নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

টুকরো টুকরো সাদা মিথ্যা- ৬৪

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩৮



১। ক্যাপিটালিজমের মূল লক্ষ্যই হলো দুর্বল রাষ্ট্রগুলিকে শোষণ করা। কিন্তু কিছু ফাজিল বলে থাকেন, এটা শোষণ নয় প্রতযোগিতা।

২। : কী করে, তোর নাকি শুনলাম বউয়ের সাথে মাসে তিরিশ দিনই কথা বন্ধ থাকে?
: না, ঊনত্রিশ দিন।
: মানে ???
: বেতন যেদিন পাই সেদিন ঘরে ঢোকার পরই স্ত্রী হাত বাড়িয়ে দিয়ে বলে- ‘দে’ ।

৩। ব্যাসিলাস অ্যাথ্রাসিস (Bacillus anthracis) কি?

৪। কাক বসেছিল গাছের ডালে। নিচে দিয়ে হেঁটে যাচ্ছিল খরগোশ...
:- কিরে কাক, তুই কী করছিস?
: কিছুই না। এমনি বসে আছি।
:- বেশ মজা তো ! আমিও বসে থাকি কিছু না করে ?
: থাক।
হাত-পা গুটিয়ে খরগোশ বসল গাছের গোড়ায়। ঝোপের আড়াল থেকে খেঁকশিয়াল দেখল, খরগোশ বসে আছে চুপচাপ। ঝাঁপিয়ে পড়ে তাকে খেয়ে গিলে ফেলল সে।
পুরো ঘটনাটাই কাক দেখল গাছের ডালে বসে এবং ভাবল, খরগোশকে একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম--
"কিছু না করে বসে থাকলে চলে কেবল তাদেরই যারা বসে থাকে উপরে"।

৫। ফেসবুকে একজনের চমৎকার স্ট্যাটাস দেখেছিলাম। ফটোশপ দিয়ে কবিতা লেখা গেলে দেশে ফটোগ্রাফার নয়, কবির সংখ্যা বেশি হতো। আমার ধারনা ফটোগ্রাফার হয়ে ফটোশপ ব্যবহার করা জায়েজ শুধুমাত্র যদি আপনার ছবিটা ৯৫% নিখুঁত, বাকি ৫% না শুধরালেই নয়।

৬। এক গাধা হঠাৎ একদিন আলাদীন এর প্রদীপ পাইয়া গেল !!
প্রদীপের দৈত্যকে বললঃ " আমাকে এমন এক গাড়ি দাও যা মেয়েতে ভর্তি থাকবে, আর এমন একটি পকেট দাও, যা ভর্তি টাকা থাকবে !"
দৈত্যঃ ঠিক আছে তবে তাই হোক। কাল থেকে তুই "ইডেন কলেজ" এর যাওয়া আসার বাসের কন্ট্রাক্টরি করবি!!

৭। কোরিয়ানরা যে শুধু রোমান্টিক মুভি বানাতে পারে তা কিন্তু নয়, তারা থ্রিলার, হরর, অ্যাকশন মুভির পাশাপাশি জীবনস্পর্শী মুভিও খুব ভালো বানাতে পারে। 'ম্যারাথন' মুভিটা দেখার পর আপনাদের ভুল ভাঙবেই।

৮। মহাপুরুষদের অনেক দেরিতে চেনা যায়, চল্লিশ বৎসর লেগে গিয়েছিল হযরত মুহাম্মাদ(সঃ) কে জানতে।

৯। তুমি হিন্দু, আমি মুসলিম, সে বৌদ্ধ অথবা খ্রীষ্টান
তুমি নেপালী, আমি বাঙালী, সে ব্রিটিশ বা আমেরিকান
একই গ্রহের বাসিন্দা মোরা, এসো সবাই সাম্যের গান গাই

সাম্য ছাড়া মুক্তি নাই, মানবতার বিকল্প নাই।

মন্তব্য ২২ টি রেটিং +৪/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৫৪

সৈয়দ ইসলাম বলেছেন: আট নম্বরটা এইরকম না!
ভগবান অন্যরকম উদ্দেশ্য নিয়েই এগিয়েছিলেন! আমরা বেশি বুঝি তো তাই ভগবানকে কম বুঝতে বাধ্য করি!



বাকি মন্তব্য পরে করবো এখন ঘুমাই! অফিস থেকে এইমাত্র আসলাম।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫২

রাজীব নুর বলেছেন: অ্যালার্ম বাজাবে বলে সারারাত জেগে ছিল ঘড়ি।

২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৫৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: Excellent

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:১৮

মোঃ আল মামুন শাহ্ বলেছেন: 3. অ্যানথ্রাক্স Click This Link

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০৩

এ.এস বাশার বলেছেন: ভালো লাগলো রাজীব ভাই,,,,২নং ও ৪নং টা আমার বেশি ভাল্লাগছে.....

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৬

রাজীব নুর বলেছেন: শুকরিয়া বাশার ভাই।

৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:২০

রাকু হাসান বলেছেন: বাহ খুব ভালো লিখেছেন । শেষ দুইটা চমৎকার লাগলো । শেষ বাক্যটির মত হোক আমাদের জীবন

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ রাকু ভাই।
আপনি আমার পোষ্টে নিয়মিত আসেন, এটা আমার খুব ভালো লাগে।

৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:২০

করুণাধারা বলেছেন: ভালো লাগলো! ৯ নাম্বারে কি কবিতা লিখলেন?

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৭

রাজীব নুর বলেছেন: জ্বী কবিতা।

৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৫

সাইন বোর্ড বলেছেন: ভাল উপলব্ধি, কথা সত্য ।

৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৯| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:১৫

আরোগ্য বলেছেন: ১,৪,৬, ৮,৯।আজকের শিরোনাম যথাযথ।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১০| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩০

মাহমুদুর রহমান বলেছেন: ব্যাসিলাস অ্যাথ্রাসিস হলো একটা ব্যাকটেরিয়া।
শেষেরটার জন্য তালিয়া তালিয়া তালিয়া।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১৮

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন।

১১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১৬

সোনালী ঈগল২৭৪ বলেছেন: Bacillus anthrasis হল এক ধরণের ব্যাকটেরিয়া যা এনথ্রাক্স এর জন্য দায়ী Bacillus anthrasis হল এক ধরণের ব্যাকটেরিয়া যা এনথ্রাক্স এর জন্য দায়ী

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১৯

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।

১২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০৩

জাহিদ অনিক বলেছেন:


জনম জনম গেল বিরহ শোকে--- বঁধু কোন আলো লাগলো চোখে

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২৮

রাজীব নুর বলেছেন: বারবার আমাদের রবীন্দ্রনাথের কাছে ফিরে যেতে হবে। সুখে কিংবা দুঃখে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.