নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

টুকরো টুকরো সাদা মিথ্যা- ৬৭

১২ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৩১



১।
বাংলা সাহিত্যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ই প্রথম নারীর মূল্য দিয়েছেন।
নারীও যে মানুষ এবং রক্তমাংসের তিনিই চরিত্রের মধ্যে দিয়ে প্রতিষ্ঠা করেছেন। তাঁর তৈরী নারী চরিত্র হয়তো যুদ্ধ করেনি, হয়তো রাজনীতি করেনি কিন্তু সংসার জীবনের পরাকাষ্ঠায় তিনি নারীর ভেতরের ও বাইরের রূপ এবং রূপান্তর দারুণ মমতায়,মানবিক বোধে লালন করেছেন। একই সঙ্গে, মানুষ বা নারী কতো ভিন্ন ভিন্ন হতে পারে, তারই উপমেয় বর্ণনা লিখেছেন তিনি শ্রীকান্ত দ্বিতীয় খণ্ডের শুরুতে রাজলক্ষ্মীকে বিশ্লেষণ করতে গিয়ে।

তিনি লিখেছেন: ‘পিয়ারী ঘাড় নাড়িয়া বলিল, সে আমি জানি। কিন্তু নেবে আমাকে সঙ্গে? বলিয়াই আমার পায়ের উপর ধীরে ধীরে আবার হাতখানা রাখিল। একদিন এই পিয়ারীই আমাকে যখন তাহার বাড়ি হইতে এক রকম জোর করিয়াই বিদায় করিয়াছিল, সেদিন তাহার অসাধারণ ধৈর্য ও মনের জোর দেখিয়া অবাক হইয়া গিয়াছিলাম। আজ তাহারই আবার এতবড় দুর্বলতা, এই করুণ কণ্ঠের মিনতি, সমস্ত এক সঙ্গে মনে করিয়া আমার বুক ফুটিতে লাগিল, কিন্তু কিছুতেই স্বীকার করিতে পারিলাম না।
বলিলাম, তোমাকে সঙ্গে নিতে পারিনে বটে কিন্তু যখনি ডাকবে, তখনি ফিরে আসব। যেখানেই থাকি, চিরদিন আমি তোমরই থাকবো রাজলক্ষ্মী।’

২। আমার মনে আছে ২০১৫ সালে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের অনুষ্ঠানে, 'একটি শিশুও পথে থাকবে না- বলেছেন আমাদের প্রধানমন্ত্রী'। প্রায় ৫০ হাজার শিশু রাস্তায় রাস্তায় জীবন যাপন করে। আপনাদের ধারনা কি কবে প্রধানমন্ত্রীর এই নির্দেশ কার্যকারীত হবে? নাকী নির্দেশ, নির্দেশের নিচে দামা চাপায় মৃত্যু বরণ করবে। প্রধানমন্ত্রীর এই স্বপ্নটা সত্যি হওয়া জরুরী।

৩। বেকার থাকতে ভালো লাগে না।
ভ্রাম্যমাণ আইসক্রীম বিক্রীর জন্য আইসক্রীম এর গাড়ী কোথায় পাওয়া যায়? অথবা
ঠিক করেছি প্রতিদিন সকালবেলা আড়ত থেকে ১০০ ডাব কিনব। তারপর একটা ভ্যানে করে সমস্ত ঢাকা শহর ঘুরে ঘুরে ডাব বিক্রি করবো। শুনেছি অনেক লাভ।

৪। নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত পরিবার থেকে আসা মেয়েগুলো তাদের সব রকম কনজারভেটিভ ধারনা বুকে পুষে রেখে এমন ভাবভঙ্গী করে যেন পৃথিবীর সব ছেলেই তাদের দিকে হামলে পড়ছে।

৫। মক্কার অন্যতম জ্ঞানী ছিলেন আবু জেহেল। তাকে মক্কায় আবু হাকিম বা জ্ঞানীর পিতা বলেও ডাকা হত। ইসলামের পরিষ্কার প্রমান সে অস্বীকার করে আজ সে পুরো দুনিয়ার কাছে আবু জেহেল বা মুর্খের পিতা হিসেবে পরিচিত। আপনি যে জ্ঞান অর্জন করেছেন সেটা কতটুকু আপনার প্রভুকে চিনিয়েছে, নিজেকে চিনিয়েছে, সমাজ উন্নয়নে কাজে লাগবে সেটাও গুরুত্বপূর্ন।

মন্তব্য ৪৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪৯) মন্তব্য লিখুন

১| ১২ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৩৯

রূপক বিধৌত সাধু বলেছেন: এটা ঠিক যে শরৎচন্দ্র সাহিত্যে নারীকে অনেক মূল্যায়ন করেছেন, পাশাপাশি এটাও ঠিক পুরুষদের অথর্ব প্রমাণ করেছেন।

