নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আবারও হত্যা

১১ ই জুন, ২০১৮ রাত ৮:৪৬



এই মাত্র জানতে পারলাম, ব্লগার দূর্বা জাহান এর বাবা ব্লগার শাহজাহান বাচ্চুকে গুলি করে মেরে ফেলেছে। স্থানীয় লোকজন ইছাপুরা হাসপাতালে নিয়ে যায়৷। হাসপাতালে চিকিৎসাধীন ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।

বিশাখা প্রকাশনীর প্রকাশক শাহজাহান বাচ্চুকে গুলি করে হত্যার সংবাদে আমি বিস্মিত, মর্মাহত ও বিক্ষুব্ধ।

যারাই এই হত্যাঘটনার জন্য দায়ী, তাদের সনাক্ত করে বিচারের আওতায় আনা হোক।

মুন্সীগঞ্জের সিরাজদিখান থানার কাকালদি গ্রামে নিজ এলাকার রাস্তায় অবস্থানকালীন সময়ে, তারই গ্রামের বাড়িতে ধর্মীয় কারণে ঘাতকের বুলেটে নির্মমভাবে নিহত।

মতের অমিল হলেই এভাবে হত্যা করতে হবে? গতকাল সে, আজকে ইনি, কালকে আপনি, পরশু আমি কারোরই নিস্তার নেই এদের হাত থেকে। স্বাধীনভাবে নিজের মত প্রকাশও করা যাবে না। অবাক হচ্ছি না। এমনটাই হয়ে এসেছে আমাদের এই দেশে। দিন দুপুরে মেরে ধরাছোঁয়ারর বাইরে চলে যাবে কারোর ই কিছুই করার থাকবে না। বিচারের আশা করা বোকামি বই আর কিছুই না।


কবি, প্রকাশক, সাবেক ছাত্র ইউনিয়ন নেতা, Shahzahan Bachchu ভাই! এই অপমৃত্যুর দ্বায় কার? আমরা কেউ নিরাপদ না? কোথায় আছি? কিভাবে আছি?


মন্তব্য ৫৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৫৩) মন্তব্য লিখুন

১| ১১ ই জুন, ২০১৮ রাত ৮:৫৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ছদ্মনা‌মে না লি‌খে তো ঝু‌ঁকির ম‌ধ্যে আ‌ছি।

১২ ই জুন, ২০১৮ সকাল ৯:৩০

রাজীব নুর বলেছেন: তাই তো।

২| ১১ ই জুন, ২০১৮ রাত ৯:০০

লাবণ্য ২ বলেছেন: ভাইয়া একটু আগে আপনার টুকরা টুকরা সাদা মিথ্যা পোস্টটি দেখে ক্লিক করতেই দেখি পোস্টটি আপনি সরাই ফেলছেন ।

১২ ই জুন, ২০১৮ সকাল ৯:৩০

রাজীব নুর বলেছেন: হুম, সেই পোষ্ট আজ পোষ্ট করবো।

৩| ১১ ই জুন, ২০১৮ রাত ৯:০৩

বিজন রয় বলেছেন: ???!!!!

বলেন কি?

৪| ১১ ই জুন, ২০১৮ রাত ৯:১৬

চাঁদগাজী বলেছেন:


উনার সাথে কাদের মতের অমিল হচ্ছিল? উনি কোন ধরনের মতামতের লোক ছিলেন?

১২ ই জুন, ২০১৮ সকাল ৯:৩০

রাজীব নুর বলেছেন: আমি কেন যাবো!
আমার আছে শুদ্ধতম মাটি
আছে ক্ষুব্ধ জমাট জল
এই শরীর নত নয়, তবু
আমি কেন যাবো!
আঘাতে আঘাতে শত ছিন্ন
রক্তে তাই চিহ্ন আঁকলাম।

জুন ১২, ২০১৮

(শাহজাহান বাচ্চু, প্রকাশক। নিহত জুন ১১, ২০১৮)

৫| ১১ ই জুন, ২০১৮ রাত ৯:২৯

তেলাপোকা রোমেন বলেছেন: "তারই গ্রামের বাড়িতে ধর্মীয় কারণে ঘাতকের বুলেটে নির্মমভাবে নিহত"
কীভাবে নিশ্চিত হলেন।
সহযোদ্ধার বাবার অকালপ্রয়ানে ব্যথিত :(

১২ ই জুন, ২০১৮ সকাল ৯:৩১

রাজীব নুর বলেছেন: হুম।

৬| ১১ ই জুন, ২০১৮ রাত ৯:৩৯

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশে ধর্ম নিয়ে আলোচনা করা ভুল; বেশীরভাগ মানুষ ধর্ম নিয়ে আলোচনা করাকে পছন্দ করে না।

১২ ই জুন, ২০১৮ সকাল ৯:৩২

রাজীব নুর বলেছেন: আমাদের যেন কী নেই! আমাদের যেন কী চাই! আরো চাই আরো... নাম চাই, সম্মান চাই, প্রশংসা শুনতে চাই... আমরা সাজতে শিখেছি, হাসতে শিখেছি, কুরুক্ষেত্রে বাস করেও 'আহ কী দারুণ সুখী!' অভিনয় করতে শিখেছি....

