নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

মেয়েটি খুব সুন্দর

১৮ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:০৭



সুন্দর ঝলমলে একটি দিন।
আমি সকাল নয়টায় বাসা থেকে বের হয়েছি। সাদা শার্ট আর জিন্স প্যান্ট পড়েছি। পায়ে সুন্দর একটা জুতো। অন্যদিনের তুলনায় আজ জ্যাম খুব কম। প্রচুর বাতাস কিন্তু রোদ কড়া। রোদে চামড়া জ্বলছে আর বাতাসে আমার মাথার লম্বা চুল গুলো উড়ছে। রোদটা আমাকে একেবারে কাহিল করে দিচ্ছে, সহ্যের বাইরে। তবুও কিছু করার নেই। হিম শীতল ঠান্ডা পানি খাওয়ার জন্য অস্থির হয়ে পড়েছি। আশে-পাশে কোনো দোকানপাট দেখছি না। কপাল বেয়ে ঘাম পড়ছে টপ টপ, টপ। সাদা শার্ট অনেকখানি ঘামে ভেজা। মেজাজ অত্যাধিক খারাপ। মেজাজ খারাপের কারন হচ্ছে- এক পরিচিত লোক একটা চাকরির জন্য আমাকে গুলশানে এক অফিসে পাঠিয়েছেন। দুই ঘন্টা বসে থাকার পর সেই অফিসের সিইও বললেন, সিভি রেখে যান দেখি কি করা যায়। আমি যা বুঝার বুঝে গেলাম। আমি এমনটাই ধরে রেখেছিলাম।

রাগে জিদে গুলশান এক থেকে সিগারেট টানতে টানতে হাটতে শুরু করলাম। হেঁটে হেঁটে শূটিং ক্লাব এসে পড়লাম। চক্রাকার বাসে উঠলাম। নামবো মগবাজার। ভুল করে নেমে গেলাম মধুবাগ-বউ বাজার। তার মানে এখন আমাকে যেতে হবে মগবাজার ওয়ারলেস। ওয়ারলেস থেকে রকশা বা বাসে করে বাসায়। প্রচন্ড রোদ। গলা শুকিয়ে কাঠ। পানির জন্য জীবন বের হয়ে যাচ্ছে। ঠান্ডা পানি। এক হোটেলে ঢুকলাম ঠান্ডা পানি খাবো। সেই হোটেলে ঠান্ডা পানির ব্যবস্থা নেই। তিন চারটা দোকানে খোজ করলাম, ঠান্ডা পানির বোতল। কোনো দোকানে ঠান্ডা পানি পেলাম না। ওয়ারলেস যাবো, ভাড়া বিশ টাকা কিন্তু কোনো রিকশাওয়ালা ত্রিশ টাকার কমে যাবে না। ত্রিশ টাকা দিয়েই রিকশা নিলাম। রিকশায় বসে দেখি রিকশার সিট ভালো না। পিছলা খেয়ে পড়ে যাচ্ছি। আমি রিকশাওয়ালাকে বললাম, ভাড়া বেশি নিবা এদিকে সিটও পিছলা, ঠিকভাবে বসতে পারছি না- পড়ে যাচ্ছি। এটা কেমন কথা।

