নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

বউ দিয়ে সুখ নাই

০৯ ই মে, ২০১৮ রাত ৯:৪৬



শাহেদ বিয়ে করেছে আজ চার বছর হয়ে গেল। তার জীবনে শান্তি নেই। তিন বছর প্রেম করেছে নীলার সাথে। শাহেদ প্রায়ই বলে আমাকে, দোস্ত মানুষের জীবনে প্রেমের সময়টাই শ্রেষ্ঠ সময়। আর বিয়ের পরের সময়টা হলো মন্দ সময়। কোনো সুখ নাই, কোনো আনন্দ নাই। আগে জানলে সারা জীবন প্রেম করেই কাটিয়ে দিতাম। বিয়ে করতাম না। নো নেভার। নীলাকে প্রতিমাসে দশ হাজার টাকা হাত খরচ দেই। এর মধ্যে মোবাইল খরচ আলাদা। মোবাইলে প্রতিদিন একশ' করে টাকা দিতে হয়। কোনো কোনোদিন দেড় শ'। বান্ধবীদের রাজ্যের ফালতু প্যাচাল পাড়ে।

শাহেদ প্রতি শুক্রবার বিকেলে আমার বাসায় আসে। তার দুঃখের কথা বলতে। দোস্ত বাজার থেকে এত বড় একটা রুই মাছ এনেছি। আরাম করে খাবো। এমন রান্না করেছে নীলা তরকারি মুখেই দিতে পারি না। কোনো স্বাদ নাই। কোনো দিন লবন একেবারে কম দেয়, কোনোদিন খুব বেশি দেয়। মাছ ভাজতে গিয়ে পুড়ে ফেলে। আমি কিচ্ছু বলি না। চুপ করে দুই নলা ভাত খেয়ে উঠে যাই। পেটও ভরে না। ক্ষুধায় ঘুম আসে না। শেষে বিস্কুট খাই। আমি ভদ্রলোকের ছেলে তাই নীলার সাথে চিল্লাচিল্লি করি না। আমার জাগায় অন্য কোনো ছেলে হলে কান ধরে বাসা থেকে বের করে দিত। বিয়ের আগে কত শখ ছিল ইচ্ছা মতোন বাজার করবো। বউ মজা করে রান্না করবে, আমি আরাম করে বসে খাবো। প্রচুর বাজার করি কিন্তু আরাম করে খেতে পারি না।

শাহেদকে দেখে আমার খুবই মায়া লাগছে। আমার ছোট বেলার বন্ধু। আমরা একই এলাকায় থাকি। একই সাথে লেখা পড়া করেছি। সুরভি চা আর নুডুলস দিয়ে গেল। শাহেদ মুহূর্তের মধ্যে গপ গপ করে সবটুকু নুডুলস খেয়ে ফেলল। তারপর চায়ে চুমুক দিয়ে বলল, অসাধারন হয়েছে নুডুলস আর চা। আর যদি এই চা আর নুডুলস নীলা বানাতো দোস্ত তাহলে মুখেই দিতে পারতি না। হয় চিনি খুব কম হবে অস্থবা লিকার একেবারে পাতলা হবে। দোস্ত আমার আর ভালো লাগে না। ইদানিং তো সে সকালে নাস্তাও বানায় না। ঘুম থেকেই উঠতে পারে না। আমি না খেয়ে অফিসে যাই। দুপুরে হোটেলে খাই। রাতে বাসায় এসেও আরাম করে খেতে পারি না। মাঝে মাঝে ইচ্ছা করে বনে জঙ্গলে চলে যাই।

শাহেদ অসুখী মুখের ভাব করে বলল, দোস্ত দুঃখের কথা আর কি বলব- রাতে আরাম করে ঘুমাতেও পারি না, খুব নাক ডাকে। বিয়ের আগে কত শখ ছিল বউ মাথা টিপে দিবে। পা টিপে দিবে। আমি আরাম করে ঘুমাবো। আমার অনেক দেখভাল করবে। আর এখন অফিসে যাওয়ার সময় মোজা খুজে পাই না। শেষে দুই পায়ের দুই মোজা পড়ে যেতে হয়। বউ জামাও আয়রন করে দেয় না। দোকান থেকে আয়রন করে আনতে হয়। এমনকি রাতে ঘনিষ্ট হবো প্রস্তুতি নিয়েছি, বিছানায় গিয়ে দেখি সে ঘুমিয়ে পড়েছে। নাক ডাকছে। দোস্ত আমার জীবনে শান্তি নাই। সুখ নাই। বউ দিয়ে যদি শান্তি না পাই তাহলে আর কিসে পাবো বোল? আমি সারাদিন খেটে মরি। আমার তো একটু সুখ শান্তি দরকার। আমি তো রোবট না।

