নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

তৃতীয় পক্ষ, ওরা কারা(?)

০৬ ই আগস্ট, ২০১৮ রাত ৮:০৭



বাংলা সিনেমার প্রয়াত অভিনেতা আনোয়ার হোসেন মৃত্যুর কয়েকদিন আগে টিভি ক্যামেরা দেখে বলেছিলেন, আমি কিছু বলতে চাই। কিন্তু তিনি আর কিছু বলতে পারেন নি। সাংবাদিক তাকে বারবার বলছেন, আপনি কি বলতে চান? বলুন? প্লীজ বলুন? কিন্তু আনোয়ার হোসেন কিছুই বলতে পারেনি। শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে ছিলেন। আমি নিজেই কোন দিন মরে যাই! কাজেই আমার যা যা বলার আমিও সব বলে ফেলতে চাই। হুট করে যদি মরে যাই তখন কি হবে! কাজেই ভালো কথা, মন্দ কথা সব বলে ফেলতে চাই।

এই ছাত্রছাত্রীদের বর্তমান আন্দোলনের কথা বলি। আজ এবং গত কয়েকদিন আমরা ছবি আর ভিডিওতে অনেক কিছু দেখলাম। বেশ মর্মান্তিক সব ছবি আর ভিডিও। তথাকথিত এই তৃতীয় পক্ষের হাতে লাঠি, রড, রাম দা। বেশ কয়েকটা ভিডিওতে দেখলাম- লাঠি, রড দিয়ে ইচ্ছা মতো মারছে। কেন মারছে? কি অপরাধ করছে? আচ্ছা, যদি অপরাধ করেই থাকে- তাহলে দেশে আইন আছে, আইন মোতাবেগ বিচার হবে। তৃতীয় পক্ষ কেন আইন নিজের হাতে তুলে নিল। এই সাহস ওদের কে দিল? ওরা বড় ভয়ঙ্কর। আর পুলিশ র‍্যাব কেন একজনও তৃতীয় পক্ষের কাউকে ধরতে পারলো না? তাদের ছবি আছে, ভিডিও আছে। আজকে যারা গুজবে কান দিবেন না বলে মুখে ফেনা বের করে ফেলে তারাই ঐসব নিউজ শেয়ার দিয়ে পৈশাচিক আনন্দ লাভ করে। তৃতীয় পক্ষ হোক আর প্রথম পক্ষ বা চতুর্থ পক্ষ তাদের ধরুন। গ্রেফতার করুন। তারা খুব বেশি অমানবিক। তারা আরও বড় ধরনের কোনো সর্বনাশ করে ফেলবে। তার আগেই দয়া করে লাগাম টেনে ধরুন।

কিভাব সম্ভব মানুষ হয়ে আরেকজন মানূষকে এইভাবে পিটিয়ে মারা? কি অপরাধ তারা করেছে? অপরাধটা কি? এই শিক্ষা তাদের কে দিয়েছে? তাদের বাবা মা? এইভাবে মেরে তারা কি টাকা পায়? কে তাদের এইভাবে মারতে নির্দেশ দিয়েছে? তারা কি মৃত্যুর ভয় করে না? আল্লাহকে ভয় করে না? তাদের কি ধর্ম নেই? তাদের কি বাবা মা নেই? ভাই বোন বা স্ত্রী সন্তান নেই? এই তৃতীয় পক্ষ কি র‍্যাব পুলিশের চেয়ে বেশি ক্ষমতাশালী? কোনো মানুষ, অন্য মানূষকে এইভাবে মারতে পারে না? যারা এই নির্মম কাজ গুলো করে অবশ্যই তারা অমানূষের বাচ্চা। ইদানিং 'গুজব' শব্দটা খুব বেশি শোনা যাচ্ছে। সব গুজব মেনে নিলাম। কিন্তু যেটুকু ছবি আছে, ভিডিও আছে সেটুকু তো গুজব নয়। সেটুকুর জবাব কি দিবেন? কেউ'ই কি নিরপেক্ষ নেই আমাদের দেশে? টিভি চ্যানেল বা পত্রপত্রিকা? আজকাল লক্ষ করছি- ফেসবুকেও কেউ নিরপেক্ষ না। হয় বিপ্লবী বা প্রতিবিপ্লবী। কেউ প্রগতিশীল, কেউ প্রতিক্রিয়াশীল, আবার কে ধার্মিক, কেউ নাস্তিক, কেউ মুক্তিযাদ্ধা, কেউ রাজাকার, কেউ আওয়ামী লীগ-বিএনপি। কিন্তু কেউ ভাবে না, বুঝে না যে আমরা বাঙ্গালী। বাংলাদেশী।

