নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। বড় যদি হতে চাও, ছোট হও তবে। ছোট হতে হতে মাটির সাথে মিশে যাচ্ছি। নাদের আলী, আমি আর কত ছোট হবো?
কেউ অপমান করলে আমার উপকার'ই করে আসলে। সেই রাত্রেই একটা কবিতা বা অন্য কিছু লিখে ফেলি। অপমান বা অবজ্ঞা বরাবর'ই আমাকে কিছু লেখার প্রেরণা দেয়।
২। আজ একটা দৈনিকের সাহিত্য পাতায় কবিতা পড়লাম। কবিতার নাম- ''একটা ভূত জানালা দিয়ে উঁকি দিচ্ছে বারবার, কি করি?''। কবিতার প্রথম লাইন এই রকম- ভুত ভুত ভুত, আমার চারদিকে ভুত! মনে হচ্ছে এরা আমাকে চেয়ারের সাথে বেঁধে রাখবে।
৩। একমাত্র তুমি ছাড়া কেউ ই জানে না তুমি কি... তোমার ক্ষমতা... তোমার মধ্যে কি আছে...।
মানুষ তোমায় মাপে তোমাকে দেখতে কেমন, তোমার পোশাক, গেজেট, তোমার যা কিছু আছে তাই দিয়ে। কিচ্ছু যায় আসে না তাদের মাপায়। যুদ্ধ করো যোদ্ধার মতো। এ যুদ্ধ নিজেকে ইতিহাসের পাতায় ঠাই দেয়ার যুদ্ধ। হাল ছেড়ো না কোন কিছুতেই। এ লড়াই শুধু অস্তিত্তের না আরও বেশী কিছুর জন্য যেটা একমাত্র তুমি ই জানো।
এমনকি যদি তোমার সব কাপর চোপড় বিক্রি করে রাস্তার কুকুরের সাথে শুয়ে থাকতে হয়, ভয় পেওনা। কোন সমস্যা না। যতক্ষণ তুমি বেঁচে আছ ততক্ষন তোমার গল্প শেষ হবে না... ’’
৪। চার্লস ডিকেন্স লোকটা অন্য রকম ছিলেন। পত্রিকায় তিনি ধারাবাহিক উপন্যাস লিখতেন। তাঁর উপন্যাসের কিস্তি পড়ার জন্য অধীর আগ্রহে পাঠকেরা অপেক্ষা করতেন। মাস্টার হামফ্রেজ ক্লক নামের একটা সাপ্তাহিকে তাঁর উপন্যাস প্রকাশিত হতো। দি ওল্ড কিউরিসিটি শপ ধারাবাহিকভাবে প্রকাশ হতে শুরু করে ১৮৪০ সালে। উপন্যাসটি ইংল্যান্ডের গণ্ডি ছাড়িয়ে আমেরিকায়ও তুমুল জনপ্রিয় হতে শুরু করে।
কাহিনি তখন চূড়ান্ত পর্যায়ে। আর মাত্র একটি পর্ব বাকি। সবার আগ্রহ উপন্যাসের নায়িকা নেলের পরিণতি নিয়ে। সে কি বাঁচবে, নাকি মারা যাবে। তখন সাপ্তাহিকটি আমেরিকা যেত জাহাজে করে। জাহাজ যেদিন ভিড়বে, সেদিন ঘাটে হাজার হাজার মানুষের ভিড়। পত্রিকা হাতে পেয়ে পড়ার জন্য সবাই অস্থির। আর সহ্য করতে না পেরে জনতা চিৎকার করে জাহাজের নাবিকদের কাছেই জানতে চাইল, ‘নেল কি মারা গেছে?’
এ রকম এক গল্প জানার পর লেখক হতে কার না ইচ্ছা করে!