শাহেদের জন্য আমার খুব মায়া হয়। খুব ভালো একটা ছেলে। শাহেদ আমার দিকে তাকিয়ে বলল, দোস্ত তুই আল্লাহর রহমতে খুব সুখে আছিস। ভাবীর হাতের রান্নার খুব স্বাদ। ঘর দুয়ার কি রকম পরিস্কার পরিচ্ছন্ন। শাহেদ এক আকাশ আক্ষেপ নিয়ে বলল- প্রথম প্রথম বিয়ের পর আমার আর্থিক অবস্থা খারাপ ছিল। একবার দেশি একটা শ্যাম্পু এনেছিলাম বলে নীলা কি রাগ টাই না করলো! সে নাকি কোনো দিন দেশি শ্যাম্পু ব্যবহার করেনি। দোস্ত এখন প্রতি সপ্তাহে পার্লারে যায়। আর এতগুলা টাকা ফালতু খরচ করে আসে। আমি কিচ্ছু বলি না। চুপ করে থাকি। এটা বুঝে না পার্লারের সৌন্দর্য ক্ষনিকের জন্য। নকল সৌন্দর্য বেশিক্ষন দীর্ঘ স্থায়ী হয় না। মাথার চুল গুলো কত লম্বা ছিল। কেটে ছোট করে ফেলেছে। তারউপর আবার কালার করেছে। ছিঃ।

দোস্ত কত শখ ছিল বিয়ের পর আমার পছন্দের মুভি গুলো বউ এর সাথে দেখব। একটা মুভি ছাড়ি দুইজন মিলে দেখব। কিন্তু সে মুহূর্তের মধ্যে ঘুমিয়ে যায়। শুধু ঘুমায় না, নাকও ডাকে।
আমি বললাম, শাহেদ সব কথা বাদ দে, শুধু বল নীলা কি তোকে ভালোবাসে?
শাহেদ চুপ করে আছে।
আমি কি বলি, মন দিয়ে শোন গাধা।
এক, যে তোকে ভালোবাসে তার ভালোবাসার মর্যাদা রাখতে চেষ্টা কর।
দুই, নীলা মেয়েটা খুব ভালো একটা মেয়ে। একজন মানূষের রান্না সব সময় ভালো নাও হতে পারে।
তিন, তুই সকালে বের হোস রাতে ফিরিস। নীলা সারাদিন বাসায় একা থাকে তাই বান্ধবীদের সাথে মোবাইলে কথা বলে।
চার, মেয়েরা কসমেটিকসের ব্যাপারে খুব দুর্বল। তারা বাজারের সেরাটাই ব্যবহার করতে চায়। এটা দোষের কিছু নয়।
পাঁচ, নীলার বাবা তো এক কোটিপতি ছেলের সাথে তার মেয়ের বিয়ে ঠিক হয়েছিল। নীলা সেই কোটিপতিকে বিয়ে না করে তোকে করেছে।
ছয়, মনে রাখিস- বিয়ের পর সুখী হবার মূল মন্ত্র হলো, বিয়ের পর যত 'ছাড়' দিবি তত সুখে থাকবি। সংসারে সুখ চাইলে অনেক কিছু 'ত্যাগ' করতে হয়। জীবনে যত 'ছাড়' দিবি, যত 'ত্যাগ' করবি ততই সুখে থাকতে পারবি।

মন্তব্য ৪২ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ০৯ ই মে, ২০১৮ রাত ৯:৪৯

