নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। মানুষের প্রতি মানুষের ভালোবাসাই পারে সকল সমস্যার সমাধান করে দিতে। সম্পূর্ণ অপরিচিত একজন মানুষের প্রতি অন্য একজন অপরিচিত মানুষের ভালোবাসা দেখলে আনন্দে চোখ ভিজে উঠে। মানুষের সবচেয়ে বড় অস্ত্র'ই হচ্ছে- ভালোবাসা। আর দুনিয়ার সবচেয়ে সস্তা ভালোবাসা হচ্ছে- এযুগের ছেলে-মেয়েদের ভালোবাসা।
২। একটা মেয়ের জন্যে কেউ নিরাপদ না। শিক্ষক, সহপাঠী, বন্ধু, বয়-ফ্রেন্ড, এলাকার ছেলে, আত্মীয়- পুরুষ, চাচা-মামা-খালু, দুলাভাই কেউ না। কর্মক্ষেত্রে কলিগ, অফিসের বস- সুযোগ পেলেই মিষ্টি হাসি ঝেড়ে ধর্ষকের রূপ ধরতে মুহূর্ত দেরি করেন না। বাসের হেল্পার, ক্যান্টিনবয়, হাসপাতালের ঝাড়ুদার, বাসার দারোয়ান কিংবা অফিসের পিয়ন- ওটার ব্যবহারে কেউ কারো চেয়ে পিছিয়ে থাকতে রাজী নয়।
চায়ের আড্ডায়, ফেসবুকে এবং অফিসে কাজের ফাঁকে ফাঁকে আমরা ধর্ষণ নিয়ে নানান পন্ডিতি মার্কা আলাপ করি। কিন্তু এই ধর্ষণের জন্য- আপনি আমি আমরা সবাই কোনো না কোনোভাবে দায়ী। আমরা তো এই সমাজেরই লোক।
৩। বাংলাদেশের মানুষ ছবি তুলতে খুব পছন্দ করে। কোন এক লোকের বাড়িঘর আগুনে পুড়ে যাচ্ছে, সে পাগলের মতো ছোটাছুটি করছে, তার মধ্যেও পত্রিকার কোন ফটোসাংবাদিক যদি ছবি তুলতে চায় সে কিন্তু হাসি মুখে ছবি তুলবে।
১৯৭১ সালে পাকিস্তান আর্মি আমাদের দেশের অনেক মানুষকে ফায়ারিং স্কোয়াডে গুলি করে মারে। পাক আর্মির ফটোগ্রাফার তখন কিছু কিছু ছবিও ক্যামেরায় তোলে। সেই সব ছবিতে অনেককে দেখা গেছে মুখে হাসি নিয়ে ছবির পোজ দিয়েছে।
৪। রাস্তায় বের হলেন গাড়ি নিয়ে ।সুন্দর একটি মেয়ে লিফট চাইল, দিলেন লিফট, হটাৎ মেয়েটি গেল অসুস্থ হয়ে, নিয়ে গেলেন হাসপাতালে।কিছুক্ষণ পর ডাক্তার এসে বলল, "মোবারক হোক, আপনি বাবা হতে চলেছেন" শুরু হল টেনশন। টাশকি খেয়ে বললেন, আমি উনার স্বামী নই। কিন্তু মেয়েটি জোর দিয়ে বলতে লাগলো, আপনি তার স্বামী। টেনশন বাড়তে লাগল। পুলিশ আসল এবং আপনার মেডিকেল চেক-আপ হল। রিপোর্ট আসল, আপনি কোনদিন বাবা হতে পারবেন না । নেও বাবা, টেনশন গেল বেড়ে । হাফ ছেড়ে বেচে হাসপাতালের বাইরে এসে চিন্তা করতে লাগলেন.… ঘরে দুই বাচ্চা, তাহলে এই গুলো কার ???
২৫ শে মে, ২০১৮ রাত ১০:৩৪
রাজীব নুর বলেছেন: কম বুদ্ধির লোকজন দিয়ে দেশ ভরে গেছে।
২| ২৫ শে মে, ২০১৮ রাত ৯:৩৪
কৃষ্ণ কমল দাস বলেছেন: ভা্ই ১,২,৩ .....বুঝলাম.....কিন্তু ৪ ....এর সাথে আগের গুলার সর্ম্পক ....বুজতে পারি নাই........
