নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

ব্লগাররা অবহেলিত কেন?

৩০ শে মে, ২০১৮ বিকাল ৪:১৫



প্রধানমন্ত্রী ইফতার পার্টি করলেন- একজন ব্লগারকেও দাওয়াত দিলেন না। কেন? অথচ কত অগা বগা জগাকে দাওয়াত করলেন (তথা কথিত কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবি)। কত পুরস্কার, কত ধরনের পুরস্কার, কত ধরনের মানুষকে দেওয়া হয়। কিন্তু কখনও শুনেছেন কোনো ব্লগারকে পুরস্কার দেওয়া হয়েছে? ব্লগাররাতো বাংলা'ই লিখছেন। তাদের লেখায় উঠে আসে- কত আনন্দ, বেদনা, দুঃখ-কষ্ট, পাওয়া না পাওয়া, সমস্যা ও সমাধান। ব্লগাররা তো এদেশের'ই সন্তান। সাংবাদিকেরা চামচাগিরি করে, তেলবাজি করে কত পুরস্কার হাতিয়ে নিচ্ছে। অথচ ব্লগাররা দেশ নিয়ে কত ভাবে, তাদের সব জ্ঞান ঢেলে দিচ্ছে প্রতিটা লেখায়। লিখে লিখে তারা দেশটা বদলে দিতে চায়। সমাজের ভুল গুলো সবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়। তবুও তারা অবহেলিত।

আমাদের দেশে সকল পত্র পত্রিকা কোনো না কোনো দলের। এমনকি লেখকরা পর্যন্ত কোনো না কোন দলের হয়ে এক তরফা লিখে যাচ্ছেন কিন্তু ব্লগাররা একদম নিরপেক্ষ থেকে লিখেন। একটা সংবাদ পত্রের চেয়ে একটা ব্লগে সারাদিন দেশের আনাচে-কানাচে ঘটে যাওয়া নানান ঘটনা গুলো নিরলসভাবে লিখে যাচ্ছেন। অথচ ব্লগারদের অবহেলা করা হচ্ছে প্রতিনিয়ত। ব্যাপারটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। আমি জানি, খুব ভালো করেই জানি ব্লগাররা কোনো পুরস্কারের আশায় লিখেন না। তারা মনের আনন্দে লিখে যান। দেশকে ভালোবেসে লিখে যান। তারপরও যখন দেখি অগা-বগা আর জগারা সম্মান পাচ্ছে, পুরস্কার পাচ্ছে। প্রধানমন্ত্রী দাওয়াত দিচ্ছেন ইফতার পার্টিতে অথচ কোনো ব্লগার ডাক পাচ্ছে না, তখন কষ্ট হয়।

স্বাধীনতা পদক, বাংলা একাডেমি পুরস্কার, জেমকন সাহিত্য পুরস্কার আরও কত রকম পুরস্কার আছে দেশে। এগুলো নিয়ম করে অন্যান্যদের সাথে ব্লগারদেরও দেওয়া উচিত। তারা এই সমাজের'ই মানুষ। তারা দেশকে ভালোবাসে। পৃথিবীর যে মেরুতেই একজন ব্লগার থাকুক- দেশের জন্য তার সীমাহীন টান আর ভালোবাসা তার লেখার প্রতিটা শব্দে প্রকাশ পায়। প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ- এরপর দয়া করে একটু ব্লগারদের দিকে তাকাবেন। আপনি তাকালেই এরপর সবাই তাকাতবে। আপনি (প্রধানমন্ত্রী) যখন কোনো রাষ্ট্রীয় সফরে বিদেশ যান তখনও একদল আউল ফাউল, দালাল, চামচা আর চাটুকার নিয়ে যান। ব্লগার কেন নেন না? নাকি আপনি ব্লগার শব্দটিই জানেন না? তাদের কর্মকাণ্ড সম্পর্কে আপনার কি কোনো ধারনা নেই? আপনি দেশের প্রধানমন্ত্রী, আপনি তো দেশের সব খোজ খবর রাখেন।

আমরা ব্লগাররা অবহেলিত আসলে আমাদের নিজেদের দোষে। আমাদের কোনো সংগঠন নেই। সমিতি নেই। সারা দেশে সাংবাদিকদের দুনিয়ার সংগঠন আছে, সমিতি আছে, সবচেয়ে বড় কথা তাদের প্রতিটা জেলায় জেলায় প্রেসক্লাব আছে। কোনো কোনো জেলায় দুইটা তিনটা করে প্রেসক্লাব আছে। সাংবাদিকেরা নিজের স্বার্থে ঐক্যবদ্য। আমরা ব্লগাররা ছন্নছাড়া। অথচ সাংবাদিকের চেয়ে আমরা কোনো অংশেই কম নই। তারা লিখে সরকারের মুখের দিকে চেয়ে, আর আমরা ব্লগাররা লিখি সমস্ত দেশের মানূষের মুখের দিকে চেয়ে। সাংবাদিকেরা লিখে টাকা পায়, আমরা তো টাকাও পাই না। সমাজের অনেক লোক মনে করেন- একসময় কিছু ব্লগার ধর্মের বিরুদ্ধে লিখে সব ব্লগারদের মান সম্মান নষ্ট করে দিয়ে গেছে। কিন্তু সেই সমস্ত লোক সেই লেখা গুলোই দেখা অথচ প্রতিদিন ধর্ম নিয়ে কত সুন্দর সুন্দর পোষ্ট আসছে সেগুলো কেউ দেখে না। কিছু নির্বোধ লোক ব্লগারদের হত্যা পর্যন্ত করেছে।

