নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। এক বুড়ি সকালে আমাদের বাসায় ভিক্ষা করতে এসে আমাকে নিয়ে গেল। আমি খুশি মনে বুড়ির সাথে তার বস্তিতে চলে গেলাম। মনে মনে ভাবলাম, যাক বাসার অত্যাচার থেকে বাচলাম। এত এত শাসন থেকে রেহাই পেলাম।
বুড়ি বলল- বাবু সেজে বসে থাকলে হবে না। আমার সাথে ভিক্ষা করতে হবে রোজ। আমি বললাম জ্বী অবশ্যই। বুড়ি বলল গুড বয়।
বুড়ির এক হাতে লাঠি, এক হাতে আমার হাত। বুড়ি নাকি সুরে বলছে, দেন গো বাবা দু'টা পয়সা ভিক্ষা দেন। নাতিটাকে নিয়ে বড় বিপদে পড়ছি।
লোকজন বেশ ভিক্ষা দিচ্ছে। কয়েক ঘন্টায় আমাদের বেশ ইনকাম হলো। বুড়ি তো আমার উপর মহা খুশি! এক মাসের ইনকাম একবেলায় হয়ে গেল। বুড়ি বলল, বল কি খাবি? আমি বললাম, চিকেন ফ্রাই। বুড়ি ছোট্র করে দমক দিলো আমার কাছে বাবুয়ানা চলবে না। খুব হিসাব করে চলতে হবে।
শেষে বুড়ি এক চা'র দোকানে নিয়ে এক পিস কেক আর চা দিলো। আমি খুব আগ্রহ নিয়ে সবটুকু চা আর কেক খেয়ে নিলাম। আহ কি আন্দময় জীবন!
কপাল মন্দ। সুখ কপালে শইলো না। ফিরে যেতে হলো নিজের আস্থানায়। যদি সেদিন বাসায় না ফেরা হতো, তাহলে আজ আমি ঢাকা শহরের শ্রেষ্ঠ ভিক্ষুক হতাম।
২। অনেক বছর আগের কথা।
রাত ৮ টায় বেইলী রোডে দাঁড়িয়ে আছি। হঠাত দেখি আমার পাশে দাঁড়িয়ে একটি মেয়ে খুব কাঁদছে। চারপাশের লাইটের আলোতে মেয়েটির কান্না ভেজা মুখ ঝকমক করছে। যেন জল রঙ এ আকা ছবি।
খুব'ই রুপসী মেয়ে! সাদা শাড়ি পরা। শাড়ির সাথে মিল রেখে কানে দুল। কপালে টিপ, চোখে মোটা করে কাজল, আর দুই হাত ভরতি কাচের চুড়ি।
মেয়েটি চোখ ভরতি পানি টপ টপ করে পড়ছে। আমার ইচ্ছা করলো মেয়েটির চোখের পানি মুছে দেই। এক আকাশ ভালোবাসা নিয়ে বুকে জড়িয়ে ধরি। আমার সামনে একটি মেয়ে কান্না করবে তা তো হতে পারে না।
শেষমেষ মেয়েটির সাথে আমার ভাব হয়ে গেল। আমরা একসাথে ডিনার করলাম। অনেকক্ষন রিকশা করে ঘুরলাম। বেইলী রোড থেকে নীলক্ষেত গেলাম। মুখস্ত করা সব কবিতা শুনিয়ে দিলাম। কবিতা শুনে কেউ হাসে? কিন্তু মেয়েটি খুব হাসলো!