ফারহানা সুন্দর মন বলেছেন: একে অপরকে বুঝতে পারলে সবই পাওয়া যায়
লেখককে ধন্যবাদ

০৯ ই মে, ২০১৮ রাত ৯:৫৪

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

২| ০৯ ই মে, ২০১৮ রাত ৯:৫১

ব্লগার_প্রান্ত বলেছেন: প্রথম লাইক, ২য় কমেন্ট। B-)

০৯ ই মে, ২০১৮ রাত ৯:৫৫

রাজীব নুর বলেছেন: ভালোবাসা নিরন্তর।
মানুষের জীবনে সবচেয়ে বড় অস্ত্রই হচ্ছে ভালোবাসা। ভালোবাসার কাছে সবারই একদিন মাথা নত করতে হয়।

৩| ০৯ ই মে, ২০১৮ রাত ৯:৫৭

ব্লগার_প্রান্ত বলেছেন: ১ম দিকে পড়ে খুব হাসলাম, কিন্তু শেষটা খুব গুছিয়ে দিয়েছেন, হাসতে পারলাম না, ভাবনায় পড়লাম।
আচ্ছা ভাই, এই শাহেদ কি 'বড় ছেলে' নাটকের শাহেদ?

০৯ ই মে, ২০১৮ রাত ৯:৫৮

রাজীব নুর বলেছেন: না।
আমার বন্ধু। শাহেদ। শাহেদ জামাল।

৪| ০৯ ই মে, ২০১৮ রাত ৯:৫৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সন্তান ছা ড়া পূ র্ণতাআসবে না

০৯ ই মে, ২০১৮ রাত ৯:৫৯

রাজীব নুর বলেছেন: একটা দামী কথা বলেছেন।

৫| ০৯ ই মে, ২০১৮ রাত ১০:০৯

মাইনুল ইসলাম আলিফ বলেছেন: যত ছাড় তত সুখ..................।খাটি কথা।
ধন্যবাদ রাজীব ভাই।

০৯ ই মে, ২০১৮ রাত ১১:৪৫

রাজীব নুর বলেছেন: ভালো থাকবেন।

৬| ০৯ ই মে, ২০১৮ রাত ১০:১৫

কাওসার চৌধুরী বলেছেন: আসলে বোঝাপড়া, একে অন্যের প্রতি রেসপেক্ট, পরিবারের প্রতি দায়িত্ববোধ থাকলে সংসারটা সুখের হয়।

০৯ ই মে, ২০১৮ রাত ১১:৪৯

রাজীব নুর বলেছেন: ঠিক বলেছেন।

৭| ০৯ ই মে, ২০১৮ রাত ১০:২৮

চাঁদগাজী বলেছেন:


কিছু মানুষ অল্পতে হতাশ হয়ে যায়

০৯ ই মে, ২০১৮ রাত ১১:৫৩

রাজীব নুর বলেছেন: হতাশা একটি কঠিন অসুখ।

৮| ০৯ ই মে, ২০১৮ রাত ১১:০১

বিএম বরকতউল্লাহ বলেছেন: হতাশাগ্রস্থ লোকের কাছে পরামর্শ চেয়ো না।
ভাল গল্প।
শাহেদের জায়গায় যে কার নাম দেই ভাবতেছি।

০৯ ই মে, ২০১৮ রাত ১১:৫৬

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকুন।

৯| ০৯ ই মে, ২০১৮ রাত ১১:০৮

শাহারিয়ার ইমন বলেছেন: একতরফা শাহেদ শুধু ত্যাগ করে যাবে ?

০৯ ই মে, ২০১৮ রাত ১১:৫৭

রাজীব নুর বলেছেন: ত্যাগ এবং ছাড়া দুইজনকেই করতে হবে। তবেই শান্তি আসবে।

১০| ০৯ ই মে, ২০১৮ রাত ১১:১৬

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: @ প্রান্তর পাতা ও শাহরিয়ার ইমনের সাতে সহমত।

১০ ই মে, ২০১৮ সকাল ১০:৩১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১১| ০৯ ই মে, ২০১৮ রাত ১১:১৮

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: @মোহাম্মদ সাজ্জাত হোসেন ও দামী কথা বলেছেন।

১০ ই মে, ২০১৮ সকাল ১০:৩২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১২| ১০ ই মে, ২০১৮ রাত ১২:৫৪

