নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

রাস্তায় পাওয়া ডায়েরী থেকে- ৫৮

২২ শে আগস্ট, ২০১৮ রাত ১১:০৬



১। বই পড়াটা আপনার উন্নতির জন্য সবচেয়ে শর্টকাট রাস্তা। একটা টাই, একটা স্যুট, একটা ব্র্যান্ডেড শার্টের চেয়ে একটা ভাল বই আপনাকে বেশি স্মার্ট করবে। বই পড়া স্বাভাবিকভাবেই মানুষকে স্মার্ট করে, বয়স কমিয়ে দেয়। বই পড়া আপনার দুঃশ্চিন্তাকেও কমিয়ে দেয়।

বিভূতিভূষণের চাঁদের পাহাড় কিংবা হেমিংওয়ের ওল্ড ম্যান এ- দ্য সী পড়তে বসুন। দেখুন, আপনার দুশ্চিন্তা-দূর্ভাবনা কখন কোথা দিয়ে পালিয়ে গেছে আপনি টেরও পাবেন না।
বিশ্বের মাদক ব্যবসায়ী ও নারী পাচারকারীর হাতে বই তুলে দিতে পারলে হয়তো পুরো চিত্রটাই পাল্টে যেতো। অনেকে বলেন, পড়ব কিভাবে, সময় পাই না! আরে ভাই, টিভি দেখার সময় থাকলে বই পড়ার সময় থাকবে না! মোবাইলে গেমস খেলার সময় আছে, ফেসবুকে পড়ে থাকার সময় আছে আর আসল বুক খুলে দেখার সময় নাই!

পড়তে পড়তে পাঠক হোন, পাঠক থেকে লেখক হোন। পড়তে পড়তে যদি এমন মনে হয় যে, পৃথিবীতে এমন বিষয়ও আছে যা নিয়ে কোন বই লেখা হয়নি, তাহলে নিজেই সেটা লিখে ফেলুন।

২। পৃথিবীর সবচেয়ে ছোট গল্পটির লেখক মার্কিন সাহিত্যিক ও সাংবাদিক Ernest Hemingway (আর্নেস্ট হেমিংওয়ে)। গল্পটি মাত্র ৬টি শব্দে লেখা।
এই ধরনের গল্পগুলো ‘ফ্লাশ ফিকশন’ হিসেবে পরিচিত, এগুলো এক একটি সম্পূর্ণ গল্প যা শুরু হতে না হতেই শেষ হয়ে যায়, কিন্তু তার একটি রেশ পাঠকের ভেতর থেকে যায়। কথিত আছে আর্নেস্ট হেমিংওয়ে একদিন তার অফিসের কলিগদের সাথে ১০ ডলারের বাজি ধরেন যে তিনি মাত্র ৬টি শব্দ দিয়ে একটি সম্পূর্ণ গল্প লিখতে পারবেন এবং তিনি বাজি জিতে ছিলেন।
গল্পটি ছিল এমন :
For sale. Baby shoes. Never worn.

গল্পটির বাংলা অনুবাদ :
বিক্রির জন্য। শিশুর জুতা। ব্যবহৃত নয়।

গল্পটির অর্থ বুঝতে পারলেন কি কিছু? গল্পটির ভেতর একটা রহস্য লুকিয়ে আছে। বুঝলে বুঝতে হবে নিজের মতো করেই।
এবার বলছি গল্পটির ভাবার্থ -- ''বাচ্চার জন্য জুতো কেনা হয়েছিল, কিন্তু সেই বাচ্চাটা পৃথিবীর আলোই দেখেনি।'' ৬ শব্দে গর্ভে মারা যাওয়া শিশুর জন্য মায়ের অনুভূতি। কী ভীষণ বেদনাদায়ক, তাই না!