লেখা এইখানেই শেষ করতে হলো। প্রচন্ড গরম পরেছে। পুরো শরীর ঘামে ভিজে একাকার। আমার ঘরে এসি নেই। ফ্যানটা দিয়ে যেন গরম বাতাস বের হচ্ছে। একটানা বসে আজ তিনটা লেখা লিখেছি। লিখতে আমার কখনই খারাপ লাগে না। কিন্তু গরমটা সহ্য করতে পারছি না। যাই হোক, আপনারা যারা এই লেখা পড়ছেন তারা ভালো থাকুন। সুস্থ থাকুন। সবার জন্য শুভকামনা। তবে আমি বলে রাখলাম, একদিন প্রধানমন্ত্রী তার ইফতার পার্টিতে ব্লগারদের দাওয়াত দিবেন, রাষ্ট্রীয় সফরেও নিয়ে যাবেন। এবং দেশের অনেক পুরস্কার ব্লগারদের জন্যও বরাদ্দ থাকবে। আমি সেই চেষ্টা চালিয়ে যাচ্ছি। সাকসেস না হওয়া পর্যন্ত আমি আমার চেষ্টা চালিয়ে যাবো কথা দিলাম।

মন্তব্য ১০৫ টি রেটিং +২/-০

মন্তব্য (১০৫) মন্তব্য লিখুন

১| ৩০ শে মে, ২০১৮ বিকাল ৪:১৭

বিজন রয় বলেছেন: কারণ ব্লগাররা কারো তেল মারে না।

৩০ শে মে, ২০১৮ বিকাল ৪:২৪

রাজীব নুর বলেছেন: ইয়েস। ইয়েস।

২| ৩০ শে মে, ২০১৮ বিকাল ৪:২৩

চাঁদগাজী বলেছেন:



শাহবাগের পর, শেখ হাসিনা ব্লগারদের শক্তি সম্পর্কে ধারণা পেয়েছেন; এখন তিনি ব্লগারদের পেছনের সারিতে রাখছেন, যাতে ব্লগারেরা সামাজিক শক্তি হিসেবে গুরুত্ব না পায়।

৩০ শে মে, ২০১৮ বিকাল ৪:২৪

রাজীব নুর বলেছেন: আলো আসবেই। কেউ আটকে রাখতে পারবে না।

৩| ৩০ শে মে, ২০১৮ বিকাল ৪:২৪

শাহরিয়ার কবীর বলেছেন: ব্লগাররা নাকি রোজা থাকেনা, একারণও হতে পারে !! =p~

৩০ শে মে, ২০১৮ বিকাল ৪:২৪

রাজীব নুর বলেছেন: ব্লগাররা কঠিন জিনিশ।

৪| ৩০ শে মে, ২০১৮ বিকাল ৪:২৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: কারণ তারা না - আস্তিক। তারা ব্লগ দিয়া ইন্টারনেট চালায়।

৩০ শে মে, ২০১৮ বিকাল ৪:৩৯

রাজীব নুর বলেছেন: হা হা হা-----

৫| ৩০ শে মে, ২০১৮ বিকাল ৪:২৭

ইব্‌রাহীম আই কে বলেছেন: যতদিন পর্যন্ত ব্লগাররা সরকারকে (সরকার বলে কথা না, প্রতিটা মানুষ, প্রতিটা প্রতিষ্ঠান ই তার নিজের স্বার্থ নিয়ে সচেতন) তেল না মারবে ততদিন পর্যন্ত সরকারের পক্ষ থেকে এমন উদ্যোগ কখনোর জন্যই গ্রহণ করার হবেনা। এটা হলফ করেই বলা যায়।

৩০ শে মে, ২০১৮ বিকাল ৪:৪০

রাজীব নুর বলেছেন: সব বদলে যাবে। সামনে সুসময় আসছে।

৬| ৩০ শে মে, ২০১৮ বিকাল ৪:২৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমাদের সবার প্রত্যাশা খুব শিঘ্রই আমাদের প্রধানমন্ত্রী তার ইফতার পার্টিতে ব্লগারদের দাওয়াত দিবেন, রাষ্ট্রীয় সফরেও নিয়ে যাবেন। এবং দেশের অনেক পুরস্কার ব্লগারদের জন্যও বরাদ্দ থাকবে। কবি নির্মলেন্দু গুণ তার যোগ্য সম্মান ছিনিয়ে এনে দৃষ্টান্ত স্থাপন করেছেন। যোগ্য প্রাপ্তি ছিনিয়ে আনতে তিনি শিখিেয়েছেন। আপনি আওয়াজ তুলেছেন। আওয়াজ তোলার জন্য ধন্যবাদ, আপনার সাথে আছি সকর ব্লগার। সাকসেস না হওয়া পর্যন্ত আমরাও আপনার সাথে আছি কথা দিলাম।

৩০ শে মে, ২০১৮ বিকাল ৪:৪১

রাজীব নুর বলেছেন: বড় ভাই হিসেবে আপনাকে পাশে পাবো তা আমি জানি।

৭| ৩০ শে মে, ২০১৮ বিকাল ৪:২৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আমাদের লেখকরা সাংবাদিকদের চেয়ে এগিয়ে, দলকানা রাজনীতিবিদদের চেয়ে এগিয়ে। তবে সাধারণ মানুষ এখনো ব্লগারদের বাঁকা চোখে দেখে!!:(

@বিজন রয়
সহমত। (দু-একটা কালার ব্লাইন্ড বাদে)

