নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
প্রিয় হুমায়ূন আহমেদ আমাদের কাছে আপনি-
কখনও হিমু, কখনও শুভ্র কখনও মিসির আলি
শত দুঃখ-কষ্টের মধ্যে এক খন্ড আনন্দ আপনি
অনেক যত্ন নিয়ে অনেক লিখেছেন গল্প উপন্যাস
আপনার মৃত্যু নেই, নেই এবং নেই ....
আপনার সাজানো বাগানে আপনি আছেন
বাংলার বুক থেকে-
কোনো শকুন আপনাকে মুছে ফেলতে পারবে না
নো নেভার
কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, বলি পরিস্কার-
আমাদের মনের নরম ঘরে আপনাকে দিয়েছি স্থান।
(কবিতা লিখে প্রিয় লেখকের প্রতি ভালোবাসা জানালাম। যদিও কবিতা আমি লিখতে পারি না। নিয়ম কানুন কিছুই জানি না।)
১৯ শে জুলাই, ২০১৮ রাত ১০:২৪
রাজীব নুর বলেছেন: কাইকর এটা একটা কবিতা।
২| ১৯ শে জুলাই, ২০১৮ রাত ১০:২৪
নীলপরি বলেছেন: সুন্দর লিখেছেন ।
১৯ শে জুলাই, ২০১৮ রাত ১০:২৫
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ পরী।
ভালো থাকুন।
৩| ১৯ শে জুলাই, ২০১৮ রাত ১০:২৬
কল্পদ্রুম বলেছেন: একজন লেখকের সর্বোচ্চ প্রাপ্তি তিনি জীবদ্দশায় পেয়ে গেছেন।মরণের পরেও পাচ্ছেন।
১৯ শে জুলাই, ২০১৮ রাত ১০:২৭
রাজীব নুর বলেছেন: ঠিক বলেছেন।
৪| ১৯ শে জুলাই, ২০১৮ রাত ১০:২৮
নাজিম সৌরভ বলেছেন: প্রিয় লেখকের প্রতি আবেগই কবিতা, এখানে কবিতার ব্যাকরণ খুঁজতে যাওয়াও অন্যায়।
১৯ শে জুলাই, ২০১৮ রাত ১০:৩৪
রাজীব নুর বলেছেন: আপনার মন্তব্যটা আমার মনের মতো হয়েছে।
৫| ১৯ শে জুলাই, ২০১৮ রাত ১০:৩১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: কবিতা সুন্দর হইয়াছে।
১৯ শে জুলাই, ২০১৮ রাত ১০:৩৫
রাজীব নুর বলেছেন: আপনি আমার ভাই, আপনি তো এই কথা বলবেনই।
৬| ১৯ শে জুলাই, ২০১৮ রাত ১১:২৩
সূচরিতা সেন বলেছেন: অসাধারন লিখেছেন।
১৯ শে জুলাই, ২০১৮ রাত ১১:২৮
রাজীব নুর বলেছেন: অনেক অনেক শুকরিয়া।
৭| ১৯ শে জুলাই, ২০১৮ রাত ১১:২৯
সাইন বোর্ড বলেছেন: বরং অাপনার গদ্য গুলোই অনেকটা কবিতার মত হয়, এখন যেটা লিখেছেন, এটা না হয়েছে গদ্য না হয়েছে পদ্য । তবে প্রিয় লেখকের প্রতি ভালোবাসা বলে কথা ।
২০ শে জুলাই, ২০১৮ রাত ১২:১৩
রাজীব নুর বলেছেন: লেখালেখির আমি কি বুঝি।
হাতে সময় আছে, তাই সময় পার করি। এই তো।
৮| ১৯ শে জুলাই, ২০১৮ রাত ১১:৩৪
ধ্রুবক আলো বলেছেন: কবিতায় প্রিয় লেখকের প্রতি ভালোবাসা প্রকাশ । মন মুগ্ধকর।
২০ শে জুলাই, ২০১৮ রাত ১২:১৩
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৯| ২০ শে জুলাই, ২০১৮ রাত ১২:০২
ধ্রুবক আলো বলেছেন: স্যারের জন্য ভালোবাসা সব সময়। স্যার বেঁচে থাকবেন সবার হৃদয়ে অনন্ত কাল।
২০ শে জুলাই, ২০১৮ রাত ১২:১৪
রাজীব নুর বলেছেন: খাটি কথা।
১০| ২০ শে জুলাই, ২০১৮ রাত ১২:২১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: যেভাবে লিখেছেন, সেভাইবেই কবিতা প্রসব হয়। ছন্দ, টন্দ দরকার নেই। খালি ভাব প্রকাশ...