রেল যাচ্ছে। রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। মুহূর্তের মধ্যে লম্বা জ্যাম লেগে গেছে। ভয়াবহ গিট্রু টাইপ অবস্থা। এদিকে আমি রোদে পুড়ছি কিন্তু রিকশার হুড লাগাতে ইচ্ছা করছে না। ঠিক এই সময় সুরভি'র ফোন। সে ফোনে জানালো তরকারি কাটতে গিয়ে হাত কেটে ফেলেছে। অনেকখানি কেটে ফেলেছে। খুব রক্ত পড়ছে, ডাক্তারের কাছে যেতে হবে। মনে হয় সেলাইও লাগবে। ট্রেন যাচ্ছে তো যাচ্ছেই। আমি আমার রিকশাওয়ালাকে বললাম, গাড়ির পেছনে না থেকে বাম পাশ দিয়ে একটু টেনেটুনে সামনে যাও। কয়েকটা গাড়ির আগে যেতে পারলে আমার একটু সময় বাঁচে। আমার হাতে সময় কম। রিকশাওয়ালা খুব বিরক্ত হয়ে গাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় গাড়ির সাথে লাগিয়ে দিল। সাথে সাথে গাড়ির অনেকখানি রঙ উঠে বিছরি অবস্থা। নতুন মেরুন রঙের চমৎকার গাড়ি। ড্রাইভার মুহূর্তের মধ্যে রেগে মেগে দৌড়ে এসে রিকশাওয়ালার কলার ধরলো। আমি ড্রাইভারকে বললাম, শান্ত হোন।

ড্রাইভার রিকশাওয়ালাকে বলল, বিশ হাজার টাকা দে হারামজাদা। আমি যথেষ্ঠ বিজ্ঞ লোকের মতো বললাম, ড্রাইভার সাহেব উনার কলার ছাড়ুন। আমার সাথে কথা বলুন। ড্রাইভার আমার কথা শুনে কিছুটা আশ্বস্ত হলো। রিকশাওয়ালার কলার ছেড়ে আমার দিকে তাকালো। আমি বললাম, ভালো করে চেয়ে দেখুন, বাম পাশে জায়গা নেই। সেখানে আবার একলোক পেয়ারা নিয়ে বসে আছে। আমার কথা শেষ হওয়ার আগেই ড্রাইভার বললেন, গাড়িতে ম্যাডাম আছে- আপনি ম্যাডামকে বুঝিয়ে বলুন। আমি রিকশা থেকে নেমে গাড়ির দরজার সামনে গেলাম। কুঁজো হয়ে তাকিয়ে দেখি গাড়ির ভিতর এক পরী বসে আছে। দারুন সুন্দরী। উগ্র সুন্দরী নয়। মনোমুগ্ধকর সুন্দরী। মেয়েটাকে দেখে খুব ভালো লাগলো। কেমন সুন্দর চোখ মুখ! চোখে কাজল দিয়েছে মোটা করে। কপালে একটা ছোট্র টিপ। ঠোঁটে হালকা লিপস্টিক। মুখটা ভারী মিষ্টি। মেয়েটাকে দেখার পর থেকে কেমন শান্তি-শান্তি লাগছে। রোদের তাপও তেমন কড়া মনে হচ্ছে না। ঠান্ডা পানির তৃষ্ণা ও বোধ করছি না।

পরিশিষ্ট
মেয়েটা আমাকে তার গাড়িতে করে বাসায় নামিয়ে দিয়ে গেল। বাসায় যেতে যেতে তার ব্যাগ থেকে ঠান্ডা পানির বোতল বের করে আমার হাতে দিল। আমি ঢোক ঢোক করে বোতলের সবটুকু পানি শেষ করে দিলাম। মেয়েটা বলল, আমার ব্যাগে নুডুলস আছে। মা জোর করে দিয়েছে দিয়েছেন- আপনি ইচ্ছা করলে খেতে পারেন। আমি লক্ষ্মী ছেলের মতোন বাটির সবটুকু নুডুলস আগ্রহ নিয়ে খেয়ে ফেললাম। বিদায় নেওয়ার সময় মেয়েটাকে বললাম, আপনি যেমন সুন্দর আপনারও মনটা তার চেয়ে বেশি সুন্দর। আমি মন থেকে আপনার জন্য প্রার্থনা করবো যেন কোনো হৃদয়বান ছেলের সাথে আপনার বিয়ে হয়। দৌড়ে ছয় তালায় উঠলাম। উঠে দেখি সুরভি বেলকনিতে দাঁড়িয়ে আছে। তার হাত কাটেনি। সুরভি বলল, হাত কাটার কথা না বললে তুমি এত দ্রুত বাসায় ফিরতে না। দুপুরে দু'জন একসাথে ভাত খাবো। আজ তোমার প্রিয় খাবার রান্না করেছি। সাথে আছে ইলিশ মাছের ডিম আছে।

