নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
শুক্রবার ছুটির দিন।
বউ বাচ্চা নিয়ে একটা ভূতের মুভি দেখছি। মুভির নাম 'মাদার'। মুভিটা গত ৫ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে। আমরা তিন জন'ই মুভিটা মন দিয়ে দেখছি। মন দিয়ে দেখার মতোই চমৎকার একটা মুভি। চোখ মুখ বড় বড় করে মুভি দেখছি, ঠিক এমন সময় বাসায় শাহেদ এসে উপস্থিত। মুভি রেখে একটুও উঠতে ইচ্ছা করছিল না। কিন্তু বাসায় বন্ধু এলে তো তাকে বলা যায় না, দোস্ত তুই চলে যা মুভি দেখছি।
আমার মেয়ে আর বউকে বললাম, তোমরা দেখ- আমি আসছি।
তারা দু'জনেই বলল- তুমি আসো তারপর একসাথে দেখব।
খুব বিরক্ত মন নিয়ে বসার ঘরে এলাম।
শাহেদ আমাকে দেখেই বলল, আমার মন মেজাজ খুব খারাপ। আমি একটা কিছু করে ফেলব। আমার পক্ষে আর সহ্য করা সম্ভব না।
শাহেদ একাই হরবর করে কথা বলে যাচ্ছে। আমি কিছুই বুঝতে পারছি না।
আমি নরম গলায় বললাম, শান্ত হয়ে বসে- কি হয়েছে বল?
শাহেদ বলল, আমি ঠিক করেছি আরেকটা বিয়ে করবো।
কেন বিয়ে করবি? তোর তো বউ আছে।
বউকে আর ভালো লাগে না।
কেন ভালো লাগে না?
জানি না কেন ভালো লাগে। ও আমাকে ধরলেই আমার বিরক্ত লাগে। ওর সাথে এক বিছানায় ঘুমাতেও ইচ্ছা করে না। ঘুমের মধ্যেও আমার গায়ে হাত দিলেও বিরক্ত লাগে।
ঘটনাটা আমি কিছুই বুঝতে পারছি না। ওদের বিয়ে হয়েছে চার বছর হয়ে গেছে। প্রেমের বিয়ে। ওর বউ নীলা খুব ভালো মেয়ে। চমৎকার রান্নার হাত। খুব সাংসারিক মেয়ে। কিন্তু শাহেদ আজ আমাকে এইসব কি বলছে?
আমি বললাম, ঘটনা কি খুলে বল। তোদের মধ্যে ঝগড়া হয়েছে?
শাহেদ বলল, আমি কি ঝগড়া করার মানুষ? তুই তো আমাকে ছোটবেলা থেকেই চিনিস।
তাহলে সমস্যাটা কোথায়?
জানি না সমস্যা কি। তবে ওকে আমার ভালো লাগে না।
কাকে ভালো লাগে?
বাইরে বের হলেই কত মেয়ে দেখি। তারা কত সুন্দর। তাদের দেখলেই মনে হয়- আমি কাকে বিয়ে করলাম! একে নিয়ে সারা জীবন পার করা আমার পক্ষে সম্ভব না।
তাহলে তুই কি এখন আরেকটা বিয়ে করতে চাস?
হুম, চাই।
তাহলে নীলার কি হবে?
নীলাও থাকবে আমার কাছে।
একসাথে দুই বউ রাখবি?
তাতে সমস্যা কি? আমার ইনকাম খারাপ না।
তুই আরেকটা বিয়ে করলে নীলা তোর সাথে থাকবে? থাকতে রাজী হবে?
নীলা যাবে কোথায়? থাক আমার কাছে, সমস্যা কি? তার ভালো মন্দে আমাকে কাছে পাবে।
তার মানে তুই নীলাকে ভালোবাসিছ?
হুম বাসি। তার মানে আরেকটা মেয়েকে ভালোবাসতে পারবো না, তা তো না। সত্যি কথা বলতে কি একজনে আমার মন ভরছে না। আমার আরেকজন চাই।
ঠিক এই সময় সুরভি চা নাস্তা নিয়ে হাজির।
সুরভি বলল, শাহেদ ভাই আপনার কি হয়েছে? চোখ মুখ এত শুকনা কেন?
আমি বললাম, ওর জন্য একটা মেয়ে দেখ। নীলাকে আর ওর ভালো লাগছে না।
সুরভি কঠিন চোখে শাহেদের দিকে তাকালো। শাহেদ মাথা নিচু করে ফেলল।
সুরভি রেগেমেগে বলল, পাশের ঘর থেকে আমি সব শুনতে পেয়েছি। শাহেদ ভাই আপনার এতটা অধপতন হলো কি করে? ছিঃ।
শাহেদ মাথা নিচু করেই বলল, ভাবী আমি খুব স্যরি। খুব বড় ধরনের একটা ভুল করতে যাচ্ছিলাম। আপনি আমার ভুল ধরিয়ে দিয়েছেন। বলেই শাহেদ ঘর থেকে বের হয়ে গেল।
কিছুক্ষন পর শাহেদের ফোন পাই। আজ রাতে তার বাসায় আমাদের দাওয়াত। নীলা রান্না করবে। আমাদের যেতেই হবে।
১৭ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৫৯
রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।
২| ১৭ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৫৫
ঠ্যঠা মফিজ বলেছেন: আপনি ভালো লেখেন চালিয়ে যান।
১৭ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:০০
রাজীব নুর বলেছেন: আহা যা বললেন--
ভুল বললেন।
৩| ১৭ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:১০
সেলিম আনোয়ার বলেছেন: সবাই তোর আর নীলা না।
১৭ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:১১
রাজীব নুর বলেছেন: আসলে কেউই কারো মতো না।
৪| ১৭ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:১০
চাঁদগাজী বলেছেন:
সহজ প্লট, ইহা কোন উপন্যাস বা বড় গল্পের অংশ হলে মানাবে, না হয়, ইহা একা বাঁচতে পারবে না
১৭ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:১২
রাজীব নুর বলেছেন: সহমত।
৫| ১৭ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:১৫
ঠাকুরমাহমুদ বলেছেন: দেশের দৈনিক গল্প - আফসোস ভারতের টিভি চ্যানেল, শুধু ভারতের টিভি চ্যানেলেই এই দেশের সংসার ভাসবে আর ডুববে অকুল দরিয়ায় !!!
