নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

সুখের থেকে স্বস্তিতে থাকা ভালো

০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৫১



আমি সারা জীবন সুখ চাইনি। স্বস্তিতে থাকতে চেয়েছি। সুখের চেয়ে স্বস্তিতে থাকা অনেক আনন্দের। আমার গাড়ি নেই, বাড়ি নেই, ফ্লাট নেই এমন কি ব্যাংকে টাকা নেই- এজন্য আমার একটুও আফসোস হয় না। তবে আমার মতো বয়সে অনেকে টাকা, গাড়ি আর ফ্ল্যাটের মালিক হয়ে গেছে। কিন্তু তারা স্বস্তিতে নেই। নানান টেনশনে আছে। কারন গাড়ি, বাড়ি করতে গিয়ে তাদের অসৎ হতে হয়েছে। অসৎ মানুষ কোনো দিনও স্বস্তিতে থাকতে পারে না। তবে সাময়িক সুখ পায়। অবশ্য সে সুখ মূল্যহীন। খেয়ে না খেয়ে দিন শেষে স্বস্তিতে থাকা অনেক ভালো।

আমি একজনকে দেখেছি, সে কোটি কোটি টাকার মালিক। সীমাহীন সম্পদের মালিক। কিন্তু সে ভয়াবহ কষ্টে আছে। ভদ্রলোক কোনো খাবার খেয়েই আরাম পায় না, স্বাদ পায় না। তার বাসায় বাবুর্চি রান্না করে। সবাই সে রান্না খেয়ে আরাম পায় অথচ তিনি কোনো স্বাদ পান না। তিনি যা'ই খান তার কাছে মাটি মাটি লাগে। এই কথা তিনি কাউকে বলতে পারেন না। আমি নিজে দেখেছি, শেষমেষ সে রাস্তার ধারের খাবারও খেয়েছেন। ফুটপাত থেকে কিনে চিতই পিঠা- ঝাল ভরতা দিয়ে খেয়েছেন- না, সে খাবার খেয়েও তিনি আরাম পান নি। ডাক্তার দেখিয়েছেন দেশ বিদেশে। তা-ও লাভ হয়নি।

এই সমাজে টিকে থাকতে হলে, সীমাহীন বুদ্ধিমান হতে হয়। বুদ্ধিমান হওয়া ভালো কিন্তু চালাক নয়। চালাক লোকেরা দুষ্ট হয়। কিন্তু বুদ্ধিমানরা দুষ্ট হয় না, বদলোক হয় না। আমাদের সমাজে চালাক লোকের সংখ্যা বেশি, বুদ্ধিমান লোকের সংখ্যা খুব কম। আমি সারা জীবন চালাক লোকদের কাছ থেকে দূরে থেকেছি। আর বুদ্ধিমানদের সংস্পর্শে থাকতে চেয়েছি। আমার কাছে যদি একটা যাদুর লাঠি থাকতো, তাহলে সেই লাঠি দিয়ে দুষ্টলোকদের শায়েস্তা করতাম। লাঠি দিয়ে মেরে তাদের ভালো লোক বানিয়ে দিতাম। প্রভু আমাকে অলৌকিক ক্ষমতা দাও।

আমাদের নবী হযরত ইউনূস মাছের পেটে আটকা পড়েছিলেন। তিনি চল্লিশ দিন মাছের পেটে ছিলেন। হযরত ইউনূস ইরাক অঞ্চলের বাসিন্দা ছিলেন। তার জাতির জনসংখ্যা ছিল এক লক্ষের একটু বেশি। ধর্ম প্রচার করার জন্য তিনি এক জাহাজে উঠলেন। হঠাত মাঝ নদীতে ঝড় উঠলো। বিশাল ঝড়। জাহাজ ডুবতে শুরু করলো। নবী ডুবে গেলেন এবং অজ্ঞান হয়ে গেলেন। আল্লাহর নির্দেশে একটি বিশাল মাছ তাকে গিলে ফেলল। জ্ঞান ফেরার পর তিনি মাছের পেটের মধ্যে নামাজে দাঁড়ালেন। মহান প্রভুর কাছে দুই হাত তুলে করুনা চাইলেন।

'লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জোয়ালিমীন' অর্থাৎ 'তুমি ছাড়া কোনো উপাস্য নেই, অবশ্যই আমি অপরাধীদের মধ্যে'। আল্লহ তাকে মাছের পেট থেকে সুস্থ অবস্থায় বের করে আনলেন। ইউনুস (আ) মাছের পেট থেকে উদ্ধারের দুআ করেন নি, আল্লাহর প্রশংসা করে গেছেন আর নিজের দোষ স্বীকার করেছেন, ক্ষমা প্রার্থনা করেছেন। আল্লাহ তাকে উদ্ধার করেছেন। আমাদের মনে রাখতে হবে, আমরা জেনে না জেনে হাজার অন্যায় করি। এইসবের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত, আল্লাহ জানেন আমরা কি চাই। দুআ কিভাবে করতে হয়, তার বিস্তারিত আরেকদিন লিখব ইন শা আল্লাহ।

মন্তব্য ৩৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৯) মন্তব্য লিখুন

১| ০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৫৯

হাবিব বলেছেন:




আমার সবচেয়ে দূর্বলতার স্থান এই হাত।
অসম্ভব সুন্দর লেখা, খুব ভালো লাগলো।
আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন স্বস্থিতে রাখুন। আমিন।

০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:০০

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।

২| ০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:০৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আপনার বেকার জীবনের অবসান হোক এই কামনা করি...

০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৫১

রাজীব নুর বলেছেন: হা হা হা----

৩| ০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:০৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুন্দর আলোচনা করেছেন, আপনার সাথে একমত সুখের চেয়ে স্বস্তি অনেক গুরুত্বপূর্ণ একজন মানুষের জন্য।

শুভকামনা আপনার জন্য

০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৫১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ নয়ন ভাই।

৪| ০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:২৫

আরোগ্য বলেছেন: আমিও এমন অনেক লোক দেখেছি পকেটে সব সময় টাকার বান্ডিল আর মনে দুঃশ্চিতার বান্ডিল। অল্পতে তুষ্ট থাকা অনেক বড় নেয়ামত।
'লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ
জোয়ালিমীন'।

০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৫২

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।

৫| ০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:২৭

তারেক ফাহিম বলেছেন: গঠনমুলক মন্তব্য করা লাগবে।

ভাবছি কি মন্তব্য করবো B-)

০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৫৩

রাজীব নুর বলেছেন: গঠনমূলক মন্তব্য কথা ফাজলামো ছাড়া আর কিছুই না।

৬| ০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৪৩

ঢাকার লোক বলেছেন: নবী ইউনুস (আ) ৪০ দিন নয়, তিন দিন তিন রাত মাছের পেটে ছিলেন, যাই হোক ঘটনাটা আরেকটু ভালো ভাবে জেনে নিবেন kindly .

০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৫৩

রাজীব নুর বলেছেন: আমারও খটকা লাগছে।
আসলে একেক বই একেক রকম লেখা।

৭| ০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৪৮

বলেছেন: খুব ভালো লাগলো।

০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৫৪

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

৮| ০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৫২

শাহারিয়ার ইমন বলেছেন: স্বস্তিতে থাকা মানেই তো সুখে থাকা

০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৫৫

রাজীব নুর বলেছেন: সুখ অন্য জিনিস। আর স্বস্তি আরেক জিনিস।

৯| ০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:২৪

আকতার আর হোসাইন বলেছেন: কোথায় যেন একবার পড়েছিলাম, সুখের চিন্তাই হল অসুখী হওয়ার কারণ। অথবা সুখের সন্ধান করাই অসুখী হওয়ার কারণ।

তাই সুখের চেয়ে স্বস্তিই ভালো। নির্ভার থাকা ভাল। তবে এই স্বস্তিটাও কিন্তু এক প্রকার সুখের মধ্যেই পড়ে।

০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৫৬

রাজীব নুর বলেছেন: আপনার মন্তব্য এখন আমার মধ্যে দ্বিধা তৈরি করেছে !!!

