নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

টুকরো টুকরো সাদা মিথ্যা- ৬৬

০৪ ঠা অক্টোবর, ২০১৮ সকাল ৯:৫০



১। মধ্য রাত।
দরজায় ঠক ঠক শব্দ! যদিও কলিংবেল আছে। বিছানা থেকে নেমে পিনহোল দিয়ে তাকিয়ে দেখি একটি মেয়ে। সাদা জামা পরা, হাতে অনেক গুলো সাদা ফুল! আমি মেয়েটিকে চিনতে পারলাম, অনেক বছর আগে মেয়েটি আত্মহত্যা করেছিল। আমি ভয় পাচ্ছি, দরজা খুলতে ভরসা পাচ্ছি না। মেয়েটি করুনা মাখা গলায় বলল দরজা খুলো.....

আমি বললাম, কি চাও? মেয়েটি বলল- ফুল গুলো তোমার হাতে দিয়েই চলে যাবো। আমি কি দরজাটি খুলবো?

আমার খুব অসস্থির লাগে, আমি ঘুমের মধ্যেই ছটফট করতে থাকি।

২। শিল্প সাধনা একটা চব্বিশ ঘন্টার কাজ, লেখক শিল্পিদের কোনো চাকরি- বাকরি করা উচিত নয়। সরকার কিংবা অন্য কোনো প্রতিষ্ঠান থেকেও তারা কোনোরকম সাহায্য গ্রহন করতে পারবে না। নিজের সাহিত্য-শিল্প সামগ্রীর বিনিময়ে পাঠক- দর্শক-শ্রোতাদের কাছ থেকে যা পাবে, তা দিয়েই গ্রাসাচ্ছাদন করতে হবে। সেইজন্যই জীবন জীবনযাত্রার মানও হবে অতি সরল, পেট ভরাতে হবে অতি সাধারণ খাবারে, যে কোনো পোশাকে কাজ চালিয়ে নিতে হবে।

পৃথিবীর অনেক দেশেই এমন সাহিত্যিক আছে। এমনকি পশ্চিম বাংলাতেও আছে। এই এরকম সাহিত্যিক আমাদের দেশে একজনও নেই।

৩। আজ সারাদিন-- বৃষ্টি হোক।
, ' , ' , ' , ' , ' , ' , '
, ' , ' , ' , ' , '
''_______
/____,_/ .;';';.
l__[]__l_ l ,,)(,,

৪। এক ছাত্রকে শিক্ষক প্রশ্ন করলেন - অ্যাম্বুলেন্স সাদা হয় কেন???
ছাত্রের উত্তর - অ্যাম্বুলেন্স এ অক্সিজেন সিলিন্ডার থাকে আর অক্সিজেনএকটা গাস, গ্যাস রান্নার কাজে ব্যবহারহয় আর খাবার ভিটামিন এর উৎস, আমরা সূর্য থেকে ভিটামিন D পাই আর সূর্য আলো দেয়, আলো বাল্ব থেকে আসে আর ক্রিসমাস ট্রি তে ছোট বাল্ব লাগান হয় ক্রিসমাস মানে গিফট আর সান্তা গিফট নিয়ে আসে...সান্তা দক্ষিন মেরুতে থাকে আর ওইখানে মেরু ভাল্লুক থাকে!!!....মেরু ভাল্লুক সাদা আর এই জন্য অ্যাম্বুলেন্স সাদা!!!!

৫। ফিদেল কাস্ট্রো ভাগ্যবানদের একজন। ১৯৭৪ সালের ভেতরেই উনাকে অন্তত ২৪ বার হত্যার চেষ্টা করা হয়। এবং প্রতিবারই তা ব্যর্থ হয়। একবার কোল্ড ক্রিমের ডিব্বায় বিষ ভরা ক্যাপসুল রাখলে তা গলে যায়। আরেকবার কালো চুলের এক মায়াবিনী ঘাতক উল্টো্ উনার প্রেমে পড়ে যায়। আরেকবার ফ্রিজে রাখা চকলেট মিল্ক শেকে বিষ মিশিয়ে রাখা হয়। কিন্তু তা জমে বরফ হয়ে গিয়ে খাবার অযোগ্য হয়ে পড়ে। উনাকে লক্ষ্য করে বিভিন্ন সময়ে প্রচুর পয়জন পেলেটস ছোড়া হয় যা প্রতিবারই ব্যর্থ হয়। আরেকবার এক আস্ত বাজুকা নিয়ে মারতে আসা দুই ঘাতক ধরা পড়ে যায়। বিস্ফোরিত একগাদা সী শেল মাত্র চল্লিশ মিনিটের জন্য ক্যাস্ট্রোকে মিস করলেও মূল হাভানা শহরের সমস্ত ট্রাফিক লাইট ফিউজ করে দিতে সক্ষম হয়।