এই তৃতীয় পক্ষ জঙ্গীদের চেয়ে হাজার গুন বেশি খারাপ, বেশি ভয়ঙ্কর। আপনি কি পারবেন কাউকে এভাবে মারতে? রড দিয়ে, লাঠি দিয়ে? ইদানিং এই অমানুষের বাচ্চা গুলো হেলমেট পড়ে নেয়। যেন তাদের কেউ চিনতে না পারে। আচ্ছা, এই ভয়ঙ্কর পশুদের জন্ম দিয়েছে কারা? আমি ভেবে পাই না তারা এইভাবে মারে কেন? তাদের লাভটা কি? মেরে কি তারা প্রচুর টাকা পায়? এই টাকা কারা দেয়? ধরে নিলাম তাদের রাগ খুব বেশি। তারা রেগে গিয়ে কি তাদের বাপ মাকেও এইভাবে মারতে পারবে? যেহেতু ছাত্রলীগ এই কাজ করেনি, তাহলে যারা এই কাজ করেছে তাদের ধরছে না কেন? আমাদের দেশে এত গুলো টিভি চ্যানেল কিন্তু কেউ সঠিক খবর দিতে পারে না। সব গুলা চ্যানেল বিটিভির মত হিজড়া চ্যানেল হয়ে গেছে? আমি ভাই এই দেশে থাকবো না। ওরা বড় ভয়ঙ্কর। আমাকে যদি এরকম করে রাস্তার মধ্যে মারে? অনেকে দূর থেকে ভিডিও করবে, ছবি তুলবে কিন্তু কেউ বাঁচাতে আসবে না। আমার বউ বিধবা হবে, বাচ্চাটা এতিম হবে। বাবা মা ভাই মাটিতে গড়াগড়ি করে কাঁদবে।

আরেকটা কথা না বলে পারছি না। যখন একজনকে ধরে পাঁচ সাত জন মিলে মারছে তখন আশে পাশে অসংখ্য মানুষ ছিল কিন্তু কেউ সাহায্য করার জন্য এগিয়ে যায়নি। যারা এগিয়ে যায়নি তারা অবশ্যই হিজড়া সম্প্রদায়ের লোক। আরে নির্বোধ তোরা বিশ পঞ্চাশ মিলে ওদের ধাওয়া দিলেই দেই তো ওরা পালিয়ে যায়। সব গাধা গুলো তখন ছবি তোলায় ব্যস্ত। ভিডিও করায় ব্যস্ত। তোমরা জীবনেও কিছু করতে পারবা না, নির্বোধের দল। একটা জীবন বাচানো আগে? না ছবি তোলা আগে? ঠিক আছে ছবি তোল তারপর বাঁচাতে যা। বিশ্বজিতকে যখন দিনের বেলা সবার সামনে একদল পশু কুপিয়ে মারলো তখনও কেউ এগিয়ে আসে নাই। সবাই শুধু তাকিয়ে তাকিয়ে দেখেছে আর ছবি তুলেছে। আবার বলে বাঙ্গালীরা বীরের জাতি। নির্বোধের জাতি, ভন্ডের জাতি। ভীতুর জাতি। গাধার জাতি। অমানবিক জাতি। তবে আমাদের প্রধানমন্ত্রী আসলেই মানবতার মা। তিনি লক্ষ লক্ষ রোহিঙ্গাকে জায়গা দিয়েছেন। গ্রেট। স্যলুট।