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২৫
রাজীব নুর বলেছেন: আল্লাহর রহমতে ভালো আছি।
২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:১১
মিথী_মারজান বলেছেন: সামুতে লাইক বাটনের পাশাপাশি আরো বেশ কিছু রিএ্যাক্ট বাটন আমি প্রায়ই মিস্ করি।
ফকিরের গল্পটায় অনেকক্ষণ হাসলাম।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২৫
রাজীব নুর বলেছেন: হাসুন বোন। হাসুন।
৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:২৫
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: মজাই তো ছিলো। বুড়ি একটা দাদি পাইছেন। আবার চলে যান।।।। ভালো সুন্দর কাহিনী
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২৬
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:২৮
রূপক বিধৌত সাধু বলেছেন: দুটো গল্পই ইন্টারেস্টিং ছিল।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২৬
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ ভাই।
একটা পান্ডুলিপি আছে আমার কাছে।
আপনাকে দিতে চাই।
৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৫২
তারেক_মাহমুদ বলেছেন: আপনি এখন ব্লগার নাম্বার ওয়ান, বুড়ির সাথে থাকলে অবশ্যই ভিক্ষুক নাম্বার ওয়ান হতে পারতেন। প্রতিভা থাকলে যেখানই যাবেন নাম্বার ওয়ান ই হবেন।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২৭
রাজীব নুর বলেছেন: আমার প্রতিভা সব ভোঁতা হয়ে গেছে।
আপনাকে একটা সত্যি কথা বললাম।
৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৫৫
তারেক_মাহমুদ বলেছেন: রাস্তাঘাটে অপরিচিত মেয়েকে চোখের জল মুছে দিয়ে জড়িয়ে ধরতে যাবেননা, ধোলাই খাওয়ার সম্ভাবনা ১০০%
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২৯
রাজীব নুর বলেছেন: তা বুঝি। কিন্তু মনটা মানে না।
৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৫৫
সামিয়া বলেছেন: প্রথমটা বেশ মজার ছিল, রাস্তায় চলতে ফিরতে আমার চোখ দিয়েও মাঝে মাঝে জল গড়িয়ে পড়ে, কি করবো আমি তো পাথর না , আমি তো মানুষ, মাটি দিয়ে তৈরি মানুষ। তবে কখনো কারো সাথে ভাব হয়নি, তবে কি হয় আশেপাশের কেউ যদি ব্যাপারটা দেখে সে প্রচণ্ড আন্দলিত হয় পাশেরজনদের সাথে কানাকানি করে, কিন্তু কথা বলতে কেউ সাহস করেনি।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩২
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বোন মন্তব্য করার জন্য।
ভালো থাকুন। সুস্থ থাকুন।
৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:১৭
ওমেরা বলেছেন: এটা এর আগে কতবার পোষ্ট করেছেন?
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩২
রাজীব নুর বলেছেন: কি বলছেন !!!!
৯| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩০
আরোগ্য বলেছেন: গল্প না সত্যি?
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৩
রাজীব নুর বলেছেন: সত্যি।
১০| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ফাল্টু প্যাচাল।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৩
রাজীব নুর বলেছেন: দুঃখিত।
১১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৫১
মাহমুদুর রহমান বলেছেন: হা হা হা.........।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৪
রাজীব নুর বলেছেন: গিনেজ বুকে রেকর্ড করা মেয়র সাঈদ খোকনকে এভাবেই রঙ দিয়ে শুভেচ্ছা জানালো মহানগর দক্ষিণ ছাত্রলীগ...
১২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:০৪
সাহাদাত উদরাজী বলেছেন: মন বলে কথা, মানুষ আকাশে উড়ে!
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৪
রাজীব নুর বলেছেন: আকাশ থেকে ধপাশ করে পড়তেও সময় লাগে না।
১৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:১১
জাহিদ অনিক বলেছেন: বাহ ! আপনার জীবন দর্শন খুব ভালো। সমান্তরালে বয়ে চলে ভিক্ষুকের জীবন আর প্রমের কবিতার টান
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৫
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ কবি।
১৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:১৭
মিখু হোসাইন তিতু বলেছেন: চিকেন ফ্রাই খাওয়ালেই নম্বর ওয়ান থাকতেন..... দাদির সাথে।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৬
রাজীব নুর বলেছেন: কোন প্রাণী সকালে চার পায়ে, দুপুরে দুই পায়ে আর বিকালে তিন পায়ে হাটে?
১৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:১৭
পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় ছোটোভাই,
প্রথম গল্পটা ঠিক আছে। আরও একটু বড় হতেই পারতো। গল্পে একটি মেসেজ আছে।
আর দ্বিতীয় গল্পটি বিপদজনক । ওরে বাবা !! রাস্তায় ক্রন্দনরতকে দেখে....... গনধোলায় ফ্রি।
শুভকামনা রইল।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৭
রাজীব নুর বলেছেন: ভালো থাকুন, দূশ্চিন্তা মুক্ত থাকুন।
১৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:০৭
ফেনা বলেছেন: হুম... তবে অতি......
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৮
রাজীব নুর বলেছেন: । যুক্তি, জ্ঞান ও প্রজ্ঞা দিয়ে মতের বিরুদ্ধে মত শক্তিশালী হোক। বল প্রয়োগ করে অনেক কিছু করাই সম্ভব হতে পারে, কিন্তু একটা আদর্শকে দমিয়ে রাখা কখনই সম্ভব নয়। জয় বাংলা ।
১৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪২
ফারিহা হোসেন প্রভা বলেছেন: আর তারপর দু'জনের কি হলো?