২৫ শে মে, ২০১৮ রাত ১০:৩৫
রাজীব নুর বলেছেন: আমি নিজেও বুঝতে পারি নাই।
৩| ২৫ শে মে, ২০১৮ রাত ৯:৩৪
বৃষ্টি বিন্দু বলেছেন: চাঁদগাজী ভাই, মন্তব্য করতে পারলাম না।
২৫ শে মে, ২০১৮ রাত ১০:৩৬
রাজীব নুর বলেছেন: আমি নিজেই বুঝতে পারছি, ফালতু পোষ্ট হয়েছে। মন্তব্য করার কিছু নেই।
৪| ২৫ শে মে, ২০১৮ রাত ৯:৩৯
শিখণ্ডী বলেছেন: ভাল। শেষেরটা মজা দিলেও বাস্তব।
২৫ শে মে, ২০১৮ রাত ১০:৩৮
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
আচ্ছা, শিখন্ডী মানে কি?
হিজড়া?
কিছু মনে করবেন না। আমি মানেটা জানতে চাই।
৫| ২৫ শে মে, ২০১৮ রাত ৯:৪২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: স্যার , আপনার পোস্ট পড়ে খুবই মজা পেলাম। ধন্যবাদ দিয়ে খাটো করতে চাই না। ভালো থাকুন।
২৫ শে মে, ২০১৮ রাত ১০:৩৯
রাজীব নুর বলেছেন: আমাকে স্যার বলছেন কেন?
প্লীজ লজ্জা দিবেন না।
৬| ২৫ শে মে, ২০১৮ রাত ৯:৪৪
অনুতপ্ত হৃদয় বলেছেন: মানুষের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে ভালবাসা।
এই ভালাবাসাকে সস্তাই পরিণত করেছে বর্তমান ছেলেমেয়েরা,একটু সুযোগ ধর্ষক রুপে রুপান্ত্ররিত হই আমরা, নিজের বাসনা কামনা মেটানোর চিন্তায় ………
লিফট দিয়ে হাসপাতালে গিয়ে চেক-আপ করে যে সন্তানের বাবা হয়েছে ব্যক্তি,সেটি হয়তো হবে ১৪ ফেব্রুয়ারির ফসল।
দারুন কথা ধরে ছেন প্রিয় ভাই লেখা টি সত্যিই খুবই ভালো লাগলো।
"জাগ্রত হোক আমাদের সকলের বিবেক "
হয়তো আমি এমন লেখা উপহার দিতে পারবো, তবুও চেষ্টা করবো।
ভালো থাকবেন
সুস্থ থাকবেন সবসময় ।
দোয়া রইল,…………
২৫ শে মে, ২০১৮ রাত ১০:৪০
রাজীব নুর বলেছেন: লিখুন। মনের সব কথা লিখে ফেলুন।
৭| ২৫ শে মে, ২০১৮ রাত ৯:৪৬
রাকু হাসান বলেছেন: অপ্রিয় বাস্তব । ধর্ষণের জন্য আমরাও কোন না কোন ভাবে দায়ী । আমার ব্লগে নিমন্ত্রণ রইলো সবার প্রতি এবং সেই সাথে অনুরোদ ভুল ধরিয়ে দিয়ে শেখার সুযোগ করে দিতে- । েব্লগে
২৫ শে মে, ২০১৮ রাত ১০:৪০
রাজীব নুর বলেছেন: অবশ্যই অবশ্যই।
৮| ২৫ শে মে, ২০১৮ রাত ৯:৫৫
ব্লগার_প্রান্ত বলেছেন: ১.আমাদের সমবয়সীরা সবাই প্রেম ভালোবাসায় পিএইচডি ধারী।
২.আপনার সাথে একমত, এ বিষয়টা আমায় ভাবায়।
৩.এযুগের ছেলেদের ছবি তোলা দেখে আমি ছবি তোলা ছেড়ে দিয়েছি।
৪.
রাস্তায় পাওয়া ডায়রী থেকে-৫০ এ সেরকম কিছু চাই।
আপনি passengers ছবিটি দেখেছেন? নাহয় লিংক দিতাম।
২৫ শে মে, ২০১৮ রাত ১০:৪২
রাজীব নুর বলেছেন: আসলে ছবির নাম মনে রাখতে পারি না।
ছবি দেখার পর মনে পরে।
ইদানং কলকাতার বাংলা আর্ট ফ্লিম দেখছি।
ভালো মুভি হলে জানাবেন।
৯| ২৫ শে মে, ২০১৮ রাত ৯:৫৬
ব্লগার_প্রান্ত বলেছেন: দুঃখজনক হলেও সত্য এ শিশুটি ছেলে অনেক ব্যথা...