০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৫৬

রাজীব নুর বলেছেন: আপনার মন্তব্য এখন আমার মধ্যে দ্বিধা তৈরি করেছে !!!

১০| ০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:২৬

বৃষ্টি বিন্দু বলেছেন:
রাজীব নূর সাহেব, ভাবি ভাল আছেন তো?


লেখার হাত তো অনেক ভাল হচ্ছে দিনদিন।

০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৫৭

রাজীব নুর বলেছেন: কি যে বলেন !!!!
আমার লেখা বড্ড অগোছালো।

১১| ০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৩৮

চাঁদগাজী বলেছেন:


আপনার চাকুরী কি নেই?

০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৫৯

রাজীব নুর বলেছেন: ত্রিশ বছর সেই কবেই পার করে ফেলেছি। আগামী ত্রিশ বছর কি বাঁচবো?
বাকি জীবনটা আমি আনন্দে কাটাতে চাই। নয় টা পাঁচ টায় বন্ধী হতে চাই না।

১২| ০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৪৫

ফেনা বলেছেন: মানব জীবনে মূল্যবোধের বড়ই অভাব।

০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৫৯

রাজীব নুর বলেছেন: তা মন্দ বলেন নি।

১৩| ১০ ই অক্টোবর, ২০১৮ রাত ২:২৫

হিমন বলেছেন: আপনার সব কথাই কেন জানি আমার সাথে মিলে যায়! ঘটনা বুঝতেছি না।

১০ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:১৬

রাজীব নুর বলেছেন: এটা অনেক আনন্দের ব্যাপার।

১৪| ১০ ই অক্টোবর, ২০১৮ ভোর ৪:৪১

কাওসার চৌধুরী বলেছেন:



রাজীব ভাই খুব সুন্দর করে গুছিয়ে লিখেছেন। টাকা পয়াসা আর গাড়ি বাড়িতে সুখ আসে না, সুখ আসে মনের স্বস্তি থেকে। আর বুদ্ধিমান আর চালাকের মাঝে গুণগত পার্থক্য আছে। আপনি ঠিকই বলেছেন, আমাদের দেশে চালাক মানুষের সংখ্যা বেশি। কিন্তু বুদ্ধিমান মানুষ হাতে গোনা।

১০ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:১৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বড় ভাই।

১৫| ১০ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:৫৪

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: ভাল লেগেছে।

১০ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:১৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১৬| ১০ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৭

ফারিহা হোসেন প্রভা বলেছেন: খুব সুন্দর একটি পোষ্ট স্যার। আসলেই ঠিক, আমরা খালি বৃথা সুখের কথা চিন্তা করে নিজেদের কে আরো অধিক দুর্বল করে তুলি। মনের মত থাকাই হচ্ছে মেইন। জীবনে সুখী হওয়া কিন্তু অনেক সহজ ব্যপার কিন্তু আমরা ভুল পন্থায় তা খুজে বেড়াই। আফসোস!

১০ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১৪

রাজীব নুর বলেছেন: বোন আপনি বুদ্ধিমান।

১৭| ১০ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:১৬

মো: নিজাম গাজী বলেছেন: শুভ জন্মদিন প্রিয় লেখক। অনেক অনেক শুভকামনা। শুভ হোক আপনার আগামী দিনের পথচলা।।

১০ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:১৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ নিজাম ভাই।

১৮| ১১ ই অক্টোবর, ২০১৮ রাত ১:২৮

কাউছার হোসেন বলেছেন: ভালো লাগলো।

১১ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:১৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১৯| ২০ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬

মাহমুদুর রহমান বলেছেন: এই সমাজে টিকে থাকতে হলে, সীমাহীন বুদ্ধিমান হতে হয়
এই কথাটাই সবচেয়ে দামী কথা।

২১ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৫৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.