নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
ইটভাটা শ্রমিকের দুই ছেলে। দেখুন, কি সুন্দর হাসিমাখা মুখ!!
১। ভাবছি রাস্তার পাশে একটা চায়ের দোকান দেব। গরম ধোঁয়া ওঠা চা। হাজার হাজার মানূষ আমার কাছে চা খেতে আসবে। দুঃখ একটাই জীবনানন্দকে চা খাওয়াতে পারবো না। "সব পাখি ঘরে আসে- সব নদী-ফুরায় এ জীবনের সব লেনদেন; থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন।"
আজ সন্ধ্যায় মগবাজার মোড়ে একটা গাড়ির নিচে পড়তে পড়তে বেঁচে গেলাম। যদি একটু উনিশ-বিশ হতো, তাহলে আমি এতক্ষনে স্বর্গে বসে বসে আইনষ্টাইনের সাথে বিয়ার খেতাম বা শরৎচন্দের সাথে প্রেম-ভালোবাসা নিয়ে ব্যাপক আলাপ আলোচনা করতাম অথবা রবীন্দ্রনাথের সাথে চা খেতে খেতে আধুনিক ছোট গল্প নিয়ে তর্ক করতাম অথবা কার্ল মার্কসের সাথে কফি খেতে খেতে আইএস জঙ্গি বিষয়ে তার মতামত জেনে নিতাম কিংবা ওসব কিছুই না করে পরী বা হূরদের সাথে বসে আড্ডা দিতাম।
২। আমার খুব জানতে ইচ্ছা করে-
পঁয়ষট্রি বছর বয়সে জীবনটা কেমন হবে?
৩। আমি যেদিন আমার স্ত্রীকে খুন করবো বলে ঠিক করেছিলাম, ঠিক সেদিনই অফিস থেকে আসার পথে রোড এক্সিডেন্টে আমার দুহাত হারালাম! আমার স্ত্রী এখন আমায় মুখে তুলে খাওয়ে দেয়, আমার যাবতীয় প্রয়োজনীয় লেখা লিখে দেয়। এবং আমাকে শান্তনা দেয় হাত নাই ভেবে আমি যেন কখনই কোন রকম হীনমন্যতায় না ভুগি, তার হাতকেই সবসময় যেন আমার নিজের হাত মনে করি।
৪। রবীন্দ্রনাথের 'সাধারণ মেয়ে' কবিতাটি অসাধারন।
৫। সাহিত্যে আপনার ভালো দখল না থাকলে- জীবনে আপনি কোনো কিছুতেই সাফল্য পাবেন না। এমন কি আপনি একজন ভালো মানুষও হতে পারবেন না।
৬। দুষ্টলোকের আচরন বোঝা অপরাধ, চরিত্র বোঝা অপরাধ, ভুল ধরিয়ে দেওয়া অপরাধ। আসলে, দুষ্টলোকের ধারে কাছে থাকাই অপরাধ।
৭। আমরা জীবন শুরু করি, তারপর হঠাৎ একদিন দেখি সময় শেষ! দুয়ারে আজরাইল দাঁড়িয়ে আছে।
০২ রা অক্টোবর, ২০১৮ দুপুর ১:৩৪
রাজীব নুর বলেছেন: ছবি টা তুলেছি দশ বছর আগে নারায়ণগঞ্জের এক ইটভাটা থেকে।
শুধু আমি সাবধান থাকলে হবে না। যারা বাস চালায় গাড়ি চালায় তাদেরও সাবধান থাকতে হবে।
২| ০২ রা অক্টোবর, ২০১৮ দুপুর ১:৩১
আরোগ্য বলেছেন: ভালো লিখেছেন। গতকাল পোস্ট দেননি অসুস্থ ছিলেন বুঝি।
০২ রা অক্টোবর, ২০১৮ দুপুর ১:৩৫
রাজীব নুর বলেছেন: পোষ্ট তিনটা রেডি আছে।
ইচ্ছা করেই দেইনি।
মন দিল ভালো নাই।
না অসুস্থ না।
৩| ০২ রা অক্টোবর, ২০১৮ দুপুর ১:৪৪
সূর্যালোক । বলেছেন: তিন নাম্বার খুব সুন্দর ।
০২ রা অক্টোবর, ২০১৮ দুপুর ২:০১
রাজীব নুর বলেছেন: আপনি গ্রেট।
৪| ০২ রা অক্টোবর, ২০১৮ দুপুর ১:৪৮
ভুয়া মফিজ বলেছেন: ঢাকার রাস্তায় চলতে গেলে অন্যদের কি করা উচিত, তা নিয়ে চিন্তা করবেন না। ড্রাইভার যে কোন সময় আপনার উপর গাড়ী তুলে দিতে পারে ভেবে নিয়েই চলাফেরা করবেন.....তাহলে সেইফ থাকতে পারবেন। বাকীটা আল্লাহর ইচ্ছা।
যাদের কথা বললেন, এদের সাথে আপনার দেখা হওয়ার সম্ভাবনা কম!!
