নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

শান্তি পেতে চান?

১৭ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪



ধরো, তুমি বসিয়া বসিয়া থিলার ফিল্ম দেখিতেছ। বড় ভাই আসিয়া কহিল, বের হইতে হবে কোন কাজে জরুরী। তুমি রিকশাতে উঠিয়াছো কাজটি সাধনের জন্যে যাইতেছো। তোমার কি আনন্দ লাগিবে?
-না।

পাইলট প্লেন চালাইয়া মজা পাইতেছে না। কিন্তু যাত্রী মজা পাইতেছে। কারণ জান কি?
-না।

কারণ হলো, পাইলট বা রিকশাওয়ালা বা তুমি কাজটাকে কাজ হিসেবে লইয়াছ। কাজ মনে করিয়া কাজ করিতেছো বলিয়া কষ্ট পাইতেছো। শান্তি মনে করিয়া সাধন করো। সত্যিই শান্তি পাইবে।"

মানুষ শান্তি পেতে চায়। সারাজীবন দুঃখ কষ্টে উপার্জন করে সঞ্চয় করে। কারণ, সে তার ছেলে মেয়েদের শান্তি দিতে চায়। সে শান্তির গুরুত্বও বোঝে।

অনেকের ধারণা, এই শান্তি খুব জটিল একটা জিনিশ। তার ধারণার কারণ, সে শান্তির জন্যেই কষ্ট করে। সারারাত পড়ে। কারণ, সকালের পরীক্ষার ফলাফল যাতে শান্তির যোগান দেয়।

আপনি বিরক্তিকর ভাবে বসে আছেন। মনে করুন শান্তিতে আছেন। দেখবেন, শান্তি পাচ্ছেন।
যে সিএনজি ভাড়ার জন্যে ঝগড়া করছেন, তার সাথে শান্ত হয়ে কতক্ষণ কথা বলুন। দেখবেন শান্তি পাচ্ছেন। শান্ত হোন, দেখবেন শান্তি পাচ্ছেন।

তারপরও কারো শান্তি পেতে প্রবলেম হলে আমাকে বলুন। আপনাকে একটি সুন্দর সমাধান দেবো।

- ‘যখন শেষ গাছটি কেটে ফেলা হবে, যখন শেষ মাছটি খেয়ে ফেলা হবে, যখন শেষ বিন্দু পানিও বিষাক্ত হয়ে যাবে, তখন বুঝবে টাকা খাওয়া যায়না। অর্থাৎ টাকাও মুল্যহীন।’ আসুন টাকা নয়, পৃথিবীতে মানুষকে খুঁজি। তাঁদের সম্মান করি। এটাই মনে শান্তি নিয়ে আসবে।


মন্তব্য ৪৪ টি রেটিং +৬/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: পড়লুম।

আপনার মস্তকে অনেক বুদ্ধি...;)

১৭ ই মে, ২০১৮ রাত ৯:১৮

রাজীব নুর বলেছেন: বুদ্ধি তো কাজে লাগাতে পারলাম না।

২| ১৭ ই মে, ২০১৮ রাত ৮:০৩

ব্লগার_প্রান্ত বলেছেন: শান্তি....আহ, কিজে শান্তি পাচ্ছি রাজীব ভাই!

১৭ ই মে, ২০১৮ রাত ৯:১৮

রাজীব নুর বলেছেন: গুড।

৩| ১৭ ই মে, ২০১৮ রাত ৮:২০

চাঁদগাজী বলেছেন:


সমাজে অশান্তি থাকলে, কেহ একা শান্তিতে থাকতে পারে না। নিজের মনকে শান্তির দিকে সুইচ করা সম্ভব, তবে সেটা হবে ক্ষণস্হায়ী

১৭ ই মে, ২০১৮ রাত ৯:১৮

রাজীব নুর বলেছেন: একদম ঠিক কথা বলেছেন।

১৭ ই মে, ২০১৮ রাত ৯:১৯

রাজীব নুর বলেছেন: একদম ঠিক কথা বলেছেন।

৪| ১৭ ই মে, ২০১৮ রাত ৮:৩৮

সোহানী বলেছেন: গাজী ভাইয়ের মন্তব্যে সহমত।

হাঁ আপনি একা লড়াই অসম্ভব, দরকার সমস্ঠিগত চেস্টা। একটি আরেকটির সাথে জড়িত....... পুরো রাস্ট্রিয় ব্যবস্থাপনা ঠিক করেন আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে।

