নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। মানুষের জীবনে জ্ঞান বা ভালো পরামর্শ হলো মূল্যবান পাথরের মতো। এ-জিনিস যতো বেশি সম্ভব সংগ্রহ করা উচিত। জ্ঞান যত বেশি হবে, মানুষ ততো আলোকিত হবে, হবে মনের দিক দিয়ে ধনী। অবশ্য জ্ঞানের পিপাসা কখনো মেটে না। আফসোস থেকেই যায়। কিন্তু যতোটা সম্ভব জ্ঞান অর্জন করে যাওয়া উচিত। সেক্ষেত্রে দিন শেষে আফসোসের মাত্রা কম হবে।
২। একদিন শিওলিন তার গুরুকে জিজ্ঞেস করলেন: 'গুরু, মানুষের মন কি ছোট-বড় হয়?'
'না, হয় না।'
"তাহলে কেন আমরা 'এর মন ছোট' 'ওর মন বড়' এমন ধরণের কথা বলি?"
গুরু বললেন: 'তুমি একটি বড় হাতির কথা কল্পনা করো।'
'জি, আমি একটি বড় হাতির কথা কল্পনা করছি।'
'যখন তুমি বড় হাতি নিয়ে কল্পনা করছিলে, তখন কি তোমার সম্পূর্ণ মন দিয়ে কল্পনা করছিলে?' জিজ্ঞেস করলেন গুরু।
'অবশ্যই।'
'এখন তুমি একটি ছোট্ট সরিষার দানার কথা কল্পনা কর।'
'জি, আমি এখন একটি ছোট্ট সরিষার দানার কথা কল্পনা করছি।'
'তুমি কি সমস্ত মন দিয়ে সরিষার দানার কথা ভাবছিলে?'
'জি, আমি সমস্ত মন দিয়ে ভাবছিলাম।'
এবার গুরু বললেন: 'মন তো মাত্র একটি। তাহলে কীভাবে তুমি একই মন দিয়ে একটি বড় হাতি ও একটি ছোট্ট সরিষার দানার কথা কল্পনা করতে পারলে? আসলে, যখন তুমি কোনো বড় জিনিস নিয়ে ভাববে, তখন তোমার মন আপনা-আপনি বড় হয়ে যাবে; আবার যখন তুমি কোনো ছোট জিনিস নিয়ে ভাববে, তখন তোমার মন আপনা-আপনি ছোট হয়ে যাবে। তাই বলি, মানুষের মন ছোট-বড় হয় না, ছোট-বড় হয় তার চিন্তা।'
৩। আকাশে ওড়ার সময় একটি কবুতরের সঙ্গে একটি কাকের দেখা হল।
কবুতর কাককে জিজ্ঞেস করল: ‘তুমি কোথায় যাচ্ছ?’
কাক বলল: ‘আসলে আমি কোথাও যেতে চাই না। কিন্তু কেউ আমার কণ্ঠ পছন্দ করে না। তাই সবার কাছ থেকে দূরে কোথাও চলে যাচ্ছি।’
কবুতর বলল: ‘তোমার প্রচেষ্টা ব্যর্থ হবে। কারণ, তুমি যেখানেই যাও সেখানেই কেউ না কেউ থাকবে এবং তোমার কণ্ঠস্বরও পরিবর্তিত হবে না।
৪। ভালবাসা বড়ই আজব!! যদি ছেলেটি বোঝে তাহলে মেয়েটি বুঝবে না। আবার যদি মেয়েটি বোঝে তাহলে হয়তো ছেলেটি বুঝবে না। কিন্তু যখন দুজনই বোঝে, তখন আর এই পৃথিবী বুঝতে চায় না!
২৩ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:০০
রাজীব নুর বলেছেন: গত রাতটি আর ফিরে আসবে না
যা কখনোই অন্য রাতগুলোর মত নয়
কবিতা না, গল্প না
শুধু চোখের জল দু ফোঁটা।
২| ২৩ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:০১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দারুণ বলেছেন ভাই, খুবই দরকারি পোস্ট, শেষের কথাটি চমৎকার হয়েছে ভাই
২৩ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:০৩
রাজীব নুর বলেছেন: আধিভৌতিক অন্ধকারে দেশলাই জ্বালাই
সিগারেট খাই
মৃত্যু অতিক্রম করি
তারপর আর কিছু নাই।
২৩ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:০৩
রাজীব নুর বলেছেন: আধিভৌতিক অন্ধকারে দেশলাই জ্বালাই
সিগারেট খাই
মৃত্যু অতিক্রম করি
তারপর আর কিছু নাই।
৩| ২৩ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:০১
ব্লগার_প্রান্ত বলেছেন: লেখক বলেছেন: গত রাতটি আর ফিরে আসবে না
যা কখনোই অন্য রাতগুলোর মত নয়
কবিতা না, গল্প না
শুধু চোখের জল দু ফোঁটা। -_-
আপনার আজকে ঢাকার বাইরে যাওয়ার কথা?