১৭ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:২০
রাজীব নুর বলেছেন: যেখানে রাষ্ট্রের কোষাগারই নিরাপদ নয়, সেখানে আর কোথায় কিংবা কার কাছে আপনি নিরাপত্তা খুঁজবেন?
৬| ১৭ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৩৪
আকিব হাসান জাভেদ বলেছেন: সবার মনে দেখি একই চিন্তা । একে হয় না । দুকলা লাগবে । জগৎতের হলো কি ? সুন্দর বাস্তব গল্প রচনা । ভালো লাগলো ।
১৭ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৩৮
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ আকিব ভাই।
ধন্যবাদ হাসান ভাই।
ধন্যবাদ জাভেদ ভাই।
৭| ১৭ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৩৭
বিদ্যুৎ বলেছেন: এক কথায় অনবদ্য। শুভ কামনা রইল বরাবরের মতই।
১৭ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৩৯
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
অনেক ধন্যবাদ।
৮| ১৭ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৫৭
কাছের-মানুষ বলেছেন: আমার মনে হয় চাদগাজী সাহেব সঠিক বলেছেন। তবে গল্পে সবালীলতা আছে। পড়তে ভাল লেগেছে।
১৭ ই জুলাই, ২০১৮ রাত ৮:৩১
রাজীব নুর বলেছেন: শ্রদ্ধেয় চাঁদগাজী অভিজ্ঞ মানুষ।
৯| ১৭ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৩০
কাইকর বলেছেন: সুন্দর++
১৭ ই জুলাই, ২০১৮ রাত ৮:৩২
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ জনাব কাইকর সাহেব।
১০| ১৭ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৩১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
খুব ভালো +++
১৭ ই জুলাই, ২০১৮ রাত ৮:৩২
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ নূর ভাই।
১১| ১৭ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৩৬
ব্লগ মাস্টার বলেছেন: দারুন ।
১৭ ই জুলাই, ২০১৮ রাত ৮:৩৩
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
১২| ১৭ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৫৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
৪ টা বিয়ে জায়েজ আছে।
আইনেও তো বাঁধা নেই।
১৭ ই জুলাই, ২০১৮ রাত ৮:৩৪
রাজীব নুর বলেছেন: শাহেদের মাথায় মনে হয় এই ব্যাপারটাই চলছিল।
১৩| ১৭ ই জুলাই, ২০১৮ রাত ৮:০৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এখানেও আরেকজনের বউ'র সাহায্য লাগল ...
১৭ ই জুলাই, ২০১৮ রাত ৯:৩৬
রাজীব নুর বলেছেন: মানুষ যদি মানুষকে সাহায্য না করে তাহলে কিভাবে হবে?
১৪| ১৭ ই জুলাই, ২০১৮ রাত ৮:৩০
ভুয়া মফিজ বলেছেন: শাহেদের মাথায় ২য় বিবাহের ভুত যখন একবার সওয়ার হয়েছে, তখন এটা আবার মাথাচাড়া দিয়ে উঠবে।
উঠবেই, আপনি নিশ্চিত থাকেন। সেটার জন্য কৌশলগত চিন্তা এখনই শুরু করতে পারেন।
১৭ ই জুলাই, ২০১৮ রাত ৯:৪০
রাজীব নুর বলেছেন: খুব একটা ভুল বলেন নাই।
১৫| ১৭ ই জুলাই, ২০১৮ রাত ৮:৫৭
তারেক_মাহমুদ বলেছেন: শাহেদের ভুত চেপেছিল ভাল কথা ভাবী ঘাড় থেকে ভুত নামিয়ে দিয়েছে, আপনার যেন আবার একই ভুত না চাপে তাহলে কিন্তু খবর আছে।
১৭ ই জুলাই, ২০১৮ রাত ৯:৪১
রাজীব নুর বলেছেন: না না। আমি আল্লাহর রহমতে খুব ভালো আছি।
আমি ভুল করবো না।
১৬| ১৮ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৩৫
পবিত্র হোসাইন বলেছেন: ভালো লাগার মতো গল্প ।
১৮ ই জুলাই, ২০১৮ সকাল ১০:৪৭
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
১৭| ১৮ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৩৮
রক বেনন বলেছেন: রাজীব ভাই, ধমকটা মনে হয় আপনারই প্রথমে দেয়া উচিত ছিল। যাই হোক, শাহেদের যে বোধোদয় হয়েছে তাই ভালো।
পুনশ্চ - 'মাদার' কি শেষ করতে পেরেছিলেন??
১৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:১৬
রাজীব নুর বলেছেন: আমি কাউকে ধমক দেই না।
লজিক দিয়ে বুঝিয়ে দিতে চেষ্টা করি।
১৮| ১৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:১৩
নতুন নকিব বলেছেন:
গল্প পড়লাম।
১৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:২৪
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১৭ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৪৮
রানা আমান বলেছেন: গল্পটা সুপাঠ্য হয়েছে । ধন্যবাদ ।