৬। অনেক জন্তু জানোয়ার শাবক জন্মের দু'-চারদিন পরেই খেতে শিখে যায়,নিজে নিজেই হাঁটতে বা উড়তে শেখে ।গরুর বাছুর(হামবা হামবা) তো জন্মের কিছুক্ষন পরেই লাফাতে শুরু করে ।শুধু মানুষের বাচ্চা জন্মের পর একেবারে অসহায়, কান্না ছাড়া আর কিছুই জানে না । অন্তত পাঁচ বছর তাকে লালন না করলে বাঁচানো যায় না ।তারপর তাকে পালন করতে হয় ।তাকে শিক্ষা দিতে হয় অনেক কিছু,শুধু তো খাওয়া নয়,সে ভাষা শেখে,মানুষ চেনে,আগুন হাত দেওয়া যায় না বোঝে । সাঁতার না-শিখে জলে নামা যায় না,বাপ-দাদার ধর্ম শেখে । আসল কথা পৃথিবীটাকে চিনতে শেখে ।

মন্তব্য ২৪ টি রেটিং +১/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ সকাল ১০:০৮

তারেক ফাহিম বলেছেন: রম্য ভালোা হয়েছে বিশেষ করে ২ নংটি ;)

০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ ভাই।

২| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ সকাল ১০:৩১

পদাতিক চৌধুরি বলেছেন: আমার বেস্ট লেগেছে অ্যাম্বুলেন্সের সাদা হওয়ার কারনটি । হা হা হা ।


শুভকামনা প্রিয় ছোটোভাইকে।

০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ দাদা।

৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ সকাল ১১:৩৬

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ?ভালো অবশেষে অ্যাম্বুলেন্স টি সাদা হল।।। কারন গুলো জটিল ছিলো বস

০৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৪৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ সকাল ১১:৩৮

আরোগ্য বলেছেন: ১,২ ৫,৬

০৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৪৯

রাজীব নুর বলেছেন: হুম।

৫| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ দুপুর ১২:০০

সায়ন্তন রফিক বলেছেন: চার নম্বরটি ভালো লেগেছে। তিন নম্বরের প্রত্যাশা আমারও।

০৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৫১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ রফিক ভাই।

৬| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ দুপুর ১২:২৭

সাইন বোর্ড বলেছেন: নং ২ শুনেছি ইউরোপ-অামেরিকার অনেক কবিই এখন গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে, তাদের সুন্দে সুন্দর বাংলো বাড়ি অাছে । কবি-সাহিত্যিক হতে হলে হা-ভাতে হবে - এটা পুরানো ধারণা । কোন কবিই এখন অার মধুসুদন হতে চাই না ।

০৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৫২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

৭| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ দুপুর ১২:২৮

হাবিব বলেছেন: মিথ্যা সব সময় কালো.........

০৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৫৩

রাজীব নুর বলেছেন: কিন্তু কিছু মিথ্যায় উপকার আছে।

৮| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৩৯

কাওসার চৌধুরী বলেছেন:



পড়লাম। ভাল লাগলো, রাজীব ভাই। +++

০৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৫৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বড় ভাই।

৯| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ দুপুর ২:৫৫

প্রথমকথা বলেছেন: অ্যাম্বুলেন্স সাদা কেন? এর উত্তর বেশ সুন্দর হয়েছে।

০৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৫৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১০| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০৯

আমি স্বপ্নদ্রষ্টা বলেছেন: আপনার লেখাগুলো একটা ফুলের মত।যে ফুলের প্রত্যেকটা পাপড়ি ভিন্ন রঙের। অথবা একটি ফুল গাছের মত যে গাছে অনেক রঙের ফুল ফুটে । ভাল লাগে, প্রত্যেকটা লেখাই পড়ি । ইদানিং একটা ব্যাপার লক্ষ্য করছি , আপনি অন্যের পোষ্টে যে মন্তব্যগুলো করেন সেগুলো চাঁদগাজী দাদার মত হয়ে যাচ্ছে । আপনি আপনার মতই থাকুন না, আমার মনে হয় এতেই সবার ভাল লাগবে । ২নং ভাল লেগেছে ,আমাদের রাজনীতিবিদদের বক্তব্যের সাথে মিল আছে । ধন্যবাদ ।

০৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৫০

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর মন্তব্য করেছেন।
মনটা খুশি ভরে গেল।
ঠিক আছে আমি আমার মতো মন্তব্য করবো।

১১| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ১১:৫৮

বলেছেন: ভাল লাগলো, রাজীব ভাই।

০৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৪৯

রাজীব নুর বলেছেন: ভালোবাসা নিরন্তর।

১২| ০৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:২২

সনজিত বলেছেন: ভাল লাগলো, রাজীব ভাই। তাই +++ না দিয়ে আর পারলাম না।

০৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৪৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.