১২ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:২১

রাজীব নুর বলেছেন: সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

২| ১২ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪৪

শাহারিয়ার ইমন বলেছেন: ডাব বেঁচা অনেক লাভের কিন্তু সেজন্য নারিকেল গাছে উঠতে জানতে হবে B-)

১২ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:২১

রাজীব নুর বলেছেন: শুধু নারিকেল না কোনো গাছেই আমি উঠতে পারি না।

৩| ১২ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ইসলাম নারীকে দিয়েছে তার সর্বোচ্চ সম্মান।
সাহিত্য আসে তার পরে

১২ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:২২

রাজীব নুর বলেছেন: ইসলাম সম্মানও দিয়েছে আবার ডুবিয়েছেও।

৪| ১২ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫০

কিরমানী লিটন বলেছেন: সত্যিই- যতটুকু শিখেছি বা করেছি তাতে- কতটুকুই বা নিজেকে সমাজ রাষ্ট্রকে চেনাতে কাজে লাগিয়েছি- কিংবা গড়তে ... শরৎ সাহিত্য আমার কাছে প্রবঞ্চিত জীবনের আর্ত- চিৎকার। দেয়ার চাইতে নেয়ার হাহাকারটাই সেখানে বেশী ফুটে উঠেছে..... ভালোবাসা জানবেন, অভিবাদন আপনাকে।

১২ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:২৩

রাজীব নুর বলেছেন: অনেক সুন্দর মন্তব্য করেছেন।
ভালো থাকুন।

৫| ১২ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:১০

রাকু হাসান বলেছেন:

শরৎচন্দ্র নারী মন খুব বুঝতেন । তার প্রায় সকল জনপ্রিয়গুলোর বইগুলোর প্রধান চরিত্র নারী ।
ভালোলাগে শরৎ ।

১২ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:২৩

রাজীব নুর বলেছেন: দত্তা বইটা কি পড়েছেন?

১২ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:২৩

রাজীব নুর বলেছেন: দত্তা বইটা কি পড়েছেন?

৬| ১২ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫০

পদাতিক চৌধুরি বলেছেন: আজকের সাদা মিথ্যেটা বেশ ভালো লাগলো।

শুভকামনা প্রিয় ভাইকে।

১২ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:২৪

রাজীব নুর বলেছেন: ধন্যাবাদ দাদা। ভালো থাকুন।

৭| ১২ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:০৪

সাইন বোর্ড বলেছেন: অাইস ক্রিম বা ডাবের ব্যবসা অাপাতত শুরু না করাই ভাল, কারন সামনে শীত অাসছে, শীতে মানুষ এগুলো কম খাই । তার চেয়ে চা কিংবা কফির ব্যবসা মন্দ হয়না ।

১২ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:২৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভাল পরামর্শ দিয়েছেন।

৮| ১২ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:০৭

মাহের ইসলাম বলেছেন: ডাবের ব্যবসা না করে কক্সবাজারে চাইনিজ মুক্তার মালার ব্যবসা করতে পারেন।
আরো বেশী লাভ।

১২ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:২৭

রাজীব নুর বলেছেন: আমি তো ঢাকা থাকি।

৯| ১২ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:২৪

সুদীপ কুমার বলেছেন: বেশ লাগলো আপনার উপস্থাপনা।

১২ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:২৮

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।

১০| ১২ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮

বাকপ্রবাস বলেছেন: ৪

১২ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:০৭

রাজীব নুর বলেছেন: !!

১১| ১২ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭

saif sakib বলেছেন: ইসলাম নারীকে ডুবিয়েছে, কথাটা মানতে পারলাম না। বুঝিয়ে বলবেন?

১২ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:০৭

রাজীব নুর বলেছেন: এই বিষয় নিয়ে আমি একটি পোষ্ট দিন ইনশাল্লাহ।

১২| ১২ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:১২

আরোগ্য বলেছেন: শীতকাল এসে পড়লো। ডাবের ব্যবসা না করে সিদ্ধ ডিম বিক্রি করলে লাভ হবে।

১৩ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:১২

রাজীব নুর বলেছেন: আমি ফান করছি না।
আমি সিরিয়াস।

১৩| ১২ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৩৯

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: সব গুলোই ভালো লাগছে। ৩ নাম্বার আর ৪ নাম্বার টা বিশেষ করে।।

১৩ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:১২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ মামুন ভাই।

১৪| ১২ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:০২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ২। দুঃখজনক। সরকারগুলোর আরো নজর দেয়া উচিত পথ শিশুদের প্রতি...
৩। আপনি শুরু করেন। আপনি সফল হলে আমিও করব...
৪। এই ক্যাটাগরির মেয়েরা বাবার প্রতি সহানুভূতিশীল হলেও একই সামর্থের স্বামীর প্রতি সেক্রিফাইস করতে চায় না...