@লেখক,
হাসিনা আপার দাওয়াতে আপনি যেতে পারেন, আমার মত লোক সেখানে যাবে না!!X(

৩০ শে মে, ২০১৮ বিকাল ৪:৪৪

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
ভালো থাকুন।

৮| ৩০ শে মে, ২০১৮ বিকাল ৪:২৯

ব্লগার_প্রান্ত বলেছেন: কারন আমরা ভালো মানুষ

৩০ শে মে, ২০১৮ বিকাল ৪:৪৭

রাজীব নুর বলেছেন: ইয়েস ইয়েস।

৯| ৩০ শে মে, ২০১৮ বিকাল ৪:৩১

সত্যপথিক শাইয়্যান বলেছেন: কাউকে দাওয়াত দিতে হলে চিনতে হবে। ব্লগারদের নিক এ ব্যাপারে সহায়ক নয়।

৩০ শে মে, ২০১৮ বিকাল ৪:৪৮

রাজীব নুর বলেছেন: ভালো একটা পয়েন্ট ধরেছেন।
ধন্যবাদ।

১০| ৩০ শে মে, ২০১৮ বিকাল ৪:৪৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: প্রতিউত্তরে আপনি এখনো কাঁচা!!X(

৩০ শে মে, ২০১৮ রাত ১০:৩৬

রাজীব নুর বলেছেন: আমি সব কিছুতেই কাঁচা।
পাকা ভালো না। দেখেন না চুল পাকলে মন খারাপ হয়।

১১| ৩০ শে মে, ২০১৮ বিকাল ৪:৫৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ব্লগাররা নাস্তিক-এরকম একটা ধারণা ছড়িয়ে দিয়ে কায়েমী স্বার্থবাদিরা ব্লগারদের কোণঠাসা করে রেখেছে।

৩০ শে মে, ২০১৮ রাত ১০:৩৬

রাজীব নুর বলেছেন: সহমত।

১২| ৩০ শে মে, ২০১৮ বিকাল ৪:৫৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মন্ডল ভাইকে চন্দ্রাবতীর ভাইরাসে ধরেছে,
উল্টাপাল্টা প্রশ্ন, খোঁচামারা মন্তব্য !! কেন?

চলবেনা, চলবেনা,

৩০ শে মে, ২০১৮ রাত ১০:৩৭

রাজীব নুর বলেছেন: সহমত।

১৩| ৩০ শে মে, ২০১৮ বিকাল ৫:০১

ঠ্যঠা মফিজ বলেছেন: আমরা ইফতার পাটির দাওয়াত না পেলেও চলবে গাজি সাহেব পেয়েছে কিনা সেটা বড় কথা। ;)

৩০ শে মে, ২০১৮ রাত ১০:৩৭

রাজীব নুর বলেছেন: গাজি সাহেব দাওয়াত পেলেও যাবেন না এ ব্যাপারে আমি নিশ্চিত।

১৪| ৩০ শে মে, ২০১৮ বিকাল ৫:০৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: @নূর মোহাম্মদ নূরু,
ঠিক আছে ওসব চলবে না":(
কিন্তু মেজাজ তো আপনিই গরম করে রেখেছেন! "X(

কষ্ট করে কমেন্ট করি? আর সামুর লেখকরা পোস্ট দিয়ে ডুব মারে কেন?? জবাব চাই???

অনেকে তো না পড়েই কমেন্ট করে!
ভালো হয়েছে, দারুন লিখেছেন, প্লাস, সেরাম!
আমি ওসব তেলামো পারিনা! যা হবে ডাইরেক্ট অ্যাকশানে!!

৩০ শে মে, ২০১৮ রাত ১০:৪০

রাজীব নুর বলেছেন: পোষ্ট দিয়ে ডুব দেয় ঠিকই এটা সাময়িক। আবার আসে। অল্পতেই খুশি হতে শিখুন।

১৫| ৩০ শে মে, ২০১৮ বিকাল ৫:০৯

সুদীপ কুমার বলেছেন: আমার ধারণা ব্লগের লিখা সর্বসাধারণের কাছে পৌঁছাতে ব্যর্থ হয়।

৩০ শে মে, ২০১৮ রাত ১০:৪১

রাজীব নুর বলেছেন: কথাটা ঠিক না।; অনেক সাংবাদিক ব্লগারদের লেখা একটু এদিকে সেদিক করে নিজের বলে চালিয়ে দেয়। লাগবেন বাজি?

৩০ শে মে, ২০১৮ রাত ১০:৪১

রাজীব নুর বলেছেন: কথাটা ঠিক না।; অনেক সাংবাদিক ব্লগারদের লেখা একটু এদিকে সেদিক করে নিজের বলে চালিয়ে দেয়। লাগবেন বাজি?

১৬| ৩০ শে মে, ২০১৮ বিকাল ৫:১১

উদাস মাঝি বলেছেন: ব্লগারদের দাওয়াত দিলেও সমস্যা । ধরেন ইস্টিসন ব্লগের ১জন কে দাওয়াত করল, সামুর কাউকে দাওয়াত করল না ! /:)
তখন তো আরও খারাপ লাগবে :-& । আবার ধরেন সামুর পক্ষ থেকে শুধুমাত্র একজন ( উদাস মাঝি ;) ) কে ডাকল
তখন তো আপনি নিজেই বলবেন, "দাওয়াতে নির্ঘাত কারচুপি হইসে ! নাহলে আমার মত সিনিয়ার ব্লগারকে বাদ দিয়া
ওই ব্যাটা ফালতু মাঝিরে কেন নেবে ? মাঝি তুই কামডা ঠিক করস নাই ! X( খাঁড়া আজকেই তোরে নিয়ে প্রতিবাদী
এক পোস্ট দিমু, তখন বুঝবি ঠ্যালা ! "

৩০ শে মে, ২০১৮ রাত ১০:৪২

রাজীব নুর বলেছেন: এটা কোনো বড় ধরনের সমস্যা।
আলাপ আলোচনা করে সমাধান সম্ভব।

১৭| ৩০ শে মে, ২০১৮ বিকাল ৫:১৭

কাইকর বলেছেন: ভাল কিছুর কদর করতে জানে না এই দেশ

৩০ শে মে, ২০১৮ রাত ১০:৪৩

রাজীব নুর বলেছেন: বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি কদর করে। কিন্তু শেষ সময়ে।

১৮| ৩০ শে মে, ২০১৮ বিকাল ৫:৪১

আকতার আর হোসাইন বলেছেন: সহমত ভাই... তবে দুই একটা ব্লগারের মৃত্যু হয়েছে তাদের দোষেই। তারা ধর্মকে কটাক্ষ করবে বাক স্বাধীনতার নামে আর এইগুলো সহ্য করা যায় কিভাবে....