সম্রাট ইজ বেস্ট বলেছেন: শেষের কথাগুলো ভালো বলেছেন। অনেকাংশেই একমত।

১০ ই মে, ২০১৮ সকাল ১০:৩২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ ভাই।

১৩| ১০ ই মে, ২০১৮ রাত ১২:৫৮

শামচুল হক বলেছেন: শেষের ছয়টা মন্ত্রই হলো সুখী জীবনের মূল মন্ত্র। ধন্যবাদ

১০ ই মে, ২০১৮ সকাল ১০:৩২

রাজীব নুর বলেছেন: ভালোবাসা নিরন্তর।

১৪| ১০ ই মে, ২০১৮ রাত ১:৫০

শহীদ আম্মার বলেছেন: @শাহারিয়ার ইমন বলেছেন: একতরফা শাহেদ শুধু ত্যাগ করে যাবে ?
বর্তমান সময়ের অধিকাংশ পারিবারিক অশান্তির আসল সমস্যাটা ইমন ভাই একটা প্রশ্নের মধ্যে বলে দিয়েছেন।

ধন্যবাদ রাজীব ভাই
ধন্যবাদ ইমন ভাই
ধন্যাবাদ সব মজলুমকে (স্ত্রীর হাতে)।

১০ ই মে, ২০১৮ সকাল ১০:৩৩

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।

১৫| ১০ ই মে, ২০১৮ রাত ১:৫০

পাকাচুল বলেছেন: সংসারে সুখ ব্যাপারটা আপেক্ষিক। কেউ হয়ত অল্পতেই সুখী হয়, কেউ হয় না।

১০ ই মে, ২০১৮ সকাল ১০:৩৩

রাজীব নুর বলেছেন: ঠিক বলেছেন।

১৬| ১০ ই মে, ২০১৮ সকাল ৭:৫১

রুমি৯৯ বলেছেন: বিয়ের পর সুখী হবার মূল মন্ত্র হলো, বিয়ের পর যত 'ছাড়' দিবি তত সুখে থাকবি। সংসারে সুখ চাইলে অনেক কিছু 'ত্যাগ' করতে হয়। জীবনে যত 'ছাড়' দিবি, যত 'ত্যাগ' করবি ততই সুখে থাকতে পারবি।

---অসাধারণ উপদেশ।

১০ ই মে, ২০১৮ সকাল ১০:৩৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১৭| ১০ ই মে, ২০১৮ সকাল ১০:০১

শাহরিয়ার কবীর বলেছেন: বউ এখনো কাপালে জুটেনি... ;)

বিয়ে পরে আপনার কথাগুলো মনে থাকবে :P

ভালো লিখেছেন রাজীব ভাই।।

১০ ই মে, ২০১৮ সকাল ১০:৩৫

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।
বিয়েতে কি দাওয়াত পাবো?

১৮| ১০ ই মে, ২০১৮ সকাল ১১:০৫

খালেদা শাম্মী বলেছেন: ভাল লিখেছেন।

১০ ই মে, ২০১৮ দুপুর ২:৪৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বোন শাম্মী।

১৯| ১০ ই মে, ২০১৮ দুপুর ১:৫০

নীল মনি বলেছেন: এটা কী হল! নীলার নামে এত মিথ্যা কথা!

লেখাটা ভালো হয়েছে :)

১০ ই মে, ২০১৮ দুপুর ২:৪৫

রাজীব নুর বলেছেন: হা হা হা---
কিন্তু নীলারা প্রেমের সময় ভালই থাকে। বিয়ের পর বদলে যায়।

২০| ১০ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:১৬

তৌফিক বলেছেন: অনেক সুন্দর, ভালো লাগলো। আমার জন্যও এ লেখা সংসারে টিপস হিসেবে কাজ করবে বলে আশা করছি।

১১ ই মে, ২০১৮ রাত ৮:২২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

২১| ১১ ই মে, ২০১৮ রাত ১২:৪৯

সোহানী বলেছেন: http://www.somewhereinblog.net/blog/GSA1953happy/30232138

এইটা পড়েন......... অনেক উত্তর আপনার বন্ধু পেয়ে যাবে।

১১ ই মে, ২০১৮ রাত ৮:২২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.