১৭ ই মে, ২০১৮ রাত ৯:১৯

রাজীব নুর বলেছেন: ঠিক হবে। তবে অনেক সময়ের প্রয়োজন।

৫| ১৭ ই মে, ২০১৮ রাত ৯:২০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মটর সাই‌কেল আ‌রোহীর উপর দি‌য়ে যখন বাস চা‌লি‌য়ে ড্রাইভার হা‌সি মু‌খে চ‌লে যায় তখন বু‌ঝি না শা‌ন্তি আস‌লে কি জি‌নিস।

১৭ ই মে, ২০১৮ রাত ৯:২৪

রাজীব নুর বলেছেন: আজই এই ঘটনা ঘটেছে। ঢাকা শহরে। সেই লোকটি আমার পরিচিত।

৬| ১৭ ই মে, ২০১৮ রাত ৯:২৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: খবর‌টি প‌ড়ে আমার চোখ দি‌য়ে পা‌নি প‌ড়ে‌ছে। আমার খুব খারাপ লে‌গে‌ছে। আমা‌দের দে‌শের মানুষ খারাপ হ‌বে কেন?

১৮ ই মে, ২০১৮ সকাল ১১:০৫

রাজীব নুর বলেছেন: তারা ভালো হতে চায় না। ভালো হওয়াতে আনন্দ পায় না।

৭| ১৭ ই মে, ২০১৮ রাত ৯:৪৫

হাফিজ বিন শামসী বলেছেন:
খুবই বাস্তব কথা।
কুঁড়ে ঘরে বাস করেও শান্তি পাওয়া যায়।

১৮ ই মে, ২০১৮ সকাল ১১:০৭

রাজীব নুর বলেছেন: আমরা ভয়াবহ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি।

৮| ১৭ ই মে, ২০১৮ রাত ৯:৫৬

অনুতপ্ত হৃদয় বলেছেন: আসুন টাকা নয়, পৃথিবীতে মানুষ খুঁজি। তাঁদের সম্মান করি। এটাই মনে শান্তি নিয়ে আসতে পারে।
সত্যি এটাই মনে শান্তি নিয়ে আসে ভাই

১৮ ই মে, ২০১৮ সকাল ১১:০৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ধন্যবাদ।

৯| ১৭ ই মে, ২০১৮ রাত ১০:০১

সৈয়দ নূরুল ইসলাম বলেছেন: ভালো লাগলো।

১৮ ই মে, ২০১৮ দুপুর ২:৪০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১০| ১৭ ই মে, ২০১৮ রাত ১১:৩৪

এম ডি মুসা বলেছেন: আমি সম্মতি জানাছি
আসলে বাস্তব কথার ভিত্তি।
মেনে পেয়ালা প্রচেষ্টা।

১৮ ই মে, ২০১৮ দুপুর ২:৪১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১১| ১৭ ই মে, ২০১৮ রাত ১১:৪৮

পদাতিক চৌধুরি বলেছেন: অভিব্যক্তি ভালো, তবে আজ আমার মনে শান্তির বড় অভাব।

১৮ ই মে, ২০১৮ দুপুর ২:৪১

রাজীব নুর বলেছেন: ঠিক হয়ে যাবে।
কিছু সময় পার হোক।

১২| ১৮ ই মে, ২০১৮ রাত ১২:০৮

জাহিদ অনিক বলেছেন:



“নাল্পে সুখমস্তি” “নাল্পে সুখমস্তি” “অল্পে সুখ নাই” অল্পে সুখ নাই।” -- উপনিষদের এই ভুল ব্যাখ্যাই আমাদের মগজে গেঁথে আছে

১৮ ই মে, ২০১৮ দুপুর ২:৪২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১৩| ১৮ ই মে, ২০১৮ রাত ১২:৩০

মনিরা সুলতানা বলেছেন: চমৎকার লেখা!!