২০ শে জুলাই, ২০১৮ সকাল ১০:১৫
রাজীব নুর বলেছেন: ঠিক বলেছেন।
শুধু মনের আবেগ টা তুলে ধরতে চেষ্টা করেছি।
১১| ২০ শে জুলাই, ২০১৮ রাত ১২:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: তুমি আনন্দ দিলে তুমি ব্যথা দিলে
রাজীব নূর আমিও লিখলাম
গল্পে গল্পে একদিন তুমি
আমাদের হৃদয়টা কেড়েনিলে
হে বৃষ্টি বিলাসীমন কেমন করে লিখেছো তুমি?
রহস্য ঘেরা সকল মানবমন।
তুমি চলে গেলে তবু তুমি রয়ে গেলে
মানুষের মনে-যেখানে পেতেছো সিংসাহসন।
দূরের মানুষ হয়েও তুমি আমাদের আপন জন।
২০ শে জুলাই, ২০১৮ সকাল ১০:১৬
রাজীব নুর বলেছেন: আপনি তো ওস্তাদ লোক।
আমি তো লিখতে জানি না।
আমার লেখা হলো বড্ড অগোছালো।
১২| ২০ শে জুলাই, ২০১৮ রাত ১২:৪৭
ঠাকুরমাহমুদ বলেছেন:
লেখক হুমায়ুন আহমেদ আমাদের মতো পাঠকদের পড়া শিখিয়ে পড়ার প্রতি আগ্রহী করে তিনি চলে গেলেন আর আমরা পরে গেলাম অথৈ সাগরে !!! স্যারের এই অকাল মৃত্যুর ক্ষতি অপূরণীয় - এই মহাপাগল মানুষটি আমাদের অকুল সাগরে ভাসিয়ে দিয়ে চলে গেলেন না ফেরার দেশে । আমি কোনো লেখক বা ঔপন্যাসিককে ছোট করছি না তবে বাংলা ভাষায় এমন লেখা আর কোনো লেখক লিখেছেন বলে আমার ধারণা নেই - ছোট্ট একটা নমুনা “লীলাবতী” উপন্যাসটি পড়ে কমপক্ষে তিন দিন ঝিম ধরে থাকতে হয় - এটি উপন্যাস নাকি নির্ঘাত বাস্তব !!!
২০ শে জুলাই, ২০১৮ সকাল ১০:১৭
রাজীব নুর বলেছেন: লীলাবতি পড়েছি।
মুগ্ধ হয়ে পড়েছি।
১৩| ২০ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৪৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমার খুব প্রিয় একজন লেখক।
২০ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৪৭
রাজীব নুর বলেছেন: প্রিয় হবার মতোনই একজন লেখক।
১৪| ২০ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৫৩
জাহিদ অনিক বলেছেন: খুব সুন্দর করে প্রিয় লেখককে নিয়ে মনের কথা লিখেছেন।
২০ শে জুলাই, ২০১৮ দুপুর ১:৫৩
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ ভাই।
১৫| ২০ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯
কাছের-মানুষ বলেছেন: লেখকের প্রতি আমার শ্রদ্ধা রইল। যেখানেই থাকুক ভাল থাকুক প্রিয় লেখক।
কবিতায় লেখকের প্রতি আপনার ভালবাসা প্রকাশ পেয়েছে!
২০ শে জুলাই, ২০১৮ রাত ৮:৪৯
রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।
১৬| ২০ শে জুলাই, ২০১৮ রাত ৮:১৬
সামিয়া বলেছেন: খুব সুন্দর কবিতা লিখেছেন ভাইয়া। তাকে স্মরণ করে এত সুন্দর একটি কবিতা উপহার দেবার জন্য আন্তরিক ধন্যবাদ। হুমায়ুন আহমেদ ছিলেন আছেন থাকবেন যতদিন আমরা থাকবো।।
২০ শে জুলাই, ২০১৮ রাত ৮:৫০
রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ বোন।
ভালো থাকুন। সুস্থ থাকুন।
©somewhere in net ltd.
১| ১৯ শে জুলাই, ২০১৮ রাত ১০:২১
কাইকর বলেছেন: বাহ..প্রিয় মানুষকে নিয়ে চমৎকার লেখা।