২৩ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:০৪
রাজীব নুর বলেছেন: রাত নয়টায় বাস ছাড়বে।
ব্যাগ ত্যাগ গুছিয়ে আমি আর সুরভি রেডি।
৪| ২৩ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:০৭
মোঃ আল মামুন শাহ্ বলেছেন: যদি কিছু মনে না করেন তবে একটা ব্যক্তিগত প্রশ্ন করতে চাই?
২৩ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:১৩
রাজীব নুর বলেছেন: করুন।
৫| ২৩ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:১৩
স্বপ্ন কুহক বলেছেন: সাদা করমচার ছবিটা সুন্দর । আগের পোস্টের লাল করমচার ছবিটাও ভালো লেগেছে
লেখা নিয়ে কিছু বললাম না কারন লেখা গুলো আগেও পডেছি ।
আপনি সংগৃহিত লিখতে ভুলে গেছেন
২৩ শে আগস্ট, ২০১৮ রাত ৮:০০
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৬| ২৩ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২০
মোঃ আল মামুন শাহ্ বলেছেন: তিনি কি আপনার স্ত্রী? নাকি হবু স্ত্রী? আসলে আপনার অনেকগুলো পোস্ট পড়েই এটা বুঝতে পারলাম যে সে অন্য বাসায় থাকে।
২৩ শে আগস্ট, ২০১৮ রাত ৮:০২
রাজীব নুর বলেছেন: হা হা হা----
আমার বউ।
অন্য বাসায় থাকে না।
আমরা থাকি ছয় তালায়।
নিচ তালায় থাকে আমার।
ও মাঝে মাঝে নিচে মার কাছে যায়।
দোতালায় থাকে ভাবী। ভাবীর কাছে যায়। মাঝে ও ওর বাবার বাড়িও যায়।
৭| ২৩ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২৪
মহসিন ৩১ বলেছেন: আমরা আঁকড়ে ধরি; possesive, scizophrenic; histeriaik, lathargik. এইভাবে আমরা ভাবনায় দুবে থেকে ধারনাকেও বদলে দিতে জানি ; পড়ে নিজে দেখে অবাক অহই। চিন্তা ভাবনা আবেগকে অনুসরন করে ঠিক কিন্তু আবেগের 'ডবল- ডিরেকশান লাইনে' চিন্তা আসলে একটা কমিউটার; একবার এদিক আরেকবার অদিকে যাতায়াত। ঠাণ্ডা মাথায় থেকেও গরম মাথায় প্রবাহমান। সুতরাং চিন্তার ভিত্তি হওয়া উচিৎ সমাজ-বাস্তবতা, জীবনসংগ্রাম, ইতিহাস- ঐতিহ্য, বিদেশনীতি ইত্যাদি। ---এসবকিছুর একাডেমিক চিন্তাকেই আমরা সবলেই আঁকড়ে ধরে থাকি।
২৩ শে আগস্ট, ২০১৮ রাত ৮:০৩
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। সুন্দর মন্তব্য করেছেন।
৮| ২৩ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯
ওমেরা বলেছেন: এগুলো কি কোন ফল খুব সুন্দর তো !
২৩ শে আগস্ট, ২০১৮ রাত ৮:০৪
রাজীব নুর বলেছেন: হুম ফল। দেশী ফল।
নাম করমচা।
খুব টক হয়। লবন দিয়ে খেতে ভালৈ লাগে।
৯| ২৩ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪২
মহসিন ৩১ বলেছেন: ফল কিনা জানিনা, তবে মানুষের বুদ্ধি যে খুবই মারাত্মক প্রখর সেটা বুজি বলেই বলছি যে গেম অব লাইফের মধ্যে সব কিছুই কুলায়ে যায়; একাডেমিক বিষয়ের অভাব নাই মোটেই।
২৩ শে আগস্ট, ২০১৮ রাত ৮:০৪
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
১০| ২৩ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫২
মৌরি হক দোলা বলেছেন: ৩ নং.......... চমৎকার একটি কথা বোঝানো হয়েছে!