মন্তব্য ৩৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৯) মন্তব্য লিখুন

১| ২২ শে আগস্ট, ২০১৮ রাত ১১:০৯

ব্লগার_প্রান্ত বলেছেন: ১ম

২২ শে আগস্ট, ২০১৮ রাত ১১:১২

রাজীব নুর বলেছেন: প্রথম হওয়াই ভালো।
আপনার ফ্রিজে মেরিন্ডা আছে আমার পক্ষ থেকে খেয়ে নিবেন।

২| ২২ শে আগস্ট, ২০১৮ রাত ১১:১০

শাহারিয়ার ইমন বলেছেন: হোমিং-ওয়ের গল্পটি আগেি পড়ছিলাম,পড়ে খুব কষ্ট লাগছিল

২২ শে আগস্ট, ২০১৮ রাত ১১:১৩

রাজীব নুর বলেছেন: ভালো জিনিশ আরেকবার পড়লেও ক্ষতি নাই।

৩| ২২ শে আগস্ট, ২০১৮ রাত ১১:১১

বিজন রয় বলেছেন: নারী পাচারকারীরাও বই পড়ে, শুধু বাংলাদেশে ছাড়া।

২২ শে আগস্ট, ২০১৮ রাত ১১:১৩

রাজীব নুর বলেছেন: বাংলাদেশের মানুষকে বইমূখী করে তোলার জন্য সরকারের বিশেষ ব্যবস্থা নেওয়া উচিত।

৪| ২২ শে আগস্ট, ২০১৮ রাত ১১:১২

ব্লগার_প্রান্ত বলেছেন: আসলেই বেদনাদায়ক :(
আমি একবার একটা ছোট ভুতের গল্প শুনেছিলাম, কোন বিদেশী লেখকেরই-
পৃথিবীর শেষ মানুষটি ঘরে বসে আছে। দরজায় কেউ কড়া নাড়লো
ভাই আমি কালকে ডুব দিবো

২২ শে আগস্ট, ২০১৮ রাত ১১:১৪

রাজীব নুর বলেছেন: মনে হয় হুমা্যূন আহমেদের কোনো বইতে পড়েছেন।

৫| ২২ শে আগস্ট, ২০১৮ রাত ১১:২৬

নীলপরি বলেছেন: বই পড়া ভালো । ক'জন আর মর্ম বুঝে পড়ে ?

২২ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৩২

রাজীব নুর বলেছেন: পড়তে পড়তেই মর্ম বুঝবে।

৬| ২২ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৩৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
এই জাতিটা ই অদ্ভুত। আল্লাহ যেন এই জাতিকে হেদায়েত দান করেন।

২৩ শে আগস্ট, ২০১৮ সকাল ৮:৫৪

রাজীব নুর বলেছেন: আমিন।

৭| ২২ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৫৫

চাঁদগাজী বলেছেন:


আমি চোখের জন্য বই পড়তে পারি না; ভালো সমস্যা

২৩ শে আগস্ট, ২০১৮ সকাল ৮:৫৪

রাজীব নুর বলেছেন: খুব দুঃখজনক।

৮| ২৩ শে আগস্ট, ২০১৮ রাত ১২:০৩

কাউছার হোসেন বলেছেন: জ্ঞান অর্জনে বই এর বিকল্প নেই।

২৩ শে আগস্ট, ২০১৮ সকাল ৮:৫৫

রাজীব নুর বলেছেন: ভালো মানুষ হওয়ার জন্য বইয়ের বিকল্প নেই।

৯| ২৩ শে আগস্ট, ২০১৮ রাত ১২:১২

কৃষ্ণ কমল দাস বলেছেন: Hemingway এর আমি একটা গল্প পড়েছিলাম cat in the rain অসাধারন ছিলো ......। তার একটা গল্পের বই আমার কাছে আছে। তবে সব কয়টা গল্প পড়া হয় নাই।

২৩ শে আগস্ট, ২০১৮ সকাল ৮:৫৫

রাজীব নুর বলেছেন: দ্রুত পড়ে শেষ করুন।

১০| ২৩ শে আগস্ট, ২০১৮ রাত ১:২১

জোবাইর বলেছেন:
ভালো লিখেছেন।

Never worn -এর বাংলা 'ব্যবহৃত নয়' না লিখে 'কখনো ব্যবহৃত হয়নি' লিখলে ৬ শব্দের গল্পটি আমাদের বুঝতে আরো সুবিধা হতো :)

২৩ শে আগস্ট, ২০১৮ সকাল ৮:৫৬

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।

১১| ২৩ শে আগস্ট, ২০১৮ রাত ১:৪৯

বাকপ্রবাস বলেছেন: অপঠিত বই দিয়ে ঘর সাঁজানো উচিত নয়

২৩ শে আগস্ট, ২০১৮ সকাল ৮:৫৭

রাজীব নুর বলেছেন: আমার মনে হয় যারা বই কিনে তারাই বই পড়ে। যদি নাই-ই পড়ে তাহলে অযথা বই কিনে ঘর ভরবে কেন?