পুলিশের সাথে ওরা কারা লাঠি হাতে ধাওয়া পালটা ধাওয়া খেলছে? ওরাও কি পুলিশ? সিভিল ড্রেসে? আর যদি ওরা পুলিশ না হয় তাহলে পুলিশ ওদের ধরছে না কেন? যারা গুজব ছড়ায়, ছবি এডিট করে মিথ্যাকে সত্য বানায় ওরা কারা? এদেরকে পুলিশ ধরে না কেন? ওরা দেশের শত্রু। জঙ্গীদের চেয়ে ওরা বেশি খারাপ। সরকারের উচিত এদের গ্রেফতার করা। শাস্তি দেওয়া। আমাদের দেশে ফেসবুক উপকারের চেয়ে বেশি ক্ষতি করছে। গত কয়েক দিনের এই সব হামলা ছাত্রদল বা শিবির ক্যাডাররা করুক অথবা যে কেউ'ই করুক তাদের গ্রেফতার করা হচ্ছে না কেন? ভিডিও আছে, স্টিল ছবি আছে। শুধু গুজব উৎপাদনকারী নয়, গুজবের প্রচারকারীদেরও আইনের আওতায় আনা উচিত। কারণ, এরা স্বজ্ঞানে গুজব প্রচার করছে।

শুধুমাত্র দূর্নীতি দূর করতে পারলেই সব অন্যায়, অনিয়ম ও অরাজকতার অবসান হতো।

মন্তব্য ৬৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই আগস্ট, ২০১৮ রাত ৮:১৫

ঢাবিয়ান বলেছেন: দুই নৌকায় পা দিয়ে চলাটা বুদ্ধিমানের পরিচয় নয়। এটা স্রেফ আহাম্মকি। নিজেকে সেফ রাখতে চাইলে বরং নিরাবতা অবলম্বন ঢের ভাল।

০৬ ই আগস্ট, ২০১৮ রাত ৮:২০

রাজীব নুর বলেছেন: আপনি বুঝতে ভুল করেছেন জনাব।
মানুষ যখন বুঝে না, তখনই ভুল বুঝে।

২| ০৬ ই আগস্ট, ২০১৮ রাত ৮:১৭

বিজন রয় বলেছেন: ওরা ছাত্রলীগার অথবা আওয়ামীলীগার, বুঝছেন অন্ধ??

০৬ ই আগস্ট, ২০১৮ রাত ৮:২০

রাজীব নুর বলেছেন: কি বলছেন??!!!
টিভিতে দেখলাম ছাত্রলীগের প্রধান একজন বললেন তারা এই কাজ করেন নি। সে কি মিথ্যা বলেছে?

৩| ০৬ ই আগস্ট, ২০১৮ রাত ৮:২০

রেইড ইন স্কাই বলেছেন: দেশের অবস্থা ভাল না এটাই হল আসল কথা, সাধারন মানুষ সব সময় ই নিরাপত্তাহিন।

০৬ ই আগস্ট, ২০১৮ রাত ৮:২২

রাজীব নুর বলেছেন: সুন্দরভাবে বাঁচতে হলে এই দেশ থেকে ভাগতে হবে।

৪| ০৬ ই আগস্ট, ২০১৮ রাত ৮:২৪

বিজন রয় বলেছেন: আপনিও সেই দলের, দলকানা।

০৬ ই আগস্ট, ২০১৮ রাত ৯:২২

রাজীব নুর বলেছেন: আমি তো ভাই কোনো দল করি না।

৫| ০৬ ই আগস্ট, ২০১৮ রাত ৮:২৬

লায়নহার্ট বলেছেন: {ওরা বিন্পি জামাত}

০৬ ই আগস্ট, ২০১৮ রাত ৯:২২

রাজীব নুর বলেছেন: হতে পারে।

৬| ০৬ ই আগস্ট, ২০১৮ রাত ৮:২৬

সোহানী বলেছেন: লেখক বলেছেন: কি বলছেন??!!! টিভিতে দেখলাম ছাত্রলীগের প্রধান একজন বললেন তারা এই কাজ করেন নি। সে কি মিথ্যা বলেছে?

হাঁ তারা মিথ্যে বলছে। এটা বুঝতে অগাধ জ্ঞান লাগে না। আর সরকার কেন ধরবে, কারন ওরাইতো পিছিয়ে লেলিয়ে দিয়েছে......।

০৬ ই আগস্ট, ২০১৮ রাত ৯:২৩

রাজীব নুর বলেছেন: মনে হয় বোন আপনি ভুল বললেন।
ওরা তো ক্ষমতায় আছে। ওরা কোনো ঝামেলা চাইবে না।

৭| ০৬ ই আগস্ট, ২০১৮ রাত ৮:২৭

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা সমস্যা সমাধান করার বদলে নতুন সমস্যার জন্ম দিচ্ছেন অকারণে!

