নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

পুরানো ব্লগাররা কোথায়?

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৭




১। 'ঢাকাবাসী কই'? অনেকদিন তাকে দেখি না। খুব ব্লগ পোষ্ট পড়তেন। লিখতেনও ভালো।


২। 'অতৃপ্ত চোখ' কোথায়? অনেকদিন দেখি না।


৩। 'অরুনি মায়া অনু' কোথায়? তাকে তো ব্লগে দেখি না।


৪। 'কি করি আজ ভেবে না পাই' এই ব্লগারকেও সামুতে আর দেখি না।


৫। অনেকদিন সামুতে উনাকেও দেখি না। উনি খুব কবিতা লিখতেন।


৬। এই ব্লগারকেও দেখি না। খুব কবিতা লিখতেন।


৭। নাই। কোথাও নাই। এমন কি ব্লগে তার আই ডি টাও নাই।


৮। আপনারা কেউ কি এদের খোঁজ জানেন?


৯। এই ব্লগার সব রকম লেখাই লিখতেন। এখন কোথায় হারিয়ে গেছে কে জানে !!


১০। এই ব্লগার কিছু লিখতেন না। শুধু অন্যের পোষ্ট পড়তেন। এখন সে কোথায় যেন হারিয়ে গেছে।


১১। এই ব্লগার মজার মজার বিষয় নিয়ে নানান রকম পোষ্ট দিতেন। তারা আজ নেই। হারিয়ে গেছে। কোথায় হারিয়ে গেছে? কেন?


১২। হারিয়ে যাওয়া সব ব্লগাররা যদি আবার ফিরে আসতো!!


১৩। এই ব্লগার চমৎকার লিখতেন। বছরের পর বছর চলে যাচ্ছে কিন্তু সামুতে তাদের পাই না।


১৪। এরকম বহু ব্লগার আজ তাদের কোনো খোঁজ খবর নাই। তারা লিখতেন। ম্নন্তব্য করতেন।


১৫। তিনি, লিখতেন কম কিন্তু মন্তব্য করতেন বেশি। এই সমস্ত পুরান ব্লগারদের আমি খুব খুজি।


১৬। এরা যদি সবাই ফিরে আসতো। আচ্ছা এরা এখন ব্লগে নাই কেন?


১৭। খুব লিখতেন তারা। মন খুলে মন্তব্য করতেন। এমন না যে তারা আমার পরিচিত। তাদের আমি চিনি না, জানি না। কিন্তু তারা একসময় ব্লগে ছিলেন। আজ নাই- এটা ভাবতেই আমার খারাপ লাগে।


১৮। আমি চাই পুরানো ব্লগাররা সবাই ফিরে আসুক। ব্লগারদের আমার আত্মার আত্মীয় বলে মনে করি।


১৯। উনি খুব মন্তব্য করতেন। আজ তারা নেই। হয়তো চাকরি, ব্যবসা বা সংসার নিয়ে খুব ব্যস্ত। ব্লগে ঢুকার সময় পায় না।


২০। ধর্ম নিয়ে খুব সুন্দর সুন্দর পোষ্ট করতেন। এরকম হাজার লক্ষ ব্লগার নাই। আমার খুব জানতে ইচ্ছা করে তারা কোথায় আছে? কেমন আছে?

মন্তব্য ৭২ টি রেটিং +৫/-০

মন্তব্য (৭২) মন্তব্য লিখুন

১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
হারানো হিয়ার নিকুঞ্জপথে কুড়াই ঝরা ফুল একেলা আমি।
তুমি কেন হায় আসিলে হেথায় সুখের স্বরগ হইতে নামি।।
চারিপাশে মোর উড়িছে কেবল
শুকনো পাতা মলিন ফুল–দল,
বৃথাই কেন হায় তব আঁখিজল ছিটাও অবিরল দিবস–যামী।।
এলে অবেলায় পথিক বেভুল
বিঁধিছে কাঁটা নাহি যবে ফুল,
কি দিয়ে বরণ করি ও চরণ নিভিছে জীবন, জীবন–স্বামী।।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০০

রাজীব নুর বলেছেন: আমি চাই তারা আবার ফিরে আসুক।

২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৮

জুনায়েদ বি রাহমান বলেছেন: যারা একটাসময় ছিলেন, কিন্তু এখন নেই। তাদের মনে পড়লে কষ্ট লাগে। অজান্তে চোখেরজল বেরিয়ে আসে।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০২

রাজীব নুর বলেছেন: তাদের বিষয়ে সামু কি খোঁজ খবর করতে পারে না?

৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২১

ডার্ক ম্যান বলেছেন: একটা আইডি থেকে অনেক পুরানো স্মৃতি মনে পড়ে গেল।
তিনি ভাল আছেন, চাকরি সংসার পরিবার নিয়ে ভাল আছেন। মাঝে মাঝে বাতিঘরে দেখা হয়

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০৬

রাজীব নুর বলেছেন: বাহ !!

৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮

চাঁদগাজী বলেছেন:


তাঁদের মিস করছি

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০৬

রাজীব নুর বলেছেন: আমিও।

৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৯

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আমিও খেয়াল করেছি। অনেক ব্লগার ২০১৬এর পড়ে আর লেখা পোস্ট করেনি।। তারা মিসিং। নাই হাড়িয়েগেছে

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০৯

রাজীব নুর বলেছেন: হয়তো সময় সুযোগ পায় না। ঘর সংসার চাকরি বাকরি নিয়ে ব্যস্ত।

৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫২

রাকু হাসান বলেছেন: কি করি আজ ভেবে না পাই কে দেখছিলাম কয়েকদিন আগে মনে হচ্ছে । পুরাতন ব্লগারা ফিরে আসুন । আপনাদের সৌরভে ভরে দিন সামু কে ।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২০

টুটুল বলেছেন: আমি অ-ে নে- ক দিন এ ব্লগ বলয়ের বাইরে থাকতে বাধ্য হয়েছিলাম। ফলে পুরোনো কাউকে কাউকে মনে পড়ে- যেমন, ঘাসফুল বা এরকম কয়েকজনকে। বেশিরভাগই অনেকটা ব্স্মিৃতির মতো ঝাঁপসা হয়ে আসছে।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩০

রাজীব নুর বলেছেন: তারা আবার ফিরে আসবেন এই আশা করি।

৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৪

সোনালী ঈগল২৭৪ বলেছেন: ২০১৪ কি ২০১৫ সালের পর থেকে আস্তে আস্তে অনেক পুরোনো ব্লগাররা চলে গেছে , তবে বাংলায় বেশ কয়েকটি ব্লগ থাকলেও একমাত্র সামু ব্লগ তার জনপ্রিয়তা ধরে রেখেছে , বাদবাকিগুলো এখন কোনোরকমে টিকে আছে , আমি ব্লগে নতুন , ব্লগ ঘুরে আসার আমন্ত্রণ রইলো

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩১

রাজীব নুর বলেছেন: অবশ্যই। অবশ্যই।

৯| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫

পদাতিক চৌধুরি বলেছেন: ভালো পোস্ট। ওনাদের ফিরে আসা কামনা করি।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩৪

রাজীব নুর বলেছেন: রেছেফিরে আসুক বা না আসুক। তারা যেন ভালো থাকে। সুস্থ থাকে।

১০| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫২

মনস্বিনী বলেছেন: একদিন তো ছাড়তেই হয়।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩৭

রাজীব নুর বলেছেন: ইচ্ছা থাকলে আমৃত্যু ব্লগিং করা যায়।

১১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩

তারেক_মাহমুদ বলেছেন: পুরানো ব্লগাররা ফিরে আসলে সামু আরও সমৃদ্ধ হতো। আমরা সবাই আপনাদের মিস করছি আপনারা ফিরে আসুন।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩৭

রাজীব নুর বলেছেন: সহমত।

১২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫

স্রাঞ্জি সে বলেছেন:


কেউ যাবে কেউ তো আসবে এইতো সামুর খেলা।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩৮

রাজীব নুর বলেছেন: এটাই বাস্তব সত্য।

১৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ৩ জন ছাড়া আর কাউকে চিনলাম না !