মন্তব্য ৪৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:১৩

বিজন রয় বলেছেন: শুভসকাল।

১৮ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:১৯

রাজীব নুর বলেছেন: শুভ সকাল ভাই।
কেমন আছেন?
আমার উপর রাগ টা কি একটু কমেছে।

২| ১৮ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:১৮

বিজন রয় বলেছেন: উগ্রসুন্দরী কিরকম একটু ব্যাখ্যা চাই।

আসলে সুন্দর কে, গাড়ীওয়ালি না বাড়িওয়ালি?

এক কথায় উত্তর দিবেন না।

১৮ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:২০

রাজীব নুর বলেছেন: সকালবেলা ভাই কোনো প্রকার তর্কে যাব না।
অন্য কোনো সময় এ নিয়ে আলাপ করবো।

ভালো থাকুন। সুস্থ থাকুন।

৩| ১৮ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৪১

বিজন রয় বলেছেন: হা হা হা হা ........ আপনার উপরে আমার কোন রাগ নাই, কখনো ছিল না।

এক সময় আপনি ব্লগে শুধু পোস্ট করতেন কোন কথা বলতেন না, মুখে হাত দেওয়া একখানা ছবি আপনার প্রপিক ছিল। আজকাল আপনার একটু পরিবর্তন হয়েছে।

আপনার জানাশোনা, পড়াশোনা, পারিপাশ্বিক বিষয়ে অনেক সচেতনতা আছে।

কিন্তু ব্লগে আপনি ভান করেন, অনেকটা ছেলেমানুষীও

কেন করেন সেটা আমিও জানি।

১৮ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:২৫

রাজীব নুর বলেছেন: ভান করি না।
সহজ সরল জীবন যাপন করতে চেষ্টা করি।

৪| ১৮ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৪৫

ঠ্যঠা মফিজ বলেছেন: ভালো লাগে নি কারন মেয়েটিকে দেখার পর কি হল তা জানতে পারলাম না।

১৮ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৩৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
ভালো থাকুন।

৫| ১৮ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:২২

ব্লগ সার্চম্যান বলেছেন: ভালো লাগল।

১৮ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৩৩

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।

৬| ১৮ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৩৬

পদাতিক চৌধুরি বলেছেন: আহা! সুন্দরীর বোতলের শুধু জল খাওয়া নয়, সঙ্গে আবার নুডুলসও বেশ দারন উপভোগ্য হল। তবে আর কোনও ডেটিং হয়নি? আমার মন কিন্তু অন্য কথা বলছে। পাশাপাশি ছতলায় বাসায় আমার ছোট্ট বোনটির জন্যও দুঃখ হচ্ছে। এনিওয়ে,

শুভকামনা প্রিয়ভাই ও পরিবারকে।



১৮ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৪৭

রাজীব নুর বলেছেন: দাদা আর কিছু হয়নি।
ঐ টুকুই।

৭| ১৮ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৫১

মিথী_মারজান বলেছেন: মেয়েটি পরিচিত নাকি অপরিচিত, তারউপর কি এমন আলাপ হল যে তার গাড়ির ক্ষতি করা সত্ত্বেও আপনাকে ড্রপ করে আসলো, কিছুই তো ক্লিয়ার করলেন না!
তাও ভালো, কিডন্যাপ বা গুম হওয়ার মত অনাকাঙ্খিত কিছু ঘটেনি! :P
চাকরিটার জন্য শুভকামনা রইলো।

১৮ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:১৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৮| ১৮ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৫৭

স্রাঞ্জি সে বলেছেন:

বাহ!

