নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আমি ভূত বিশ্বাস করি না অথচ আমার অনেক ভূতের ভয়

২৮ শে জুন, ২০১৮ সকাল ১০:২২



১। বাবা: যদি পরীক্ষায় ফেল করিস, তুই আমাকে আর বাবা বলে ডাকবি না।
ফল বের হওয়ার পর…
বাবা: কিরে, তোর পরীক্ষার ফল কেমন হলো?
ছেলে: আমি দুঃখিত রফিক সাহেব!

২। যখন রাস্তা পার হবার সময় আমি তোমার হাত ধরে রাখি সেটাই ভালবাসা !যখন তুমি আমাকে নিশ্চিত কর আমাকে কখনো ছেড়ে যাবেনা। ভালোবাসা হচ্ছে যখন গোপনে তুমি আমার সাফল্যের জন্য প্রার্থনা কর !!

৩। সরকারের মধ্যে ঘাপটি মেরে থাকা সকল দুর্নীতিবাজকে চিহ্নিত করে উপযুক্ত শাস্তি দিতে হবে । অন্যথায় সরকারের সকল প্রচেষ্টা ব্যর্থ হবে।

৪। দার্শনিকদের কাজ-কারবারই ছিল অন্য রকম। উল্টোভাবে বলা যায়, এ রকম কাজ-কারবার করতেন বলেই তারা দার্শনিক ছিলেন। বিখ্যাত দার্শনিক প্লেটো একবার মানুষের সংজ্ঞা দিতে গিয়ে বলেছিলেন, ‘মানুষ হচ্ছে পালকবিহীন দ্বিপদ একটি প্রাণী।’ এই সংজ্ঞা শুনতে পেয়ে আরেক দার্শনিক ডায়োজেনিস একটি মুরগি জবাই করে সবগুলো পালক ফেলে দিয়ে প্লেটোকে পাঠিয়ে দিলেন। সঙ্গে একটি কাগজে লিখলেন, ‘এটাই তোমার সংজ্ঞায়িত মানুষ।’

৫। সুন্দরী অভিনেত্রী মেরিলিন মনরোর একটি ছোকরা চীনা ভৃত্য ছিল।
মিস মনরো তাকে বললেন: যখন ঘরে ঢুকবে তখন আগে সাড়া দেবে। কারণ আমি সে সময় তো জামা-কাপড় বদলাতেও পারি।
কিছুক্ষণ বাদে ঐ ছেলেটি দরজায় টোকা না দিয়েই মিস মনরোর শয়নকক্ষে ঢুকে পড়ল।
মিস মনরো: একটু আগে তোমাকে বললাম না দরজায় টোকা দিয়ে তবে ঘরে ঢুকবে। তুমি কী করে জানলে আমি জামা ছাড়ছি না?
ভৃত্য: ম্যাডাম, এটা খুবই সহজ ব্যাপার। দরজাতে চাবির যে ফুটো আছে সেটা দিয়ে দেখে নিয়েছি আপনি কী করছেন।

৬। কেউ তোমার দিকে পাথর ছুড়ে মারলে , তুমি তার দিকে ফুল ছুড়ে মারো...তবে ফুলের সাথে সাথে ফুলের টবটাও ছুড়ে...

৭। আপনার যত দুঃখ-কষ্ট, মনের মধ্যে চেপে রাখা যত অভিযোগ, যত ক্ষোভ —সব আল্লাহকে বলে দিন। তিনি অবশ্যই তা শুনবেন এবং তাঁর মতো করে আপনাকে সমাধান দিবেন। মানুষের কাছে ঘ্যান ঘ্যান না করে, ফেইসবুকে দীর্ঘশ্বাস না ছেড়ে, শুধুই তাঁর কাছে সব সুখ-দুঃখ, চাওয়া-পাওয়া শেয়ার করুন। একমাত্র তিনিই পারেন আপনার ভাগ্য পরিবর্তন করে দিতে।

মন্তব্য ৪৬ টি রেটিং +৭/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুন, ২০১৮ সকাল ১০:৩০

করুণাধারা বলেছেন: ১ থেকে ৭- সবকটা ভালো লাগলো। বিশেষ করে প্রথম আর শেষটা। আসলে আমাদের দুঃখ-কষ্ট সব আল্লাহর কাছে বললে তা মুহূর্তের মধ্যে তার কাছে পৌঁছে যায়, এবং আল্লাহ সর্বশ্রেষ্ঠ শ্রোতা। তিনি আমাদের প্রার্থনা জবাব দিয়ে থাকেন- এটা মনে রাখলেই জীবনের পথে চলা অনেকটা সহজ হয়ে যায়।

২৮ শে জুন, ২০১৮ সকাল ১০:৪২

রাজীব নুর বলেছেন: আসলেই কি পথ সহজ হয়?