২৫ শে মে, ২০১৮ রাত ১০:৪২
রাজীব নুর বলেছেন: ছেলেটি ব্যথায় না ভয়ে কাঁদছে।
১০| ২৫ শে মে, ২০১৮ রাত ৯:৫৯
একদম_ঠোঁটকাটা বলেছেন: মেয়েরা নিজেদের ঘরেও নিরপদ নয়।
মহৎপ্রাণ মহারাজা দিগ্বিজয় সিং জাদেজা, দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও পোল্যান্ড
২৫ শে মে, ২০১৮ রাত ১০:৪২
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
১১| ২৫ শে মে, ২০১৮ রাত ১০:১১
কথার ফুলঝুরি! বলেছেন: ভালোবাসা আর ভালোবাসা নেই' ভালোবাসা হয়ে গিয়েছে মন্দ বাসা
২৫ শে মে, ২০১৮ রাত ১০:৪৩
রাজীব নুর বলেছেন: ঠিক কথা।
১২| ২৫ শে মে, ২০১৮ রাত ১০:১৬
Sujon Mahmud বলেছেন: ৪ নং টা ভালো লাগলো
২৫ শে মে, ২০১৮ রাত ১০:৩৮
রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
১৩| ২৫ শে মে, ২০১৮ রাত ১০:৪৯
শিখণ্ডী বলেছেন: হ্যাঁ হিজরা, দ্রুপদের পূত্র যে মেয়ে রূপে জন্ম নিয়েছিল, পরে বর পেয়ে ছেলে হয়ে যায়। যে নিজেকে আড়ালে রাখে আরেকটি অর্থ আছে ময়ূর।
২৫ শে মে, ২০১৮ রাত ১১:১০
রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।
১৪| ২৫ শে মে, ২০১৮ রাত ১১:১০
জুন বলেছেন: আপনার এই ছোট ছোট লেখাগুলো বেশ ভালোলাগে রাজীব নুর।
২৬ শে মে, ২০১৮ সকাল ১০:১৩
রাজীব নুর বলেছেন: ওনেক ধন্যবাদ জুন।
১৫| ২৫ শে মে, ২০১৮ রাত ১১:১১
পদাতিক চৌধুরি বলেছেন: হা হা হা, চার নম্বরটার জন্য প্রচুর হেসেছি। খুব ভালো অবজারভেশন।
শুভ কামনা রইল।
২৬ শে মে, ২০১৮ সকাল ১০:১৭
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ দাদা।
১৬| ২৫ শে মে, ২০১৮ রাত ১১:২৫
চাঁদগাজী বলেছেন:
৪ নং:
বাংলাদেশের মেডিক্যাল টেষ্ট, ভাবনার কারণ নেই! রেজাল্ট কেহ জানে না
২৬ শে মে, ২০১৮ সকাল ১০:১৯
রাজীব নুর বলেছেন: ইয়েস।
১৭| ২৫ শে মে, ২০১৮ রাত ১১:২৭
আল ইফরান বলেছেন: লেখার এত মানে থাকার দরকার নাই, ৪ নম্বরটা ভালো লেগেছে
২৬ শে মে, ২০১৮ সকাল ১০:১৯
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
১৮| ২৬ শে মে, ২০১৮ রাত ১২:১০
চাঁদগাজী বলেছেন:
৪ নং:
আপনি সিউর? মানুষ একটা মেয়েকে কেন জিং জিং করতে চাইবে? মেয়েরা পুরুষদের কাছে সুন্দর, এটুকু প্রকৃতি!