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৮
রাজীব নুর বলেছেন: ফরগেট দ্যাট ব্লাডি ডার্ক ডেজ অ্যান্ড নাইটস ।
১৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৯
পুলক ঢালী বলেছেন: রাস্তায় পাওয়া ডাইরীতে এতকিছু ছিল? প্রথমটা হিমু (কাল্পনিক) কিন্তু দ্বিতীয়টাও কাল্পনিক ।
যাই হোক লেখার মান অনেক ভাল ছিল। ভাল থাকুন।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫৮
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন।
১৯| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪৪
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: ভাবছি চাকুরির পাশাপাশি ব্যবসা করব।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫৯
রাজীব নুর বলেছেন: চাকরি পাবো না।
ব্যবসা করার মতোন টাকাও নাই।
না খেয়ে মরতে হবে।
২০| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৪:০৫
কোয়েজার বলেছেন: প্লট টুইস্ট ------- মেয়েটি খুব হাসলো কারণ মেয়েটির মাথায় অনেক সিট। একটা সিটে বসে বাড়ি চলে আসলাম।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০০
রাজীব নুর বলেছেন: হা হা হা ----
২১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:১১
এ.এস বাশার বলেছেন: পড়লাম.....আমার মন্তব্য গুলো ইতমধ্যে করে ফেলছে।
তাই আর এগুলেমনা....
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০০
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
ভালো থাকবেন।
২২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:২৬
সিগন্যাস বলেছেন: সব হ্যালুসিনেসনের কারবারি
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০১
রাজীব নুর বলেছেন: হতে পারে।
২৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৩৪
নতুন নকিব বলেছেন:
ভেবে আশ্চর্য্য হই, কখন আপনি এত লিখেন!
মুগ্ধতা! অনেক ভাল থাকুন।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০৩
রাজীব নুর বলেছেন: কাম কাজ নাই। সারাদিন শুয়ে বসে এইগুলাই করি।
২৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৪৮
প্যালাগোলাছ বলেছেন: প্রথম টা সম্ভবত কোথাও পড়েছি । আপনি কি কোথাও থেকে নকল করেছেন ?
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০৪
রাজীব নুর বলেছেন: না নকল করি নাই।
বাস্তব লিখেছি।
২৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১৮
তারেক ফাহিম বলেছেন: রাজিব ভাইর লাইফ স্টাইল দেখে হিংষে হয়
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৪৫
রাজীব নুর বলেছেন: না হিংসে হওয়ার কিছু নাই।
পকেটে টাকা না থাকলেও কোথাও দাম পাওয়া যায় না। সবাই অবহেলা করে।
২৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩৬
মেহেদী হাসান হাসিব বলেছেন: কিন্তু ভাই ছবিটা কই পাইলেন
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৪৬
রাজীব নুর বলেছেন: প্রাইমএশিয়া ইউনিভার্সিটির একটা অনুষ্ঠানের। ছবি আরও আছে। দেখতে চাইলে দেখাতে পারব।
২৭| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৫৩
টুটুল বলেছেন: ছবিটা দেখে চেনা চেনা মনে হচ্ছে। এবিসি রেডিও এফ এম ৮.২০ এর কথাবন্ধু জয়ী আপার মতো লাগছে।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৬
রাজীব নুর বলেছেন: কি জানি।
২৮| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৩০
প্রামানিক বলেছেন: মন্দ নয় ভালই লাগল।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৭
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
ভালো থাকবেন।
২৯| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২২
মিখু হোসাইন তিতু বলেছেন: লেখক সাহেব আপনার কমেন্টের উত্তর হবে মানুষ।।
যদি একজন বৃদ্ধের জীবনের সকল বছর গুলো একটা দিনে প্রকাশ করা হয়।।।।।
তবে আমাকে এই ধাধার মত প্রশ্ন টা করার পিছনে মানি খুজে পেয়েছি...ঠিকই।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৭
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ তিতু।
ভালো থাকবেন।
৩০| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২২
তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: মেয়েরা হসলে নাকি দাত গোনা যায়, কথাটা কি সত্যি? আচ্ছা মেয়েটার কয়টা দাত বেরিয়েছিল?
২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩৯
রাজীব নুর বলেছেন: !!
৩১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২৫
ফারিহা হোসেন প্রভা বলেছেন: আচ্ছা স্যার ফরগেট করলাম তবে ২য় পর্ব কি আসবেনা? অপেক্ষায় রইলাম।
২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩৯
রাজীব নুর বলেছেন: অপেক্ষা না করাই ভালো।
৩২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৪০
স্বপ্নীল ফিরোজ বলেছেন: সুন্দর পোস্ট। আমার ব্লগ বাড়িতে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি।
২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪০
রাজীব নুর বলেছেন: অবশ্যই।
©somewhere in net ltd.
১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:০৫
বিষাদ সময় বলেছেন: এটা পড়ে ভাবী খুব কষ্ট পাবে। শেষ পর্যস্ত তার বিয়ে হল একটা ভিক্ষুকের সাথে ................হাঃ হাঃ
অনেকক্ষন রিকশা করে ঘুরলাম। বেইলী রোড থেকে নীলক্ষেত গেলাম। মুখস্ত করা সব কবিতা শুনিয়ে দিলাম। কবিতা শুনে কেউ হাসে? কিন্তু মেয়েটি খুব হাসলো!
এরপর বাড়িিতে আপনি নিরাপদ তো??