২| ২৮ শে জুন, ২০১৮ সকাল ১০:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: কিছু প্রার্থনা পোস্ট করা দরকার আছে। সেটা থেকে অনেকেই শিখবে। সবাই মিলে প্রার্থনা করলে কবুল করবেন আল্লাহ তায়ালা।

২৮ শে জুন, ২০১৮ সকাল ১০:৪৩

রাজীব নুর বলেছেন: আল্লা-হুম্মা রববানা আ-তিনা ফিদ্দুনিয়া হাসানাতাঁও ওয়া ফিল আ-খিরাতে হাসানাতাঁও ওয়া ক্বিনা আযা-বান্না-র’

‘হে আল্লাহ! হে আমাদের পালনকর্তা! তুমি আমাদেরকে দুনিয়াতে মঙ্গল দাও ও আখেরাতে মঙ্গল দাও এবং আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও’।

৩| ২৮ শে জুন, ২০১৮ সকাল ১১:০১

সিগন্যাস বলেছেন: পোষ্টের ছবিতে সুন্দর একটা ফলের ছবি দেওয়া আছে।ঐটার নাম কি?

২৮ শে জুন, ২০১৮ বিকাল ৪:৪৬

রাজীব নুর বলেছেন: ছবিটা তুলে ছিলাম বৃক্ষ মেলা থেকে।
ফলটার নাম আমরুজ।

৪| ২৮ শে জুন, ২০১৮ সকাল ১১:২৮

ওমেরা বলেছেন: যা বলেছেন খুব ভাল লাগল ।

২৮ শে জুন, ২০১৮ বিকাল ৪:৪৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ ওমেরা।

৫| ২৮ শে জুন, ২০১৮ সকাল ১১:৩৮

শামচুল হক বলেছেন: প্রত্যেকটা কথাই ভালো লাগল।

২৮ শে জুন, ২০১৮ বিকাল ৪:৪৬

রাজীব নুর বলেছেন: খারাপ কথা আমি বলতে পারি না।
কাজেই ভালো কথা বলি। আর ভালো কথা তো ভালো লাগবেই।

৬| ২৮ শে জুন, ২০১৮ সকাল ১১:৪৫

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনার পরস্পরবিরোধী বক্তব্যে মাঝেমধ্যে কনফিউজড্ হয়ে যাই। যেমন ৭ নাম্বারটা। এটার বক্তব্য আর আপনার আগেকার কিছু পোস্টে আল্লাহর বিধানের ব্যাপারে দেয়া তুচ্ছতাচ্ছিল্যপূর্ণ বক্তব্য কিছুতেই মেলাতে পারি না। আপনি আসলে নিজেই জানেন না আপনার মনের বিশ্বাস আসলে কী?

২৮ শে জুন, ২০১৮ বিকাল ৪:৪৮

রাজীব নুর বলেছেন: সম্রাস্ট ভাই দয়া করে আমাকে ভুল বুঝবেন না।
প্রতিটা পোষ্ট আলাদা। একটার সাথে আরেকটা মিলাবেন না।

ভালো থাকুন।

৭| ২৮ শে জুন, ২০১৮ দুপুর ১২:০৬

মোস্তফা সোহেল বলেছেন: সব গুলোই ভাল লাগল রাজীব ভাই।

২৮ শে জুন, ২০১৮ বিকাল ৪:৪৯

রাজীব নুর বলেছেন: ভালো তো লাগবেই।
মন্দ কথা তো আর লিখি নাই।

৮| ২৮ শে জুন, ২০১৮ দুপুর ১২:০৭

সৈয়দ মূসা রেজা বলেছেন: ফুলের সঙ্গে টবটিও ছোঁড়- হাসলাম।

২৮ শে জুন, ২০১৮ বিকাল ৪:৫০

রাজীব নুর বলেছেন: হাসুন। হাসিমুখ ভালো লাগে।

৯| ২৮ শে জুন, ২০১৮ দুপুর ১২:২৩

একদম_ঠোঁটকাটা বলেছেন: রাজিবভাই এর পোস্ট পড়ে মনে হয় উনি সংশয়বাদী। বিশ্বাস আর অবিশ্বাসের মধ্যে দোদুল্যমান।