০৬ ই আগস্ট, ২০১৮ রাত ৯:২৫

রাজীব নুর বলেছেন: উনি তো সমস্যা কমানোর জন্য দাবী মেনে নিয়েছেন। ওই স্কুলে অনেক গুলো বাস দিয়েছেন। শিক্ষার্থীদের ঘরে ফিরে যেতে অনুরোধ করেছেন। নৌ মন্ত্রীকে শাসন পর্যন্ত করে দিয়েছেন।

৮| ০৬ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৩০

ভ্রমরের ডানা বলেছেন:
পক্ষ মক্ষ যাই হোক কচুকাটা হচ্ছে জনগন!

০৬ ই আগস্ট, ২০১৮ রাত ৯:২৬

রাজীব নুর বলেছেন: এইটা একটা দামী কথা বলেছেন।

৯| ০৬ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৩২

জুনায়েদ বি রাহমান বলেছেন: আইনশৃঙ্খলা বাহিনীর নীরবতাই প্রমাণ করছে, এরা সরকার পক্ষের লোক। হতে পারে ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, পুলিশ লীগ, সন্ত্রাসলীগ বা অন্য কোনো গোপন সঙ্ঘটন!

০৬ ই আগস্ট, ২০১৮ রাত ৯:২৬

রাজীব নুর বলেছেন: অন্য কোনো ''গোপন সংগঠন''ই হবে।

১০| ০৬ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৪৪

এটম২০০০ বলেছেন: লেখক বলেছেন: কি বলছেন??!!!
টিভিতে দেখলাম ছাত্রলীগের প্রধান একজন বললেন তারা এই কাজ করেন নি। সে কি মিথ্যা বলেছে?
Are you a goat to think that Chatro League speak the truth?

০৬ ই আগস্ট, ২০১৮ রাত ৯:২৭

রাজীব নুর বলেছেন: তারা মিথ্যা বলবে কেন?
যারা এই কাজ করেছে তারা বিরাট সাহসী। তাদের কোনো ভয় ডর নেই।

১১| ০৬ ই আগস্ট, ২০১৮ রাত ৯:০৩

হাসান কালবৈশাখী বলেছেন:
ভন্ডরা শুরুথেকেই মিথ্যা মুখোশধারি।
মুক্তিযুদ্ধ কোটা বন্ধ করার কোটাআন্দলন কারিরা শুরুকরেছিল সবার হাতে মুজিবের ছবি।
কোটাবাজরা বা বর্তমান বুইড়াদের সাদাশার্ট স্কুলড্রেস ব্যাকপ্যাক ধারণ করাও ভন্ডামি।

মুখোশধারি,ব্যান্ডেজধারি, ভন্ডামি মিথ্যার উপর ভর করে কখনও কেউ জয়লাভ করেনি, করবেও না।

০৬ ই আগস্ট, ২০১৮ রাত ৯:২৮

রাজীব নুর বলেছেন: ভালো কথা বলেছেন।
তবে এই যুগে সত্যের জয় হয় না।

১২| ০৬ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৫২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: পুলিশ র‍্যাব কেন একজনও তৃতীয় পক্ষের কাউকে ধরতে পারলো না?

এই তৃতীয় পক্ষ কি র‍্যাব পুলিশের চেয়ে বেশি ক্ষমতাশালী?

ইদানিং এই অমানুষের বাচ্চাগুলো হেলমেট পড়ে নেয়। যেন কেউ তাদের চিনতে না পারে।

যেহেতু ছাত্রলীগ এই কাজ করেনি, তাহলে যারা এই কাজ করেছে তাদের ধরছে না কেন?

বিশ্বজিতকে যখন দিনের বেলা একদল পশু সবার সামনে কুপিয়ে মারলো তখনও কেউ এগিয়ে আসে নাই।

পুলিশের সাথে ওরা কারা লাঠি হাতে ধাওয়া পালটা ধাওয়া খেলছে? ওরাও কি পুলিশ? সিভিল ড্রেসে? আর যদি ওরা পুলিশ না হয় তাহলে পুলিশ ওদের ধরছে না কেন?