৭| ১১ ই জুন, ২০১৮ রাত ৯:৪০

বিজন রয় বলেছেন: খুনের কারণ কি জানতে পারলেন?

১২ ই জুন, ২০১৮ সকাল ৯:৪২

রাজীব নুর বলেছেন: মানুষের জীবনের মূল্য একটু বৃদ্ধি পাবে, এমন বাজেট দেয়ার ক্ষমতা
একদা এরশাদের মন্ত্রীরও নাই।

কবিতার বই প্রকাশ করেও এদেশে গুলিবিদ্ধ হয়ে জীবন দিতে হয়!

‘বিচার হবে’ ‘হত্যাকারীরা রেহাই পাবে না’ ‘আস্থা রাখুন’ ‘হত্যাকান্ড সব দেশেই হয়’ ‘আগে আরও বেশি হতো’- হুক্কা হুয়া এই শ্রেণীটি ১৯৭১ সালে রাজাকার উপাধী পেয়েছিল।আসলে এরা মূলত দালাল, এখনও তারা দৃশ্যমান।




Golam Mortoza

৮| ১১ ই জুন, ২০১৮ রাত ৯:৫৬

কবীর হুমায়ূন বলেছেন: পড়লাম।
আমরা সহানুভূতি জানালেই কি ক্ষতিগ্রস্ত পরিবারের কোন উপকারে আসবে?

১২ ই জুন, ২০১৮ সকাল ৯:৪২

রাজীব নুর বলেছেন: তাহলে আমাদের কি করা উচিত।

৯| ১১ ই জুন, ২০১৮ রাত ১০:০২

কাইকর বলেছেন: কোন কিছুতে তো সমস্যা ছিল।

১২ ই জুন, ২০১৮ সকাল ৯:৪৩

রাজীব নুর বলেছেন: কি জানি।

১০| ১১ ই জুন, ২০১৮ রাত ১০:২৭

নাজিম সৌরভ বলেছেন: আগে তো নিশ্চিত হওয়া উচিৎ কি কারণে নিহত হলেন ? এখন পর্যন্ত ধর্মীয় উগ্রবাদীরা কোন বুড়ো ব্লগারকে খুন করেনি । তারা উঠতি বয়সী এবং যুবক ব্লগারদের টার্গেট করে । আমার ধারণা লেখালেখির কারণে এই খুন সংঘটিত হয়নি ।

১২ ই জুন, ২০১৮ সকাল ৯:৪৩

রাজীব নুর বলেছেন: শাহজাহান বাচ্চু ছিলেন কেবল মাত্র কবিতা প্রকাশনা সংস্থা বিশাকার কর্নধার। ছিলেন এক সাহসী সত্যবাদী ব্যাক্তিত্ব। তাঁকে হত্যা করেছে দেশের দূর্জন।

১১| ১১ ই জুন, ২০১৮ রাত ১০:৩৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: শীর্ষনিউজ, মুন্সিগঞ্জ : মুন্সিগঞ্জ জেলা কমিউনিস্ট পার্টির সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান বাচ্চুকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার সন্ধ্যায় তাকে হত্যা করা হয়।

আপনি কি এই শাহজাহান বাচ্চুর কথাই বলছেন???

আইন নিজের হাতে তুলে নেয়া সবচে বড় অপরাধা!
অপরাধীদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্ত মূলক বিচার করা হোক।

১২ ই জুন, ২০১৮ সকাল ৯:৪৪

রাজীব নুর বলেছেন: জানি এরও কোন প্রতিকার হবেনা। এবং বিচার হয় না বলেই দীপনের মৃত্যুর পর তার শোকাহত পিতা, ক্ষোভে দুঃখে, আমার শিক্ষক জনাব ফজলুল হক কোনো বিচার চাননি। তিনি শুধু বলেছেন, মানুষের শুভ বুদ্ধির উদয় হোক।

১২| ১১ ই জুন, ২০১৮ রাত ১১:০১

স্োরনাভ বলেছেন: আফিমের নেশা আর কতদিন কয়জনের জীবন নিবে? শোক প্রকাশ করছি। এক অপুরনীয় ক্ষতি হয়ে গেল।

১২ ই জুন, ২০১৮ সকাল ৯:৪৫

রাজীব নুর বলেছেন: এরকম একেকটি মৃত্যু হয় আর আমরা দেশ হিসেবে নিম্ন থেকে আরো নিম্ন মানের হয়ে যাই।

১৩| ১২ ই জুন, ২০১৮ রাত ১২:১৮

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: এদেশ নিরাপদ নয়।


এখন পরিস্হিতি কেমন? সরকারের পক্ষ থেকে অপরাধীদের ধরতে কি পদক্ষেপ নিয়েছে?

১২ ই জুন, ২০১৮ সকাল ৯:৪৫

রাজীব নুর বলেছেন: এ কেমন মৃত্যু, কেন এ মৃত্যু’? - আর কতবার এ শুধু প্রশ্নই থেকে যাবে, যার উত্তর মেলে নি, মেলে না, মিলবে না।

১৪| ১২ ই জুন, ২০১৮ রাত ১:৪৪

চাঁদগাজী বলেছেন:


বিদ্রোহী ভৃগু বলেছেন, "আইন নিজের হাতে তুলে নেয়া সবচে বড় অপরাধা! "

-তা'হলে, ওরা "আইন"কে নিজের হাতে তুলে নিয়েছে? এখানে "আইন" বলতে আপনি কি বুঝাচ্ছেন? আপনার কি বাংলা লেখার সমস্যা, নাকি লোকটাকে মেরে ফেলার মত "আইনগত" ছিলো; সমস্যা শুধু ওরা নিজেরা মেরছে, পুলিশে মারলে সঠিক হতো?

১২ ই জুন, ২০১৮ সকাল ৯:৫১

রাজীব নুর বলেছেন: থাক বাদ দেন।


আসলে কেউ মরে গেলে বলা উচিত না, 'লোকটা তার কর্মের মধ্যে বেঁচে থাকবে'।

১৫| ১২ ই জুন, ২০১৮ ভোর ৪:০৩

কাওসার চৌধুরী বলেছেন: এমন হত্যার তীব্র নিন্দা জানাই। এটা চরম লজ্জা ও অপমানের। X(

১২ ই জুন, ২০১৮ সকাল ৯:৫২

রাজীব নুর বলেছেন: বাচ্চু ভায়ের হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তি চাই।

১৬| ১২ ই জুন, ২০১৮ সকাল ৭:০৮

জাহিদ অনিক বলেছেন: খুবই প্যাথেটিক

১২ ই জুন, ২০১৮ সকাল ৯:৫৩

রাজীব নুর বলেছেন: এই মিছিলের শেষ কোথায়?

১৭| ১২ ই জুন, ২০১৮ সকাল ১০:২১

একদম_ঠোঁটকাটা বলেছেন: একটা স্যাটেলাইট উৎক্ষেপণ করে বিশ্ব দরবারে বাংলাদেশ ২ ধাপ এগিয়েছে আর এরকম একটি মৃত্যু বাংলাদেশ কে ২০০ ধাপ পিছিয়ে দিচ্ছে।

১২ ই জুন, ২০১৮ সকাল ১০:২৪

রাজীব নুর বলেছেন: সহমত।

১৮| ১২ ই জুন, ২০১৮ সকাল ১০:২৮

একদম_ঠোঁটকাটা বলেছেন: মাঝে মাঝে চিন্তার উদ্রেক হয় সুজলা, সুফলা, নরম পলি মাটির তৈরি এদেশে নরম মনের কবি - সাহিত্যিক মানুষের জন্ম দিয়ে এসেছে। এখন সেখানে কিভাবে একশ্রেণীর উগ্র,কর্কশ, অন্ধ (?), পরমত সহিষ্ণুতাহীন, নির্মম লোকদের আশ্রয় হওয়ে উঠেছে।

" অন্যায় যে করে আর অন্যায় যে সহে. তব ঘৃণা যেন তারে তৃণসম দহে।"

১২ ই জুন, ২০১৮ সকাল ১০:৩১

রাজীব নুর বলেছেন: সর্বত্র চলছে এই ঘৃনা আর বিভাজনের সর্বগ্রাসী আগ্রাসন, শুভবুদ্ধিসম্পন্ন মানুষদের রাস্তায় নেমে এই অমানবিকতার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে দরকার হলে ঘৃনাউদ্রেককারীদের বিরুদ্ধে সর্বব্যাপী যুদ্ধ ঘোষনা করতে হবে।