২৩ শে আগস্ট, ২০১৮ রাত ৮:০৪
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বোন দোলা।
২৩ শে আগস্ট, ২০১৮ রাত ৮:০৪
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বোন দোলা।
১১| ২৩ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ঠিক আছে...
২৩ শে আগস্ট, ২০১৮ রাত ৮:০৫
রাজীব নুর বলেছেন: হুম।
১২| ২৩ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬
জুনায়েদ বি রাহমান বলেছেন: রাজীব ভাই, বাসা থেকে কবে বেরুচ্ছেন? শুভ কামনা। ভ্রমণ আনন্দের হোক।
পোস্ট শিক্ষণীয় ছিলো।
২৩ শে আগস্ট, ২০১৮ রাত ৮:০৫
রাজীব নুর বলেছেন: এই আপনাকে মন্তব্য করেই বের হবো। এখুনি।
১৩| ২৩ শে আগস্ট, ২০১৮ রাত ৮:১০
সনেট কবি বলেছেন: আমার খুব গর্ব হচ্ছে,অবশেষে আমার ভাইপুত দার্শনিক হয়ে যাচ্ছে।
২৭ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:৩৫
রাজীব নুর বলেছেন: দার্শনিক হওয়া চারটে খানি কথা নয় চাচাজ্বী।
১৪| ২৩ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৪৫
শাহারিয়ার ইমন বলেছেন: ৪ নাম্বারটা মজা লাগছে
২৭ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:৩৬
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
১৫| ২৩ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৫৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সক্রেটিস এক দিন বলেছিলেন--------
গ্রিসের সক্রেটিস কি আবার ফিরে আসছেন এই অভাগা বাংলাদেশে?
২৭ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:৩৬
রাজীব নুর বলেছেন: হা হা হা---
১৬| ২৩ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৫৯
দীপ্ত একাত্তর বলেছেন: যাদের আবেগ বেশি তারা কি হন ?
২৭ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:৩৬
রাজীব নুর বলেছেন: কবি।
১৭| ২৩ শে আগস্ট, ২০১৮ রাত ৯:২৮
চাঙ্কু বলেছেন: ভালুবাসা বলিয়া কিছু নাই
২৭ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:৩৭
রাজীব নুর বলেছেন: ঠিক।
১৮| ২৩ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৫৭
জাহিদ অনিক বলেছেন:
এই পৃথিবী ভালো বাসিতে জানে না---
২৭ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:৩৭
রাজীব নুর বলেছেন: একদম ঠিক কথা।
১৯| ২৪ শে আগস্ট, ২০১৮ রাত ২:২৮
বাকপ্রবাস বলেছেন: সনেট কবি বলেছেন: আমার খুব গর্ব হচ্ছে,অবশেষে আমার ভাইপুত দার্শনিক হয়ে যাচ্ছে।
২৭ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:৩৮
রাজীব নুর বলেছেন: উনি আমার চাচা।
কাজেই চাচা বলেছেন। চাচার কথা ।
২০| ২৪ শে আগস্ট, ২০১৮ সকাল ৭:৪৩
সিগন্যাস বলেছেন: বাহ বাহ রাজিব ভাই । শেষের পয়েন্টটা পড়ে মুগ্ধ হয়েছি । প্লাস নেন ভাই
২৭ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:৩৯
রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।
২১| ২৪ শে আগস্ট, ২০১৮ রাত ১১:১৬
ল বলেছেন: ভালো লাগলো ব্যতীক্রম কিছু জাগানিয়া কথা
২৭ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:৩৯
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
ভালো থাকুন।
২২| ২৫ শে আগস্ট, ২০১৮ রাত ১২:৩৭
আরণ্যক রাখাল বলেছেন: ৪ নাম্বারটা লিখেছেন ভাল
২৭ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:৩৯
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ধন্যবাদ।
২৩| ২৭ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৩৬
মোঃ মাইদুল সরকার বলেছেন: ২-৪ ভাল লেগেছে।
২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:১০
রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
©somewhere in net ltd.
১| ২৩ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫৫
ব্লগার_প্রান্ত বলেছেন: