নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

সমসাময়িক

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১৫



নিজের অভিজ্ঞতা থেকে এবং নিজের চোখে অনেক অফিস ঘুরে ঘুরে দেখেছি, কেউ নিজের কাজ টুকু সঠিকভাবে পালন করে না। অর্থাৎ যে যার দায়িত্ব সঠিকভাবে পালন করে না। বিশেষ করে সরকারি অফিসের লোকজন। যে যত বড় পদে আছে, সে তত বড় ফাঁকিবাজ। যদি প্রত্যেকে তাদের কর্মক্ষেত্রে যথাযথ দায়িত্ব পালন করতো তাহলে দেশ অনেক দূর এগিয়ে যেত। দেশ পিছিয়ে থাকার কারনে একটা বড় কারন হচ্ছে- যে যার জায়গা থেকে সঠিক দায়িত্ব পালন করে না। তাদের দায়িত্ব অবহেলার কারনে, যে কাজ একদিনে হওয়ার কথা সে কাজ করতে দুই সপ্তাহ লাগে।

আপনি কি জানেন, সজ্ঞানে অনেক শিক্ষিত যুবক ধর্মকে ব্যবহার করে? এক ছেলে গ্রাম থেকে ঢাকা এসেছে। সে ঢাকাতে একেবারেই নতুন। এসেই সে নামাজ পড়া শুরু করলো। ফজরের নামাজের সময় মসজিদে তাকে বয়স্ক মুরুব্বিরা দেখে অবাক! মুররুবিরা তাকে বলল, তুমি খুব ভালো, এত ভোরে তোমার মতো বয়সী ছেলেরা নামাজ পড়তে আসে না। এক সপ্তাহ পড়ে ছেলেটি মুরুব্বিদের কাছে নিজের অভাবের কথা বলে একটা চাকরি চাইলো। মুরুব্বিরা সবাই মিলে তাকে একটা চাকরির ব্যবস্থা করে দিল। চাকরি পাওয়ার পর ছেলেটা নামাজ ছেড়ে দিল। সেই ছেলে এখন অনেক টাকার মালিক হয়েছে। কিছুদিন আগে শুনলাম উত্তরাতে জমি কিনেছে। খুব শ্রীঘই বাড়ির কাজে হাত দিবে। এই ছেলে একটা নামী দামী ফার্নিচার কোম্পানীতে কাজ করতো। সেখান থেকে সে পাঁচ লাখ টাকার ফার্নিচার নিজের গ্রামের বাড়িতে পাচার করেছে। তার গ্রামের বাড়ি একদম অজপাড়া গায়ে। সেখানে বিদ্যুৎও নেই। কিন্তু আধুনিক সোফা, খাট আলমারী আছে। অই গ্রামে কারো বাড়িতে এরকম সোফা নেই।

অফিসে যখন নতুন কেউ জয়েন করে। সে-ও ধর্মকে ব্যবহার করে। অফিসে জয়েন করেই- নামাজের সময় হলে সবার আগে গিয়ে নামাজের স্থানে বসে পড়ে। খুব কাজের ভাব দেখায়। বলে, ভাই আমাকে কাজ দেন। কি করতে হবে বলেন। তখন তাকে দেখলে মনে হবে খুব দক্ষ এবং পরিশ্রমী। অফিসের পুরাতন কর্মীরা তা দেখে খুশি হয়। তারা বলে, বাহ, ছেলেটা খুব ভালো। এক-দুই মাস পার হয়ে গেলে তাকে আর নামাজে পাওয়া যায় না। এমনকি অনেক অনুরোধ করেও তাকে দিয়ে অতি সামান্য কাজও করানো যায় না। কাজেই বলা যায় সব শ্রেণির মানুষ ধর্মকে ব্যবহার করে। এবং কিছুদিন পর বুঝা যায় নামাজ পড়া ছেলেটা কত বড় বদ আর ভন্ড। তারা শুধু ভন্ড'ই না, মিথ্যাবাদী এবং অমানুষ।

অনেকে অল্প কয়েকদিনের সম্পর্কের পরেই বিয়ে করে ফেলে। খুব ধূমধাম করে বিয়ে। বিয়েতে তিন হাজার মানুষকে দাওয়াত দিয়ে খাওয়ানো হয়। কিন্তু এই বিয়ে এক বছর পার হবার আগেই তালাক হয়ে যায়। সিটি কর্পোরেশন অফিসে দেখেছি হাজার লক্ষ তালাকের ফাইল জমা হয়ে আছে। যাই হোক, এ বিষয় নিয়ে অন্য কোনো সময় লিখব, আজ লিখতে ইচ্ছা করছে না। আমাদের দেশে নাকি নব্য ধনী লোকের সংখ্যা অনেক বেড়ে গেছে? আসলেই ধনী লোকের সংখ্যা অনেক বেড়েছে। প্রতিদিন অসংখ্য গাড়ি, বাইক রাস্তায় নামছে। প্রতিদিন কয়েক শ' ফ্ল্যাটের বুকিং দেওয়া হচ্ছে। আমি শালা সারা জীবন গরীব'ই রয়ে গেলাম। একটা গাড়ি কিনতে পারলাম না, ফ্ল্যাট কিনতে পারলাম না। দেশ বিদেশ ঘুরতে পারলাম না। আমস্টারডাম বেড়াতে যাওয়ার শখ আজ দশ বছর ধরে। মনে হয় না, ইহ জীবনে আর যেতে পারবো!