১২| ২৩ শে আগস্ট, ২০১৮ রাত ২:৩৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক কষ্টের ডায়েরি খুঁজে আনছেন ভাই, এরচেয়ে আর বড় কষ্ট কি হতে পারে একজন মায়ের কাছে।

২৩ শে আগস্ট, ২০১৮ সকাল ৮:৫৭

রাজীব নুর বলেছেন: আপনার মন্তব্যটি বুঝতে পারিনি।

১৩| ২৩ শে আগস্ট, ২০১৮ রাত ২:৫৪

এস এম মামুন অর রশীদ বলেছেন: এত বই পড়ে তাহলে আপনার কী হলো, হেমিংওয়েরও আগের গল্প হেমিংওয়ের নামে চালিয়ে দিচ্ছেন? বই পড়া অবশ্যই মহৎ কাজ, কিন্তু বই পড়লেই যে সবাই ভালো হয়ে যায়, ভুল ধারণা।

২৩ শে আগস্ট, ২০১৮ সকাল ৮:৫৮

রাজীব নুর বলেছেন: দুষ্টলোকেরা বুদ্ধিমান হয় বই পড়লে।

১৪| ২৩ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:৫৮

মীর শাহেদুর রহমান বলেছেন: ছবিটা কোন ফুলের আর কোন ক্যামেরা দিয়ে তোলা ।

২৩ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫১

রাজীব নুর বলেছেন: এটা ফুল নয়। ফল।
ফলের নাম করমচা।
আমার ক্যামেরা নাইকন। ৩৩০০ মডেল।

১৫| ২৩ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:৩৭

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: আমিও ৪ শব্দে লিখলাম: জন্ম।বিয়ে। অতঃপর তাহারা.

২৩ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫১

রাজীব নুর বলেছেন: চমৎকার।

১৬| ২৩ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৪৫

মৌরি হক দোলা বলেছেন: গল্পের ব্যাখ্যাটা আসলেও চমৎকার :)


ইতালির বিখ্যাত ঔপন্যাসিক উমবার্তো একো সাত শব্দের এক বাক্যে রচিত একটি লেখাকে পৃথিবীর ক্ষুদ্রতম উপন্যাস হিসেবে দাবি করেছেন। আপনি কি এই উপন্যাসটির ব্যাখ্যা সম্পর্কে কিছু জানেন ?

২৩ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫২

রাজীব নুর বলেছেন: না।

১৭| ২৩ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:৪৪

পদাতিক চৌধুরি বলেছেন: প্রথমটাতো শর্টকাট । আর দ্বিতীয়টি বেদনাদায়ক ।

ঈদ মুবারক।

ছবির সঙ্গে পোস্টের সম্পর্কটি বুঝলাম না।

২৩ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫১

রাজীব নুর বলেছেন: দাদা কোনো সম্পর্ক নাই।

১৮| ২৩ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫০

রাজীব নুর বলেছেন: এটা ফুল নয়। ফল।
ফলের নাম করমচা।
আমার ক্যামেরা নাইকন। ৩৩০০ মডেল।

১৯| ২৩ শে আগস্ট, ২০১৮ রাত ১০:২৬

ভ্রমরের ডানা বলেছেন:



আমি আপনার লেখাকে ভালবাসি! আরো ভালবাসি এই টুকরো লেখাগুলোকে!

২৭ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:৪০

রাজীব নুর বলেছেন: সুন্দর কথা বলেছেন। দামী কথা বলেছেন।

২০| ২৩ শে আগস্ট, ২০১৮ রাত ১১:২৫

কাইকর বলেছেন: সুন্দর করে গুছিয়ে লিখেছেন প্রিয় ভাই

২৭ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:৪১

রাজীব নুর বলেছেন: ভালোবাসা নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.