১৯| ১২ ই জুন, ২০১৮ সকাল ১০:৪২

একদম_ঠোঁটকাটা বলেছেন: সবথেকে সহজ উপায় হল বাংলাদেশে কাজ করা NGO গুলার কাজ গুলো বিশদের খতিয়ে দেখা। এদের ফান্ডিং কারা করছে এবং সেই টাকা কি খাতে খরচা করছে তা নজরদারি করা । টাকার জোগান বন্ধ হয়ে গেলে , এসব উগ্রপন্থী কাজ এমনিতেই বন্ধ হয়ে যাবে।

১২ ই জুন, ২০১৮ বিকাল ৫:০১

রাজীব নুর বলেছেন: সঠিক কথাই বলেছেন।

২০| ১২ ই জুন, ২০১৮ দুপুর ২:৫৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: বড়ই কষ্টের সংবাদ, খুব দুশ্চিন্তারও।

এই সব ঘাতক শোয়রদের কি বিচার হবে না!!!! আর কত প্রাণ এভাবে ঝরবে ?

১২ ই জুন, ২০১৮ বিকাল ৫:০১

রাজীব নুর বলেছেন: না বিচার হবে না।
কাউকে তো ধরা যায় না।

২১| ১২ ই জুন, ২০১৮ বিকাল ৩:২৪

সনেট কবি বলেছেন: মন্দ দৃষ্টান্ত।

১২ ই জুন, ২০১৮ বিকাল ৫:০২

রাজীব নুর বলেছেন: জ্বী।

২২| ১২ ই জুন, ২০১৮ বিকাল ৩:৪৯

পদাতিক চৌধুরি বলেছেন: আজ সকালে স্থানীয় সংবাদ পত্রে খবরটি দেখে শিউড়ে উঠলাম। এই বর্বরতাকে প্রতিবাদ জানানোর ভাষা নেই। তবে এই হত্যাকান্ডের সমুচিত বিচার চাই। ওনার কন্যা তো এখনোও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে। এহেন পরিবারবর্গের প্রতি রইল সমবেদনা ।


আজ মনটা সকাল থেকেই খুব খারাপ ভাই। ব্লগার হত্যা মানে মনে হয় নিজের আত্মীয়কে হত্যা । শুভ কামনা রইল।

১২ ই জুন, ২০১৮ বিকাল ৫:০৩

রাজীব নুর বলেছেন: এর আগে অনেক ব্লগার হত্যা করা হয়েছে আমাদের দেশে।
কোনো বিচার হয় নাই।

২৩| ১২ ই জুন, ২০১৮ রাত ১০:২০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বিচার বহির্ভূত কোন হত্যা কাম্য নয়!
অপরাধীদের শাস্তি চাই

১৩ ই জুন, ২০১৮ রাত ১:১২

রাজীব নুর বলেছেন: শাস্তি চাইলে লাভ নাই।
সরকার ব্যস্ত অন্যান্য বিষয় নিয়ে।

২৪| ১২ ই জুন, ২০১৮ রাত ১০:৪৭

শামচুল হক বলেছেন: বিপদের খবর। এরকম হলে তো বিপদ।

১৩ ই জুন, ২০১৮ রাত ১:১২

রাজীব নুর বলেছেন: প্রতিটাক্ষন বিপদ নিয়েই আমরা বেঁচে আছি।

২৫| ১২ ই জুন, ২০১৮ রাত ১১:৪৮

সৈয়দ ইসলাম বলেছেন: এই দেশ এখন আর সোনার দেশ নাই; আছে শুধু হাহাকার আর কান্না, নিরাপত্তাহীনতার বন্যা।

নিশ্চয় এর বিচার একদিন হবে।

১৩ ই জুন, ২০১৮ রাত ১:১৩

রাজীব নুর বলেছেন: না বিচার হবে না।
তবে কেয়ামতের পর হাশরের ময়দানে অবশ্যই বিচার হবে।

২৬| ১২ ই জুন, ২০১৮ রাত ১১:৫৪

প্রামানিক বলেছেন: দুঃখজনক ঘটনা।

১৩ ই জুন, ২০১৮ রাত ১:১৪

রাজীব নুর বলেছেন: তার মেয়েটা এতিম হয়ে গেল।
উনি খুব সুন্দর কবিতা লিখতেন।

২৭| ১৩ ই জুন, ২০১৮ রাত ১:১৫

সৈয়দ ইসলাম বলেছেন: রাজিব ভাই, এটা বলে আমরা নিজেদেরকে শান্তনা দেই। এছাড়া আর কিছুই না।

১৩ ই জুন, ২০১৮ দুপুর ১২:৪৩

রাজীব নুর বলেছেন: হুম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.