বাক স্বাধীনতা আছে ঠিক আছে কিন্ত সরকারের উচিৎ একটা নিয়ম প্রণয়ন করা যাথে কোন লেখক ব্লগার সাংবাদিক কেউ যেন ধর্মকে হেয় প্রতিপন্ন করে কথা না বলে...

৩০ শে মে, ২০১৮ রাত ১০:৪৫

রাজীব নুর বলেছেন: ধর্ম কি এতই সস্তা, কেউ খারাপ বললে ধর্ম খারাপ হয়ে যাবে। আবার একজন নেশাখোর বা ধর্ষণকারী যদি ধর্মকে ভালো বলে তাহলে ধর্ম ভালো হয়ে যাবে? ব্লগাররা তাদের দোষে মরেনি। তারা তাদের কাজ করেছে, আপনার ভালো লাগলে গ্রহন করবেন। ভালো না লাগলে বর্জন করবেন। শেষ। মারার অধিকার আপনাকে কে দিল?

চিন্তা ভাবনা মন মানসিকতা উন্নত করুন।

১৯| ৩০ শে মে, ২০১৮ বিকাল ৫:৫৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: @নূর মোহাম্মদ নূরু, কিন্তু মেজাজ তো আপনিই গরম করে রেখেছেন! "

আমি আবার মথা গরম করলাম কই,
প্রশ্ন করছি উত্তর না দিয়ে ম্যাওপা্ও করেন কেন?
১০ মিনিট কয় মিনিটে হয় ?

৩০ শে মে, ২০১৮ রাত ১০:৪৬

রাজীব নুর বলেছেন: সহমত।

২০| ৩০ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:০৫

কাওসার চৌধুরী বলেছেন: চমৎকার একটা বিষয় নিয়ে লেখেছেন, রাজীব ভাই। হ্যা, এসব রাষ্ট্রীয় অনুষ্টানে, বিদেশ সফরে ব্লগারদেরও আমন্ত্রণ করা উচিৎ। আমাদের পক্ষ থেকে শ্রদ্ধেয় @ চাঁদগাজী সাহেব দাওয়াত পেলেই চলতো। তিনি মুক্তিযোদ্ধা কোঠায়ও দাওয়াত পেতে পারতেন। :( :(

৩০ শে মে, ২০১৮ রাত ১০:৪৭

রাজীব নুর বলেছেন: আহ হা এখানে আবার চাঁদগাজীকে টানছেন কেন?
উনি একজন অসাধারন ব্লগার। ব্লগার হিসেবে তার তুলনা হয় না।

২১| ৩০ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:১০

মোছাব্বিরুল হক বলেছেন:
কেঁচো খোড়তে গিয়ে যদি সাপ বেড়িয়ে আসে, তবে কে সামলাবে! এই ভেবে হয়ত।

৩০ শে মে, ২০১৮ রাত ১০:৪৮

রাজীব নুর বলেছেন: তা মন্দ বলেন নি।

২২| ৩০ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৩২

কামরুল ইসলাম রুবেল বলেছেন: আমার মতে সবচেয়ে সঠিক এবং বাস্তব সম্মত কারণ হচ্ছে বর্তমান জেনারেশন সামুর গভীরতা সম্পর্কে অবগত নয়। সুদীপ কুমার এর সাথে একমত।

৩০ শে মে, ২০১৮ রাত ১০:৪৯

রাজীব নুর বলেছেন: আমিও আপনাদের সাথে একমত।

২৩| ৩০ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৫২

জাহিদ অনিক বলেছেন:
আমরা নিজেরা নিজেরা মাঝেমধ্যে দেখা সাক্ষাৎ করে ব্লগীয়ভাবাপন্ন পরিবেশ তৈরী করতে পারি

৩০ শে মে, ২০১৮ রাত ১০:৫০

রাজীব নুর বলেছেন: তা তো করাই যায়। এমনটাই হওয়া উচিত।
আমি খুব শীঘ্রই এরকম ব্যবস্থা গ্রহন করবো। ধারাবাহিকভাবে।

২৪| ৩০ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:০১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার দাবির সাথে জোর সমর্থন জানাচ্ছি। তবে, ব্লগাররা নিরপেক্ষ থেকে লেখেন- এটা ঠিক না। ব্লগে অল্প দিন, অনেক পোস্টই মনে হয় দেখেন নি- দলাদলি নিয়ে।

