বাংলাদেশ যেহেতু একটি মুসলিম কান্ট্রি, তাই বাংলাদেশের দর্শক বুলু চন্দ্র ঘোষও মারের হাত থেকে রক্ষা পায়নি। শ্রীলংকা ইন্ডিয়া ভাই ভাই, এর মধ্যে বাংলাদেশ কেন ঢুকল - এই জ্বলাতেই তারা জ্বলে পুড়ে শেষ।
৪। ডাক্তারেরা ভেবেছিলেন যে, তিন সামান্য সময় বেঁচে থাকবেন।
ডাক্তার বলেছিল তিনি আর দুই মাস বাঁচবেন। কিন্তু তিনি মারা গেল আরো ৫৪ বছর পরে।
মৃত্যুকে বিলম্বিত করা গেছে, একদিন আটকানোও যাবে।
তিনি মানব সমাজকে অনেক নতুন জ্ঞানের কথা বলে গেছেন, বিশ্ব সম্পর্কে সঠিক ধরণা দিয়ে গেছেন।
উনার শারীরিক অবস্হা ও গবেষণার প্রতি নিবেদিত-প্রাণ দেখে, বিশ্বের সবার মনে উনার জন্য সীমপ্যাথি ছিল।
মানুষকে বিজ্ঞানমনষ্ক করে মানব সভ্যতাকে অনেকটাই এগিয়ে দিয়ে গেছেন।
নতুন হকিংদের জন্ম হোক।
৫। পুরোনো বিমানও সমস্যা না।
আমেরিকায় এখনো ৪০ বছরের পুরান এফ ২৭ বিমান চলছে।
পাইলটকে দোষ দেবার কিছু নেই। হয়তো মৃত্যুর আগ মুহূর্তেও সে বিমানটি রক্ষা করার চেষ্টা করেছে?
'ত্রিভুবন বিমানবন্দর' পৃথিবীর অন্যতম বিপদজনক এয়ারপোর্ট বাট ক্যাপ্টেন আবিদের কাছে ছিল ডালভাত।
বিমান ভ্রমণকালে টেক অফ করার সময়টা সফরের সবচেয়ে বিপজ্জনক সময়। বিশ্বের বেশির ভাগ বিমান দুর্ঘটনা হয়েছে বিমান ছাড়ার ৩ মিনিটের মধ্যে অথবা ল্যান্ডিং বা নামার ৯ মিনিটের মধ্যে।
আমার মনে হয় বাংলাদেশের পাইলটরা সব চেয়ে দক্ষ। কিন্তু পুরাতন লক্কর ছক্কর বিমান চালানো কি আর সহজ কথা। তারপর যান্ত্রিক ত্রুটি যদি থাকে তাহেল তো কথাই নেই।
মালয়েশিয়ায় লং রোডের বাস চালানো হয় একাধিক চালক দিয়ে। এক জন চালক বিশ্রাম নেন । আবার ঘন্টাখানেক পর আরেক জন চালক ড্রাইভিং সিটে বসেন।
দুর্ঘটনা দুর্ঘটনাই। কপালে ছিল...
সমবেদনা ছাড়া জাতির হাতে আর কিছু নেই।
১৯ শে মার্চ, ২০১৮ দুপুর ১:৪৫
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বোন।
২| ১৯ শে মার্চ, ২০১৮ সকাল ১১:২৬
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: গুরু! কপি-পেষ্ট মারলেন!!
২ নাম্বারটা আমার আর শ্রদ্ধেয় চাঁদগাজীসহ, অন্যদের সাথে কথোপকথন।
ব্লগের ক্যাচাল থেকে আমরা যে কিছু জানছি/শিখছি এটা জেনে ভাল লাগল।
১৯ শে মার্চ, ২০১৮ দুপুর ১:৪৬
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ নিজাম ভাই।
৩| ১৯ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৩৮
সৈয়দ ইসলাম বলেছেন:
ভালই লাগলো।
১৯ শে মার্চ, ২০১৮ দুপুর ১:৪৬
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৪| ১৯ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৪৩
আকতার আর হোসাইন বলেছেন: মানুষের ভিন্ন দৃষ্টিকোণ থেকে ভিন্ন ভিন্ন সমালোচন নিয়ে আপনার লেখাটা ভালো লাগল
১৯ শে মার্চ, ২০১৮ দুপুর ১:৪৭
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৫| ১৯ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৪৬
সম্রাট ইজ বেস্ট বলেছেন: ভাল লিখেছেন। প্রায় সব ব্যাপারেই একমত।
১৯ শে মার্চ, ২০১৮ দুপুর ১:৪৮
রাজীব নুর বলেছেন: এমন ভাবে পোষ্টটা সাজিয়েছি একমত না হয়ে উপায় আছে?
৬| ১৯ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৫০
টারজান০০০০৭ বলেছেন: যেই বুদ্ধুজীবী মালেশিয়ার লং রুটে বাসে দুইজন ড্রাইভার থাকে বলিয়াছেন তাহাকে নুবেল দেওয়া উচিত ! অবশ্য বাসের কোপাইলট, অটোপাইলট আছে কিনা তাহা উল্লেখ করিতে তিনি ভুলিয়া গিয়াছেন !
যাহা কিছু শিখিলেন, লিস্ট দেখিয়া মনে হইল, জ্ঞানের ভারে সামু ডাউন হইয়া যায় কিনা !!!!!!!!!