আপনাকে তো আগেও এমন সত্য ও ন্যায়ের পথে বলিষ্ঠ ভাবে লিখতে দেখতাম, মাঝে মাঝে মনে হয় খেই হারিয়ে ফেলেন। একজন ব্লগারকে নির্মোহ ভাবে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার পথে কাজ করতে হবে।

অনেক গুরুত্বপূর্ণ ও জ্বলন্ত প্রশ্ন উঠে এসেছে এ পোস্টে। আমার মনের কথা। যারা লাঠি, চাপাতি, অস্ত্র হাতে পুলিশের সামনে অন্যান্যদের উপর ঝাঁপিয়ে পড়ছে, ওদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হচ্ছে না কেন? স্টিল পিকচার হয়ত ফটোশপ্‌ড বলে উড়িয়ে দেয়া যাবে, এসব ভিডিওকে সিজিআই হিসাবে ফলস বানিয়ে উড়িয়ে দেওয়ার মতো টেকনোলোজি এখনো বাংলাদেশে আসে নি। এসব ভিডিও ইতিহাসের গর্ভে থেকে যাচ্ছে।

হেলমেট পরে মুখ ঢাকার জন্য? না। মাথায় ইট-পাটকেল-গুলির আঘাত যাতে না লাগে সেজন্য।

ভালো থাকুন।

০৭ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৩০

রাজীব নুর বলেছেন: আপনি তো আমাকে দু'চোখে দেখতে পারেন না।
কিন্তু আমি আপনাকে পছন্দ করি।

১৩| ০৬ ই আগস্ট, ২০১৮ রাত ১০:২৩

ঢাবিয়ান বলেছেন: ওরা কলাবাগান ও কালবৈশাখির ভাতিজা

০৭ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৩০

রাজীব নুর বলেছেন: হা হা হা ---

১৪| ০৬ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৩১

আবু তালেব শেখ বলেছেন: মিথ্যা না বলা পূন্যের কাজ

০৭ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৩১

রাজীব নুর বলেছেন: জ্বী ঠিক বলেছেন।

১৫| ০৬ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৪১

হযবরলঃ বলেছেন: এসব দেখে নজরুলের কবিতার একটা লাইন মনে হয়----
দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা শুধিতে হইবে ঋণ!



০৭ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৩২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১৬| ০৬ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৩৬

সাইন বোর্ড বলেছেন: হারিকেনে কেরোসিন না থাকায় তৃতীয় পক্ষ অন্ধকারে পালিয়েছে...

০৭ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৩৩

রাজীব নুর বলেছেন: তৃতীয় পক্ষ কারা
সরকার খুব ভালো করেই জানে।

১৭| ০৬ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৪৯

জাহিদ অনিক বলেছেন:
রাজীব ভাই ?
আপনার ক্যামেরা ঠিক আছে তো ?

০৭ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৩৪

রাজীব নুর বলেছেন: কোনো রকমে কাজ চলে।

১৮| ০৭ ই আগস্ট, ২০১৮ রাত ১২:২৪

আরণ্যক রাখাল বলেছেন: ঘুষখোর পুলিশের কাছে কতটুকু আপনি আশা করেন?

০৭ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৩৪

রাজীব নুর বলেছেন: ঘুষ খাওয়ার জন্যই কিছু লোক পুলিশে যায়।

১৯| ০৭ ই আগস্ট, ২০১৮ রাত ৩:৪৭

ইফতেখারুল মবিন বলেছেন: গুজবটা না ছড়ালে এরকম হতো না!গুজব এমন একটা জিনিস,যা গজব ডেকে আনে!এক সাঈদীরে চান্দে দেইখা কতো মানুষ মরলো,আর কতো মানুষ আহত হইলো!

ছোটদের আন্দোলনে বড়দের নাক গলানো সবচেয়ে বড় ভুল!আর এটা ইচ্ছে করেই করা হয়েছে!ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য!

অনেক ইদুর এতোদিন গর্তে ছিলো!এখন বের হওয়া শুরু করছে,শিকারের আশায়!মাঠে এখন প্রচুর শিকার!