০২ রা অক্টোবর, ২০১৮ দুপুর ২:০২
রাজীব নুর বলেছেন: আপনার মন্তব্য আমার খুব পছন্দ হয়েছে।
৫| ০২ রা অক্টোবর, ২০১৮ দুপুর ২:০৬
রক বেনন বলেছেন: পৃথিবীতে আসতে হয় একা, যেতে হয় একা- এটা ভুল। আসতে লাগে দুইজন, যেতে লাগে চারজন!
০২ রা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯
রাজীব নুর বলেছেন: কথা তো সত্য বলেছেন।
৬| ০২ রা অক্টোবর, ২০১৮ দুপুর ২:২১
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: চাকরি বাদ। আপনি বড় একটা চায়ের দোকান দিন। আমরা এসে আড্ডা দেব....
০২ রা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫০
রাজীব নুর বলেছেন: ইয়েস।
আমি রাজী এবং খুশি।
৭| ০২ রা অক্টোবর, ২০১৮ দুপুর ২:২৩
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: হুম।।। আবেগ বলে কথা
০২ রা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫০
রাজীব নুর বলেছেন: আবেগ অনেক বড় ব্যাপার।
৮| ০২ রা অক্টোবর, ২০১৮ দুপুর ২:২৫
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: সুন্দর ছবিখানা আমার খুব ভালো লাগলো
০২ রা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫২
রাজীব নুর বলেছেন: বহু পুরানা ছবি।
আগে নিয়মিত ফোটোওয়ার্কে যেতাম।
৯| ০২ রা অক্টোবর, ২০১৮ দুপুর ২:৫৮
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: রাস্তায় চলতে চলতে কাঁচা কলার দাম জিজ্ঞাসা করলাম বিক্রেতা বলল ত্রিশ টাকা কেজি।
০২ রা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫২
রাজীব নুর বলেছেন: কাচা কলা হালি হিসেবে বিক্রি হয়। কেজি হিসেবে নয়।
১০| ০২ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১৭
ওমেরা বলেছেন: দিলখোলা হাসি এমন হাসি কার না ভাল লাগবে ।
সময় যে কখন শেষ আমরা কেউ জানি না তাই মৃত্যুর কথা সব সময় স্মরন রাখা উচিত ।
০২ রা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩
রাজীব নুর বলেছেন: মৃত্যুর কথা সব সময় স্মরন রাখলে সমস্যা।
১১| ০২ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৩৬
হাসান রাজু বলেছেন: এই দেশে নিজের ঘরের দুয়ারে আজরাইল দেখা পরম সুভাগ্যের ব্যাপার। আজরাইল এদেশের হাসপাতালে, পথে, ঘাটে, মাঠে, গলিতে, ডোবা - খাল নদীতে আমাদের স্বাগত জানায়।
নেই কোন শেষকৃত্যের আয়োজন
নেই কোন শবযাত্রা
নেই আঁতর গোলাপের গন্ধ
নেই অশ্রুর বন্যা
অনেকে পেয়েছে কাফনের কাপড়,
পায়নি যারা মায়ের শেষ আদর
তাদের পৌঁছে দাও তাদের মায়ের কাছে
গানের শিরোনামঃ বেওয়ারিশ
ব্যান্ডঃ ওয়ারফেজ
শিল্পীঃ মিজান
অ্যালবামঃ আলো
০২ রা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করেছেন।
১২| ০২ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪৮
সৈয়দ ইসলাম বলেছেন:
সবই পারি, পারি না আজরাইলের দরজার সামনে দাঁড়াতে।
০২ রা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫
রাজীব নুর বলেছেন: সময় হলে ঠিকই পারবেন।
১৩| ০২ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৫:০৬
সাইন বোর্ড বলেছেন: ফজলু দফাদার এতদিন বেঁচে অাছে কিনা জানিনা, তবে লোকটাকে অামার খুব ভাল লাগত ।
০২ রা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫
রাজীব নুর বলেছেন: ও আছা।
১৪| ০২ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৫:১১
চাঁদগাজী বলেছেন:
৫ নং:
সাহিত্য মানুষের জীবনকে অর্থময় করে তোলে, সমাজ ও প্রকৃতিকে বুঝতে সাহায্য করে।
০২ রা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬
রাজীব নুর বলেছেন: দারুন বলেছেন।
১৫| ০২ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩৪
চাঁদগাজী বলেছেন:
ইটের ভাটায় যারা কাজ করেন, তাদের শতকরা ৫০ ভাগ ফুসফুস ক্যানসারে মারা যাবেন।
০২ রা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭
রাজীব নুর বলেছেন: জ্বী ঠিক বলেছেন।
প্রচন্ড ধুলার মধ্যে তারা কাজ করে।
১৬| ০২ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৫৫
সনেট কবি বলেছেন: মনদিয়ে পড়লাম বেশ ভাল লেগেছে।
০২ রা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ চাচা।
১৭| ০২ রা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:০৬
রাকু হাসান বলেছেন:
সাধারণ মেয়ে কবিতাটি শুনছি মামুন মুখার্জির কণ্ঠে । অসাধারণ । আমি এই কবিতার কথা জানতাম ই না । !!