১৯ শে মার্চ, ২০১৮ দুপুর ১:৪৯
রাজীব নুর বলেছেন: ভয় নেই কিচ্ছু হবে না।
৭| ১৯ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৫৪
তারেক ফাহিম বলেছেন: মাস শেষে একবারে পোষ্টটি দিতেন তাহলে পুরো মাসের সামুর হিসাবটি মোটামুটি বুঝতাম।
১৯ শে মার্চ, ২০১৮ দুপুর ১:৪৯
রাজীব নুর বলেছেন: মন্দ বলেন নি। মাস শেষেও একটা দিয়ে দিব।
৮| ১৯ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৫৭
বিলিয়ার রহমান বলেছেন: সাত দিনের সিনোপসিস!
ভালো পোস্ট!
১৯ শে মার্চ, ২০১৮ দুপুর ১:৫০
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ ভাইজান।
৯| ১৯ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:১০
বারিধারা ৩ বলেছেন: আপনার কি ধারণা, মুক্তিযোদ্ধাদের বুদ্ধি নেই - তারা কেবল হাত পা নেড়ে যুদ্ধ চালিয়েছে? দেশকে যারা স্বাধীন করেছে, দেশকে এগিয়ে নিতেও তারাই সবচেয়ে যোগ্য। সমস্যা হল মুক্তিযোদ্ধা টাইটেলের অপব্যবহারের আশঙ্কা। সরকার মুক্তিযোদ্ধাদের কল্যাণের ব্যাপারে আন্তরিক হলে অবশ্যই এই ব্যাপারটাকে সিরিয়াসলি নেবে।
১৯ শে মার্চ, ২০১৮ দুপুর ১:৫০
রাজীব নুর বলেছেন: বাংলাদেশের কেউই বোকা নন।
১০| ১৯ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:২৩
তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: আমরা অনেক কিছু জানতে পেরেছি এখন বুঝলাম। ভাল লেগেছে।
১৯ শে মার্চ, ২০১৮ দুপুর ১:৫১
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
১১| ১৯ শে মার্চ, ২০১৮ দুপুর ১:৪৬
ভুয়া মফিজ বলেছেন: আপনার এই বারোভাজা মার্কা পোস্টের আইডিয়াটা খারাপ না, পড়তে ভালোই লাগে।
১৯ শে মার্চ, ২০১৮ দুপুর ১:৫২
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ জনাব মফিজ সাহেব।
১২| ১৯ শে মার্চ, ২০১৮ দুপুর ২:৩৭
সানজিদা আয়েশা শিফা বলেছেন: ভালো বলেছেন, তবে মৃত্যুকে আটকানো যাবে তা আমার মনে হয় না। মৃত্যু খুব স্বাভাবিক একটা প্রপঞ্চ হিসেবে, সর্বশেষ সত্য হিসেবে রয়ে যাবে আজীবন ।
১৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৩৬
রাজীব নুর বলেছেন: সুন্দর বলেছেন।
১৩| ১৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:১৭
চাঁদগাজী বলেছেন:
ভালো আইডিয়া, অনেক পোষ্ট পড়া হয় না, অনেক কমেন্ট অজানা থেকে যায়; আপনি নিজের মতামতসহ আসল-কথাগুলোর উপর আলোকপাত করেছেন, ভালো আইডিয়া
১৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৩৭
রাজীব নুর বলেছেন: আপনার চোখ কিছুই এড়ায় না ওস্তাদ।
১৪| ১৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৫৭
জুনায়েদ বি রাহমান বলেছেন: ভালো পোস্ট। কয়েক মিনিটে পুরু সপ্তাহের ব্লগ সম্পর্কে ধারনা পাওয়া যাবে।
২০ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:১৬
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ ভাই।
১৫| ১৯ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:০৭
তারেক_মাহমুদ বলেছেন: বেশ বেশ ভাল লাগলো, পুরো সপ্তাহের একটা চিত্র পাওয়া গেল।
২০ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:১৭
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ তারেক ভাই।
১৬| ১৯ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:২০
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: ১ নম্বরে কি লিখেছেন? সাবধান। হেতেরা কয় আন্নে জামাত শিবির
২০ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:১৭
রাজীব নুর বলেছেন: আমি একজন আধুনিক মানূষ।
১৭| ১৯ শে মার্চ, ২০১৮ রাত ৯:১৪
ব্লগার_প্রান্ত বলেছেন: যদিও আমি খেলা দেখিনা, নাগিন ড্যান্স জিনিসটা আমার প্রচন্ড বিরক্ত লাগে, ভাবমূর্তি জিনিসটা নিয়ে আর বড় কথা বলতে পারি না।
২০ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:১৮
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ মন্তব্য করার জন্য।
১৮| ২০ শে মার্চ, ২০১৮ ভোর ৫:৫৩
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: রাজীব নূর ভাই,
"জানার কোনো শেষ নাই,
জানার চেষ্টা বৃথা তাই "
- হীরক রাজা
২০ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:১৮
রাজীব নুর বলেছেন: আর বাঁচতে হলে জানতে হবে।
১৯| ২০ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৫৬
মরুভূমির জলদস্যু বলেছেন: বিশ্লেষণ চমৎকার হয়েছে।
২০ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:১৯
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
২০| ২১ শে মার্চ, ২০১৮ ভোর ৫:৫৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনার লেখার হাত ভালো। আপনার হবে।
২১ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৩৩
রাজীব নুর বলেছেন: ভাই কি খাবেন বলেন?
©somewhere in net ltd.
১| ১৯ শে মার্চ, ২০১৮ সকাল ১১:০৬
কামরুননাহার কলি বলেছেন: ভালো লাগলো লেখাটা।