নির্বাচন সামনে!এখানে ওখানে মিটিং চলছে!তথাকথিত সুশিলের দৌরাত্ম বেড়েছে!অনেকেই মন্ত্রী-এমপি হতে চায়,সেটা যেভাবেই হোক!

২০| ০৭ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৩৬

রাজীব নুর বলেছেন: মানে সবাই সুযোগ সন্ধানী।

২১| ০৭ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৪৪

ভাইয়ু বলেছেন: ওরা শেখ হাসিনার পোষা প্রানী৷ আশ্রর্যের ব্যাপার হলো, ওদেরকে কোন কিছু খাইয়ে পোষা লাগেনা৷ এক একটা পদ ধরিয়ে দিলেই ওরা মনিবের গোলামী করতে থাকে

০৭ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৪৮

রাজীব নুর বলেছেন: এদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে।

২২| ০৭ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৪৪

মাহমুদুর রহমান বলেছেন: :| মনে হচ্ছে যেন ভূল দেশে জন্মগ্রহন করেছি।

০৭ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৪৮

রাজীব নুর বলেছেন: সহমত।

২৩| ০৭ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৪২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনি তো আমাকে দু'চোখে দেখতে পারেন না।

দু চোখে দেখতে না পারার কথাটা ভুল। তবে, আপনাকে আমি অনেক প্যাঁদানি দিয়েছি। আমি আপনার আদি যুগের পাঠক। সেই যুগ থেকে আপনার পোস্টগুলো পড়ে দেখুন সেখানে আমার কমেন্ট ছিল। আপনার পোস্টের কন্টেন্ট অনন্য, কিন্তু পাঠক নাই, প্রায়ই আমি নাদান একমাত্র কমেন্টদাতা :( এবং ভিউ সংখ্যাও খুব কম :( আপনার সমস্যা ছিল ভয়াবহ। অন্যদের পোস্টে যেতেন তো না-ই, এমনকি আপনার নিজের পোস্টে অন্যদের কমেন্টের জবাব দেয়ারও ইচ্ছে হতো না আপনার। রাগ করে অনেকদিনই আপনার পোস্টে আর যাই নি। এরপর পারস্যু করা শুরু করলেন আপনার পোস্ট কেউ পড়ে না কেন, ইত্যাদি নিয়ে। তখনই আপনাকে কষে প্যাঁদানি দেয়া শুরু করলাম। আপনার জন্য উপদেশ/পরামর্শ ছিল- অন্যদের পোস্ট পড়েন ও কমেন্ট করেন, এবং নিজের পোস্টে অন্যদের কমেন্টের জবাব দেন। আপনি এ কাজগুলো করা শুরু করলেন। ফলাফল? আপনি নিজেই এখন ব্লগে আপনার জনপ্রিয়তা টের পাচ্ছেন। এরকম আরেকজন প্রিয় ব্লগারের নাম হলো নুর মোহাম্মদ নুরু। আপনাদের দুজনেরই ব্লগিঙ বৈশিষ্ট্য একরকম ছিল।

কোনো কিছুই খুব বাড়িয়ে বা খুব কম বলাটা অন্যায়। একজন ভালো মানের ব্লগার বাকিদের জন্য অনুসরণীয় ও অনুকরণীয়। তাঁকে ভাষা ও ব্যবহারে সংযত, সংহত থেকে সৎ ও নিরপেক্ষভাবে গঠনমূলক বক্তব্য পরিবেশন করতে হবে। কোনো কমেন্ট বা পোস্ট পড়ে যদি তোষামোদকারী, পদলেহী ও দলকানা মনে হয়, তখন তাঁর অর্জিত স্থানটি নড়বড়ে হয়ে যায় এবং একসময় ভেঙে পড়ে।

আমিও আপনাকে পছন্দ করি। নইলে আপনার প্রশংসা করি কেন?