২৬ শে মে, ২০১৮ সকাল ১০:২০
রাজীব নুর বলেছেন: কিছু দুষ্টলোক তো আছেই।
১৯| ২৬ শে মে, ২০১৮ রাত ১২:২১
ইব্রাহীম আই কে বলেছেন: ১-৪ প্রতিটি লেখায় আলাদা আলাদা কিছু স্বকীয়তা ছিল।
১/ ভালোবাসা নামক অস্রটা যদিও ভাল-মন্দ উভয় কাজে ব্যবহার করা যেতে পারে তবে বর্তমানে মন্দ কাজ হাসিল করার জন্যই এর ব্যবহার করা হয়।
২/ মেয়েরা কোথাও নিরাপদ নয়। তবে ভাবার বিষয় এটা মেয়েরা নিজেরা নিজেদেরকে নিরাপদ রাখার জন্য কোন পদ্ধতি অবলম্বন করে কিনা।
৩/ ছবি তোলা মানুষের এখন একটা সহজাত প্রবৃত্তি, তবে আমি এখনো নিজ হাতে সখের বশে কোন ছবি তুলিনাই।
৪/ এটা মনে হয় আগেও অনেকবার পড়েছিলাম। তবে এবার পড়ার সময় ও মনে হয়েছিলো যে হয়তো এবারই প্রথম পড়তেছিলাম।
ব্লগে আমি নতুন। আসা করি আমার ব্লগে একটু ঘুরে আসবেন। আপনাকে স্বাগত জানানোর জন্য কাঁচা হাতে কিছু লেখা লিখে রেখেছি। সময় করে পড়ে মন্তব্য করে আমাকে ধন্য করবেন।
২৬ শে মে, ২০১৮ সকাল ১০:২২
রাজীব নুর বলেছেন: অবশ্যই আমি আপনার ব্লগে যাবো। এখনই যাচ্ছি।
২০| ২৬ শে মে, ২০১৮ রাত ১২:৪৫
কাওসার চৌধুরী বলেছেন: হ্যা, ঠিকই বলেছেন রাজিব ভাই। একমাত্র ভালবাসাই পারে সমস্যার সমাধান করতে। অন্য কিছুতে নয়। আর মেয়েরা এদেশে এখনো মানুষের সম্মান পায় না। বেশিরভাগ পুরুষ সময় সুযোগ সন্ধানী। আমরা মানুষ খুণ হওয়ার ভিডিও করি, ছবি তুলি; তবে খুণ হতে যাওয়া মানুষটিকে বাঁচাতে এগিয়ে যাই না।
এগুলো হলো মূল্যবোধের চরম অবক্ষয়।
২৬ শে মে, ২০১৮ সকাল ১০:২৪
রাজীব নুর বলেছেন: আপনি এই দেশ থেকে চলে গিয়ে ভালোই করেছেন।
২১| ২৬ শে মে, ২০১৮ রাত ৩:০৩
কাছের-মানুষ বলেছেন: ছবিটা যে তুলেছে সে অমানবিক কাজ করেছে।আপনার লেখার বিষয়বস্তু ভাল লেগেছে।
২৬ শে মে, ২০১৮ সকাল ১০:২৫
রাজীব নুর বলেছেন: ছবি শুধু তোলার সময় আশে পাশে যারা ছিল তারাও অন্যায়কারী।
২২| ২৬ শে মে, ২০১৮ ভোর ৪:৫২
জুনায়েদ বি রাহমান বলেছেন: ৭১'রের মৃত্যু সামনে নিয়ে ছবিতে পোজ দিতে দেখা গেছে। বিষয়'টা কনফিউশন সৃষ্টি করলেও উপরের ছবি'টি দেখার পর আর থাকেনি।
পোস্ট ভালো লেগেছে।
২৬ শে মে, ২০১৮ সকাল ১০:২৬
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
২৩| ২৬ শে মে, ২০১৮ ভোর ৫:৫৮
অভি চৌধুরী বলেছেন: ধুর মিয়া আম্নে হালার পোষ্টই পড়ুমনা, উপ্রের ছবিটা দেইখাই মেজাজটা পুরাই গেছে, মনেতো হয়না লেখার লগে ছবির কোন মিল আছে, আপনে মিয়া আগে ভালা আসিলেন, এখন পুরাই মাথায় মাল ছাড়া দৌড়ের উপর আছেন মনে লয়,
২৬ শে মে, ২০১৮ সকাল ১০:২৭
রাজীব নুর বলেছেন: আমি দুঃখিত।
২৪| ২৬ শে মে, ২০১৮ সকাল ১০:৪১
নীলপরি বলেছেন: লেখাটা ভালো । ছবিটা অন্য দিলে পারতেন ।
২৬ শে মে, ২০১৮ সকাল ১০:৫৫
রাজীব নুর বলেছেন: এরপর থেকে সর্তক হবো।
২৫| ২৬ শে মে, ২০১৮ সকাল ১০:৫৮
আকতার আর হোসাইন বলেছেন: ভালো লিখেছেন... শেষ অংশটা পড়ে হাসতে হাসতে শেষ...
কিন্তু শিরোনামের সাথে লেখার কি সম্পর্ক....?
২৬ শে মে, ২০১৮ সকাল ১১:০৩
রাজীব নুর বলেছেন: আমার তো এই একটাই দোষ।
২৬| ২৬ শে মে, ২০১৮ সকাল ১১:৩৩
বিজন রয় বলেছেন: জ্বী, হাতি আপনার মতোই নির্বোধ আর আবেগী।
২৬ শে মে, ২০১৮ বিকাল ৪:৪৩
রাজীব নুর বলেছেন: এটা কি বললেন??? আমি নির্বোধ??? এই কথা আপনি বলতে পারলেন????
২৭| ২৬ শে মে, ২০১৮ দুপুর ১২:২৫
অনুতপ্ত হৃদয় বলেছেন: লেখার জন্যই এসেছি ………… মনের সব কথা খুলে লিখবো …আমন্ত্রণ আমার ব্লগ বাড়িতে
২৬ শে মে, ২০১৮ বিকাল ৪:৪৪
রাজীব নুর বলেছেন: অবশ্যই ।
২৮| ২৬ শে মে, ২০১৮ দুপুর ১:২২
কথার ফুলঝুরি! বলেছেন: রাজীব ভাই, এই নতুন আনাড়ি লেখিকা তার ব্লগে আপনাকে এখনও পায়নি সময় পেলে দু একটা লেখা পড়ে কেমন হয়েছে জানালে খুশী হতাম
আপনি কারও পোস্ট ভালো না লাগলে সেখানে আপনার ভালো না লাগাও প্রকাশ করেন, বিষয়টি আমার কাছে ভালো লাগে, কারন ভুলগুলো কেউ বললে পরবর্তী লেখার ক্ষেত্রে সেটা Improvement করা যায়।
২৬ শে মে, ২০১৮ বিকাল ৪:২৪
রাজীব নুর বলেছেন: ওবশ্যই অবশ্যই।
ব্লগ পোষ্ট পড়া আমার দায়িত্ব।
২৯| ২৬ শে মে, ২০১৮ দুপুর ১:৩৭
জোকস বলেছেন: বাচ্চাডারে এইভাবে কেউ কষ্ট দেয়!
২৬ শে মে, ২০১৮ বিকাল ৪:২৪
রাজীব নুর বলেছেন: মানুষ তো আর মানুষ নাই,।
৩০| ২৬ শে মে, ২০১৮ বিকাল ৪:৪০
স্ব বর্ন বলেছেন: দুনিয়ার সবচেয়ে সস্তা ভালোবাসা হচ্ছে-এ যুগের ছেলে-মেয়েদের ভালেবাসা।ভাল বলেছেন...আমি ব্লগে নতুন সময় হলে আমার ব্লগেও ঘুরে আসবনে আর আমার আমার লেখা পড়ে মন্তব্য করতে ভুলবেন না কিন্তু।
২৬ শে মে, ২০১৮ বিকাল ৪:৪৫
রাজীব নুর বলেছেন: অবশ্যই।
৩১| ২৬ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:২৬
ফ্রিটক বলেছেন: এতো ছোট বাচ্চা তো এতো সুন্দর ভাবে গাছ ধরে রাখতে পারবে না। লেখাগুলি ভাল লেগেছে তবে ছবিটার মধ্যে বাস্তবতা নেই।
২৬ শে মে, ২০১৮ রাত ৯:২৪
রাজীব নুর বলেছেন: ছবিটা বাস্তব।
বাচ্চাটা জানে সে হাত ছেড়ে দিলে নিচে পরে ব্যথা পাবে। তাই জান জীবন দিয়ে গাছের ঢাল ধরে রেখেছে।
৩২| ৩০ শে মে, ২০১৮ দুপুর ২:৪৫
লায়নহার্ট বলেছেন: স্ফিংসের প্রশ্ন
৩০ শে মে, ২০১৮ বিকাল ৪:১৮
রাজীব নুর বলেছেন: হুম।
©somewhere in net ltd.
১| ২৫ শে মে, ২০১৮ রাত ৯:২৯
চাঁদগাজী বলেছেন:
বাচ্চার এই রকম ছবি তুললো কে আবার? দেশে অনেক কমবুদ্ধিমান লোকজন আছে, মনে হয়!