০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৪৫
রাজীব নুর বলেছেন: ১২৩৪- ধন্যবাদ।
২| ০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৪১
আখেনাটেন বলেছেন: ৪ নং জটিল। ভালো জায়গা থেকে প্রেরণা নিয়েছেন।
ডিকেন্স আমারও অন্যতম প্রিয় লেখক। কত রাত ধ্বংস করেছি এ ব্যাটার বই পড়ে।
০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৪৬
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
৩| ০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:০৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: I don't believe in ghosts
০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৪৬
রাজীব নুর বলেছেন: যেদিন আপানকে ধরবে সেদিন বুঝবেন।
৪| ০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:০৭
পবন সরকার বলেছেন: ৪নং পড়ে খুবই ভালো লাগল।
০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৪৬
রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
৫| ০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:২৩
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: চার্লস ডিকেন্স হওয়ার শখ বুঝি? ভুত নিয়ে লেখা বাদ দেন খুব ভয় লাগে। নীলা শাহেদ চালিয়ে যান।
০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৪৭
রাজীব নুর বলেছেন: জ্বী, অবশ্যই।
৬| ০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৩৬
বাকপ্রবাস বলেছেন: ১ আর ৪
০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৪৮
রাজীব নুর বলেছেন: ১ ৪ ধন্যবাদ।
ভালো থাকুন।
৭| ০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৫৯
সনেট কবি বলেছেন: চমৎকার লিখেছেন ।
০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৪৮
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৮| ০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:২৮
আরোগ্য বলেছেন: চার্লস ডিকেন্স এর দ্য টেইল অব টু সিটিজ অসাধারণ।
০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৪৯
রাজীব নুর বলেছেন: একটা রিভিউ দেন। প্লীজ।
৯| ০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৩১
আকতার আর হোসাইন বলেছেন: শেষাংশ টা নিয়ে মন্তব্য করছি..
এসব দেখলে সবারই লেখক হবার ইচ্ছা জাগবে... তো লেখা শুরু করে দিন..
০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৫০
রাজীব নুর বলেছেন: লেখক হতে যোগ্যতা লাগে। আমার সে যোগ্যতা নেই।
১০| ০৬ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:৪৬
আরোগ্য বলেছেন: দ্য টেইল অব টু সিটিজ এর রিভিউ দেয়ার জন্য কাওসার ভাইকে অনুরোধ করেছি।
০৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:০৪
রাজীব নুর বলেছেন: ঠিক আছে।
দেখি কাওশার ভাই কি করেন!
১১| ০৬ ই অক্টোবর, ২০১৮ রাত ১:১৮
চাঁদগাজী বলেছেন:
৪ নং টি আমাকে একটু নাড়া দিয়েছে
০৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:০৫
রাজীব নুর বলেছেন: ওয়াও!!
গ্রেট।
১২| ০৬ ই অক্টোবর, ২০১৮ ভোর ৫:২৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো ভাই সবগুলো পয়েন্টই। তবে চিংড়ি মাছ দেখে লোভ হচ্ছে, আমার প্রিয় মাছের মধ্যে অন্যতম চিংড়ি মাছ।
শুভ সকাল
০৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:০৫
রাজীব নুর বলেছেন: মাওয়া ঘাট থেকে ছবিটি তুলেছিলাম।
১৩| ০৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:৩১
জাহিদ অনিক বলেছেন: বাহ ! চিংড়ির ছবিগুলো খুব সুন্দর হয়েছে।
গতকাল আমিও কয়েকটা মাছোগ্রাফি করেছি --------
একটা ভূত জানালা দিয়ে উঁকি দিচ্ছে বারবারব! কি করি ! কি করি !
১৪| ০৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:০৬
রাজীব নুর বলেছেন: হা হা হা---------
১৫| ০৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৪৩
রক বেনন বলেছেন: আমাদের দেশেও এমন হয়েছে। বাকের ভাইয়ের ফাঁসি না হওয়ার জন্যে মানুষ মিছিল করেছে!!
০৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৪৭
রাজীব নুর বলেছেন: হুমায়ূন আহমেদ অলওয়েজ বস।
১৬| ০৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:০৮
নষ্টজীবন® বলেছেন: সুন্দর পোস্ট, কথাগুলো দারুণ বলেছেন ভাই
০৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৪৭
রাজীব নুর বলেছেন: নষ্ট জীবন !!!