আর ভালো কথা- আমার পক্ষ থেকে একটা বিরাট গালি নিন। আপনি এবং নুর মোহাম্মদ নুরু ভাই ছিলেন সেই ধরনের ব্লগার- যারা নিজেরা পোস্ট লিখতেন, অন্যের পোস্টে কমেন্ট তো দূরের কথা, নিজেদের পোস্টে অন্যদের কমেন্টের রিপ্লাই পর্যন্ত দিতেন না। আপনাদের দুজনকেই কম ভর্ৎসনা করি নাই। এখন সব ব্লগে যাচ্ছেন, কমেন্ট করছেন, এবং হাতে নাতেই ফল পাচ্ছেন। এটা বললাম এই কারণে, আপনি বর্তমানের মতো ব্লগিং অব্যাহত রাখুন। আপনি শীর্ষ ব্লগার হবেন সবার ভালোবাসায়, আর রাষ্ট্রীয় কোনো প্রোগ্রামে কোনো ব্লগার আমন্ত্রিত হলে এই ব্লগ থেকে আপনার নাম আমি প্রস্তাব করে রাখলাম। আপনার পর নুরু ভাইয়ের নাম। সবার শেষ নামটি হবে চাঁদগাজী ভাইয়ের (সব ব্লগার দাওয়াত পাওয়ার পর) :)

৩০ শে মে, ২০১৮ রাত ১০:৫৩

রাজীব নুর বলেছেন: আমি বরাবর'ই দেখেছি আপনার রাগ টা বেশি। রাগ কমান। শান্ত হোন।
দলাদলি থাকবেই। সব দেশেই আছে। এটা কোনো বড় সমস্যা না।
হুম আগে মন্তব্য প্রায় করতাম'ই না। কিন্তু মন্তব্য করা উচিত ছিল। ভুলটা বুঝতে পেরেছি।

আপনি ভালো থাকুন। সুস্থ থাকুন।

২৫| ৩০ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:১২

সৈয়দ ইসলাম বলেছেন:
বিজন রয় বলেছেন: কারণ ব্লগাররা কারো তেল মারে না।

বিষয় সেটাই

৩০ শে মে, ২০১৮ রাত ১০:৫৩

রাজীব নুর বলেছেন: সহমত।

২৬| ৩০ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ব্লগার হিসেবে দাওয়াত বা এওয়ার্ড পেলে চাঁদগাজীরই পাওয়া উচিত...

৩০ শে মে, ২০১৮ রাত ১০:৫৪

রাজীব নুর বলেছেন: সহমত। ১০০% সহমত।

২৭| ৩০ শে মে, ২০১৮ রাত ৯:১৬

জুন বলেছেন: কাকে রেখে কাকে বলবে কে আবার এই রোজা রমজানের দিনে মন খারাপ করবে তাই কাউকে বলেনি রাজীব নুর। গুড ডিসিশন :)

৩০ শে মে, ২০১৮ রাত ১০:৫৪

রাজীব নুর বলেছেন: হা হা হা ----

২৮| ৩০ শে মে, ২০১৮ রাত ৯:৫৪

আহমেদ জী এস বলেছেন: রাজীব নুর ,




সহব্লগার চাঁদগাজী মন্তব্যে ঠিকই বলেছেন । ব্লগারদের পেছনের সারিতে রাখার কাজটি কিন্তু শুরু করেছেন খালোদা জিয়া তাদেরকে নাস্তিক আখ্যা দিয়ে ।
তাই ব্লগারদের কোন পাতেই তোলা হয়না ।
সহব্লগার জুন এর মন্তব্যে হা......হা.........হা................. B-)

৩০ শে মে, ২০১৮ রাত ১০:৩৮

রাজীব নুর বলেছেন: আমরা ব্লগাররা যদি একটু নড়াচড়া দেই তাহলে সব কিছু বদলে দেওয়া সম্ভব।

২৯| ৩১ শে মে, ২০১৮ রাত ১২:৩৪

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: আপনার চাওয়ার সাথে দ্বিমত পোষন করলাম। ব্লগে যারা লিখতে আসেন, তারা কিছু পাবার উদ্দেশ্যে লিখেন না, মনের আনন্দেই লিখেন। তবে এর ভিতরও একটা অংশ আছে, নিজের নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে আসেন। আর প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হওয়াটা কি বিশাল কিছু ? এটার জন্য এত উতলা হতেই হবে কেনো ? পারিবারিক সম্পর্কের কারনেই কয়েকবারই বঙ্গভবনে যেতে হয়েছিলো। আমার কাছেতো আকর্ষনিয় কিছু মনে হয়নি। আমি স্বাধীন মানুষ, স্বাধীন ভাবেই লিখতে চাই, বাঁচতে চাই। এটাতেই আমার আগ্রহ। ব্লগে লেখালেখি করে ফিনেন্সিয়াল বেনিফিটেড হবারও প্রফোজাল এড়িয়ে গেছি। কারন আমার মনে হয়েছে, প্রফেশন এবং অামার ভাললাগাটাকে আমি আলাদা রাখবো। যেখানে কাউকে নাক গলাতে দেবো না। এর জন্য কারো কাছে কৈফিয়ত দিতেই আমি রাজি না। যখনি এর থেকে কিছু আশা আমি করবো, তখনি আমার লেখালেখি ঐ উদ্দেশ্যমুখী হয়ে পড়বে।

আর ব্লগে লিখে যারা দেশটাকে পাল্টে ফেলবে মনে করে, তারা একটু বেশী আবেগী, মানে বোকাই আরকি।

৩১ শে মে, ২০১৮ সকাল ১০:৫৪

রাজীব নুর বলেছেন: আমি আপনার মন্তব্যকে স্বাগত জানাই।
প্রতিটা মানূষের হাতের ছাপ আলাদা। প্রতিটা ব্লগারের চিন্তা ভাবনা আলাদা।

৩০| ৩১ শে মে, ২০১৮ রাত ১২:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: ব্লগার ছাড়া অন্য সবাই বিক্রি হয়েছে। ব্লগাররা মুক্ত মনা। তারাই সমাজের দর্পণ।

৩১ শে মে, ২০১৮ সকাল ১০:৫৫

রাজীব নুর বলেছেন: দামী মন্তব্য করেছেন।

৩১| ৩১ শে মে, ২০১৮ রাত ১:১৭

ক্লে ডল বলেছেন: স্বাধীনতা পদক, বাংলা একাডেমি পুরস্কার, জেমকন সাহিত্য পুরস্কার এগুলোতে কি আপনি আলাদা ব্লগার কোটা চাচ্ছেন? একজন ব্লগার লেখক অথবা সাংবাদিক হতে পারেন। কর্মগুণে পদক, পুরস্কারও পেতে পারেন।

ব্লগ লেখার জন্য আলাদা পুরস্কার দাবী করা যেতে পারে।

তবে ব্লগারদের সংগঠনের দরকার আছে, এ বিষয়ে একমত। নানা মত, রুচি, পেশার একটা শিক্ষিত গোষ্ঠী এক হয়ে আমরা নিজেদের সমৃদ্ধ করতে পারি আবার সমাজ, দেশকে এগিয়ে নিতে পারি।

৩১ শে মে, ২০১৮ সকাল ১০:৫৫

রাজীব নুর বলেছেন: সুন্দর মন্তব্য করেছেন।

৩২| ৩১ শে মে, ২০১৮ রাত ১:৩৪

জুনায়েদ বি রাহমান বলেছেন: কারণ অনেকেই বলেছেন। আমিও সহমত।
"ব্লগার'রা তেলবাজি, দলবাজি করেন না"

৩১ শে মে, ২০১৮ সকাল ১০:৫৬

রাজীব নুর বলেছেন: ইয়েস।

৩৩| ৩১ শে মে, ২০১৮ ভোর ৫:২৪

অক্পটে বলেছেন: ব্লগে সরকারের সমালোচনা হয় অথবা ব্লগাররা গীতা পাঠ করতে জানেনা। মোদী জীবনে এমন সু মধুর গীতা পাঠ আর কারো কন্ঠে শুনেননি। ব্লগারদের দাওয়াত না দেয়ার এসবও কারণ হতে পারে কি?

৩১ শে মে, ২০১৮ সকাল ১০:৫৮

রাজীব নুর বলেছেন: ১০০% সহমত।

৩৪| ৩১ শে মে, ২০১৮ সকাল ৯:৪৯

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: ব্লগের লেখা সবার কাছে পৌঁছেনা তাই হয়তো ব্লগারদের কদর নেই।

৩১ শে মে, ২০১৮ সকাল ১০:৫৯

রাজীব নুর বলেছেন: না এই কথাটা ঠিক না।
তবে সামুর ফেসবুক পেজ থেকে নিয়মিত ব্লগারদের লেখা শেয়ার করা দরকার।

৩৫| ৩১ শে মে, ২০১৮ সকাল ১০:১২

লাবণ্য ২ বলেছেন: গতকাল দুপুরের পর আর ব্লগে ঢুকি নাই তাই এই গুরুত্বপূর্ণ পোস্টটা পড়া হয় নাই।এখন পড়লাম।শেখ হাসিনা মনে হয় বেশি জ্ঞানীগুণী জনদের পছন্দ করেন না তাই ইফতার পার্টিতে কোন ব্লগারকে দাওয়াত দেন নাই।

৩১ শে মে, ২০১৮ সকাল ১১:০০

রাজীব নুর বলেছেন: আমি সব ব্যবস্থা করবো।
অপেক্ষা করুন আর দেখুন।

৩৬| ৩১ শে মে, ২০১৮ সকাল ১০:২২

শামচুল হক বলেছেন: ব্লগার নিয়ে লেখাটা আমার কাছে খুবই ভালো লাগল। চরম সত্য কথাগুলাই বলেছেন। সুন্দর একটা পোষ্টের জন্য অসংখ্য ধন্যবাদ।

৩১ শে মে, ২০১৮ সকাল ১১:০১

রাজীব নুর বলেছেন: আমার সাথে সহমত প্রকাশ করার জন্য ধন্যবাদ।

৩৭| ৩১ শে মে, ২০১৮ সকাল ১১:৩৩

টারজান০০০০৭ বলেছেন: দরকার কি ? ব্লগাররা অন্তরালেই থাকুক ! তবে লাইনে থাকুক।

কিছু ব্লগার লাইন ছাড়িয়া বেলাইনে গিয়া দুর্ঘটনা ঘটাইয়াছেন ! সামুর উচিত ছিল তাহাদের লাইনে থাকিতে বাধ্য করা ! সামু এইক্ষেত্রে ব্যার্থ হইয়াছে ! সরকারের উচিত ছিল এইসব সেকুলাঙ্গার পাঁঠাদের খোঁয়াড়ে ভরা। খোঁয়াড়ে গিয়া হয়ত সংশোধন হইয়া যাইত !

প্রত্যেক জনগোষ্ঠী, ব্যাক্তির স্পর্শকাতর বিষয় থাকে যাহাতে আঘাত করিলে তীব্র প্রতিক্রিয়াই হইবে ! আমি জানিনা , আপনি সেসময় ব্লগে ছিলেন কিনা ! আপনার পরিবার লইয়া কেহ খারাপ কিছু বলিলে আপনি তীব্র প্রতিক্রিয়া দেখাইবেনই। সেখানে ধর্ম ও ধর্মীয় ব্যাক্তিত্ব তো আরো স্পর্শকাতর বিষয় ! আপনি কি সেইসব ন্যাক্কারজনক পোস্টগুলো দেখিয়াছেন ? বাক স্বাধীনতার নামে এধরণের পোস্ট একমাত্র কুলাঙ্গাররাই দিতে পারে ! কোন মুসলিমের পক্ষে সেসব পোস্ট সহ্য করা সম্ভব নহে !