২৮ শে জুন, ২০১৮ বিকাল ৪:৫১

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।

১০| ২৮ শে জুন, ২০১৮ দুপুর ১২:৩০

জুন বলেছেন: ভুতের গল্প ভেবে ঢুকেছিলাম আপনার পোষ্টে তাই দারুনভাবে মর্মাহত হোলাম /:)
মনরোর গল্পটি আগেও শুনেছিলাম আর বাকি পয়েন্টগুলোও ভালোলাগলো রাজীব নুর ।

২৮ শে জুন, ২০১৮ বিকাল ৪:৫২

রাজীব নুর বলেছেন: জুন আপনি ছেলে না মেয়ে?

১১| ২৮ শে জুন, ২০১৮ দুপুর ১২:৩৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: একটু কম্প্রোমাইজ, ভিন্ন মতকে একটু রেসপেক্ট, পাবলিকলি অন্যকে অপমানের চেস্টা না করা......... সেটা কি খুব বেশী কিছু!!!!!!!!

২৮ শে জুন, ২০১৮ বিকাল ৪:৫৩

রাজীব নুর বলেছেন: যে আমার কাছে যে রকম আচরন আশা করে, আমি সে রকমই আচরন করি।

১২| ২৮ শে জুন, ২০১৮ দুপুর ১২:৪১

অসংজ্ঞায়িত নিঝুম বলেছেন: আপনাকে পুলিশে দেবো। ভুতের গল্প ভেবে অভুতপূর্ব হয়ে গেলাম।।।।।

২৮ শে জুন, ২০১৮ বিকাল ৪:৫৫

রাজীব নুর বলেছেন: পুলিশে দিয়েন না। বরং এক নির্জন দ্বীপে ফেলে রেখে আসুন।

১৩| ২৮ শে জুন, ২০১৮ দুপুর ১২:৫২

সনেট কবি বলেছেন: ভালো লাগল।

২৮ শে জুন, ২০১৮ বিকাল ৪:৫৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ চাচা।

১৪| ২৮ শে জুন, ২০১৮ দুপুর ২:১১

কথার ফুলঝুরি! বলেছেন: ২ নং আর ৭ নং টা বেশী ভালো লাগল ভাইয়া। কারন আমি নিজে এমন টি করি। আসলেই সেটি ই সত্যিকারের ভালোবাসা যখন আমরা কারও সাফল্য এর জন্য আল্লাহ্‌ এর কাছে প্রার্থনা করি। মুখে ভালোবাসি ভালোবাসি বলে জান দিয়ে দিবে এমন মানুষ খুজে পাওয়া খুব সহজ কিন্তু কেউ আমার জন্য দুই রাকাত নামাজ পড়ে কিংবা মোনাজাতে দোয়া করার সময় আমার নাম উল্লেখ করবে এমন মানুষ খুজে পাওয়া খুব খুব কঠিন।
আর হা যা বলার তা সৃষ্টিকর্তার কাছেই বলাই বেস্ট। যখন আমি সরাসরি তার কাছেই বলতে পারছি তখন শুধু শুধু তার গোলাম মানুষের কাছে বলার তো দরকার নেই । যা করার সৃষ্টিকর্তাই করবেন তাই তিনিই বেস্ট।

২৮ শে জুন, ২০১৮ বিকাল ৪:৫৭

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর মন্তব্য করেছেন।

১৫| ২৮ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮

কাওসার চৌধুরী বলেছেন: প্রিয় রাজীব ভাই; এত্তো এত্তো দারুন আইডিয়া কেমনে আসে মনে!!! :(


(১) যেমন বাপ, তেমন বেটা!! বাপের বেটা।
(২) ভাবতে হবে। :(
(৩) এটি স্বপ্নে দেখা একটি বিষয়।
(৪) প্লেটো আমার প্রিয় দার্শনিকদের একজন;
(৫) চীনারা এমনিতে পৃথিবীতে রাজত্ব করছে না; এদের ঘিলুটা অনেক পরিণত।
(৬) হতে পারে। ইটের বদলা পাটকেল।
(৭) নো কমেন্ট!!

২৮ শে জুন, ২০১৮ রাত ৮:১৮

রাজীব নুর বলেছেন: সাত টা পয়েন্টেরই সুন্দর জবার দিয়েছেন।

১৬| ২৮ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৫১

কল্পদ্রুম বলেছেন: পাথরের উত্তরে ফুলের টব মারতে বললেন!পাথরটা যদি টব থেকে ছোট হয়!তাহলে তো বেইনসাফ করা হয়ে যাবে।আমি বলি হয় মাফ করে দাও,নাহলে ফুল দাও।আর না হলে ওই পাথরটাই আবার ছুঁড়ে মারো।

২৮ শে জুন, ২০১৮ রাত ৮:১৮

রাজীব নুর বলেছেন: অথবা ক্ষমা করে দেওয়া যেতে পারে।

১৭| ২৮ শে জুন, ২০১৮ রাত ৮:৩৬

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় ছোটো ভাই সারাদিন ব্যস্ত থাকায় দেরিতে পড়লাম। তবে না পড়লে দারুণ মিস করতাম। ১ থেকে ৬ পর্যন্ত প্রচুর হেসেছি। ৭ নম্বরে অনুভবে মুগ্ধতা । ওটা করতে পারলে পৃথিবীটা আমাদের কাছে আরও মধুর হবে সন্দেহ নেই।


শুভ কামনা রইল।

২৮ শে জুন, ২০১৮ রাত ৯:০৪

রাজীব নুর বলেছেন: দাদা আর্জেন্টিনা নিয়ে কি ফাইনালে যেতে পারবে?

১৮| ২৮ শে জুন, ২০১৮ রাত ৮:৪০

কানিজ রিনা বলেছেন: জুন এর সাথে একমত ভূতের কথা ভেবে
পড়তে লাগলাম। একটা কি জানেন কিছু
মানুষ আছে আল্লাহকে বেশী ভালবাসে
কিন্তু ভিতরে এক উপরে আরএক। আপনি
তেমন বলে মনে হয়। খুব ভাললাগল ধন্যবাদ।

২৮ শে জুন, ২০১৮ রাত ৯:০৫

রাজীব নুর বলেছেন: বোন কানিজ রিনা আপনাকে অনেক ধন্যবাদ।

১৯| ২৮ শে জুন, ২০১৮ রাত ৮:৪১

সাদা মনের মানুষ বলেছেন: জামরুলের ছবিটা পোষ্টের সাথে যায় না তবু খুব সুন্দর লাগছে। কয়েকটি কৌতুক বেশ ভাইটামিন যুক্ত.........ভালোলাগা জানিয়ে গেলাম ভাই।

২৮ শে জুন, ২০১৮ রাত ৯:০৬

রাজীব নুর বলেছেন: আগের কিছু ছবি তোলা ছিল। ইদানিং পোষ্টের সাথে সেই সব ছবি গুলোই ব্যবহার করছি।

২০| ২৮ শে জুন, ২০১৮ রাত ১০:২০

সুমন কর বলেছেন: গুড পোস্ট।

২৯ শে জুন, ২০১৮ দুপুর ২:১২

রাজীব নুর বলেছেন: ইয়েস।

২১| ২৮ শে জুন, ২০১৮ রাত ১১:৪৪

কিশোর মাইনু বলেছেন: ৬ নাম্বারটা সেরা।
আসলেই এমন করা উচিত।
বাট এইখানে ভুতটা কোথায়???

২৯ শে জুন, ২০১৮ দুপুর ২:১৩

রাজীব নুর বলেছেন: হা হা হা---
এটা আমার স্টাইল।

২২| ২৮ শে জুন, ২০১৮ রাত ১১:৫৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আপনি কখনো ধর্মকে আফিম বলেন, কখনো ঈশ্বরের চিন্তাকে অযৌক্তিক বলেন, আবার এখন আল্লাহর কাছে সমর্পনের কথাও বলেছেন। আপনি দেখা যায়, উচ্চমার্গীয় বুদ্ধিজীবি...

২৯ শে জুন, ২০১৮ দুপুর ২:১৩

রাজীব নুর বলেছেন: এক পোষ্টের সাথে আরেক পোষ্ট মিলাবেন না।

২৩| ২৯ শে জুন, ২০১৮ রাত ২:১৩

মোঃ আবু বকর ছিদ্দিক বলেছেন: অনেকদিন জামরুল দেখে জীব জল এলো।লেখাটিও ভালো লাগলো।ধন্যবাদ

২৯ শে জুন, ২০১৮ দুপুর ২:১৪

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.