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩৯

রাজীব নুর বলেছেন: কিন্তু একসময় তারা ছিল। লিখতো, পড়তো এবং মন্তব্য করতো।

১৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০৩

নীলপরি বলেছেন: হুম । আমারও একই আবেদন ।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ পরি।

১৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১৮

সৈয়দ ইসলাম বলেছেন:
পুরনো অনেকে হয়ত আমার মত নতুন অরে আসছেন! সেটা আমি নিশ্চিত করে বলি না, বলি পুরনোরা আসুক।

পোস্টটি ভালই তো

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভাই।

১৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১৯

শায়মা বলেছেন: কি করি ভাইয়া তো আছেই....

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩২

রাজীব নুর বলেছেন: হা হা হা ----

১৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২০

জুন বলেছেন: আপনার তালিকার অনেকের মধ্যে বিশেষ করে ঢাকাবাসীর কথা খুব মনে পড়ে রাজীব নুর। উনি আমার ব্লগের একজন নিয়মিত পাঠক ছিলেন। এছাড়া তার লেখাগুলোও আমার ভালোলাগতো।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩২

রাজীব নুর বলেছেন: ফিরে আসুক। আবার তারা ফিরে আসুক।

১৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২২

খায়রুল আহসান বলেছেন: হারিয়ে যাওয়া ব্লগারদেরকে স্মরণ করেছেন, তাদের প্রত্যাবর্তন কামনা করেছেন, দেখে ভাল লাগলো। আশা করি, আপনার এ পোস্ট পড়ে তাদের কেউ কেউ হয়তো সাড়া দেবেন।
উপরোক্ত ২০ জনের মধ্যে প্রথম ৪ জনকে আমার লেখায় পেয়েছিলাম বলে মনে পড়ে। এছাড়া সিগনেচার নসীবকেও এখানে বা অন্য কোথাও পেয়েছি বলে মনে পড়ে।
ওনারা সবাই ব্লগে ফিরে আসুন, নিয়মিত না হলেও মাঝে মাঝে, আপনার সাথে আমিও তা কামনা করছি।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
এই ব্লগে আপনি সবচেয়ে শান্ত ভদ্র এবং বিনয়ী ব্লগার।

১৯| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২৮

জুন বলেছেন: কান্ডারীকেও অনেক মিস করি। সবাই ফিরে আসুক এই ব্লগ ভুবনে সেই প্রত্যাশায়

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১০

রাজীব নুর বলেছেন: আসুক, ফিরে আসুক।
দেরী হোক, যায়নি সময়।

২০| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪৮

সুমন কর বলেছেন: আরো অনেক'কে মিস করি.............

হয়তো, আমিও একদিন হারিয়ে যাবো......

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০৮

রাজীব নুর বলেছেন: আমিও হারিয়ে যাব।

২১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১২

শফিউল আলম চৌধূরী বলেছেন: আই মিস চিকন মিয়া এবং তার মাইনাস! মাইনাসও গেলো, চিকন মিয়াও গেলো...

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০৮

রাজীব নুর বলেছেন: এত এত ব্লগার যে কোথায় গেল!!!!

২২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪৫

ভ্রমরের ডানা বলেছেন:



অনেকেই হারিয়ে যায় নিরবে...

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০৭

রাজীব নুর বলেছেন: আমিও হারিয়ে যাব।

২৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
অনেকেই ছিলেন। তবে এক জন ছিলেন নোবেল বিজয়ী টিপু। কোন এক ব্লগারের পোস্টের মাধ্যমে তার চিরতরে চলে যাওয়ার খবর পাই।

অনেকেই হয়তো চিরতরে পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেছেন।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২৪

রাজীব নুর বলেছেন: আরে না, কি যে বলেন!!!

২৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০৮

টারজান০০০০৭ বলেছেন: যাহারা গিয়াছেন, কেন গিয়াছেন , কেন আসিবেন না বা আসিতেছেন না ইহার একখানা অনুসন্ধানী পোস্ট দিলে জাতি উপকৃত হইতো।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৩

রাজীব নুর বলেছেন: এই পোষ্ট আমি দিতে পারবো না, হয়তো অন্য কেউ পারবে।

২৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৪

শুভ্র বিকেল বলেছেন: হ্যা অনেক প্রিয় ব্লগারই ব্লগ থেকে হারিয়ে গেছে, যাদের অনেক অনেককে এখনো মিস করি অবশ্য এদের অনেকেই ফেসবুকে একটিভ। ঘাসফুল ভাইয়ের আজও খুঁজে পেলাম না, হঠাৎ একদিন হারিয়ে গেলেন, আর ফিরলেন না। অনেক অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার মনে করিয়ে দেওয়ার জন্য।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ আপনাকে।

২৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৫০

মোঃ খুরশীদ আলম বলেছেন: পুরনোরা সব ফিরে আসুন, প্রত্যাশা করি।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ আলম ভাই।

২৭| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:১০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সময়ের দাবী মনে পুরনোরা যায় হারিয়ে
নতুনেরা জায়গা করে নেয় পুরনোদের সরিয়ে

হয়তো আমরাও একদিন হারিয়ে যাবো
কেউ কেউ আমাদের খোঁজে এমনি করে পোস্ট দিবে, হিট হবে।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৭

রাজীব নুর বলেছেন: আচ্ছা, আমি হারিয়ে গেলে কেউ কি খোঁজ নিবে?

২৮| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৩৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: পোষ্টের জন্য অনেক ধন্যবাদ আপনাকে।


হয়তো অনেকেই ফিরবেন।ফিরলে ভালো হতো খুব।
জানি তিনি কোনোদিনই ফিরবেন না।
তবুও রিটার্ন ইফ পসিবল !পোষ্টের জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
হয়তো অনেকেই ফিরবেন।ফিরলে ভালো হতো খুব।
জানি তিনি কোনোদিনই ফিরবেন না।
তবুও রিটার্ন ইফ পসিবল ! যদি সম্ভব হয় !

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৭

রাজীব নুর বলেছেন: আল্লাহ উনাকে বেহেশত নসিব করুক।

২৯| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৫৯

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: সবাই বোধহয় খুব ব্যস্ত।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৮

রাজীব নুর বলেছেন: আমারও তাই ধারনা।
কেউ চাকরি, কেউ ব্যবসা, কেউ ঘর-সংসার নিয়ে।

৩০| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৩

তারেক ফাহিম বলেছেন: যাদের পেয়েছি, তাঁদের অনেককেই এখন আর দেখি না।

তারা ফিরে আসুক।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৯

রাজীব নুর বলেছেন: ইনশাল্লাহ ফিরে আসবেন।

৩১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: ইমন জোবায়েরের লিংকটা কি দিতে পারবেন।

ওনার লেখা পড়তে চাই।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০৮

রাজীব নুর বলেছেন: এই নিন

৩২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:১৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:১৮

রাজীব নুর বলেছেন: ভালো থাকবেন।

৩৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: হয়ত অনেকেই ব্যস্ত আছে কিংবা কারো হয়েছে অভিমান!! ফিরে আসুক তারা!

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২৫

রাজীব নুর বলেছেন: ইনশাল্লাহ ফিরে আসবে।

৩৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০৮

সাদা মনের মানুষ বলেছেন: ওনারা কে কোথায় জানিনা। আসলে ব্লগে তো সবাই আর সময় দিতে পারেনা, কিংবা আগের মতো আর উৎসাহ পায় না।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২৬

রাজীব নুর বলেছেন: তাদেরকে ফিরিয়ে আনা আমাদের দরকার।

৩৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০৯

বিশিষ্ট বলদ বলেছেন: অনেকেই কোথাও যান নি। মাল্টি নিক নিয়ে খোলস বদলেছেন মাত্র। উদাহরণ স্বরূপ উপরে উল্লেখিত অতৃপ্ত চোখ একজনের মাল্টি। যিনি এখনো নিয়মিত গান লিখে পোস্ট দেন।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২৭

রাজীব নুর বলেছেন: এটা ঠিক বলেছেন।

৩৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২৩

মাহমুদুর রহমান বলেছেন: খুবই দুঃখজনক।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২৮

রাজীব নুর বলেছেন: দুঃখটাকে আনন্দে রুপ দিতে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.