তাই ব্লগেও প্রতিক্রিয়া হইয়াছে,বাহিরেও, যদিও আইন নিজের হাতে লওয়ার সুযোগ নাই ! আর ব্লগে সেসময় ধর্ম বিরোধী কন্টেন্ট গুলো নিয়া রাজনীতি হওয়ায় নাস্তিকতার ট্যাগ লাগিয়াছে ! আয়নায় নিজেদের মুখও দেখা উচিত !

৩১ শে মে, ২০১৮ বিকাল ৪:৩৭

রাজীব নুর বলেছেন: আপনার মন্তব্য আমি সম্মানের সাথে গ্রহন করলাম। কিন্তু পুরোপুরি মানলাম না।

৩৮| ৩১ শে মে, ২০১৮ দুপুর ১২:১৪

তারেক ফাহিম বলেছেন: নিময়মিত অনলাইনে সময় দেন তাই হয়তো পার্টিতে দাওয়াত পায়নি ;)

সামু ব্লগে আসতে না পারায় এ কদিনে আমার যা হয়েছে। মনে হচ্ছিল কেউ গলা টিপে রাখছে X((

এখনও সমস্যা আছে পোষ্ট হয় না।
সমাধান হবে আশা করছি কাজ চলছে।

৩১ শে মে, ২০১৮ বিকাল ৪:৩৮

রাজীব নুর বলেছেন: দ্রুত সমাধান হোক।

৩৯| ৩১ শে মে, ২০১৮ দুপুর ১২:১৭

নিয়াজ সুমন বলেছেন: সুন্দর উপস্থাপন, অন্যদের মতো আমাদের ও উচিত এক ছাতার নিচে আসা, সভা, সমিতি, সংঘ গড়ে তোলা, যা সময়ের দাবী।, আপনার স্বপ্ন সত্যি হোক। শুভ কামনা প্রিয়।

৩১ শে মে, ২০১৮ বিকাল ৪:৩৯

রাজীব নুর বলেছেন: সাথে থাকুন।

৪০| ৩১ শে মে, ২০১৮ দুপুর ১:৫৩

পুলক ঢালী বলেছেন: সুন্দর কথা বলেছেন তবে ভাবতে হবে ব্লগারদের মূল্যায়ন করার মত যোগ্যতাসম্পন্ন মানুষ ওনার আশেপাশে আছে কিনা ? আমি মনেকরি নেই। ব্যাক্তি শেখ হাসিনা কিছুই নন এখানে প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় প্রটোকলের সাথে যুক্ত হওয়ার কথা বলা হয়েছে সুতরাং পোষ্টে প্লাস।

৩১ শে মে, ২০১৮ বিকাল ৪:৪০

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।

৪১| ৩১ শে মে, ২০১৮ বিকাল ৪:৪৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: পোস্টের চাইতে কমেন্টগুলো ভাল ছিল। =p~

৩১ শে মে, ২০১৮ রাত ১০:১৩

রাজীব নুর বলেছেন: এই জন্যই কথায় বলে সূর্যের চেয়ে বালি গরম।

৪২| ০১ লা জুন, ২০১৮ রাত ১২:১০

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আর কাউকে ভয় না পেলেও ব্লগারগো সরকার ভয় পায়। ;)

০১ লা জুন, ২০১৮ দুপুর ২:১৪

রাজীব নুর বলেছেন: তা ঠিক।

৪৩| ০১ লা জুন, ২০১৮ দুপুর ১:২৬

কথার ফুলঝুরি! বলেছেন: ব্লগারদের জন্য এত মূল্যবান একটি পোস্ট এবং এত ভারী ভারী মন্তব্য এর মাঝখানে আমি পিঁপড়া কি বলব বুঝতে পারছিনা :P :( তবে ব্লগার হোক, সাংবাদিক হোক যে হোক সবাইকে তার প্রতিভার মূল্যায়ন করা উচিত। তবে সরকার বা অন্য কেউ মূল্যায়ন করুক বা না করুক পাঠক দের ভালোবাসা সবসময় ই থাকবে ব্লগার দের প্রতি।

০১ লা জুন, ২০১৮ দুপুর ২:১৫

রাজীব নুর বলেছেন: সুন্দর মন্তব্য করেছেন।

৪৪| ০১ লা জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৫৩

কাছের-মানুষ বলেছেন: ব্লগের সম্পর্কে সমাজে একটি নেতিবাচক ধারনা আছে। প্রিন্ট বা অন্য মিডিয়াতে যারা আছে তারা মানুষকে ব্যাপারটা খোলাসা করতে পারত কিন্তু তাদের ব্লগ সম্পর্ক আচরণ হল সৎ মায়ের মত, ব্লগকে তারা মনে হয় প্রতিধন্ধি ভাবেন!! সরকার এবং তারাও চায় না ব্লগাররা এরকম অনুষ্টানে আমন্ত্রন পাক, এতে সমাজে একটি অলিখিত স্বীকৃতি পাবে এটা হিতে বিপরীত হতে পারে অনেকের জন্য, তাই যতটা কোনঠাসা করে রাখা যায় ব্লগ এবং ব্লগারদের ততই মঙ্গল!!