০২ রা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮
রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।
১৮| ০২ রা অক্টোবর, ২০১৮ রাত ৮:১৮
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: মনে হয় আজকে আপনার খাওয়ার ধাওয়া হইছে ঠিক মত। অফিসে কলিগ আপনার সাথে ভালো ব্যবহার করেছে।
০২ রা অক্টোবর, ২০১৮ রাত ৯:৫০
রাজীব নুর বলেছেন: হা হা হা ---
১৯| ০২ রা অক্টোবর, ২০১৮ রাত ৯:২৭
প্রামানিক বলেছেন: লেখা ভালো লাগল। ধন্যবাদ
০২ রা অক্টোবর, ২০১৮ রাত ৯:৫০
রাজীব নুর বলেছেন: খুব খুশি হলাম আপনার মন্তব্যে।
২০| ০২ রা অক্টোবর, ২০১৮ রাত ১০:১৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ৩ নং টা মৌলিক হলে তো ফাটাফাটি অনু গল্প...
০২ রা অক্টোবর, ২০১৮ রাত ১১:৪৪
রাজীব নুর বলেছেন: না, মৌলিক না।
২১| ০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ১২:২০
সৈয়দ ইসলাম বলেছেন:
আপনার জানা মতে কোন সোর্স আছে?
০৩ রা অক্টোবর, ২০১৮ সকাল ৯:২০
রাজীব নুর বলেছেন: না। নেই।
২২| ০৩ রা অক্টোবর, ২০১৮ সকাল ১০:১০
নতুন নকিব বলেছেন:
শুভকামনা।
০৩ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০৮
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। অনেক ধন্যবাদ।
২৩| ০৩ রা অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪২
পদাতিক চৌধুরি বলেছেন: প্রথমটার সঙ্গে আমিও সহমত পোষন করছি। বাকিগুলিও ঠিক আছে।
শুভকামনা ভাইকে।
০৩ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০৯
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ দাদা।
২৪| ০৩ রা অক্টোবর, ২০১৮ দুপুর ১:৩০
হাসান জাকির ৭১৭১ বলেছেন: চমৎকার!
আপনার ১ নং আইডিয়াটা ভাল লেগেছে।
তবে মুসলমানরা অধিকাংশই স্বর্গে যেতে চায় শেষটির জন্য।
কিন্তু আপনার ৫ নং মত অনুযায়ী আমি কোন ভাল মানুষ নই!!
০৩ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০৯
রাজীব নুর বলেছেন: না না আপনি ভালো।
২৫| ০৩ রা অক্টোবর, ২০১৮ দুপুর ১:৪৩
তারেক ফাহিম বলেছেন: ২-৩- এ বেশি ভালোলাগা।
০৩ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০৮
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
২৬| ০৩ রা অক্টোবর, ২০১৮ দুপুর ১:৪৬
দুঃখ বিলাস বলেছেন: মনদিয়ে পড়লাম বেশ ভাল লেগেছ,আমিও সহমত পোষন করছি।
০৩ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০৭
রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।
©somewhere in net ltd.
১| ০২ রা অক্টোবর, ২০১৮ দুপুর ১:২৮
মিথী_মারজান বলেছেন: ছবিটা খুব সুন্দর।
সাবধানে রাস্তায় চলাফেরা করবেন ভাইয়া।