আগামী দশ বছরের মধ্যে যা যা ঘটবে, তা আমি চোখ বন্ধ করেই বলে দিতে পারি-
১। সেই দিন খুব দূরে না যেদিন বাংলাদেশের সাহিত্য জগত দখল করে নিয়ে সরকারি আমলারা।
২। পৃথিবীর সবচেয়ে অমানবিক দেশ হবে বাংলাদেশ।
৩। হোন্ডা ফুটপাত দিয়েই চলবে। এবং তাদের কিছু বলা যাবে না। যে বলবে সে মার খাবে।
৪। ছাত্রলীগের নেতা কর্মীদের প্রত্যেকের গাড়ি ফ্ল্যাট থাকবেই। তারা বছরে তিনবার দেশের বাইরে বেড়াতে যাবে।
৫। নিজের বাবা মা, আর ভাই বোন ছাড়া আর কাউকে বিশ্বাস করা যাবে না। যে বিশ্বাস করবে সে ধরা খাবে।
৬। এক শ্রেণির মানুষ সীমাহীন টাকার মালিক হবে, আরেক শ্রেণির মানুষ তিনবেলা পেটপুরে খেতে পাবে না।
৭। ক্ষমতাবানদের দাপটে সাধারন মানুষেরা বিড়াল হয়ে যাবে। তেলবাজে পরিনত হবে। অবশ্য এছাড়া অন্য কোনো উপায় নেই।
৮। দুর্নীতি হচ্ছে, হবে। প্রচুর দুর্নীতি হবে। সব সেক্টরে দুর্নীতি হবে অথচ আমাদের দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না। কারন সেই ব্যবস্থা করে রাখা হয়েছে।
৯। প্রতি বছর নদী ভাঙ্গন হবে, গ্রামের পর গ্রাম তলিয়ে যাবে কিন্তু এর স্থায়ী সমাধান করা হবে না। জ্যাম কোনোদিন কমবে না। দ্রব্য মূল্যের দাম বাড়তেই থাকবে। দুর্ঘটনা বেড়েই চলবে, বেকার বাড়বে, চুরী ছিনতাই আর ডাকাতি বাড়বে। রাজনীতিবিদের মিথ্যা বাড়বে। অসৎ ভাবে ধনী হওয়া লোকরা সেকেন্ড হোম হিসেবে ইউরোপের বিভিন্ন দেশে গাড়ি বাড়ি থাকবে। অলরেডি অনেকের আছে। সব দুষ্টলোকেরা সরকারের মন্ত্রী এমপি সচিব হবে। সবাই জানবে বুঝবে অথচ কারোই করার কিছু থাকবে না। যে বলবে সে জেলে যাবে।
১০। এক কথায় বলতে গেলে, পুরো দেশ নষ্টদের দখলে চলে যাবে।

মন্তব্য ২৭ টি রেটিং +২/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২১

সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২৯

রাজীব নুর বলেছেন: সব লেখাতেই আপনার এক মন্তব্য দেখি।
হোয়াই??? চাচা? হোয়াই??

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২৯

রাজীব নুর বলেছেন: সব লেখাতেই আপনার এক মন্তব্য দেখি।
হোয়াই??? চাচা? হোয়াই??

২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২৫

তানভীর তুর্য্য বলেছেন: শেষের মাঝে অশেষ আছে, বাজাও তুমি আপন সুরে। পরিবর্তন আসবেই একদিন।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩০

রাজীব নুর বলেছেন: পরিবর্তন আর কবে হবে??
মাথার চুল তো সাদা হতে চলেছে।

৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪৯

আরোগ্য বলেছেন: আল্লাহ যাতে আপনার ভবিষ্যত বাণী কখনো সত্যি না করে।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৪৯

রাজীব নুর বলেছেন: আমিও তাই চাই।

৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: এক কথায় বলতে গেলে, পুরো দেশ নষ্টদের দখলে চলে যাবে।
রাজনীতি আমাদের দূর্নীতি শিখিয়েছে
আমলারা কাজ ফাঁকি দিয়ে সম্পদ গড়েছে
শিক্ষকরা অসদুপায় করে শিক্ষা ব্যবস্হা নষ্ট করেছে
সাংবাদিক রা ইয়েলো র্জানালিজম করে সততা ডাস্টবিনে নিক্ষেপ করেছে
ছাত্র/ছাত্রী ও অভিবাবক রা পরীক্ষার পূর্ব রাত্রে প্রশ্নফাঁস নিয়ে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
তাহলে বিড়ালের গলায় ঘন্টা বাধঁবে কে ???
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
তারপরও আমি আশাবাদী দেশ সঠিক পথে আসবে, নতূন প্রজন্ম থেকে তা আসবে ।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ আশাজাগানিয়া মন্তব্য করার জন্য।

৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩৯

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: চাকরি পাওয়ার পর/কাজ হবার পরে অনেকেই নামাজ ছেড়ে দেয়। এটা খুব খারাপ কাজ। (আমি তো তাও পড়ি না...):(


পুরো দেশ নষ্টদের দখলে চলে যাবে!!!
আপনার ভবিষ্যৎ বাণী শুনে ইচ্ছে হচ্ছে, আমিও নষ্ট হয়ে যাই...:P

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫৪

রাজীব নুর বলেছেন: না, নষ্ট হবেন না।
কিছু ভালো মানুষ প্রিথিবতে না থাকলে তো কেয়ামত হয়ে যাবে।

৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১২

ওমেরা বলেছেন: মানুষ যখন আপদ-বিপদ, অভাব অনটনে থাকে তখন আল্লাহর কাছে ধর্ণা দে্য । বিপদ কেটে গেলেই আল্লাহকে ভুলে যা্য ।

আপনি কি জ্যোতিষী নাকি ?

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫৯

রাজীব নুর বলেছেন: মাঝে মাঝে হাত দেখি। শখের জ্যোতিষি বলা যেতে পারে।

৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২৯

রাকু হাসান বলেছেন: এক হতাশাবাদী রাজীব ভাইকে দেখছি নাকি !! :(
কথাগুলোর বাস্তবতা আছে । তবে না হোক চাইবো ।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০০

রাজীব নুর বলেছেন: ভালো মানূষরা এরকম চাইতে পারে না।
অথচ ধীরে ধীরে এরকমই হচ্ছে।

৮| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৪৮

মেহেদী হাসান হাসিব বলেছেন: ভাই দেশেটা এখন দুর্নীতিবাজ দিয়ে ভরা। নির্মূলের ব্যবস্থা যাদের হাতে তারাই প্রশিক্ষিত দুর্নীতিবাজ।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০১

রাজীব নুর বলেছেন: এজন্য এযুগের নাম কলি যুগ।

৯| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৫৯

চাঁদগাজী বলেছেন:


জেনারেল জিয়ার সময় একটা কাজ হয়েছিলো, উনার ভাইস প্রেসিডেন্ট সাত্তারও ভয়ে ছুটিতে যেতো না, গড়ে ১০ ঘন্টা অফিসে থাকতো; ডা: বদরুদ্দোজা নিজের নামও ভুলে গিয়েছিল, প্রেকটিস মেকটিস, সব বন্ধ হয়ে গিয়েছিল, অফিসে থাকতো।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০৪

রাজীব নুর বলেছেন: আপনি বিদেশ গিয়ে ভাল করেছেন। এখন দিন দিন দেশের যে অবস্থা হচ্ছে- আমি সহ্য করতে পারতেন না।

১০| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৪৭

মোছাব্বিরুল হক বলেছেন: ৯৯% কথার সাথে একমত। যদি এভাবেই চলতে থাকে তবে আপনার বর্ণনা এখনি আমার চোখে বাস্তবের মতো ধরা দিচ্ছে। তবে আমি আশাবাদী মানুষ, একদিন পরিবর্তন হবে সেই আশাই করি।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ আপনাকে।
আমিও প্রচন্ড আশাবাদী মানূষ।

১১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:০৮

মাহমুদুর রহমান বলেছেন: আল্লাহ ভরসা।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০৮

রাজীব নুর বলেছেন: ইয়েস।
যখন সব পথ বন্ধ হয়ে যায়।
আমরা শেষমেষ আল্লাহর উপর সব কিছু ছেড়ে দিয়ে অপেক্ষা করি।

১২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:১৬

মাহমুদুর রহমান বলেছেন: নামাজের ব্যাপারে বলতে চাই,সুখে মানুষ আল্লাহকে ভূলে যায় আর দূঃখে আল্লাহ ছাড়া যেন তাদের কোন গতি থাকে না।তাই দুঃসময়েই মানুষ, আল্লাহকে স্মরণ করে থাকে।অথচ আল্লাহ তারপরও "অকৃতজ্ঞ" এই মানুষ জাতিকে ক্ষমা করে বিপদ থেকে উদ্ধার করে।এটাই চরম সত্য।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

১৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:২৬

সনেট কবি বলেছেন: যা ভাল তা’ ভালই বলতে হয়। তবে ভাল বিভিন্ন রকম হয় সে অনুযায়ী আমার মন্তব্যেও ভিন্নতা রয়েছে। অবশ্য সময়ের অভাব জনিত কারণে হয়ত মন্তব্য বড় হয়না।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ চাচাজ্বী।
খুব খুশি হলাম।

আপনি যে এই পোষ্টে আবার ফিরে আসবেন তা বুঝিনি। রাগ করেন নি তো আবার? প্লীজ রাগ করবেন না।
আপনাকে আমি অনেক পছন্দ করি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.