১৮ ই মে, ২০১৮ সকাল ১১:০৬

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।

১৪| ১৮ ই মে, ২০১৮ রাত ১:৫৮

শাহরিয়ার কবীর বলেছেন: শান্তির মা মরে গেছে ।। ;)


ভালো লিখেছেন রাজীব ভাই।।

১৮ ই মে, ২০১৮ সকাল ১১:০৬

রাজীব নুর বলেছেন: সৎ মাও কি মরে গেছে?

১৫| ১৮ ই মে, ২০১৮ দুপুর ১২:৫৮

বৃষ্টি বিন্দু বলেছেন: শান্তি আমাদের মাঝেই বিরাজমান।শুধু দরকার সঠিক পন্থা খুঁজে বের করা সেই সাথে নিজেকে বোঝা।।।

১৮ ই মে, ২০১৮ দুপুর ২:৪০

রাজীব নুর বলেছেন: আমার মনের কথাটি বলেছেন।

১৬| ১৮ ই মে, ২০১৮ বিকাল ৩:২৫

শিখা রহমান বলেছেন: রাজীব ভালোই লিখেছেন। জয় গোস্বামীর কবিতা মনে পড়লো।

"শান্তি শান্তি শান্তি শান্তি যখন সোনালী পাগলিনী
তীরে বসে বসে খায় সূর্যাস্ত একের পর এক
হা সমুদ্র জলরাশি শুকিয়ে রক্তাভ বালিখাত
পিছনে শহর মরা ইটকাঠ ইটকাঠ স্তূপ
ভোর দ্বিপ্রহর ধ্বংস, সন্ধ্যা বা নিশীথকাল শেষ
বাতাসে গর্জনশীল সোনাগুঁড়ো বালিগুঁড়ো শুষে
শান্তি শান্তি শান্তি ডাকে তীরে যে-সহিংস পাগলিনী
সূর্যেরা কেবলই অস্তে চলে তার গণ্ডূষে গণ্ডূষে…"

শান্তি আসলেই সোনালী পাগলিনী। শুভকামনা ও শান্তিতে থাকবেন।

১৮ ই মে, ২০১৮ বিকাল ৩:৪৯

রাজীব নুর বলেছেন: অনেকদিন পর এই কবিতা টা আজ আবার পড়লাম।
ধন্যবাদ।

১৭| ১৮ ই মে, ২০১৮ বিকাল ৪:৩৯

সনেট কবি বলেছেন: ঠিক বলেছেন।

১৮ ই মে, ২০১৮ রাত ১০:২৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ চাচা।

১৮| ১৮ ই মে, ২০১৮ বিকাল ৪:৪৩

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: বিরাট শান্তিময় চমৎকার লেখা।

১৮ ই মে, ২০১৮ রাত ১০:২৩

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

১৯| ১৮ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫

নীলপরি বলেছেন: দারুণ লিখেছেন ।

২০| ১৮ ই মে, ২০১৮ রাত ৮:২২

নীহার দত্ত বলেছেন:


ছবিটা ভারী সুন্দর গো

১৮ ই মে, ২০১৮ রাত ১০:২৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

২১| ১৮ ই মে, ২০১৮ রাত ৯:০৯

নীহার দত্ত বলেছেন: শান্তি তো পেতেই চাই !

১৮ ই মে, ২০১৮ রাত ১০:২৪

রাজীব নুর বলেছেন: পাবেন।

২২| ১৯ শে মে, ২০১৮ দুপুর ১:৩৪

কথার ফুলঝুরি! বলেছেন: কথা সত্যি। শান্তি অনেকটা নির্ভর করে আমাদের চিন্তা, সন্তুষ্টি ও মানসিকতার উপর। অনেক মানুষের টাকা সহ সবকিছু থেকেও শান্তি নেই আবার অনেক গরীবের ও অনেক শান্তি। তবে কিছু মানুষ আছে যাদের জীবনে টাকা হলে সব শান্তি, কিন্তু টাকা নেই। এটাই জীবন, পরিপূর্ণ হয়না সবার জীবন। তারপরেও শান্তি আনতে হয় মনে, কারন বেঁচে তো থাকতে হবে ।

১৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ খুব সুন্দর মন্তব্য করেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.