১৮ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:১৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৯| ১৮ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:০৯

নাজিম সৌরভ বলেছেন: :)

রাজীব ভাইয়ের সাথে কোন মেয়ের মাখামাখি জমে না! কেন ভাই? গল্পে হ্যাপি এন্ডিং থাকলে মজা হত।

১৮ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:১৯

রাজীব নুর বলেছেন: হা হা হা ---

১০| ১৮ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৩৪

কথার ফুলঝুরি! বলেছেন: রাস্তা ঘাটে অপরিচিত কারও থেকে কিছু খেতে হয়না ভাইয়া আর আপনি শুধু পানি না নুডুলস খেয়ে ফেললেন :| যদি মেয়েটি আপনাকে অজ্ঞান করে কোথাও নিয়ে যেতো তাহলে আমাদের সুরভি ভাবির কি হতো :((

@বিজন রয় ভাই, ঢাকার পথে ঘাটে চলার সময় এখন অনেক উগ্র সুন্দরী দেখতে পাবেন কিন্তু মনোমুগ্ধকর সুন্দরী পাওয়া কঠিন। ব্যাখ্যা তে গেলাম না, তবে ভাইয়া, একটু চোখ খোলা রাখলেই বুঝতে পারবেন কোনজন উগ্র সুন্দরী আর কোনজন মনোমুগ্ধকর সুন্দরী :P ;)

১৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:৩৫

রাজীব নুর বলেছেন: চমৎকার মন্তব্য করেছেন।
অনেক ধন্যবাদ।

১১| ১৮ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৫৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভাই আপনার আশীর্বাদ মনোমুগ্ধকর মেয়েটির কাজে লাগোক প্রত্যাশা আমারও রেখে গেলাম। আপনার বর্ণনা শুনে প্রেমে পড়ে গেলাম হয়তো! আপসোস হচ্ছে, যদি দেখতে পারতাম একনজর!

ভালো লাগলো ভাই।

১৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:৩৭

রাজীব নুর বলেছেন: আমি জানি মেয়েটির সাথে আবার দেখা হবে। তখন মনে করে ছবি ছবি তুলে নিব। তারপর ছবি আপনাকে দেখাবো ।

১২| ১৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:১২

বাকপ্রবাস বলেছেন: বিজন দা দেখি আপনারে নিয়া খুব মজা করে, শাপের মতো পেচিয়ে ধরে হা হা হা। গল্প খুব ভাল লেগেছে। আপনার ভক্ত পাঠক হয়ে যাচ্ছি। ব্লগে আসলে আপনার লেখা খুঁজি পড়ার জন্য। অবশ্য আগের গুলো না, নতুন যেটা ছেড়েছেন সেগুলো। প্রথম পেইজে না পেলে সেকেন্ড, থার্ড পেইজও ঘুরে আসি।

১৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:৩৭

রাজীব নুর বলেছেন: সৌভাগ্য আমার।

ভালো থাকুন।

১৩| ১৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৩০

বিজন রয় বলেছেন: @ কথার ফুলঝুরি...... হা হা হা ..... যেকোন মেয়ে/নারীকে নিজের মা অথবা বোনের আসনে কল্পনা করলে কোন নারী/মেয়ে উগ্র বলে মনে হবে না।

@ বাকপ্রবাস....... হা হা হা ....... আমি তবে সাপুড়ে!!!!