১৩ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:১৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ তালগাছ।

১৫| ১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ১:৫২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর কথা বলেছেন ভাই, যৌক্তিক আর গুরুত্বপূর্ণ।
ভালো লাগলো ভাই, দেশে কোন ভাসমান থাকবে না, প্রধানমন্ত্রী তার নির্দেশ জানিয়ে দিয়েছেন, কিন্তু যারা কাজটি সম্পন্ন করার দায়িত্ব নিয়ে বসে আছেন তাদে গাফিলতির দায় আমরা প্রধানমন্ত্রীকে কেন দেবো?

আমাদের নেতাদের ভিতর দেশপ্রেম ও আন্তরিকতার অভাব জনগণের সাথে।

১৩ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:১৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ নয়ন ভাই।
ভালো থাকুন।

১৬| ১৩ ই অক্টোবর, ২০১৮ ভোর ৪:৪২

কিশোর মাইনু বলেছেন: এবারেরগুলো অনেক জটিল। উলটাপালটা কোন মন্তব্য করার চেয়ে দেখে যাওয়াটাই বেটার মনে করছি।

১৩ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:১৪

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।
ভালো থাকুন।

১৭| ১৩ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৩৭

আকিব হাসান জাভেদ বলেছেন: পথ শিশুদের নিয়ে কিছু করার চেষ্টা করেছি । কিন্তুু সার্থক হতে পারি নি । বাংলাদেশ সরকারের সবচেয়ে অপকর্ম হয় এই পথ শিশুদের দিয়ে তথ্যটা আপনার নিশ্চয় জানা আছে রাজিব ভাই । তারপরে আপনারা কিছু করেন । আমরা সাহায্য করবো । না হয় আপনার পাশে আমাকে রাখবেন । সুন্দর ভাষায় সুন্দর কথা লিখেছেন । ভালো থাকবেন ।

১৩ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬

রাজীব নুর বলেছেন: চমৎকার মন্তব্য করেছেন।
এই বিষয় নিয়ে আপনার সাথে আলোচনায় বসতে হবে।

১৮| ১৩ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৩২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
দারুন বলেছেন। চাকরি ছেড়ে এসব ব্যবসায় আপনাকে দিয়ে হবেনা। বরং মনোযোগ দিয়ে চাকরি করুন আর ব্লগ লেখুন।
+++++++++++++

১৩ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। আপনার পরামর্শ মনে রাখবো।

১৯| ১৩ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:২৯

হাসান জাকির ৭১৭১ বলেছেন: পথশিশুদের ব্যাপারে সরকারের কার্যকরি উদ্যোগ খুবই জরুরি.......।

১৩ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৩২

রাজীব নুর বলেছেন: সরকার এত দিক সামলাবে কিভাবে?

১৩ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৩২

রাজীব নুর বলেছেন: সরকার এত দিক সামলাবে কিভাবে?

২০| ১৩ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩৩

নজসু বলেছেন: নারী আর শিশু এই দুজনই আমাদের দেশে অসহায় বেশি।

শীতকাল তো প্রায় চলে এলো ভাই।
ডাবের চিন্তা বাদ দিতে হবে।

১৩ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:২১

রাজীব নুর বলেছেন: আমার ভাগ্যটাই খারাপ।

২১| ১৩ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:২৯

মুক্তা নীল বলেছেন: দেনাপাওনা,মেজদিদি,বিলাসী এইসব কি ভুলা যায়? আমার কাছে কেন জেনো মনেহয় সমরেশ মজুমদার এর সাতকাহন এ দীপাবলি নারীজীবন এর জন্য অনেক অবদান রয়েছে। আপনার এই লেখাগুলো খুব ভাল লাগলো, তাই আমিও আমার একটা ভালোলাগার কথা জানালাম। এখন আর সময় পাই না, আগের মতো আর বই পড়া হয়না। এরপর ও প্রিয় বই গুলো মাঝে মাঝে হাতে নেই। ভাল থাকবেন।

১৩ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১৯

রাজীব নুর বলেছেন: দত্তা কি পড়েছেন?

২২| ১৩ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৫০

নীলপরি বলেছেন: বরাবরের মতোই ভালো লাগলো ।
শুভকামনা

১৩ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ পরী। নীল্পরী।

২৩| ২০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪১

মাহমুদুর রহমান বলেছেন: ৩ নম্বরটাইয়- শেয়ারে করব কি বলেন?

২০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪৪

রাজীব নুর বলেছেন: হা হা হা----

২০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪৪

রাজীব নুর বলেছেন: হা হা হা----

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.