২৪| ০৭ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৫০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
আপনি সত্য মন্তব্য করেছেন।

ভালো থাকুন। সুস্থ থাকুন।

২৫| ০৭ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:০৩

বিজন রয় বলেছেন: হা হা হা হা ....... @ সোনাবীজ ভাই আমার মনে কথাগুলো বলেছেন........... প্রথম দিকে রাজীব ছিল অথর্ব ব্লগার। অনেক ভাল পোস্ট দিত কিন্তু দোষ যা ছিল আপনি বলেছেন ২৩ নং কমেন্টে। তারপর আমাদের প্যাঁদানি খেয়ে এই বছর খানি হলো আসলে ব্লগিং শুরু করেছে। কিছুদিন আবার আমাকে ফলো করতো।

আমি তো তাকে প্রতিদিন বকা দেই।
কিন্তু এটা আসলে সেয়ানা-বেহায়া পাগল।
মানুষ হলো না।

০৭ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৩৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
ভালো থাকুন। সুস্থ থাকুন।

২৬| ০৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:৪৫

কানিজ রিনা বলেছেন: এরা নেতাদের পালিত হায়েনা একজনকে
মারলে আর দশজন আগাতে সাহস পায়না।
এত ক্ষমতার পিছনে ক্ষমতা ষোগায় কারা।
চাঁপাতী হাতুরী রামদাঁ হাতে ওরা কারা।
প্রশাসনের সামনে ঘটে কিন্তু কেন গ্রেপতার
হয়না। আপনি কোন জগতে আছেন এরা
কারা এখনও বুঝতে পারেন না?

০৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:৫৯

রাজীব নুর বলেছেন: বঙ্কিমচন্দ্রের একটা উপন্যাসে এক জমিদার পুত্র তার বন্ধুর বিয়েতে ভিন্ন এক গ্রামে আসে। সেখানে একটা মেয়েকে তার ভীষণ পছন্দ হয়ে যায়। যাকে সে একবারই দেখে। মেয়েটির নামও জানা হয়নি তার।

২৭| ০৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:০৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: +++++

০৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:২০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

২৮| ০৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:২০

সনেট কবি বলেছেন: ওরা বলেছে ওরা ভয় দেখিয়েছে যেন মা-বাবারা তাদের সন্তানদেরকে রাস্তা থেকে উঠিয়ে নেয়।

০৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:২২

রাজীব নুর বলেছেন: শুধু ভয় দেখায়নি। রড দিয়ে মেরেছে।

২৯| ০৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৫৭

রাকু হাসান বলেছেন:




হ্যা ,খুব সুন্দর করে আপনার কথাগুলো বলে গেছেন । খুবই ভাল লাগলো আপনার অবস্থান দেখে । কিভাবে পুলিশের সাথেই তারা আক্রমণ করতে পারে ! কোন দেশে কি এমন টা হয় ? এভাবে হামলা করা কোন সভ্য সমাজে হয় না । তাদের বিরোদ্ধে কেউ কথাও বলা না ,যারা বলে তাদের কথায় সকরার কান ও দিচ্চে না । রাষ্ট্রীয় সন্ত্রাস বন্ধ হওয়া উচিত । সে বিএনপি,লীগ ,দল, জামাত ,শিবির বা জঙ্গি যেই হোক তার বিচারের আওতায় আনা সরকারের ই কাজ ,অথচ কোন উচ্চবাচ্য বা পদক্ষেপ নিচ্ছে না । সরকার তো তাদের নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে । যাদের হাতে সকল ক্ষমতা তারাই আজ কিছু করছে না ,তাহলে কি তৃতীয় পক্ষ ক্ষমতাসীন রা ! আমাদের চরিত্র পাল্টায় নি ,সেই পলাশীর প্রান্তর থেকে বর্তমান ।

০৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:০৫

রাজীব নুর বলেছেন: যখন আমাদের কথা বলা উচিত তখন আমরা নীরব থাকি।
আমাদের যখন নীরব থাকা উচিত তখন আমরা কথা বলি।

৩০| ০৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:১৭

হাসান জাকির ৭১৭১ বলেছেন: আন্দোলনে ভীতি সঞ্চার করাই হয়ত এদের উদ্যেশ্য।
আরো স্পষ্ট জানতে জান?
কেন বলবো?? আপনি জানেন না???

০৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:২৩

রাজীব নুর বলেছেন: উত্তেজিত হবেন না।

৩১| ০৭ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪১

জাতির বোঝা বলেছেন:
এরা জাতির শ্রেষ্ঠ সোনার সন্তান। এদেরকে ছাত্রলীগ বলে।

০৮ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:২৯

রাজীব নুর বলেছেন: ওরা ভয়ঙ্কর।

৩২| ০৭ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৫০

পদ্মপুকুর বলেছেন: বাংলা ভাষায় ইদানিং 'তৃতীয় পক্ষ' শব্দবন্ধটা বেশ জোরালো অবস্থান তৈরী করে নিচ্ছে বলে মনে হচ্ছে। এবং এই তৃতীয় পক্ষের প্রপঞ্চকে সামনে রেখে চতুর্থ পক্ষ, পঞ্চম পক্ষ অথবা হয়তো আরো অনেক পক্ষ বেশ ভালো রকমের সুবিধা নিয়ে নিচ্ছে নিরবে নিভৃতে।

০৮ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৩৩

রাজীব নুর বলেছেন: পক্ষওয়ালারাই দুষ্টলোক হয়।

৩৩| ০৮ ই আগস্ট, ২০১৮ রাত ৩:২৪

অনল চৌধুরী বলেছেন: এগুলি যদি বিরোধী জঙ্গী হতো,তাহলেই অবশ্যই গ্রেফতার বা পিটানি খেতো।
এদের না ধরা ভবিষ্যতের জন্য বিারট হুমকি,সারা জাতির লজ্জা।
সাংবাদিক তার দায়িত্ব পালন করতে গেছেন।তিনি নিরস্ত্র।
তাকে এভাবে মারার সাথে আফগানিস্তানে তালেবানদের সাংবাদিক ড্যানিয়েল পার্লকে মারার কোন পার্থ্যক্য নাই।

০৮ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৩৪

রাজীব নুর বলেছেন: সহমত।

৩৪| ০৮ ই আগস্ট, ২০১৮ রাত ৩:৩২

ঈশ্বরকণা বলেছেন: রাজিব নূর, তৃতীয় পক্ষ, ওরা কারা ? ওরা কেউ নয়! এরা মনে হয় বাতাস ! ধরা ছোয়া যায় না আর বাসা বাড়ি থেকে মানুষ দিব্বি ধরে আনা যায় !

০৮ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৩৭

রাজীব নুর বলেছেন: সরকার চায় না ওদের ধরতে।

৩৫| ০৮ ই আগস্ট, ২০১৮ ভোর ৫:০০

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: আমার মনে হয় তৃতী য় পক্ষহয় দাদাবাবুদের 'র' নাহয় পাকি গোয়েন্দা সংস্থার দেশীয় এজেন্ট ! ;)
এই দুই সংস্থার যে কোনো একটির সদস্যও হওয়াটাও অস্বাভাবিক নয় |

০৮ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৩৮

রাজীব নুর বলেছেন: পৃথিবীটা কেন এত খারাপ? কেন এত নিষ্ঠুর? কেন চারদিকে সবসময়েই এত বিপদ আপদ? এত সব ঝামেলা আর গন্ডগোলের মধ্যে কী করে বেঁচে থাকবে ভবিষ্যত প্রজন্ম?

৩৬| ০৮ ই আগস্ট, ২০১৮ ভোর ৫:৩২

উদাসী স্বপ্ন বলেছেন: আপনার পোস্ট পড়নের পর কমেন্ট পড়লাম। কমেন্ট পড়ে পোস্ট আবার পড়লাম। একটা জিনিস বুঝলাম না। আপনারে দেইখা খোদাভীড়ু মুসলিম মনে হয়। কোনো দিন কারো কুকথা তো পড়ে ঝাড়ি দিছেন কিনা সন্দেহ। কিন্তু মানুষজন আপনার সাথে এমন ব্যাব হার করে কেন? কাহিনী কি? আগেও দেখছি। অনেকেই করে এমন।

আমি ব্লগ থেকে মাঝে মাঝেই উধাও থাকি, আপনার মতো গোবেচারা মানুষের ওপর এত ক্ষোভ কেন সবার?

অস্বস্তি বোধ করলে জবাব দিয়েন না, তবে আমার এটা দেখে খারাপ লাগে। হয়তো কোনো দিন মেজাজ খারাপ থাকলে এদের সাথে ঝগড়া লাগায় দিতে পারি। ব্লগে ঝগড়া করনের রেকর্ড আছে আমার।

কাহিনী কি ভাউ?

০৮ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৩৯

রাজীব নুর বলেছেন: নিরীহ মানূষের উপর সবাই অত্যাচার করে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.