এটা আবার কেমন কথা।
জীবন হোক আনন্দময়।
১৭| ০৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:১৩
তারেক ফাহিম বলেছেন: ভাবলাম চিংড়ি কিনতে গিয়ে রাজিব ভাইকে কেউ ক্ষেপাইলো
চিংড়ির লোভ করছে যে
০৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৪৮
রাজীব নুর বলেছেন: চিংড়ি ভালো করে রান্না করলে খেতে সেই রকম লাগে।
১৮| ০৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:১৫
মলাসইলমুইনা বলেছেন: ২। আজ একটা দৈনিকের সাহিত্য পাতায় কবিতা পড়লাম। কবিতার নাম- ''একটা ভূত জানালা দিয়ে উঁকি দিচ্ছে বারবার, কি করি?''। কবিতার প্রথম লাইন এই রকম- ভুত ভুত ভুত, আমার চারদিকে ভুত! মনে হচ্ছে এরা আমাকে চেয়ারের সাথে বেঁধে রাখবে।
কবিতাটা কার ? পুরোটা পড়তে ইচ্ছে করলো কেন যেন ? বাদবাকিটাও পারলে দিয়ে দিন |
০৬ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:২৯
রাজীব নুর বলেছেন: আচ্ছা, খবরের কাগজটা খুঁজে পেলে দিব।
১৯| ০৬ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪১
ওমেরা বলেছেন: চিংড়ী মাছ গুলো তো খুব তাজা মনে হচ্ছে ।
০৬ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৩০
রাজীব নুর বলেছেন: মাওয়া ঘাটে এরকম সুন্দর করে সাজিয়ে বিক্রি করছিল।
২০| ০৬ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:০১
হাবিব বলেছেন:
আপনি বিদ্যুৎ হয়ে মানুষের উপকার করতে পারেন,
তাতে মানুষজন আপনাকে ক্ষতি করতে পারবে না।
আপনার উপরটা দেখলে বুঝা যাবে না আপনি কেমন তবে
ভিতরে থাকবে ৩৩ হাজার ভোল্টের ঝলকানি।
০৬ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৩০
রাজীব নুর বলেছেন: জ্বী। ধন্যবাদ।
২১| ০৬ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩৫
আবু হাসান লাবলু বলেছেন: ৪ নং টি পড়ে একটু ঝাটকা খাইলাম। এই রকম ঝাটকা মূলক অনেক পোষ্ট পড়তে ইচ্ছে করে।
০৬ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৩১
রাজীব নুর বলেছেন: এরকম পোষ্ট আরও দিব।
২২| ০৬ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:১৫
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: জ্বী। ধন্যবাদ এই ধরনের উত্তর খুব বিরক্ত লাগে
০৬ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৪০
রাজীব নুর বলেছেন: ক্ষমাপ্রার্থী।
২৩| ০৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৪১
আমি স্বপ্নদ্রষ্টা বলেছেন: ৩ ও ৪ নং ভাল লেগেছে । মজার বিষয় হল আপনার লেখায় এখন চাঁদগাজীকেও নাড়িয়ে দিয়ে যায়। ভাল লেখা ।
০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৫০
রাজীব নুর বলেছেন: হা হা হা----
২৪| ০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৪৯
খায়রুল আহসান বলেছেন: চার্লস ডিকেন্স এর মত আমাদের প্রখ্যাত কথাশিল্পী হুমায়ুন আহমেদও পাঠকদেরকে চরম উৎকন্ঠায় ঝুলিয়ে রাখতেন। তার নাটক দেখে বাঙলার জনগণ "বাকের ভাই এর ফাঁসী" প্রতিরোধে রাস্তায় মিছিল করেছিলেন।
মন্তব্যটা লেখার পর লক্ষ্য করলাম যে রক বেনন ১৫ নং মন্তব্যে এ কথাটা আগেই বলে গিয়েছেন।
০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:১২
রাজীব নুর বলেছেন: আমার সৌভাগ্য আপনি আমার পোষ্টে এসেছেন।
আপনি কেমন আছেন?
©somewhere in net ltd.
১| ০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৩২
স্রাঞ্জি সে বলেছেন:
১। কথাটা সত্যি... অপমানের প্রতি একটা জিদ ধরে কিছু না কিছু নিজ থেকে আবিষ্কার হয়।
২। ইদানীং দেখি আপনি ভূত নিয়ে পড়ে আছেন। ভূতের আছর লাগছে নাকি গায়ে ।
৩। এসবের আমি ধার ধরি না। মরে যাওয়াটাই বেটার।
৪। আপনি লিখা শুরু করে দেন। নায়ক হওয়ার স্বপ্ন কে মাটি চাপা দেন।