০২ রা জুন, ২০১৮ সকাল ১১:১২

রাজীব নুর বলেছেন: কিন্তু বেশি দিন কোনঠাসা করে রাখতে পারবে না।

৪৫| ০২ রা জুন, ২০১৮ রাত ২:২৫

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: খুব সুন্দর সত্য একটা ব্লগ ।

০২ রা জুন, ২০১৮ সকাল ১১:১২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বোন।

৪৬| ০২ রা জুন, ২০১৮ বিকাল ৩:২১

একদম_ঠোঁটকাটা বলেছেন: ব্লগ এখন সামাজিক দর্পণের ভূমিকা পালন করছে।

০২ রা জুন, ২০১৮ রাত ৯:২৮

রাজীব নুর বলেছেন: ব্লগের কাজ এবং দায়িত্ব এটা হওয়াই উচিত।

৪৭| ০২ রা জুন, ২০১৮ বিকাল ৩:৪৩

গরল বলেছেন: ব্লগিং তো কোন পেশা না, প্রধানমণ্ত্রীতো শুধু পেশাজিবীদেরকেই নিমন্ত্রণ করেন। শিল্পী, সাহিত্যিক, কবি, সাংবাদিক, খেলোয়ার সবই কিন্তু এখন পেশা।

০২ রা জুন, ২০১৮ রাত ৯:২৯

রাজীব নুর বলেছেন: ব্লগারদের কি পেশি নেই?
সব ব্যবস্থা আমি করবো। প্রধানমন্ত্রী দাওয়াত অবশ্যই দিবেন।
অপেক্ষা করুন। আমরা আর অবহেলিত হবো না।

৪৮| ০৩ রা জুন, ২০১৮ রাত ১:৩৪

হবা পাগলা বলেছেন: সময় উপযোগী পোস্ট

০৩ রা জুন, ২০১৮ সকাল ১০:৫৫

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।

৪৯| ০৩ রা জুন, ২০১৮ রাত ১:৪৪

হবা পাগলা বলেছেন: ব্লগারদের জন্য সময় উপযোগী প্লাটফরম প্রয়োজন, সামুতে অনেক সমস্যা আছে, সামুর এডমিনরা তাদের নীতিমালা হালনাগাদ করে না। আসুন আমরা সবাই মিলে একটি সুস্ঠ নীতিমালা প্রনয়ন করি। পরবর্তীতে আমরা নিজেদের প্লাটফরমে ব্লগ প্রকাশ করব।

০৩ রা জুন, ২০১৮ সকাল ১০:৫৫

রাজীব নুর বলেছেন: আমার মনের কথাটা বলেছেন।

৫০| ০৩ রা জুন, ২০১৮ দুপুর ২:৩৫

তামান্না তাবাসসুম বলেছেন: সময়োপযোগী পোস্ট। এ বিষয়টা আলোচনার দাবি রাখে।

০৩ রা জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৩৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৫১| ০৩ রা জুন, ২০১৮ সন্ধ্যা ৭:১৫

ফেনা বলেছেন: ভাল লাগল।
আসলে কি জানেন একটা দেশের উন্নয়নের জন্য তিনটা বিষয়ে খুব গুরুত্ত দেওয়া উচিত।
১। শিক্ষা
২। যোগাযোগ
৩। প্রযুক্তি
যে দেশের এই তিনটা স্তম্ব শক্ত সেই দেশের উন্নতি কেউই আটকে রাখতে পারবে না। এটা বাস্তব। এই বিষয় গুলি বাস্তবায়ন করার জন্য দরকার দেশের কিছু ভাল মাথা যারা সুদুর প্রসারী চিন্তা করতে সক্ষম। যারা সমাজকে সুক্ষ ভাবে খুটিয়ে দেখতে পারে, পারে সমস্যার মূল উদ্ঘাটন করে এর সমাধান বের করার ক্ষমতা। যারা থাকবে সৎ এবং নিরপেক্ষ ও নিষ্ঠাবান। তাহলেই দেশ খুব দ্রুত এগিয়ে যাবে।

সে জন্য চাই ঐ মাথাওয়ালা, চিন্তাশীল মা্নুষগুলিকে এক ছাদের নিচে নিয়ে আসা। তাদের পরিচর্চা করা।

যারা ব্লগ লেখে তারা প্রত্যেকেই চিন্তাশীল মানুষ। একেক জন একেক ভাবে দেশকে পর্যালোচনা করছেন। অনেক সমস্যা নিয়ে আলোচনা করে তার সমাধানও দেখিয়ে দিচ্ছেন। সরকারের উচিত ব্লগারদের আলাদা করে সম্মান দেওয়া। পর্যাপ্ত জ্ঞান না থাকলে বিভিন্ন বিষয় নিয়ে চুল ছেড়া বিশ্লেষণ করা যায় না। তাহলে তারা জ্ঞানী। আর জ্ঞান এবং জ্ঞানী ছাড়া একটা দেশ আদিম যুগের একটা গোষ্ঠির মতই।
মনে রখা উচিত যে দেশে জ্ঞানীর কদর হয় না সে দেশে জ্ঞানী জন্মায় না।
সুতরাং দেশ এবং দেশের কথা চিন্তা করে সরকারের উচিত জ্ঞান এবং জ্ঞানীদের প্রতি সুদৃষ্টি দেওয়া। তাদেরকে এছাদের নিচে নিয়ে উপযুক্ত সম্মানে সম্মানীত করা।

সুন্দর এবং সময় উপযোগী একটা পোষ্ট দেওয়ার জন্য রাজীব ভাইকে ধন্যবাদ।

০৪ ঠা জুন, ২০১৮ সকাল ১০:০৬

রাজীব নুর বলেছেন: চমৎকার মন্তব্য করেছেন।

৫২| ১১ ই জুন, ২০১৮ সকাল ৯:১৭

পাকাচুল বলেছেন: ব্লগারদের সরকারীভাবে কোন স্বীকৃতি দেওয়া হয় নাই। তাই আজ এই অবস্থা। নাস্তিক ট্যাগ খাওয়ার ভয়ে কেউ আজকাল ব্লগার পরিচয় দিয়ে সাহস পায় না।

চিন্তাধারা বদলাতে হবে।

১১ ই জুন, ২০১৮ সকাল ৯:৪৮

রাজীব নুর বলেছেন: সহমত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.