তবে রাজীব নুর ভয়ে অনেক কিছুই এড়িয়ে চলে।

১৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:৪০

রাজীব নুর বলেছেন: আমি অনেক ব্যস্ত।
হাঁটে যাবো।

১৪| ১৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:১০

রাকু হাসান বলেছেন: চমৎকার ,ভাল আছেন ভাইয়া ?আমি ভাল আছি । ঈদের শুভেচ্ছা নিন ।

১৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:৪০

রাজীব নুর বলেছেন: ইদ মোবারক।

১৫| ১৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:১৮

গ্রীনলাভার বলেছেন: ওয়াও। আমিও একমত যে ঢাকায় মনোমুগ্ধকর সুন্দরী দেখা ভাগ্যের ব্যপার।
অফটপিক: মার্সিয়া বার্নিকাটকে দেখে মনে হয়না আমেরিকায় কোন সুন্দরী (হাই কমিশনার) আছে। :-/

১৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:০৬

রাজীব নুর বলেছেন: হা হা হা----

১৬| ১৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩৮

লায়নহার্ট বলেছেন: {পুঁজিবাদ আপনার মধ্যে স্থায়ী একটা পরিবর্তন এনেছে}

১৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৪৮

রাজীব নুর বলেছেন: সহমত।

১৭| ১৮ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩১

চাঁদগাজী বলেছেন:


আপনি বাংলার আমুদে ও সরল মনের মানুষ; বাংলায় প্রতি আধা-লাখ মানুষের মাঝে একজন আমুদে ও সরল মানুষ থাকার সম্ভাবনা

১৯ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:৫০

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।

১৮| ১৮ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৪০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বাহ! দারুণ তো! বেকার জীবন কেটেছে?

১৯ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:৫১

রাজীব নুর বলেছেন: বেকার জীবন খুব কষ্টের।

১৯| ১৮ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৪০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মানে বেকার জীবনের অবসান হয়েছে?

১৯ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:৫১

রাজীব নুর বলেছেন: না।

২০| ১৮ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৫৮

জাহিদুল হক শোভন বলেছেন: গল্পেটা ছন্দে আঁকানো। যেন একের ভিতর দুই। শুভ কামনা।

১৯ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:৫১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
ভালো থাকুন। সুস্থ থাকুন।

২১| ১৮ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৪৬

জাহিদ অনিক বলেছেন:
আজ খুব গরম পড়েছে- একেবারে ইস্পাত গলা গরম। এমন কোন রিক্সা আবার ছিল না কিংবা পথে দেখিনি এমন কোন গাড়ী যে গাড়িতে গল্পের মত কোন পরী ছিল-- আমার তাই তৃষ্ণা রয়েই গেল--

১৯ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:৫২

রাজীব নুর বলেছেন: অপেক্ষা করুন পরী আসবে। আসবেই।

২২| ১৯ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:৩৩

পেটুকরাজা বলেছেন: সরাসরি চাকরি চাইলেই পারতেন । লেখাটার আসল পয়েন্ট হলো আপনার চাকরি নাই । মেয়ের টুইষ্ট টা ভুয়া ।

১৯ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:৫৭

রাজীব নুর বলেছেন: মিসির আলী সাহেব কেমন আছেন?

২৩| ১৯ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:৩৩

পেটুকরাজা বলেছেন: সরাসরি চাকরি চাইলেই পারতেন । লেখাটার আসল পয়েন্ট হলো আপনার চাকরি নাই । মেয়ের টুইষ্ট টা ভুয়া ।

২৪| ১৯ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:৩৩

পেটুকরাজা বলেছেন: সরাসরি চাকরি চাইলেই পারতেন । লেখাটার আসল পয়েন্ট হলো আপনার চাকরি নাই । মেয়ের টুইষ্ট টা ভুয়া ।

২৫| ১৯ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:৩৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বাংলাদেশের মানুষ রেস্টুরেন্টকে বলে হোটেল।
হোটেল হলো সাময়িক ভাবে থাকার জন্য।
আর রেস্টুরেন্ট হলো খাবার জন্য।

আপনার লেখাটি অনেক সুন্দর। কিন্তু আপনি তো বেকার নন। নতুন করে কেন আবার চাকরি খুঁজতে গেলেন?
গরম দূর হয়ে প্রশান্তির বাতাস বয়ে যাক সারা বাংলায়।

১৯ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:৫৮

রাজীব নুর বলেছেন: মন্তব্য করার জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.